সিলেট - UK BANGLA News Site Mon, 28 Nov 2022 05:03:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সিলেট - UK BANGLA 32 32 নৌকা-ইঞ্জিনের শব্দ, টাঙ্গুয়ার হাওরে পাওয়া যাচ্ছে না মাছ https://ukbangla.live/2022/11/28/%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a7%258c%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2587%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25a6-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/#respond Mon, 28 Nov 2022 05:03:04 +0000 https://ukbangla.live/?p=18221 প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরকে বৈশ্বিক গুরুত্বের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। মাদার ফিশারিজ খ্যাত এই হাওর মাছের অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। প্রতি বছর উৎপাদন হয় লাখ লাখ টন মাছ। তবে অপরিকল্পিত ইঞ্জিনচালিত নৌকা চলাচলের কারণে আগের মতো আর মাছ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, এক সময় টাঙ্গুয়ার হাওরের […]

The post নৌকা-ইঞ্জিনের শব্দ, টাঙ্গুয়ার হাওরে পাওয়া যাচ্ছে না মাছ first appeared on UK BANGLA.

The post নৌকা-ইঞ্জিনের শব্দ, টাঙ্গুয়ার হাওরে পাওয়া যাচ্ছে না মাছ appeared first on UK BANGLA.

]]>
প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরকে বৈশ্বিক গুরুত্বের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। মাদার ফিশারিজ খ্যাত এই হাওর মাছের অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। প্রতি বছর উৎপাদন হয় লাখ লাখ টন মাছ। তবে অপরিকল্পিত ইঞ্জিনচালিত নৌকা চলাচলের কারণে আগের মতো আর মাছ পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, এক সময় টাঙ্গুয়ার হাওরের স্বচ্ছ পানির ওপর দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় পানির নিচের নলখাগড়া আর বিভিন্ন জলজ উদ্ভিদ স্পষ্ট দেখা যেত। যার ফাঁকে ফাঁকে নৌকার গতির সঙ্গে সাঁতরে পাল্লা দিতো জানা-অজানা নানা ধরনের ছোট-বড় মাছ। এখন মাছের সঙ্গে সঙ্গে বিলুপ্তির পথে জলজ উদ্ভিদ। সেইসঙ্গে হাওরে নতুন যোগ হয়েছে পর্যটকবাহী নৌকার মহাযজ্ঞ। এসব বড় বড় নৌকার অবাধ চলাচল আর ঢেউয়ে হাওর হারাচ্ছে তার ঐশ্বর্য। ইঞ্জিনের বিকট শব্দ ব্যাঘাত ঘটাচ্ছে মাছের প্রজনন।

গবেষণা অনুযায়ী শুধু মাছ নয়, এই হাওরে সব মিলিয়ে প্রায় ২৫০ প্রজাতির পাখি, ১৪০ প্রজাতির মাছ, ১২শর বেশি প্রজাতির ব্যাঙ, ১৫০ প্রজাতির বেশি সরীসৃপ এবং ১০০০ প্রজাতির বেশি অমেরুদণ্ডী প্রাণীর আবাস ছিল। সঠিক ব্যবস্থাপনার অভাবে হাওরে এখন শুধু পানি আছে। হাওরের পরিবেশ-প্রতিবেশ বাঁচিয়ে রাখতে আগামী বছর থেকে পর্যটকবাহী নৌকার নির্দিষ্ট জোন ও নিয়ম বেঁধে দিয়ে হাওরের মাছ ও পাখি রক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জীব-বৈচিত্র্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরের পরিবেশ একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই হাওরের পরিবেশ ঠিক না থাকলে থাকবে না মাছ ও গাছ। মাছের উৎপাদন কমে যাওয়ায় দিন দিন কমে যাচ্ছে পরিযায়ী পাখির সংখ্যা। মাছ, গাছ আর পাখি না থাকলে হারিয়ে যাবে টাঙ্গুয়ার হাওরের হাঁক-ডাক। আর এসব হারিয়ে গেলে বন্ধ হয়ে যাবে অপার সম্ভাবনাময়ী টাঙ্গুয়ায় পর্যটন খাত। তাই টাঙ্গুয়ার হাওরকে বাঁচিয়ে রাখতে হাওরের প্রত্যেকটি উপাদানকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন হাওর পাড়ের মানুষরা।

