Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সৌদিতে পৌঁছেই ভালোবাসায় সিক্ত বাংলাদেশি হজযাত্রীরা

ডেস্ক সংবাদ

২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হতেই সৌদি আরবে দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। জেদ্দা বিমানবন্দরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নিল সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই মনোমুগ্ধকর আতিথেয়তায় অভিভূত হন অনেক নারী-পুরুষ হজযাত্রী।

ইনসাইড দ্যা হারামাইন নামের এক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে ইহরাম পরিহিত হজযাত্রীরা নামার পর সৌদি সদস্যরা তাদের হাতে তুলে দিচ্ছেন লাল গোলাপ ও গিফট ব্যাগ। এ আয়োজনের মাধ্যমে সৌদি সরকার তাদের সৌহার্দ্যপূর্ণ মনোভাবের আরেকটি নিদর্শন উপস্থাপন করেছে, যা বিশ্ব মুসলিম সমাজে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য এটি গর্ব ও ভালোবাসার অনুরণন তৈরি করেছে।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৩ জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটিতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী। এরপর আরও নয়টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন প্রায় ৩ হাজার ৭০০ জন। প্রথম দিনে ১০টি ফ্লাইটে মোট ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি পৌঁছানোর কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া ও ফ্লাইনাস মিলিয়ে ২৩২টি প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন।

এ বছর হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে হজ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া হাজিদের জন্য থাকছে প্রিপেইড কার্ড ও আন্তর্জাতিক রোমিং সুবিধাসম্পন্ন মোবাইল সিম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রতি এমন আন্তরিক ও সম্মানজনক আচরণ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে, যা মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

Amardesh_DJ_PArty_NCP
আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান
আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান
Dirver-Lincne
চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে
চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে
Amar_desh-_Sada_pathor (1)
সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক, ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা
সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক, ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা
IMG-20250815-WA0003-3e5abb47af2efc5dfd6726c6fafc3aa4
এ-লেভেল পরীক্ষায় ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সাফল্য
এ-লেভেল পরীক্ষায় ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সাফল্য
WhatsApp-Image-2025-08-15-at-17.31.43_f0786577
ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা
ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা
eu-dhakapost--20250730003757
ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি
ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি

সম্পর্কিত খবর