সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের হজ মৌসুমে পাঁচটি বিশেষ হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে প্রায় ২ হাজার ৮০ জন হজযাত্রী সৌদি আরবে গমন করবেন।
হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৪ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, প্রথম ফ্লাইটটি ৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। পরবর্তী ফ্লাইটগুলো ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সরাসরি সিলেট থেকে জেদ্দায় পরিচালিত হবে।
সূত্র জানিয়েছে, ঢাকা থেকে যাওয়া হজযাত্রীদের ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই ইমিগ্রেশন সম্পন্ন হলেও, সিলেট থেকে যাত্রীদের ইমিগ্রেশন হবে সৌদি আরবে পৌঁছে।
সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটাব সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সৌদি সরকার এজেন্সি প্রতি সর্বোচ্চ ১ হাজার হজযাত্রীর সীমা নির্ধারণ করায় অনেক ট্রাভেল এজেন্সি সমস্যায় পড়েছে। তিনি লাইসেন্সপ্রতি যাত্রীর সংখ্যা ২৫০–৫০০ করার আহ্বান জানান।
হাব সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, সিলেট থেকে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা হজযাত্রীদের বড় স্বস্তি দেবে। তিনি মদিনা থেকে ফিরতি ফ্লাইট চালুর জন্যও অনুরোধ জানান।
এ বছর সিলেট থেকে সরকারিভাবে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩৩ জন। হজ ব্যবস্থাপনায় অংশ নিয়েছে জেলার একাধিক ট্রাভেল এজেন্সি, যার মধ্যে রয়েছে ইকরা ট্রাভেলস, সিপার এয়ার সার্ভিস, আবাবিল এয়ার সার্ভিস, যাত্রীক ট্রাভেলসসহ আরও অনেকে।