২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বিশিষ্ট “BCA অ্যাওয়ার্ডস” অনুষ্ঠান, যা সমাজ ও শিল্পে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে। এই দুই আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি এবং ব্রিটিশ মূলধারার সম্প্রদায়ের মধ্যে সম্মাননা ও উদ্ভাবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। চলতি বছরের ৯ নভেম্বর, রোববার, লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে অনুষ্ঠিত হবে ১৮তম বার্ষিক বিসিএ অ্যাওয়ার্ডস, যা একইসঙ্গে যুক্তরাজ্যের কারি শিল্পের ৬৫তম বার্ষিকী উদযাপন করবে।
“একটি উত্তরাধিকার উদযাপন। ভবিষ্যত গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি ব্রিটিশ-বাংলাদেশি হসপিটালিটি ও রেস্তোরাঁ খাতের অগ্রদূতদের সম্মানিত করবে।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর তথ্য অনুযায়ী, শেফ এবং রেস্তোরাঁগুলো এখন মনোনয়নের জন্য উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীরা বিসিএ ইউকের ফেসবুক পেজে গিয়ে টিকিট বা টেবিল বুকিংয়ের বিস্তারিত জানতে পারবেন।
অন্যদিকে, ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ডস (BCA) যুক্তরাজ্যজুড়ে সমাজের প্রতি অসামান্য অবদানের জন্য সাধারণ মানুষকে স্বীকৃতি দিয়ে আসছে।
২০২৫ সালের জানুয়ারি ও জুলাই মাসে আয়োজন করা হবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা অনুষ্ঠান। ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত অবদানের ভিত্তিতে যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন। মনোনয়ন মূল্যায়ন করবে একটি স্বাধীন প্যানেল, এবং চূড়ান্ত সিদ্ধান্তও তাদেরই।
এই অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে মনোনয়ন প্রক্রিয়া ও অতীত পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। “কারি শিল্পের উত্তরাধিকার” হোক কিংবা “সমাজের নায়কত্ব”—২০২৫ সালের এই দুটি BCA অ্যাওয়ার্ডস অনুষ্ঠান যুক্তরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামাজিক অগ্রগতির অনন্য উদাহরণ হয়ে উঠবে বলে আশা করা যায়।