জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমানে দেশের জনগণ বিভিন্ন সংকটে ভুগছে। তিনি জানান, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও কমছে, আয় কমে যাচ্ছে এবং টাকার মান দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়ে জি এম কাদের আরও বলেন, সংসদে বিরোধী দল না হলেও জাতীয় পার্টি অবশ্যই বিরোধী দলের ভূমিকা পালন করবে।
রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি বরাবরই সরকারের অপব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তারা এই ভূমিকা বজায় রাখবে। তিনি বলেন, মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।
এ সময় জাতীয় পার্টির সহসভাপতি এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।