চট্রগ্রাম - UK BANGLA News Site Mon, 07 Nov 2022 06:46:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png চট্রগ্রাম - UK BANGLA 32 32 দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2595-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6/#respond Mon, 07 Nov 2022 06:46:22 +0000 https://ukbangla.live/?p=17501 চট্টগ্রাম নগরের ষোলোশহর রেলস্টেশনের প্ল্যাটফর্ম। এটির পাশে ছোট একটি কনফেকশনারি দোকান। আর দোকানের ক্যাশে বসে আছেন এক যুবক। মালামাল ক্রেতাদের হাতে তুলে দিয়ে টাকা নিচ্ছেন। ওই যুবকের নাম মো. শরীফ উদ্দিন। আট মাস আগে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) উপসহকারী পরিচালক ছিলেন। আজ সোমবার সকালে নগরের ষোলো শহরের রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শরীফ ক্যাশে বসে […]

The post দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী first appeared on UK BANGLA.

The post দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রাম নগরের ষোলোশহর রেলস্টেশনের প্ল্যাটফর্ম। এটির পাশে ছোট একটি কনফেকশনারি দোকান। আর দোকানের ক্যাশে বসে আছেন এক যুবক। মালামাল ক্রেতাদের হাতে তুলে দিয়ে টাকা নিচ্ছেন। ওই যুবকের নাম মো. শরীফ উদ্দিন। আট মাস আগে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) উপসহকারী পরিচালক ছিলেন।

আজ সোমবার সকালে নগরের ষোলো শহরের রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শরীফ ক্যাশে বসে বিভিন্ন মালামাল বিক্রি করছেন।

মো. শরীফ উদ্দিন বলেন, কক্সবাজারে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ বিভিন্ন দুর্নীতির মামলা দায়ের ও তদন্ত করে দুর্নীতিবাজদের রোষানলে পড়েন তিনি। অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাঁকে। চাকরি ফিরে পাওয়ার আবেদন করলেও তা হয়নি। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করলেও প্রভাবশালীদের বাধার মুখে হচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে বড় ভাইয়ের দোকানে চাকরি করছেন।

দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফ। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন।

গত বছরের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাঁকে ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তিনি ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তবে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি।শরীফকে চাকরিতে পুনর্বহাল চেয়ে এক আইনজীবী হাইকোর্ট রিট করেন। সেটির এখনো শুনানি হয়নি।

সাড়ে সাত বছরের চাকরিজীবনের প্রথম ছয় বছরই বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) শরীফ উদ্দিনকে দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারা ‘অতি উত্তম’ হিসেবে মূল্যায়ন করেন। তাঁকে তদন্তকাজে ‘অভিজ্ঞ’ এবং ‘উদ্যমী ও দক্ষ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেছে দুদক। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

শরীফ বলেন, ‘আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। অনুসন্ধান, মামলা দায়ের ও তদন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছি। যেসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছি, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তদন্তে যা পেয়েছি, তা–ই তুলে ধরেছি। দুর্নীতিবাজদের সঙ্গে কখনো আপস করিনি। দুর্নীতিবাজরা বিভিন্ন সময় হুমকি দিয়ে বলেছিলেন কীভাবে চাকরি করি দেখে নেবে। ফেসবুকে দেওয়া তাঁদের হুমকির স্ক্রিনশট রয়েছে।’

দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে বঞ্চনার শিকার হয়েছেন বলে মনে করছেন শরীফ। তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের সঙ্গে আপস করলে আজকে কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হতাম। তা করিনি বলে বড় ভাইয়ের দোকানে কাজ করতে হচ্ছে সংসার চালানোর জন্য।’

শরীফ ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন পাস করেন। ২০১৪ সালে তিনি দুদকে যোগদান করেন। এত পড়াশোনা করে কেন দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন প্রশ্নের জবাবে শরীফ বলেন, ‘চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করলেও দুদক চাকরিচ্যুত করায় ভয়ে কেউ নিচ্ছেন না। আর নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। চাকরিচ্যুত হওয়ার পর ছেলেমেয়েরা সকালে জিজ্ঞেস করত অফিসে যাব কি না। তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারতাম না।’

শরীফের বড় ভাই ওমর ফারুক বলেন, তাঁর ভাই অনেক চেষ্টা করেও বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছেন না। তাই গত দেড় মাস ধরে তাঁর দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। বিনিময়ে সংসার চালানোর জন্য সামান্য কিছু টাকা দেওয়া হয়।

শরীফ বলেন, ‘সঞ্চয় যা ছিল সব এত দিনে শেষ হয়ে গেছে। কয়েকজন আত্মীয়-স্বজন সহযোগিতা করায় এখনো বেঁচে আছি।’ তিনি বলেন, ঘরে অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রী, সন্তান রয়েছে। তাই বড় ভাইয়ের দোকানে চাকরি নিয়েছেন তিনি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করে শরীফ আজ চাকরিচ্যুত। পুরস্কার পাওয়ার জায়গায় তিরস্কৃত হয়েছেন। এতে দুর্নীতিবাজরা উৎসাহিত হচ্ছেন। যার কারণে দুর্নীতি না কমে বাড়তে থাকবে।

The post দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী first appeared on UK BANGLA.

