Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান ৬০ জন লেবার এমপির

ডেস্ক সংবাদ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজার সব বাসিন্দাকে রাফাহর ধ্বংসাবশেষে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণার পর, যুক্তরাজ্যের প্রায় ৬০ জন লেবার এমপি ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ডেভিড ল্যামিকে পাঠানো এক খোলা চিঠিতে এমপিরা জানান, তারা মনে করেন গাজায় ‘জাতিগত নির্মূল’ ঘটছে। চিঠিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পনাকে ‘মানবতাবিরোধী অপরাধের কার্যকর পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে এ পরিকল্পনা বন্ধের আহ্বান জানানো হয়।

চিঠিতে এমপিরা পাঁচটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যার মধ্যে রয়েছে:

  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তাৎক্ষণিক স্বীকৃতি

  • পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা

  • জাতিসংঘের শরনার্থী সংস্থা (UNRWA)-কে তহবিল প্রদান

  • হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রচেষ্টা

তবে ফিলিস্তিনকে স্বীকৃতি ও বসতি নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো সরকারের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর হতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে: “যদি আমরা এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিই, তবে আমাদের দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিই দুর্বল হয়ে পড়ে। এর ফলে স্থিতাবস্থা বজায় থাকবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড আরও সংকুচিত ও সংযুক্ত হতে থাকবে।”

চিঠিতে ৫৯ জন এমপির স্বাক্ষর রয়েছে, যার মধ্যে আছেন লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট-এর চেয়ার সারাহ ওয়েন ও অ্যান্ড্রু প্যাকস, ক্লাইভ লুইস, ডায়ান অ্যাবট, স্টেলা ক্রিসি, তানমানজিৎ সিং ধেসি ও লিয়াম বাইর্ন প্রমুখ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শান্তির পথে এগোতে হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এখনই সময়।”

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটি ‘সর্বোচ্চ কূটনৈতিক প্রভাব’ রাখার সময়েই করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর