ঢাকা - UK BANGLA News Site Fri, 11 Nov 2022 02:38:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ঢাকা - UK BANGLA 32 32 ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a7%25a9%25e0%25a7%25ae-%25e0%25a6%2598%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/#respond Fri, 11 Nov 2022 02:38:16 +0000 https://ukbangla.live/?p=17661 মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ ধর্মঘট পালিত হচ্ছে। যদিও বিএনপি নেতাদের অভিযোগ, ১২ নভেম্বর তাদের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে ব্যাঘাত ঘটাতেই এই আয়োজন। এই সময়ের মধ্যে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী […]

The post ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু first appeared on UK BANGLA.

The post ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু appeared first on UK BANGLA.

]]>
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ ধর্মঘট পালিত হচ্ছে। যদিও বিএনপি নেতাদের অভিযোগ, ১২ নভেম্বর তাদের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে ব্যাঘাত ঘটাতেই এই আয়োজন।

এই সময়ের মধ্যে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন) বাস চলাচলও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

তবে বিআরটিসি সরকারি পরিবহন সংস্থা হলেও ফরিদপুর বিআরটিসি বাস পরিবহনের সহকারী পরিচালক মামুন হাসান বলেন, শুক্র ও শনিবার ফরিদপুর থেকে সকল পথে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার বন্ধের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে ৩৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে। আমরাও এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। শুক্র ও শনিবার বাস কাউন্টারও খুলব না।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছ থেকে বাস ইজারা নিয়ে চালাই। তাদের কথা শুনতে হয়। আবার বাসের সঙ্গে শ্রমিকরা জড়িত, তাদের দাবিও উপক্ষো করতে পারি না।

বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দুই দিন বিআরটিসি বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। কেননা বাধা পেলেই মানুষ বেশি বের হয় বাঁধ ভাঙার জন্য। তবে সমস্যা ও চরম ভোগান্তিতে পড়তে হবে যাত্রী সাধারণকে।

The post ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু first appeared on UK BANGLA.

The post ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/feed/ 0
বাংলাদেশের শিশুরা বেশ সাহসী: মার্কিন রাষ্ট্রদূত https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%25b8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be/#respond Wed, 09 Nov 2022 07:31:03 +0000 https://ukbangla.live/?p=17598 বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না। নারায়ণগঞ্জে করোনা টিকা কার্যক্রমের এই সফলতা দেখতে পেরে এবং আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা টিকা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি […]

The post বাংলাদেশের শিশুরা বেশ সাহসী: মার্কিন রাষ্ট্রদূত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের শিশুরা বেশ সাহসী: মার্কিন রাষ্ট্রদূত appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না। নারায়ণগঞ্জে করোনা টিকা কার্যক্রমের এই সফলতা দেখতে পেরে এবং আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা টিকা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ।

বুধবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া-বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেয়র আইভী বলেন, এখনো ভাসমান জনগোষ্ঠীসহ যারা টিকা নেয়নি, তাদের খুঁজে বের করা হবে এবং টিকা দেওয়া হবে। আশা করি এভাবে শতভাগ টিকা দেওয়া সম্পন্ন হবে। সিটির বাইরে থেকেও অনেকে এসে টিকা দিচ্ছে।

প্রসঙ্গত, ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

The post বাংলাদেশের শিশুরা বেশ সাহসী: মার্কিন রাষ্ট্রদূত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের শিশুরা বেশ সাহসী: মার্কিন রাষ্ট্রদূত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be/feed/ 0
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পুলিশসহ নিহত ৪ https://ukbangla.live/2022/10/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259b https://ukbangla.live/2022/10/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/#respond Fri, 07 Oct 2022 04:02:18 +0000 https://ukbangla.live/?p=16449 গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম […]

The post বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পুলিশসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পুলিশসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

The post বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পুলিশসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পুলিশসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/feed/ 0
টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬ https://ukbangla.live/2022/10/06/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25ad%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a6%2595%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/06/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be/#respond Thu, 06 Oct 2022 07:45:57 +0000 https://ukbangla.live/?p=16423 টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোবা‌সের ওপর উঠে পড়েছে। এতে ছয়জন ‌নিহত হয়ে‌ছেন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন। বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, […]

The post টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬ first appeared on UK BANGLA.