হাওর পাড়ের জেলে হাবেল মিয়া বলেন, টাঙ্গুয়ার হাওরে আগে নৌকা চালিয়ে গেলেই পানির নিচে মাছ দেখা যেত। মাছ নৌকায় লাফিয়ে উঠত। কিন্তু এখন জাল দিয়েও মাছ পাওয়া যায় না।

মো. সালমান হোসেন নামে একজন বলেন, হাওরে এখন শুধু পানি আর পানি। কোনো মাছ নেই। পর্যটকের নৌকা আর ইঞ্জিনের শব্দে মাছ থাকছে না।

সংস্কৃতিকর্মী রবিউল ইসলাম পুলক বলেন, বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকার একটি টাঙ্গুয়ার হাওর। এখানে আমি আগে এসেছিলাম, এখনও আসছি। এখন আর আগের মতো পরিবেশ নেই। পরিবেশের ভারসাম্য ঠিক না রাখলে পর্যটক আসবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন হাওরের পরিবেশ রক্ষায় সুদৃষ্টি দেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বছর পর্যটন বিকাশের জন্য আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছিলাম। তবে আগামী বছর থেকে পর্যটকবাহী নৌকা চলাচলের জন্য নির্দিষ্ট রাস্তা ঠিক করে লাল পতাকা দিয়ে জোন তৈরি করে দেওয়া হবে। যেখানে মাছের অভয়াশ্রম, সেখানে কোনো ইঞ্জিনচালিত নৌকা যেতে দেবো না। এ সম্পর্কে নৌকা মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। তাহলে না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওর সরকারি সম্পদ, আমার আপনার সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে হবে।

The post নৌকা-ইঞ্জিনের শব্দ, টাঙ্গুয়ার হাওরে পাওয়া যাচ্ছে না মাছ first appeared on UK BANGLA.

The post নৌকা-ইঞ্জিনের শব্দ, টাঙ্গুয়ার হাওরে পাওয়া যাচ্ছে না মাছ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/feed/ 0
অনিয়ন্ত্রিত পর্যটন আর চোরা শিকারীর প্রকোপে ঝুঁকিতে টাঙ্গুয়ার হাওর https://ukbangla.live/2022/11/26/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%259f%25e0%25a6%25a8-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%259a https://ukbangla.live/2022/11/26/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9a/#respond Sat, 26 Nov 2022 07:28:51 +0000 https://ukbangla.live/?p=18215 বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমির আধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর বর্তমানে পরিবেশগতভাবে সংকটে পড়েছে। কর্তৃপক্ষের সঠিক নজরদারীর অভাবে অবাদে কেটে নিয়ে যাওয়া হচ্ছে টাঙ্গুয়ার হাওরের প্রাণ হিজল-করচের বাগান। উচ্চ শব্দের মাইক আর নৌকা নিয়ে পর্যটকদের অনিয়ন্ত্রিত বিচরণে হাওর হারাচ্ছে তার নিজস্ব জৌলুশ। টাঙ্গুয়ার হাওর হারাচ্ছে নিজস্ব প্রকৃতিক সৌন্দর্য ও সম্পদের ঐশ্বর্য। পর্যটকদের ফেলে […]

The post অনিয়ন্ত্রিত পর্যটন আর চোরা শিকারীর প্রকোপে ঝুঁকিতে টাঙ্গুয়ার হাওর first appeared on UK BANGLA.

The post অনিয়ন্ত্রিত পর্যটন আর চোরা শিকারীর প্রকোপে ঝুঁকিতে টাঙ্গুয়ার হাওর appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমির আধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর বর্তমানে পরিবেশগতভাবে সংকটে পড়েছে। কর্তৃপক্ষের সঠিক নজরদারীর অভাবে অবাদে কেটে নিয়ে যাওয়া হচ্ছে টাঙ্গুয়ার হাওরের প্রাণ হিজল-করচের বাগান। উচ্চ শব্দের মাইক আর নৌকা নিয়ে পর্যটকদের অনিয়ন্ত্রিত বিচরণে হাওর হারাচ্ছে তার নিজস্ব জৌলুশ।

