সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪টি সিটি স্যাটেলাইট স্কুলের ৩৭০ জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, মোজা, সাধারণ জ্ঞানের বই, বাংলা-ইংরেজি ও গণিত খাতা, পেন্সিল, শার্পনার, রাবার, স্কেল, ছবি আঁকার বই, ড্রয়িং খাতা, রঙিন পেন্সিলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্কুলগুলোর জন্য মাদুর, পানি ফিল্টার, হাজিরা ও রেজিস্টার খাতা, তালা-চাবি, ব্ল্যাকবোর্ড, চক, জাতীয় পতাকা, সিলিং ফ্যান, ঝুড়ি, ঝাড়ু, চেয়ার-টেবিল, লাইট, ক্যালেন্ডার, পাপস, বেলচা, বর্ণমালা চার্ট, বাংলাদেশের মানচিত্র ও বলপেন সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর বলেন, “সিটি কর্পোরেশনের স্যাটেলাইট স্কুলগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করছে। এরপর তাদের মূলধারার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়বে।”
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, “ঢাকা বা চট্টগ্রামের মতো সিলেটে বড় শিল্পপ্রতিষ্ঠান না থাকায় কর্পোরেশনের আয়ের সীমাবদ্ধতা রয়েছে। তবুও শিক্ষা খাতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন, শিক্ষা-সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, স্যাটেলাইট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।