মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং যুক্তরাজ্য প্রবাসী লেখক ও ইসলামী চিন্তাবিদ আবু সাইদ আনসারীর পিতা পীরজাদা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু গণমাধ্যম পাঠানো এক শোক বার্তায় বলেন জনাব আব্দুল মোছাউয়ী আনসারী ছিলেন একজন ধর্মপরায়ণ সৎ নির্লোভ পরোপকারী মানুষ। ব্যক্তি জীবনে তিনি ইসলামী চিন্তাচেতনায় লালিত সাদামাটা সজ্জন ব্যক্তি।পতিত স্বৈরশাসকে প্রতিহিংসার রোষানলে তাকে জীবনের শেষ সময়টূকু প্রবাসে অতিবাহিত করতে হয়েছে।
দীর্ঘ নয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে আসার মাত্র তিন মাসের সময় পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের পথে যাত্রা শুরু করেছেন।
জনাব মোছাউয়ীরের জ্যেষ্ঠ সন্তান মুশফিকুল ফজল আনসারী বিশ্ব আলোরণ সৃষ্টি করা নির্লোভ দেশপ্রেমিক গণমাধ্যম ব্যক্তি, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে তিনি কাজ করে যাচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে।
দ্বিতীয় ছেলে আবু সাইদ আনসারী প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক হিসেবে সকলের নিকট সমাদৃত।
পুত্রদ্বয়ের মহান কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন গর্বিত পিতা হিশেবে।
জনাব আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহপাক মরহুমকে জান্নাত বাসী করুন কায়মনোবাক্যে প্রার্থনা।