টাঙ্গুয়ার হাওর হারাচ্ছে নিজস্ব প্রকৃতিক সৌন্দর্য ও সম্পদের ঐশ্বর্য। পর্যটকদের ফেলে যাওয়া ময়ালা আর প্লাস্টিকে সয়লাব টাংগুয়ার হাওরের চারপাশ। গুরুত্বপূর্ণ এই হাওরের এমন বেহালদশা ও অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মানুষ, পর্যটক ও হাওর নেতারা। এমন করুণ অবস্থার জন্য প্রশাসন ও পরিবেশ কর্মকর্তাদের দায়ী করছেন তারা। টাঙ্গুয়ার হাওরকে বাঁচাতে দ্রত ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানিয়েছেন।

হাওরে গেলে দেখা মেলে স্বচ্ছ নীল পানি। সেই পানির ওপর হিজল করচের বাঁক। পানিতে নানা বর্ণের পরিযায়ী পাখ-পাখালীর কিচিরমিচির শব্দ। ডালে ডালে সাদা বক। আর এই সবকিছু মিলেই সৌন্দর্য, সম্পদের ঐশ্বর্যের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ। প্রায় ১০০ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। ১৯৯৯ সালে এই হাওরকে সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করে ৬০ বছরের ইজারা প্রথার অবসান করা হয়। পরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র হুমকিতে থাকায় ২০০০ সালে টাঙ্গুয়ার হাওরকে ওয়ার্ল্ড হেরিটেইজ রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। ২০০৩ সাল থেকে এই হাওরের রক্ষণাবেক্ষণে দায়িত্ব নেয় সুনামগঞ্জ জেলা প্রশাসন। সারাবছরই এই হাওরে বিভিন্নজাতের পাখি স্থায়ীভাবে বসবাস করে। শীত মৌসুম আসলে হাওরে দেখা মিলে মোট ২০৮ প্রজাতির পরিযায়ী পাখির। আগে টাঙ্গুয়ার হাওরে বিরল প্রজাতির ফিস পেলিসাস ঈগল দেখতে পাওয়া গেলেও এখন আর তা চোখে পড়ে না।

নানান প্রজাতির পাখ-পাখালির সাথে এই হাওর জলজ উদ্ভিদের জন্য অন্যতম। হাওরের হিজল-করচের বাগানে বড় বড় হাউজবোট বেঁধে রাখার কারণে বেশীর ভাগ গাছ মরে যাচ্ছে। পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক আর পলিথিনে জড়িয়ে ধ্বংস হওয়ার পথে হাওরের গাছ ও পরিবেশ। বিলের ইজারাদাররা রাতের আঁধারে কেটে নিচ্ছে অবশিষ্ট থাকা এসব গাছ। জীব বৈচিত্রের অপার আধার বিশ্ব ঐতিহ্যের এই বিশেষ অঞ্চলটি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে ।

পরিবেশবাদী সংগঠনের নেতা অ্যাডভোকেট এনাম আহমেদ বলেন, টাঙ্গুয়ার হাওর পরিবেশ ও সম্পদে ভরপুর থাকার কথা। কিন্তু আমরা এখন যেটা দেখছি হাজার হাজার নৌকা, প্রমোদতরী হাওরের যত্রতত্র ঘুরাফেরা করছে। যে জায়গায় মাছ থাকার কথা, পাখি থাকার কথা সে জায়গায় পর্যটকরা মাইক নিয়ে যাচ্ছেন। পলিথিন, প্লাস্টিক, ময়লা, আবর্জনা যত্রতত্র ফেলছেন। এতে মাছ, পাখি এখানে আর থাকবে না। এর দায় প্রশাসন এড়াতে পারে না।

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় একটি নীতিমালা প্রণয়নের কাজ করছেন। এছাড়া এই হাওরে হাজার হাজার হিজল করচ গাছ আছে। রাতের আঁধারে কিছু অসাধু ইজারদার বিলের জন্য সেগুলো কেটে নেয়। আমরা তাদের ধরতে চেষ্টা করছি। ধরতে পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post অনিয়ন্ত্রিত পর্যটন আর চোরা শিকারীর প্রকোপে ঝুঁকিতে টাঙ্গুয়ার হাওর first appeared on UK BANGLA.