The post টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬ appeared first on UK BANGLA.

]]>
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোবা‌সের ওপর উঠে পড়েছে। এতে ছয়জন ‌নিহত হয়ে‌ছেন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন।

বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে বলে তিনি জানান।

The post টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬ first appeared on UK BANGLA.

The post টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/06/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be/feed/ 0
দেশে ফিরে গ্রেপ্তার ‘নারায়ণগঞ্জের ত্রাস’ জাকির খান https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/#respond Sat, 03 Sep 2022 08:36:26 +0000 https://ukbangla.live/?p=15198 নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী আন্ডার ওয়ার্ল্ড গডফাদার এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক […]

The post দেশে ফিরে গ্রেপ্তার ‘নারায়ণগঞ্জের ত্রাস’ জাকির খান first appeared on UK BANGLA.

The post দেশে ফিরে গ্রেপ্তার ‘নারায়ণগঞ্জের ত্রাস’ জাকির খান appeared first on UK BANGLA.

]]>
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী আন্ডার ওয়ার্ল্ড গডফাদার এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত নাম জাকির খান। তার নামে ৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময় তিনি এ সকল মামলায় জেল খাটেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন।

এক পর‌্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান।

এ সময় বিভিন্ন মামলায় আদালতে জাকির খান দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা প্রদান করেন। এরপর থেকেই গ্রেফতার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন।

শুক্রবার রাতে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জাকির খানকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসামি জাকির খানের ১৭ বছরের সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে ৮ বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। মূলত ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে তিনি আত্মগোপনে চলে যান।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপরিবারে বসবাস করছিলেন।

গ্রেফতার জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

The post দেশে ফিরে গ্রেপ্তার ‘নারায়ণগঞ্জের ত্রাস’ জাকির খান first appeared on UK BANGLA.

The post দেশে ফিরে গ্রেপ্তার ‘নারায়ণগঞ্জের ত্রাস’ জাকির খান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা https://ukbangla.live/2022/09/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25a6%25e0%25a6%25b2-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598 https://ukbangla.live/2022/09/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/#respond Fri, 02 Sep 2022 08:21:20 +0000 https://ukbangla.live/?p=15130 নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিতে যুবদল কর্মী শাওন প্রধান নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শাওনের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে মামলার এজাহারে বলা হয়েছে, শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি […]

The post যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা first appeared on UK BANGLA.

The post যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা appeared first on UK BANGLA.

]]>
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিতে যুবদল কর্মী শাওন প্রধান নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শাওনের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে মামলার এজাহারে বলা হয়েছে, শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ছোড়া ইট ও আগ্নেয়াস্ত্রের গুলিতে গুরুতর জখম হয়ে শাওন মারা যান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রাত সোয়া একটার দিকে কড়া পুলিশি পাহারায় নবীনগর কবরস্থানে শাওনের লাশ দাফন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিপুলসংখ্যক পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপস্থিতিতে নিহত শাওনের বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। পরে পুলিশ ও জেলা ডিবি পুলিশের পাহারায় শাওনের লাশ বাড়িতে নেওয়া হয়। লাশ হস্তান্তরের পৌনে এক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে শাওনের লাশ দাফন করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, শাওন নবীনগর এলাকার একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল সকালে শাওন ওয়ার্কসশপের মালামাল কেনার জন্য বাসা থেকে বের হয়ে শহরের উদ্দেশে রওনা দেন। বেলা একটার দিকে শাওনের ভাই মিলন মুঠোফোনে খবর পান, শাওনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে মিলন হাসপাতাল গিয়ে তাঁর ভাইয়ের লাশ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে মিলন মামলার এজাহারে উল্লেখ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ হাজারের বেশি নেতা–কর্মী ইটপাটকেল ও লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে এবং পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। শাওন দুপুর পৌনে ১২টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ইটপাটকেল ছোড়েন, ককটেল বিস্ফোরণ করে ও অবৈধ অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে থাকলে ওই ইটপাটকেল ও অবৈধ অস্ত্রের গুলিতে শাওন মাথায় ও বুকে গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান। পরে রাস্তায় থাকা লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শাওনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজ শুক্রবার সকালে মামলার বাদী মিলনের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তাঁর ভাইকে যাঁরা হত্যা করেছেন, তিনি তাঁদের বিচার চান।

