ভারতের উজানে পাহাড়ি এলাকায় টানা ভারি বৃষ্টিপাত ও সিলেট অঞ্চলে অব্যাহত বর্ষণের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, ফলে সিলেট জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায়:
-
সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
-
কুশিয়ারা নদী আমলসীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন নদীতে পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে:
-
সুরমা: কানাইঘাটে ৮২ সেমি, সিলেটে ৩৩ সেমি
-
কুশিয়ারা: আমলসীদে ৬৮ সেমি, শেওলায় ৫১ সেমি, ফেঞ্চুগঞ্জে ২১ সেমি, শেরপুরে ৮ সেমি
বিশেষজ্ঞ ও স্থানীয়রা বলছেন, পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকাগুলোতে দ্রুত বন্যা দেখা দিতে পারে। ২০২২ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বাঁধগুলো এখনও পুরোপুরি মেরামত না হওয়ায় ভাঙনের আশঙ্কাও রয়েছে।