আইন ও বিচার - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 07:43:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png আইন ও বিচার - UK BANGLA 32 32 টিপু-প্রীতি হত্যা: তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%2581-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25a4%25e0%25a6%25a6%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa/#respond Tue, 29 Nov 2022 07:42:58 +0000 https://ukbangla.live/?p=18291 মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়ে আগামী ১১ জানুয়ারি ঠিক করেছে আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন […]

The post টিপু-প্রীতি হত্যা: তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি first appeared on UK BANGLA.

The post টিপু-প্রীতি হত্যা: তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি appeared first on UK BANGLA.

]]>
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়ে আগামী ১১ জানুয়ারি ঠিক করেছে আদালত।

মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন জমার নতুন এ তারিখ ঠিক করেন।

গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনির কাঁচা বাজারসংলগ্ন নিজের রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাহজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু। এ সময় তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

মামলার পর ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

এরপর আরও পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শ্যুটার সালেহ, নাছির উদ্দিন ওরফে কিলার নাছির, মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টা ২২ মিনিটে টিপু একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা মসজিদের সামনে থেকে খিলগাঁও ফ্লাইওভারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি সাউথইস্ট ব্যাংকের সামনে জ্যামে আটকা পড়ে।

ওদিকে বিপরীত দিকের রাস্তায় দুই যুবক মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। টিপুর গাড়িটি জ্যামে আটকা পড়ার সঙ্গে সঙ্গে হেলমেটধারী দুই যুবকের একজন এলোপাতাড়ি গুলি ছুড়ে টিপুর গাড়ির দিকে ছুটে আসেন। এরপর গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হন টিপু। এ সময় চালকের হাতে গুলি লাগলে তিনি গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

ওদিকে শুরুর দিকে ছোড়া এলোপাতাড়ি গুলিতে আহত হন গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতি। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

২০১৩ সালের ২৯ জুলাই রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে খুন হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী। আলোচিত এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তৎকালীন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।

The post টিপু-প্রীতি হত্যা: তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি first appeared on UK BANGLA.

The post টিপু-প্রীতি হত্যা: তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa/feed/ 0
জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a6%258f%25e0%25a6%25ae-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Tue, 29 Nov 2022 07:15:27 +0000 https://ukbangla.live/?p=18282 গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ সংক্রান্ত এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী বলছেন, এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। মঙ্গলবার (২৯ নভেম্বর) […]

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ সংক্রান্ত এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী বলছেন, এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি হাইকোর্টের আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন জেলা জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের।

মামলায় বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

জিয়াউল হক মৃধার মামলায় আরও বলা হয়, গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করেন।

গত ১৪ সেপ্টেম্বর বাদী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়, যা অবৈধ— উল্লেখ করা হয় মামলায়।

২০১৯ সালের ২৮ ডিসেম্বরের কাউন্সিলসহ চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করতে এবং হাইকোর্ট বিভাগের রিট ১৫০৫১/২০১৯ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির পরবর্তী কাউন্সিল স্থগিত রাখতে মামলায় আদেশ চাওয়া হয়।

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
বিডি নিউজের সম্পাদকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2589%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/#respond Thu, 24 Nov 2022 07:17:08 +0000 https://ukbangla.live/?p=18139 দুর্নীতির মামলায় জামিন বাতিলের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া তৌফিক ইমরোজ খালিদী বিদেশ যেতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চায় দুদক। আদালত এ বিষয়ে জারি করা […]

The post বিডি নিউজের সম্পাদকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post বিডি নিউজের সম্পাদকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
দুর্নীতির মামলায় জামিন বাতিলের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া তৌফিক ইমরোজ খালিদী বিদেশ যেতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চায় দুদক। আদালত এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে জানায়, রুল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিডি নিউজ টুয়েন্টি ফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিদেশে যেতে পারবেন না।

একই সঙ্গে তার পাসপোর্ট আদালতের কাছে জমা রাখার নির্দেশ দেয়া হয়। এ ছাড়াও আগামী ১ ডিসেম্বর এ সংক্রান্ত রুলের বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খালিদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির।

২০২০ সালের ৩০ জুলাই দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত।

এজাহারে আরও বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ওই বছরের ২৬ আগস্ট হাইকোর্ট তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন। পরে ২১ সেপ্টেম্বর আপিল বিভাগ তা বহাল রাখেন। এরপর ২০ অক্টোবর তিনি ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে সেদিন আদালত তাকে ২৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর ২৫ নভেম্বর স্থায়ী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পরে ২০২০ সালের ৮ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিচারিক আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

