
চমক দেখালেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও চমক ধরে রেখেছে। প্রতিবারের মতো এবার তাদের ফলাফল ছিল ইর্ষনীয়, পাশ শতভাগ শিক্ষার্থী।
২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৫৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানের ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪০৭ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ (এ প্লাস) এবং ১৮৬ জন শিক্ষার্থী ‘এ’ এবং ২ জন শিক্ষার্থী ‘এ মাইনাস’ গ্রেডে পাস করে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৩৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪১ জন ‘এ প্লাস’ ও ২ জন ‘এ’; মানবিক বিভাগের ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন ‘এ প্লাস’, ১০৮ জন ‘এ’ ও ২ জন ‘এ মাইনাস’; ব্যবসায় শিক্ষা বিভাগের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন ‘এ প্লাস’ এবং ৭৬ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেডে পাস করে।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো. কুদ্দসুর রহমান এক বিবৃতিতে শিক্ষার্থীদের ফলাফলে সন্তোস প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা ও অভিভাবকদের নিবির পরিচর্যা এবং শিক্ষার্থীদের সার্বিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব হয়েছে।