বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে দুদকের একটি তদন্ত দল বিসিবির মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়। দলটি বিপিএলের টিকিট বিক্রিতে সম্ভাব্য কালোবাজারি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন।
দুদকের এক কর্মকর্তা জানান, তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে বোর্ডের আর্থিক লেনদেন, আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং টিকিট বিক্রির প্রকৃত হিসাব বিশ্লেষণ করা হচ্ছে। এই তদন্তের মাধ্যমে কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত এবং কারা এতে লাভবান হয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, দুদক একটি স্বাধীন ও সরকারি তদন্ত সংস্থা হিসেবে যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত চালাতে পারে।
এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। তার সময়কার কিছু আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।