দুদকের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

The post বিডি নিউজের সম্পাদকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post বিডি নিউজের সম্পাদকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/feed/ 0
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2580-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d-2 https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/#respond Mon, 21 Nov 2022 05:47:02 +0000 https://ukbangla.live/?p=18010 চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি […]

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে গত ১৩ নভেম্বর নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে ৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।

গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।

এর আগে ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/feed/ 0
আদালত চত্বর থেকে যেভাবে জঙ্গি ছিনতাই https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25a4-%25e0%25a6%259a%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c/#respond Mon, 21 Nov 2022 04:14:43 +0000 https://ukbangla.live/?p=18001 ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে আট জঙ্গিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। তাঁরা যখন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের প্রধান ফটকের সামনে আসেন, তখন হাতকড়া পরা দুই জঙ্গি তাঁদের নিরাপত্তায় থাকা পুলিশের এক সদস্যকে মারধর শুরু করেন। মুহূর্তের মধ্যে আশপাশে থাকা জঙ্গিদের সহযোগীরাও পুলিশের ওপর হামলায় যোগ দেন। পুলিশের […]

The post আদালত চত্বর থেকে যেভাবে জঙ্গি ছিনতাই first appeared on UK BANGLA.

The post আদালত চত্বর থেকে যেভাবে জঙ্গি ছিনতাই appeared first on UK BANGLA.

]]>
ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে আট জঙ্গিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা।

তাঁরা যখন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের প্রধান ফটকের সামনে আসেন, তখন হাতকড়া পরা দুই জঙ্গি তাঁদের নিরাপত্তায় থাকা পুলিশের এক সদস্যকে মারধর শুরু করেন। মুহূর্তের মধ্যে আশপাশে থাকা জঙ্গিদের সহযোগীরাও পুলিশের ওপর হামলায় যোগ দেন। পুলিশের ওই সদস্যকে উদ্ধার করতে এগিয়ে আসেন কয়েকজন পুলিশ সদস্য। তাঁদের ওপর হামলা এবং স্প্রে ছিটিয়ে সিজেএম আদালতের প্রধান ফটকের উল্টো দিকের গলি দিয়ে মোটরসাইকেলে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেন সহযোগীরা।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার এমন বর্ণনা পাওয়া গেছে। পুলিশ ও আদালত সূত্র জানায়, পালিয়ে যাওয়া দুজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য। তাঁরা আলোচিত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই জঙ্গি সংগঠনের নেতা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক। যার পরিকল্পনায় ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একাধিক লেখক, প্রকাশক, ব্লগার ও সমকামী অধিকারকর্মীকে হত্যা করা হয়।

আদালত চত্বর থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রোববার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ ধরে ফেলা ২ জঙ্গিসহ মোট ১০ আসামিকে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিও এই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় ২০১২ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর জিয়া। এই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকায় দুই সেনা কর্মকর্তা গ্রেফতার হলেও পালিয়ে যান জিয়া। এরপর তিনি যুক্ত হন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে। বহিষ্কৃত জিয়ার পরিকল্পনা ও প্রত্যক্ষ সহযোগিতায় ঘটে একের পর এক হত্যাকাণ্ড। আনসার আল ইসলামের বেশিরভাগ নেতাকর্মী গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। এরইমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে।

পুলিশের ওপর হামলা চালিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশ্যে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের আদালতে আনা–নেওয়ার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, সেটা নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলার আদালতগুলোতে প্রতিদিনই সাড়ে ছয় শ থেকে সাত শ আসামি হাজির করা হয়। পৃথক চারটি হাজতখানা থেকে আদালতগুলোতে আসামিদের হাজির করা এবং সেখান থেকে আবার হাজতখানায় নেওয়ার জন্য নিয়োজিত রয়েছেন পুলিশের ১৯০ থেকে ২০০ জন সদস্য। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা কম। এর ফলে আদালতে আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তায় ঘাটতি থেকে যায়। এ দুর্বলতাকেই কাজে লাগিয়েছেন জঙ্গিরা।

দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বেনাপোল স্থলবন্দরসহ দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। তাঁদের ধরিয়ে দিতে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দুই জঙ্গিকে ধরতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ ঘটনার পর সারা দেশে আদালত ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপস) নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিনজনকে ছিনিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

অন্যজন জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। ওই বছরই সালাউদ্দিন ও জাহিদুলকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ সদর দপ্তর। জাহিদুল ২০১৮ সালে ভারতে ধরা পড়েছেন বলে সে দেশের গণমাধ্যমে খবর বের হয়।

দুই প্রত্যক্ষদর্শীর বর্ণনায়
ঘটনার সময় আদালতের ফটকের পাশে বসে থাকা একজন আইনজীবীর গাড়িচালক বলেন, হঠাৎ দুই আসামি পুলিশের এক সদস্যকে মারতে শুরু করেন।

আশপাশ থেকে মুহূর্তেই চার-পাঁচজন এসে হামলা শুরু করেন পুলিশের ওপর। তাঁরা পুলিশের ওই সদস্যকে সড়ক বিভাজকের ওপর ফেলে মারধর করেন। ঘটনা দেখে পুলিশের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা করা হয়।

যেখানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, তার পাশেই একটি ওষুধের দোকান। ওই দোকানের এক বিক্রয়কর্মী প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টার একটু পরে দেখি, আসামিদের হাতকড়ার সঙ্গে দড়ি ধরে থাকা এক পুলিশ সদস্যকে কয়েকজন মিলে মারছেন। রাস্তায় পড়ে থাকা ওই পুলিশ সদস্যের নাক দিয়ে রক্ত পড়ছিল। পরে দেখি, পুলিশের হাত থেকে দুই আসামিকে নিয়ে কয়েকজন যুবক রঘুদাস লেনের দিকে পালিয়ে যান। এরপর দেখি কয়েকজন পুলিশ সদস্য তাঁদের ধাওয়া করছেন।’

আহত পুলিশ সদস্য নূরে আজাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আদালত পুলিশের হেফাজত থেকে পলায়ন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) হেফাজতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তবে ছিনিয়ে নেওয়ার সময় আসামিরা ঢাকার আদালত পুলিশের হেফাজতে ছিলেন বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, কাশিমপুর কারাগার থেকে একজন উপপরিদর্শকের দায়িত্বে ১০ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তায় আসামিদের ঢাকায় আদালত পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত পুলিশের হেফাজত থেকে আসামিরা পালিয়ে যান।

আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আনসার আল ইসলামের সাত সদস্যকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে আনা হয়। ঢাকার মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য তাঁদের আদালতে আনা হয়।

জঙ্গি মইনুল হাসানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। অপরদিকে আবু ছিদ্দিকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামে। তাঁদের ধরিয়ে দিতে পুলিশ একসময় পুরস্কারও ঘোষণা করেছিল। মইনুল হাসান ও আবু ছিদ্দিক একাধিক মামলার আসামি।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে করে জঙ্গি ও তাঁদের সহযোগীরা পালিয়ে গেলেও তাঁদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হাতকড়ার একটি চাবি উদ্ধার করা হয়েছে। ওই চাবি দিয়েই হাতকড়া খুলে পালিয়েছেন জঙ্গিরা। সূত্রটি আরও বলেন, জঙ্গিদের হাতে হাতকড়ার চাবি কীভাবে গেল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

The post আদালত চত্বর থেকে যেভাবে জঙ্গি ছিনতাই first appeared on UK BANGLA.

The post আদালত চত্বর থেকে যেভাবে জঙ্গি ছিনতাই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c/feed/ 0
বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে https://ukbangla.live/2022/11/10/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a6%259c-%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/11/10/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81/#respond Thu, 10 Nov 2022 05:50:49 +0000 https://ukbangla.live/?p=17616 মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন। এসময় তার রিমান্ড শুনানির ব্যাপারে সংশ্লিষ্ট আদালত ব্যবস্থা নেবে […]

The post বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে first appeared on UK BANGLA.

The post বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে appeared first on UK BANGLA.

]]>
মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন। এসময় তার রিমান্ড শুনানির ব্যাপারে সংশ্লিষ্ট আদালত ব্যবস্থা নেবে বলেও আদেশ দেন আদালত।

বুধবার (৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন— বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।

The post বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে first appeared on UK BANGLA.

