অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করেছে সরকার। সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ পরিস্থিতিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপবিধি-২ অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মামুনের বিরুদ্ধে কূটনৈতিক পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরসহ আরও বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই বরখাস্তের ঘটনায় সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।