The post অনিয়ন্ত্রিত পর্যটন আর চোরা শিকারীর প্রকোপে ঝুঁকিতে টাঙ্গুয়ার হাওর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%9a/feed/ 0
পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ, চরম জনভোগান্তি https://ukbangla.live/2022/11/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25b9%25e0%25a6%25a8-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%2598%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%259a%25e0%25a6%25b2-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/#respond Fri, 25 Nov 2022 06:28:27 +0000 https://ukbangla.live/?p=18163 সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি দূরপাল্লার বাসের বিরুদ্ধে মামলা ও জব্দ করার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বাস মালিক ও শ্রমিকদের ডাকা এ ধর্মঘটে কার্যত অচল হয়েছে পড়েছে পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এতে চরম জনভোগান্তি তৈরি হয়েছে। যাত্রীদের অনেকে ক্ষোভ […]

The post পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ, চরম জনভোগান্তি first appeared on UK BANGLA.

The post পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ, চরম জনভোগান্তি appeared first on UK BANGLA.

]]>
সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি দূরপাল্লার বাসের বিরুদ্ধে মামলা ও জব্দ করার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বাস মালিক ও শ্রমিকদের ডাকা এ ধর্মঘটে কার্যত অচল হয়েছে পড়েছে পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এতে চরম জনভোগান্তি তৈরি হয়েছে। যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশও করছেন।

সরেজমিনে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর, সিলেট ছাড়াও আন্তঃজেলা ছাতক, জগন্নাথপুর ও দিরাই রুটে কোনো ধরনের বাস, ট্রাক বা মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি দূরপাল্লার বাস অবৈধ পার্কিংয়ের দায়ে জব্দ করে পুলিশ লাইন্সে এনে রাখা হয়। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাসচালক শ্রমিকরা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট।

এদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের কারণে বিভিন্ন গন্তব্যের যাওয়া যাত্রীরা পড়েছেন অবর্ণনীয় ভোগান্তিতে। অনেকে বাধ্য হয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে ঘরে ফিরেছেন। আবার ধর্মঘটের বিষয়টি জানা না জানায় শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ শহরের বাস টার্মিনালে দূর-দূরান্ত থেকে যাত্রীদের আসতে দেখা গেছে। টার্মিনালে আসার পর তারা ধর্মঘটের বিষয়টি জানতে পেরেছেন।

টার্মিনাল ঘুরে দেখা গেছে, সব পরিবহনের বাসের টিকিট কাউন্টার বন্ধ। টার্মিনালের ভেতর বাস সারি করে রাখা। কখন গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে, সে অপেক্ষায় যাত্রীরা। এমনকি হটাৎ ধর্মঘটে পুরো সুনামগঞ্জ জেলা শহরের কর্মচাঞ্চল্যেও নেমেছে স্থবিরতা।

বাস না পেয়ে চরম হতাশা প্রকাশ করে হেদায়েত ইসলাম নামের এক যাত্রী বলেন, দেশে কী শুরু হয়েছে। কিছু হলেই পরিবহন ধর্মঘট দেওয়া হয়। সরকার পরিবহনের বিষয়ে এতো চুপ কেন।

আরেক যাত্রী আহমেদ আলী বলেন, সকাল ৬টায় বাস টার্মিনালে এসেছি। এসে দেখি বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। কিন্তু কোনো চালক নেই। টিকিট কাউন্টারও বন্ধ। পরে কয়েকজনের মুখে শুনলাম আজ নাকি ধর্মঘট। বাস ছাড়ার অপেক্ষায় এখনো টার্মিনালে বসে আছি।

ভোগান্তিতে পড়া যাত্রী রানা আহমেদ বলেন, আমার ছোট বোন খুব অসুস্থ, সিলেটে থাকে। সকালে টার্মিনালে এসেছি সিলেটে যাওয়ার জন্য। এসে দেখি শহরে কোনো যানবাহন চলছে না। বড় ভোগান্তির মধ্যে পড়েছি।

সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন বলেন, জব্দ করা আমাদের গাড়িগুলো ফেরত না পাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এহসান শাহ্ বললেন, সড়কের উপরে বাস রাখায় জনসাধারণের ভোগান্তি হয়। সড়কে যানজট তৈরি হয়। আইন-শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় এ বিষয়টি বারবার আলোচনা হয়েছে। এ অবস্থায় ট্রাফিক কন্ট্রোলের জন্য তিনটি বাস পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে। এ কারণে ধর্মঘট ডেকে জনভোগান্তি তৈরি করা যৌক্তিক নয়। আশা করি, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত এ বিষয়টির সমাধান হবে।

The post পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ, চরম জনভোগান্তি first appeared on UK BANGLA.

