সিলেটের রেল যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে তিনটার দিকে উদ্ধারকারীরা বগি দুটি উদ্ধার করে এবং এরপর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় ট্রেনটির বগি দুটি লাইনচ্যুত হয়, যার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের জন্য সৃষ্টি হয় ব্যাপক ভোগান্তি। বিশেষত, উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনের শিডিউলও বিপর্যস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগামী ট্রেনটির কিছু কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ে, পরে সামনের অংশের গতি কমানোর ফলে দুটি অংশের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কুলাউড়া জংশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৯ ঘণ্টা পর, বগি দুটি উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।