The post বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/10/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81/feed/ 0
সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট https://ukbangla.live/2022/10/26/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259b%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%2598%25e0%25a7%258b%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/10/26/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/#respond Wed, 26 Oct 2022 04:49:12 +0000 https://ukbangla.live/?p=17094 পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী জনস্বার্থে এ রিট দায়ের করেন। বুধবার (২৬ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে […]

The post সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট first appeared on UK BANGLA.

The post সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট appeared first on UK BANGLA.

]]>
পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী জনস্বার্থে এ রিট দায়ের করেন।

বুধবার (২৬ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র সচিব,আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ব্যতীত ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।’

The post সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট first appeared on UK BANGLA.

The post সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/26/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/feed/ 0
ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার https://ukbangla.live/2022/10/22/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/22/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/#respond Sat, 22 Oct 2022 08:06:35 +0000 https://ukbangla.live/?p=17002 ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার নাম জে.এম (২৩)। ইতালির দক্ষিণে নেপোলি বন্দরের পিসাকানে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারী পুলিশ রাতে ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা […]

The post ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার first appeared on UK BANGLA.

The post ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার appeared first on UK BANGLA.

]]>
ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার নাম জে.এম (২৩)। ইতালির দক্ষিণে নেপোলি বন্দরের পিসাকানে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পুলিশ রাতে ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে ওই নারী পুলিশ এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশি অবৈধ ও পক্ষপাতদুষ্ট। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের জবাবদিহিতার মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করল সে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে।

তিনি বলেন, এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। সবার কাছে অনুরোধ দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকুন।

The post ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার first appeared on UK BANGLA.

The post ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/22/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
মুনিয়াকে ধর্ষণ-হত্যা: বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ https://ukbangla.live/2022/10/19/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25a3-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/10/19/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/#respond Wed, 19 Oct 2022 06:55:56 +0000 https://ukbangla.live/?p=16863 রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে (২১) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। বুধবার (১৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। এ মামলার অভিযোগের সত্যতা না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার […]

The post মুনিয়াকে ধর্ষণ-হত্যা: বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ first appeared on UK BANGLA.

The post মুনিয়াকে ধর্ষণ-হত্যা: বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ appeared first on UK BANGLA.

]]>
রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে (২১) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।

বুধবার (১৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। এ মামলার অভিযোগের সত্যতা না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বসুন্ধরার এমডিসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর, তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, হুইপপুত্র শারুনের সাবেক স্ত্রী সাইফা রহমান মিম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, পিয়াসার বান্ধবী ও ঘটনাস্থল গুলশানের ফ্ল্যাট মালিকের স্ত্রী শারমিন ও তার স্বামী ইব্রাহিম আহমেদ রিপনকে আসামি করা হয়।

২০২১ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

The post মুনিয়াকে ধর্ষণ-হত্যা: বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ first appeared on UK BANGLA.

The post মুনিয়াকে ধর্ষণ-হত্যা: বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/feed/ 0
একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি বহাল https://ukbangla.live/2022/10/12/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25ab%25e0%25a6%259f%25e0%25a7%258b-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2582 https://ukbangla.live/2022/10/12/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/#respond Wed, 12 Oct 2022 06:33:19 +0000 https://ukbangla.live/?p=16623 একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামির ৭ বছরের দণ্ড বহাল রেখেছেন আদালত। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন, বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। […]

The post একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি বহাল first appeared on UK BANGLA.

The post একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি বহাল appeared first on UK BANGLA.

]]>
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামির ৭ বছরের দণ্ড বহাল রেখেছেন আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন, বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১২ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ কারণে বিচারিক আদালতের রায় বহাল রাখা হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি শুনানি করেন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস ও ফারজানা শম্পা। আসামিদের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান, হেলাল উদ্দিন মোল্লা, পলাতক রাসেল ও রাজুর পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গতকাল সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষ হয়।

শুনানিতে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসি বহাল রাখার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। ডেথ রেফারেন্সের শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, শুধু আসামি পক্ষই যে ন্যায় বিচার পাবে তা নয়, ভিকটিমের পরিবারের সদস্যদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আফতাব আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদন্ড ও একজনকে সাত বছরের কারাদন্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার। মৃত্যুদন্ড পাওয়া পাঁচ আসামি হলেন বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। রাজু মুন্সি ও রাসেল পলাতক রয়েছেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা আপিল করেন।

সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

The post একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি বহাল first appeared on UK BANGLA.

The post একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি বহাল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/12/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/feed/ 0