মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা, এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে তাঁর পিতার মৃত্যুর খবর জানান।
সিলেটের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণকারী আব্দুল মোছাউয়ীর আনসারী শৈশবে সৌদি আরবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে ভারতের বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।