প্রসঙ্গত, গতকাল নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাওনের মৃত্যু হয়। এ ছাড়া পথচারী-নারীসহ গুলিবিদ্ধ হয়েছেন আরও ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশ, সাংবাদিক, পথচারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাওন প্রধান ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার সাহেব আলীর সন্তান। বাড়ির পাশের একরি ইজিবাইক তৈরির কারখানায় তিনি ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। গতকাল সংঘর্ষের ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে শাওনকে দেখা গেছে। সংঘর্ষের আগে একটি মিছিলের সামনের সারিতে তাঁর অবস্থান ছিল। সংঘর্ষের সময় নগরের ২ নম্বর রেলগেট এলাকায় তাঁকে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।

শাওন নিহত হওয়ার ঘটনার পর থেকে বিএনপি তাঁকে যুবদল কর্মী হিসেবে দাবি করে আসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি যুবদলের কমিটিতে পদ পাওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া শাওনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, তিনি নিজেকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দিতেন।

অন্যদিকে গতকাল সন্ধ্যায় শাওন প্রধানকে যুবলীগ কর্মী দাবি করে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটায় নবীনগর এলাকায় নিহত শাওনের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিলে অংশ নেন।

The post যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা first appeared on UK BANGLA.

The post যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/feed/ 0
পুলিশি পাহারায় মধ্যরাতে শাওনের মরদেহ দাফন https://ukbangla.live/2022/09/02/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/02/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/#respond Fri, 02 Sep 2022 07:09:45 +0000 https://ukbangla.live/?p=15119 নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওনের মরদেহ পুলিশি পাহারায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দিনগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা […]

The post পুলিশি পাহারায় মধ্যরাতে শাওনের মরদেহ দাফন first appeared on UK BANGLA.

The post পুলিশি পাহারায় মধ্যরাতে শাওনের মরদেহ দাফন appeared first on UK BANGLA.

]]>
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওনের মরদেহ পুলিশি পাহারায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দিনগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা মোতাহার হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাওনের মরদেহ বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়। পরে প্রতিবেশীরা তাদের বুঝিয়ে শান্ত করেন।

এদিকে রাতে শাওনকে যুবদল নয় যুবলীগ কর্মী দাবি করে তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা সেখানে অবস্থান নেন। বিপরীতে বিএনপির নেতাকর্মীরা আসতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘শাওন আমাদের এলাকার ছেলে এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ভাতিজা। তারা চার ভাইয়ের মধ্যে বড়জন অনেক আগেই মারা গেছে। আর তিন ভাই তাদের চাচা শওকত আলীর সঙ্গেই থাকেন এবং শাওন যুবলীগের রাজনীতি করেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

তবে নিহত শাওনের মা ফরিদা বেগম বলেন, ‘আমার স্বামী সাহেব আলী মারা যাওয়ার পর বড় ছেলেটাও অসুস্থ হয়ে মারা যায়। এরপর তিন ছেলে কাজ করে সংসার চালায়। শাওন কোনো রাজনীতি করতো না। বাড়ির কাছে শহিদুল্লাহর ওয়ার্কশপে কাজ করতো। সকালে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে।’

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শাওন মারা যান। এছাড়া পুলিশের ১৫ জন এবং বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। বিএনপির আহত নেতাকর্মীদের মধ্যেই অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

The post পুলিশি পাহারায় মধ্যরাতে শাওনের মরদেহ দাফন first appeared on UK BANGLA.

The post পুলিশি পাহারায় মধ্যরাতে শাওনের মরদেহ দাফন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/02/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a7%259f%25e0%25a6%25a3%25e0%25a6%2597%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/#respond Thu, 01 Sep 2022 05:50:48 +0000 https://ukbangla.live/?p=15038 নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন। জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার […]

The post না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ first appeared on UK BANGLA.

The post না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ appeared first on UK BANGLA.

]]>
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। সংঘর্ষ এখনও চলমান আছে।

The post না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ first appeared on UK BANGLA.

The post না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0
আনারসের রাজধানী মধুপুর https://ukbangla.live/2022/08/31/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%2581%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/08/31/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%87/#respond Wed, 31 Aug 2022 07:06:05 +0000 https://ukbangla.live/?p=14990 টাঙ্গাইল জেলার একটি উপজেলা মধুপুর। আর এই মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত। যাকে অনেকেই বলে থাকেন আনারসের রাজধানী। কেননা, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে মধুপুরে। মধুপুর উপজেলার বেশির ভাগ জমিতেই আনারসের আবাদ হয়। মধুপুর আর আনারস একটির সঙ্গে আরেকটি নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মধুপুরের আনারসের বড় বাজার জলছত্র। উপজেলার অরণখোলা, আউশনাড়া, ষোলাকুড়ি […]

The post আনারসের রাজধানী মধুপুর first appeared on UK BANGLA.

The post আনারসের রাজধানী মধুপুর appeared first on UK BANGLA.

]]>
টাঙ্গাইল জেলার একটি উপজেলা মধুপুর। আর এই মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত। যাকে অনেকেই বলে থাকেন আনারসের রাজধানী। কেননা, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে মধুপুরে। মধুপুর উপজেলার বেশির ভাগ জমিতেই আনারসের আবাদ হয়। মধুপুর আর আনারস একটির সঙ্গে আরেকটি নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

মধুপুরের আনারসের বড় বাজার জলছত্র। উপজেলার অরণখোলা, আউশনাড়া, ষোলাকুড়ি বা পঁচিশ মাইল থেকে জলছত্রে আনারস আসে। কেউ বাইসাইকেলে ঝুলিয়ে নিয়ে আসেন, কেউ আনেন ঘোড়ার গাড়ি করে। পিকআপ-ইজিবাইক আর ভ্যানে করে তো আসেই। সড়কের দুই ধারে বসে বাজার। শুক্র ও মঙ্গলবার হাট বসে। কেনাবেচা অবশ্য প্রতিদিনই চলে। সারা দেশ থেকেই ক্রেতা আসেন।

পুরো মধুপুর জুড়েই আনারসের প্রচুর চাষ হয়। মধুপুরের অরুণখোলা, ষোলাকুঁড়ি, আউশনাড়া ইউনিয়নে আনারসের সবচেয়ে বেশি চাষ হয়। এ এলাকায় চাষ হওয়া আনারসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আনারস হল জলডুগি। এছাড়া বর্তমান সময়ে জায়ান্টকিউ আনারস চাষেও ঝুঁকেছেন এ এলাকার চাষীরা। মধুপুরের এসব ইউনিয়নের যে কোনো গ্রামে গেলে দেখা যাবে বিস্তীর্ণ আনারসের ক্ষেত।

হাটজুড়ে রসাল আনারসের মৌ মৌ গন্ধ, আকর্ষণীয় বিভিন্ন সাইজের আনারস সবাইকে আকৃষ্ট করছে। সম্প্রতি দেশে তীব্র দাবদাহে মানুষ অনেকটাই হাঁপিয়ে উঠেছে। গরমে ঠাণ্ডা জ্বরসহ দেখা দিয়েছে নানা রকমের অসুখ-বিসুখ। গরমে জ্বর, ঠান্ডায় আনারসের কোনো বিকল্প নেই। তাই মধুপুরের আনারসের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে প্রতিটি বড় সাইজের আনারস পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, মাঝারি সাইজের ২০-২৫ টাকা ও ছোট সাইজের আনারস বিক্রি হচ্ছে ১০-১২ টাকা।

