যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব উঠেছে। বিষয়টি জোরালোভাবে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক সিনিয়র কূটনীতিক জন এফ ড্যানিলয়েচ।
নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ড্যানিলয়েচ লিখেছেন, “মুশফিককে ওয়াশিংটনে স্থানান্তর করা হলে তা হবে এক চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি সেখানে পরিচিত ও সম্মানিত ব্যক্তি।” তিনি আরও বলেন, “পেশাদার কূটনীতিক না হয়েও তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।”
মুশফিকের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও আগ্রহ প্রকাশ করেছে। এমনকি একজন প্রবাসী সাংবাদিক সামাজিক মাধ্যমে মুশফিকের প্রতি তাদের প্রত্যাশা জানালে, তিনি উত্তরে লেখেন: “আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, তবে আমি আগ্রহী নই।”
উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। তার সময়ে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে, রপ্তানি বেড়েছে, এবং ওষুধ সরবরাহের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সংবাদদাতা এবং হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনে বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেছেন।