মৌলভীবাজারের কুলাউড়ার দুই কিশোর ছবি তুলতে গিয়ে ভুল করে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকে পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হস্তক্ষেপে তাদের ফেরত আনা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই সীমান্তের ওপারে ভারতের কৈলাসহর জেলা অবস্থিত।
আটক দুই কিশোর হলো—কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) এবং রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)। দুজনেই কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বাসিন্দা।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, কিশোর দুটি মোটরসাইকেল নিয়ে সীমান্ত এলাকায় ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে তারা ১,৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিল। বিষয়টি বিএসএফের নজরে আসলে তারা কিশোরদের আটক করে।
পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিক বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) মাধ্যমে কিশোরদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, কিশোররা ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিল এবং আটক অবস্থায় বিএসএফ কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।