
মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুঁপিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরে কালকিনি উপজেলা মানিক সরদার (৩৫) নামে কৃষকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মানিক সরদার উপজেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ মানিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, ‘পূর্বশত্রুতা অথবা নির্বাচনি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো কেউ মামলা করেনি।’
মরদেহ পোস্টমর্টেমের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।