এদিকে চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়ায় কৃষক বেশি লাভের আশায় আনারসে ক্ষতিকর রাসায়নিক ব্যাবহার করে একসঙ্গে পাকিয়ে ফেলেছে। ফলে বাজারে আনারসের প্রচুর আমদানি হওয়ায় দাম কিছুটা কমে গেছে। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া কৃষক ও ব্যবসায়ীদের।

আনারস আবাদের ইতিহাস

মধুপুরে আনারস আবাদের ইতিহাস খুব বেশি পুরনো নয়। গড় (উঁচু) এলাকার আউশনারা ইউনিয়নের ভেরেনা সাংমা ষাটের দশকের শেষ দিকে গিয়েছিলেন ভারতের মেঘালয়ে। সেখানে প্রচুর আনারস হয়। তিনি কয়েকটি জায়ান্টকিউ জাতের আনারসের চারা নিয়ে আসেন। মধুপুর গড়ে নিয়ে এসে রোপণ করেন। প্রমবারেই ভালো ফলন হয়। খেতেও সুস্বাদু ছিল। পরে আরো বেশি জমিতে আনারস আবাদ করেন। তার দেখাদেখি অন্যরাও আনারসের আবাদ করতে থাকে।

একদিন দেখা গেল মধুপুরের সব দিকে আনারস। মূলত জায়ান্টকিউই আবাদ হতো, তবে গত কয়েক বছর জলডুগিও হচ্ছে। পাবর্ত্য অঞ্চলের আনারস জলডুগি। জায়ান্ট মানে দৈত্য। জায়ান্টকিউ আকারে সত্যিই বড়। জলডুগি খেতে মিষ্টি তবে আকারে ছোট।

জানা গেছে, মধুপুর জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদে মাঝেমধ্যে বিভিন্ন দেশ থেকে অতিথি আসেন। হাঙ্গেরি, ডেনমার্ক বা আমেরিকা থেকে। তাদের আনারস খেতে দেওয়া হয়। আর বিদেশীরা আনারস খেয়ে প্রশংসাও করেন।

চাষীরা জানিয়েছেন, আষাঢ়-শ্রাবণে কারো বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে আনারস খেতে দেয় হয়। মৌসুমী ফলের মধ্যে এটি উল্লেখযোগ্য একটি রসালো ফল। এ মৌসুমে জামাই বাড়ি এলে তাকে যেমন আনারস খেতে দিতে হবে, আবার জামাই শ্বশুরবাড়ি গেলে তার সঙ্গেও আনারস থাকবে এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে। আনারসের খ্যাতি ও খেতে সুস্বাদু হওয়ার কারণেই এটি হয়েছে।

The post আনারসের রাজধানী মধুপুর first appeared on UK BANGLA.

The post আনারসের রাজধানী মধুপুর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/31/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%87/feed/ 0
অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি https://ukbangla.live/2022/08/25/%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a4-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/08/25/%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#respond Thu, 25 Aug 2022 06:19:01 +0000 https://ukbangla.live/?p=14676 শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ […]

The post অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি first appeared on UK BANGLA.

The post অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি appeared first on UK BANGLA.

]]>
শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।

স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘যারা মনে করেন এলাকার উন্নয়নের ফলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে; তারাই বিভিন্ন অপ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, রাজনীতিবিদ আসবে ও যাবে কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন; ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন।

সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং রাজনীতিবিদদেরকে জনগণের কল্যাণে কাজ করার এবং সবার সাথে ভালো ব্যবহার করারও উপদেশ দেন আবদুল হামিদ।

তিনি বলেন, ‘নির্বাচিতদের মনে রাখতে হবে যে, এই জনগণই আপনাদের সমর্থন দিয়েছে এবং তাদের কারণেই আপনি নেতা হয়েছেন। তাদের (জনতার) প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।’

হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় সভায় মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে কিশোরগঞ্জে যান।

The post অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি first appeared on UK BANGLA.

The post অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/25/%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/feed/ 0