The post পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ, চরম জনভোগান্তি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
সিলেটে এক ঘণ্টা আগেই গণসমাবেশ শুরু https://ukbangla.live/2022/11/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%2598%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25be-%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25b8%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae/#respond Sat, 19 Nov 2022 06:51:28 +0000 https://ukbangla.live/?p=17978 নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় শুরু হয়। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এদিকে ভোর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে নেতাকর্মীদের অবস্থান […]

The post সিলেটে এক ঘণ্টা আগেই গণসমাবেশ শুরু first appeared on UK BANGLA.

The post সিলেটে এক ঘণ্টা আগেই গণসমাবেশ শুরু appeared first on UK BANGLA.

]]>
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় শুরু হয়।

বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে ভোর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠ।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ড. ম‌ঈন আলী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে তারা। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।

The post সিলেটে এক ঘণ্টা আগেই গণসমাবেশ শুরু first appeared on UK BANGLA.

The post সিলেটে এক ঘণ্টা আগেই গণসমাবেশ শুরু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae/feed/ 0
বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল সিলেট https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/#respond Fri, 18 Nov 2022 08:39:25 +0000 https://ukbangla.live/?p=17924 শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, আজ সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস সিলেটে প্রবেশ করেনি। একই অবস্থা সিলেটের সবচেয়ে বড় বাস […]

The post বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল সিলেট first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল সিলেট appeared first on UK BANGLA.

]]>
শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, আজ সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস সিলেটে প্রবেশ করেনি। একই অবস্থা সিলেটের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলীতেও। সেখান থেকেও আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

হবিগঞ্জ এক্সপ্রেসের কাউন্টারে এসে কাউন্টার বন্ধ পেয়েছেন শ্রীমঙ্গলের বাসিন্দা রাহিমা খাতুন। তিনি বলেন, আমি জরুরি কাজে গতকাল সিলেট এসেছিলাম। এখন এখানে এসে শুনি বাস বন্ধ। বাস যদি বন্ধ থাকে তাহলে আমি বাড়ি যাবো কীভাবে?

ঢাকাগামী যাত্রী আব্দুল্লাহ আল জুবেদ বলেন, আমি ঢাকা যাওয়ার উদ্দেশে বেলা ১১টায় হুমায়ুন রশীদ চত্বরের হানিফ পরিবহনের কাউন্টারে আসি। তবে কাউন্টার তালাবদ্ধ অবস্থায় পেয়েছি।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, আজ হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। হয়তো এজন্য গাড়ি চলছে না। আর তিন আগে ধর্মঘটের ঘোষণা দেওয়ায় যাত্রী নেই বললেও চলে। যাত্রী না থাকায় অনেকেই গাড়ি বের করেনি।

The post বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল সিলেট first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে অচল সিলেট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a0%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/#respond Fri, 18 Nov 2022 05:12:50 +0000 https://ukbangla.live/?p=17906 সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে […]

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া first appeared on UK BANGLA.

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া appeared first on UK BANGLA.

]]>
সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসেই খাওয়া-দাওয়া করছেন।

প্যান্ডেলে বসে খাচ্ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আসা ছাত্রদল কর্মী তারেকুল ইসলাম বলেন, আমাদের ২০০ জনের একটি টিম গত রাতে সিলেটে এসে পৌঁছেছি। পথে অনেক বাধার সম্মুখীন হয়েছি। রাতে এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমাদের জন্য দলের পক্ষ থেকে দেওয়া রান্না করা খাবার খাচ্ছি।

মৌলিভীবাজার জেলার জুড়ি ও বড়লেখা উপজেলার বিএনপি নেতা নাছির উদ্দিন আহমদ মিঠুর সৌজন্যে একটি প্যান্ডেলে নেতাকর্মীদের জন্য রান্না করছিলেন বাবুর্চি শাহ আলম। তিনি বলেন, সকালে প্রায় ৩ হাজার লোকের জন্য খিচুড়ি রান্না করেছি। এখন দুপুরের জন্য আরও ৬ হাজার লোকের জন্য রান্না করছি। এরপর রাতেও আবার রান্না করব।

মাঠে অবস্থান করা সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা মাঠে নেমেছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। দিন শেষে আমরাই বিজয়ী হবো।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর শনিবার সিলেটে গণসমাবেশ করবে বিএনপি। এটি হবে বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া first appeared on UK BANGLA.