The post দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6/feed/ 0
মিরসরাইয়ে ড্রেজার ডুবি: একে একে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%258f https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f/#respond Thu, 27 Oct 2022 07:57:28 +0000 https://ukbangla.live/?p=17161 ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ থাকা আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তিন শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির […]

The post মিরসরাইয়ে ড্রেজার ডুবি: একে একে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post মিরসরাইয়ে ড্রেজার ডুবি: একে একে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ থাকা আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তিন শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

সকালে উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- শাহীন মোল্লা (৩৮), তারেক (২০) এবং বশর হাওলাদার (৩৫)।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলম সরদার (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।তার আগে উদ্ধার করা হয় ইমাম মোল্লা (২৫), মাহমুদ মোল্লা (২২), জাহিদুল ইসলাম (২৫) এবং আল-আমিনের (২০) মরদেহ। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদরের জৈনকাঠি ইউনিয়নে।

ওসি কবির হোসেন বলেন, আমরা ড্রেজারের নিচে চাপা পড়া সবার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা পাঁচ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। আজ সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে বাকি তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বেশি সময় পানির নিচে থাকায় মরদেহগুলো অর্ধগলিত হয়ে গেছে। পুলিশি প্রক্রিয়া শেষ করে আমরা মরদেহগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেবো।

গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বালু উত্তোলনের ড্রেজারটি ৮ জন শ্রমিকসহ ডুবে যায়।

The post মিরসরাইয়ে ড্রেজার ডুবি: একে একে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post মিরসরাইয়ে ড্রেজার ডুবি: একে একে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f/feed/ 0
কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/#respond Thu, 27 Oct 2022 05:05:19 +0000 https://ukbangla.live/?p=17132 কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুই রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করেন। […]

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুই রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ সব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ।

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/feed/ 0
মিরসরাইয়ে ড্রেজারডুবি: সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8/#respond Thu, 27 Oct 2022 04:56:23 +0000 https://ukbangla.live/?p=17129 চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহিন মোল্লা (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বৃহস্পতিবার সকালে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ […]

The post মিরসরাইয়ে ড্রেজারডুবি: সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ first appeared on UK BANGLA.

The post মিরসরাইয়ে ড্রেজারডুবি: সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহিন মোল্লা (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বৃহস্পতিবার সকালে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাত শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। তারমধ্যে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারী, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা এবং নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি, নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহও পেয়ে যাবো। আমাদের ডুবুরিদল তৎপরতা অব্যাহত রেখেছে।

The post মিরসরাইয়ে ড্রেজারডুবি: সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ first appeared on UK BANGLA.

The post মিরসরাইয়ে ড্রেজারডুবি: সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/27/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8/feed/ 0
সেন্টমার্টিনে ভেসে এলো মানবশূন্য জাহাজ https://ukbangla.live/2022/10/25/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/10/25/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae/#respond Tue, 25 Oct 2022 04:31:14 +0000 https://ukbangla.live/?p=17059 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়। সেন্ট […]

The post সেন্টমার্টিনে ভেসে এলো মানবশূন্য জাহাজ first appeared on UK BANGLA.

The post সেন্টমার্টিনে ভেসে এলো মানবশূন্য জাহাজ appeared first on UK BANGLA.

]]>
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে, তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।

মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় জাহাজটি ভেসে আসে। ছেঁড়া দ্বীপের জেলেরা এটি প্রথম দেখতে পান। জাহাজটিতে কোনো মানুষ ছিল না। সেখানে কোস্টগার্ড কাজ করছে।

চেয়ারম্যান জানান, জাহাজটি কোথায় থেকে এসেছে তা এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।

The post সেন্টমার্টিনে ভেসে এলো মানবশূন্য জাহাজ first appeared on UK BANGLA.

The post সেন্টমার্টিনে ভেসে এলো মানবশূন্য জাহাজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/25/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae/feed/ 0
চট্টগ্রাম থেকে মালয়েশিয়া পাঠানো কনটেইনারে মরদেহ https://ukbangla.live/2022/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/#respond Tue, 18 Oct 2022 07:16:42 +0000 https://ukbangla.live/?p=16833 চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় যাওয়া পণ্যবাহী জাহাজের একটি খালি কনটেইনার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার পেনাং বন্দর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ পাওয়া ৪০ ফুট লম্বা ওই কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া নিয়ে যায় ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ নামের জাহাজ। […]

The post চট্টগ্রাম থেকে মালয়েশিয়া পাঠানো কনটেইনারে মরদেহ first appeared on UK BANGLA.

The post চট্টগ্রাম থেকে মালয়েশিয়া পাঠানো কনটেইনারে মরদেহ appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় যাওয়া পণ্যবাহী জাহাজের একটি খালি কনটেইনার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার পেনাং বন্দর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মরদেহ পাওয়া ৪০ ফুট লম্বা ওই কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া নিয়ে যায় ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ নামের জাহাজ। দক্ষিণ কোরিয়াভিত্তিক সিনোকর শিপিং লাইনসের এই জাহাজের বাংলাদেশি এজেন্ট গ্লোব লিংক অ্যাসোসিয়েটস।

গ্লোব লিংক অ্যাসোসিয়েটসের তথ্য থেকে জানা গেছে, কনটেইনারটি বন্দরে আসে সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে। ৪ অক্টোবর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে কনটেইনারটি ডিপো থেকে বের করা হয়। ওই রাতেই বন্দরের নিউমুরিং টার্মিনালের চার নম্বর জেটিতে অপেক্ষমাণ এমভি সোয়াসদি আটলান্টিকে লোড করা হয় সেটি। এর একদিন আগে চট্টগ্রাম বন্দরে ভীড়ে ‘এমভি সোয়াসদি আটলান্টিক’।

৬ অক্টোবর ভোরে মালয়েশিয়ার পেনাং বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি। পেনাং বন্দরে পৌঁছায় ৯ অক্টোবর। ১০ তারিখ পেনাং বন্দরে জাহাজ থেকে আনলোড করা হয় কনটেইনারটি। এর চারদিন পর ১৪ তারিখ সেটি পেনাং বন্দর থেকে বের করার সময় নিরাপত্তাজনিত তল্লাশিতে ভেতরে অজ্ঞাত মরদেহ থাকার বিষয়টি জানা যায়। পরে স্থানীয় পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে বিষয়টা তদন্তাধীন হওয়ায় মালয়েশিয়ান পুলিশ এই বিষয়ে কিছু বলেনি।

অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক চৌধুরী বলেন, ‘শনিবার কনটেইনারটির বিষয়ে খোঁজ নেয়ার কথা বলে আমাদের প্রিন্সিপাল (সিনোকর শিপিং লাইনস), আমরা খোঁজ নিয়ে বিস্তারিত জানাই তাদের। মালয়েশিয়ান পুলিশ এটা তদন্ত করছে, তারা এটা নিয়ে মুখ খুলছে না। আমাদের প্রিন্সিপাল যেটা জানালেন যে, তদন্ত শেষে বা তদন্তের প্রয়োজনে তারা (মালয়েশিয়ান পুলিশ) বাংলাদেশ পুলিশ বা অ্যাম্বাসির মাধ্যমে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করবে।’

সাধারণত ডিপো থেকে কনটেইনার বের করার সময়, বন্দরে প্রবেশের সময় এবং জাহাজে উঠানোর আগে দরজা খুলে দেখা হয়। বিএম কনটেইনার ডিপো থেকে সেটি বের করার সময় দরজা খুলে দেখার কথা জানিয়েছেন ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আখতার খান।

তিনি বলেন, ‘২২ সেপ্টেম্বর কনটেইনারটি ডিপোতে নিয়ে আসা হয়। এরপর ৪ অক্টোবর বের করা হয়। এরমধ্যে ওই কনটেইনারের মালিকের এজেন্ট এটি ওয়াশও করেছে। তা ছাড়া ডিপোতে কনটেইনার নিয়ে আসা ও বাহির করার সময় দরজা খুলে সার্ভে করা হয়। আমরা ছবিও তুলে রাখি। ওই কনটেইনারটি খালি ছিল, ছবিও আমরা তুলেছিলাম। তা ছাড়া বন্দরে ঢোকানোর আগে সব কনটেইনার দরজা খুলে যাচাই করে।’

চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া কনটেইনারে মরদেহ এলো কীভাবে- এই বিষয়ে জানতে বন্দর সচিব মো. ওমর ফারুকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

The post চট্টগ্রাম থেকে মালয়েশিয়া পাঠানো কনটেইনারে মরদেহ first appeared on UK BANGLA.

The post চট্টগ্রাম থেকে মালয়েশিয়া পাঠানো কনটেইনারে মরদেহ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/feed/ 0
উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা https://ukbangla.live/2022/10/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2589%25e0%25a6%2596%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/#respond Mon, 10 Oct 2022 04:16:31 +0000 https://ukbangla.live/?p=16532 কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে আবারও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার (০৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন পাংলাখালী আঞ্জুমান এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাপ্পি। তিনি বলেন, গোলাগুলির শব্দে আঞ্জুমান এলাকার কেউ ঘুমাতে […]

The post উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা first appeared on UK BANGLA.

The post উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা appeared first on UK BANGLA.

]]>
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে আবারও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার (০৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংলাখালী আঞ্জুমান এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাপ্পি। তিনি বলেন, গোলাগুলির শব্দে আঞ্জুমান এলাকার কেউ ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল গুলি ঘরের ওপর পড়ছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন।

স্থানীয় জেলে বেলাল বলেন, মায়ানমারের অভ্যন্তরে মংডু, সাপবাজার মায়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আমাদের আঞ্জুমান সীমান্ত থেকে মায়ানমার সাপবাজারের দূরত্ব বেশি না। তাই অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে।

পাংলখালী আঞ্জুমান এলাকার আরেক স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, রাত ৩টা থেকে ভোর ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের কেউ ঘুমাতে পারেনি। এর আগে এরকম শব্দ শুনিনি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

The post উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা first appeared on UK BANGLA.

The post উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ https://ukbangla.live/2022/09/20/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2589%25e0%25a6%2596%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/09/20/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf/#respond Tue, 20 Sep 2022 07:03:18 +0000 https://ukbangla.live/?p=15812 কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে এবার নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার […]

The post এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ first appeared on UK BANGLA.

The post এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ appeared first on UK BANGLA.

]]>
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে এবার নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মায়ানমারের ওপারে ভারী গুলির শব্দ শোনা যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে ঢাকায় আছি। সকালে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে আমার এক ইউপি সদস্য কল করে জানান। পরে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

পালংখালী আঞ্জুমান সীমান্তের বাসিন্দা খালেদা বেগম বলেন, এত দিন পত্রিকায় ও টেলিভিশনে শুনেছি সীমান্তে গোলাগুলি চলছে। আজ সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে।

The post এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ first appeared on UK BANGLA.

The post এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/20/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf/feed/ 0
সীমান্তে আবারও মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#respond Sat, 17 Sep 2022 07:04:05 +0000 https://ukbangla.live/?p=15715 বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে এক রোহিঙ্গা নিহতের পর শনিবারও বিকট গোলার শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে অন্তত ৩৫টি পরিবার। এদিকে, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার […]

The post সীমান্তে আবারও মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক first appeared on UK BANGLA.

The post সীমান্তে আবারও মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে এক রোহিঙ্গা নিহতের পর শনিবারও বিকট গোলার শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে অন্তত ৩৫টি পরিবার। এদিকে, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশ সীমান্তে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হন। এছাড়াও আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন।

তুমব্রু কোনারপাড়ার বাসিন্দা নুর হাসিনা জানান, তার বাড়িতে শুক্রবার রাতে এসে পড়ে একটি মর্টার শেল। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। তবে, তার বাড়ির কিছু দূরে আরও একটি মর্টার শেল পড়ে বিস্ফোরিত হয়। এই আতঙ্কে তার পুরো পরিবার এখন আশ্রয় নিয়েছে তুমব্রু মাঝেরপাড়ায়।

এদিকে তুমব্রু সীমান্তে বাংলাদেশের ভেতরে মর্টার শেল এসে পড়ায় কোনারপাড়ার ৩৫টি পরিবার এখন অন্যত্র নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে তিনটি মর্টার শেল। ক্যাম্পের নিটকবর্তী এলাকায় এসে পড়ে আরও একটি মর্টার শেল। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

The post সীমান্তে আবারও মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক first appeared on UK BANGLA.

The post সীমান্তে আবারও মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত রোহিঙ্গা যুবক https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%ae%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25aa-%25e0%25a6%25ae%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%ae%e0%a6%b0/#respond Sat, 17 Sep 2022 04:06:17 +0000 https://ukbangla.live/?p=15683 বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসেছে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জাহিদ আলম (৩০), নবী হুসাইন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৮)। […]

The post সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত রোহিঙ্গা যুবক first appeared on UK BANGLA.

The post সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত রোহিঙ্গা যুবক appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসেছে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদ আলম (৩০), নবী হুসাইন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৮)।

তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে তিনটি মর্টার শেল। ক্যাম্পের নিটকবর্তী এলাকায় এসে পড়ে আরও একটি মর্টার শেল।

অপর রোহিঙ্গা নেতা মোহাম্মদ আরিফ জানান, আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

The post সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত রোহিঙ্গা যুবক first appeared on UK BANGLA.

The post সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত রোহিঙ্গা যুবক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/17/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%ae%e0%a6%b0/feed/ 0