সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদক জানায়, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন করেন এবং তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৪০ কোটি টাকার মতো অস্বাভাবিক লেনদেন করেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
তার স্ত্রী সালমা ওসমানও স্বামীর সহায়তায় ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তাদের ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আলাদাভাবে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক।