Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির উদ্যোগে কার্যকরী কমিটির মিটিং ও সভা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির উদ্যোগে কার্যকরী কমিটির মিটিং ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বুধবার স্থানীয় বি মিলেনিয়াম সেন্টারে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ তাজুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ আবুল কালাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. বদরুল আলম।

সংগঠনটি ২০১৪ সাল থেকে দেশে-বিদেশে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে বলে জানা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই। এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালেক, মোজাহিদ খান, আলহাজ্ব মোক্তার আলী, আলহাজ্ব তৈয়ব আলী, ফিরোজ আলী লালা, মইনুল ইসলাম হিরা, মো. সোহেল মিয়া, শাহ বাবুল আলী, আব্বাস আলী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা সংগঠনের কর্মপরিধি বাড়ানোর দিকেও গুরুত্ব দেন।

Print
Email

সম্পর্কিত খবর

প্রবাসীদের জন্য বাড়ল ঋণ সুবিধা
ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির উদ্যোগে কার্যকরী কমিটির মিটিং ও সভা অনুষ্ঠিত
ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র কমিটি গঠন
ওল্ডহ্যামে বৃটিশ বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান
রোজডেল মেট্রোপলিটন কাউন্সিল মেয়রের আমন্ত্রণে মতবিনিময় সভা
ওল্ডহাম সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার