সিলেটে ব্যতিক্রমী শর্তে জামিন পেয়েছেন সাদ্দাম হোসেন নামে এক আসামি। আদালতের নির্দেশে তাকে ৫০টি গাছ লাগিয়ে নিয়মিত যত্ন নিতে হবে, নিয়মিত নামাজ আদায় করতে হবে এবং প্রতি শুক্রবার মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে।
এছাড়াও, তাকে আমপারা থেকে ১০টি সূরা অর্থসহ মুখস্থ করতে হবে এবং রাসুল (স.)-এর জীবনী পড়তে হবে—না পারলে শুনতে হবে। এসব শর্ত মেনে চলার অঙ্গীকারে আদালতে একটি বন্ডে স্বাক্ষর নিয়ে তাকে জামিন দেওয়া হয়।
সোমবার (৬ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) এই আদেশ দেন। বন্ড সম্পাদনের দায়িত্বে থাকা আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করেন।
সাদ্দাম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিলেটের বিয়ানীবাজারে থাকেন। জামিনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভুল পথে ছিলাম, এখন ভালো পথে ফিরতে চাই।”
আদালতের আদেশ অনুযায়ী, আগামী এক বছর তিনি প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকবেন এবং নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এই সময়ের মধ্যে কোনো অপরাধ করা যাবে না, মাদক থেকে দূরে থাকতে হবে, এবং পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।