সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সুজিয়া বেগম (পিতা: সুরুজ আলী), যিনি দুবাই প্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটে বুধবার (২৫ জুন) ভোর ৫টার দিকে বারহাল ইউনিয়নের মাইজগ্রামে। নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘরে রক্তাক্ত অবস্থায় সুজিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “পরিবারের দাবি, সুজিয়া বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মরদেহে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই।”
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।