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/feed/ 0
সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ https://ukbangla.live/2022/11/17/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%2597%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259c-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f-%25e0%25a6%25b8%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/11/17/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81/#respond Thu, 17 Nov 2022 02:52:54 +0000 https://ukbangla.live/?p=17861 সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। ফলে সেই দাবিতে আগামী ১৮ […]

The post সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ first appeared on UK BANGLA.

The post সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ appeared first on UK BANGLA.

]]>
সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। ফলে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকী ধর্মঘট আগে থেকেই ধার্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। এটি সমাবেশ উপলক্ষে নয়।

জিয়াউল কবীর পলাশ বলেন, গত ৭ নভেম্বর সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন আমরা জানতাম না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

এর আগে বিএনপির আগের বিভাগীয় সমাবেশগুলোর দিনও একইভাবে পরিবহন ধর্মঘট পালন করেন বাস মালিকরা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরের পর শনিবার (১৯ নভেম্বর) সিলেটে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হলো।

The post সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ first appeared on UK BANGLA.

The post সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81/feed/ 0
সিলেটে বিএনপির গণসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ, পরিবহন ধর্মঘটের শঙ্কা https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/#respond Wed, 16 Nov 2022 07:11:57 +0000 https://ukbangla.live/?p=17855 সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ওই দিন দুপুরে এ সমাবেশ শুরু হবে। এ নিয়ে ছয়টি কমিটি করেছে বিএনপি। সমাবেশ সফল করতে এককাট্টা হয়ে কাজ করছেন নেতাকর্মীরা। চলছে মঞ্চ তৈরির কাজও। তবে বিএনপি নেতাকর্মীদের প্রচারণায় পুলিশ ও সরকারি দলের বাধার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সর্বশেষ মঙ্গলবার সিলেটের […]

The post সিলেটে বিএনপির গণসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ, পরিবহন ধর্মঘটের শঙ্কা first appeared on UK BANGLA.

The post সিলেটে বিএনপির গণসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ, পরিবহন ধর্মঘটের শঙ্কা appeared first on UK BANGLA.

]]>
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ওই দিন দুপুরে এ সমাবেশ শুরু হবে। এ নিয়ে ছয়টি কমিটি করেছে বিএনপি। সমাবেশ সফল করতে এককাট্টা হয়ে কাজ করছেন নেতাকর্মীরা। চলছে মঞ্চ তৈরির কাজও। তবে বিএনপি নেতাকর্মীদের প্রচারণায় পুলিশ ও সরকারি দলের বাধার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সর্বশেষ মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার ও ওসমানীনগরে গণসমাবেশ সফলে লিফলেট বিতরণকালে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ওসমানীনগরের দয়ামিরে লিফলেট বিতরণকালে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতারা বলছেন, সব বাধাকে ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ করবেন তারা। সাড়ে চার লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্য বিভাগের মতো সিলেটেও পরিবহন ধর্মঘট ডাকা হলে আগে আসা নেতাকর্মীদের থাকার জন্য নগরের প্রায় সবগুলো কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে।

সিলেট নগরের সেবাহানিঘাট এলাকার আগ্রা, মানিকপীর রোডের মালঞ্চ, সাপ্লাই এলাকার নুরে আলা, পাঠানটুলা এলাকার সাজিদ আলীসহ অন্তত আটটি কমিউনিটি সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, সবগুলোই ১৮ নভেম্বর রাতের জন্য ভাড়া হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে এগুলো বুকিং দেওয়া হয়েছে। সিলেট জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে নগরের অন্তত ২৫টি কমিউনিটি সেন্টার ১৮ নভেম্বর রাতের জন্য বুকিং নেওয়া হয়েছে। সেখানেই কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়া নগরের খোলা মাঠগুলোতেও কর্মী-সমর্থকদের রাত যাপনের ব্যবস্থা করা হচ্ছে।

নগরের সোবহানীঘাট এলাকার আগ্রা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক মো. সুমন মিয়া বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে পুরো রাতের জন্য আগেই সেন্টারটি বুকিং হয়ে গেছে। মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে এই বুকিং দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৮ নভেম্বর রাতের জন্য নগরের কোনো সেন্টারই ফাকা পাওয়া যাবে না। বিএনপির লোকজন থাকার জন্য নগরের ২২টি কমিউনিটি সেন্টার ওই রাতের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে বলে শুনেছি। তবে কমিউনিটি সেন্টার বুকিংয়ের বিষয়ে অস্বীকার করেছেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ভারপ্রাপ্ত গণমাধ্যম কর্মকর্তা) সুদীপ দাস বলেন, নেতাকর্মীদের জন্য বিএনপির কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার বিষয়টি শুনেছি। কয়েকটি সেন্টার ভাড়া নেওয়া হয়েছে বলে নিশ্চিতও হয়েছি।

