সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, সিলেট নগরীর বাগবাড়ির মৃত মো. জুয়েল আহমদের ছেলে ছাত্রলীগ কর্মী মো. সোহাগ, শাহপরাণ থানাধীন ধনকান্দি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস, মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বাদশাহ মিয়া এবং জকিগঞ্জের হাতিডহর গ্রামের আবদুল লতিফের ছেলে জুয়েল আহমদ।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।