১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা বাবর
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কারামুক্ত হয়েছেন। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টার দিকে বের হওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তার অনুসারীরা। বাবরের এই মুক্তির পেছনে রয়েছে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় খালাস পাওয়া।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ পাঁচজন খালাস পান। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে আরেক মামলায় বাবরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাকে খালাস দেন আদালত।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আটক ১০ ট্রাক অস্ত্র মামলাটি বাবরের জীবনে কালো অধ্যায়ের সূচনা করে। পরে, ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় দুইটি মৃত্যুদণ্ড ও একটি যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি খালাস পেয়ে মুক্তি পান।
বাবরের মুক্তি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তার সমর্থকরা এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অবসান হিসেবে দেখছেন। তবে এর রাজনৈতিক প্রভাব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত প্রকাশ করছেন।