তিনি আরও বলেন, সমাবেশকে কেন্দ্র করে নগরবাসীর জানমালের যাতে কোনো ক্ষতি না হয় এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এ পর্যন্ত যতগুলো বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতে আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হতে পারে এমন আশঙ্কা করছি। এসব বিষয়কে মাথায় রেখে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। আমরা বিকল্প ব্যবস্থা নিয়েও রেখেছি। কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পরবে না।

এদিকে সিলেটে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে সোমবার ঢাকায় সিলেটের পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান।

বৈঠক শেষে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন, ‘সিলেটে ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিএনপির গণসমাবেশের সময়ও গাড়ি স্বাভাবিকভাবে চলাচলের পক্ষে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আমাদের সমাবেশ বানচাল করতে সরকারি ও আওয়ামী লীগ অপচেষ্টা চালাচ্ছে। নানাভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এসব বাধা ডিঙিয়ে আমরা সমাবেশে গণজোয়ার সৃষ্টি করবো।

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ ও পুলিশ কাজ করছে। আজ বিকেলে ওসমানীনগরে আমাদের দলের কেন্দ্রীয় উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়ি বহরে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে। নেতাকর্মীরা আহত হয়েছেন। ওই খান থেকে আমাদের দুজন নেতাকে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, এরপরও ১৯ নভেম্বর পুরো সিলেট নগর জনসমুদ্রে পরিণত হবে। সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন বিএনপির প্রত্যেক নেতাকর্মীর লক্ষ্য হচ্ছে সমাবেশ সফল করা। কোনো বাধাবিপত্তিতে জনজোয়ার ঠেকানো যাবে না। আমরা সবাই একযোগে কাজ করছি।

কমিউনিটি সেন্টার বুকিং দেয়ার কথা অস্বীকার করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা কোনো কমিউনিটি সেন্টার বুকিং দেইনি। আমাদের কারও বিয়েও লাগেনি। আমাদের মাঠ হচ্ছে আলিয়া মাদরাসা মাঠ। এ মাঠেই নেতাকর্মীরা জমায়েত হয়ে সমাবেশ সফল করবেন।

The post সিলেটে বিএনপির গণসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ, পরিবহন ধর্মঘটের শঙ্কা first appeared on UK BANGLA.

The post সিলেটে বিএনপির গণসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ, পরিবহন ধর্মঘটের শঙ্কা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/feed/ 0
বিএনপির সমাবেশ: সিলেটে ধর্মঘট চান না শ্রমিকরা, দোটানায় মালিকরা https://ukbangla.live/2022/11/14/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/14/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0/#respond Mon, 14 Nov 2022 05:56:12 +0000 https://ukbangla.live/?p=17755 বিএনপির সমাবেশের আগের দিন থেকেই পরিবহন ধর্মঘট কার্যকর হয়েছে দেশের ছয় বিভাগে। সিলেটেও একই ঘটনা ঘটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। এখন পর্যন্ত ধর্মঘট ডাকার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা। অন্যদিকে পরিবহন মালিকপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিলে সিলেটেও ধর্মঘট হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। […]

The post বিএনপির সমাবেশ: সিলেটে ধর্মঘট চান না শ্রমিকরা, দোটানায় মালিকরা first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশ: সিলেটে ধর্মঘট চান না শ্রমিকরা, দোটানায় মালিকরা appeared first on UK BANGLA.

]]>
বিএনপির সমাবেশের আগের দিন থেকেই পরিবহন ধর্মঘট কার্যকর হয়েছে দেশের ছয় বিভাগে। সিলেটেও একই ঘটনা ঘটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। এখন পর্যন্ত ধর্মঘট ডাকার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা। অন্যদিকে পরিবহন মালিকপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিলে সিলেটেও ধর্মঘট হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। আর বিএনপি নেতাদের আশা, সিলেটের সম্প্রীতি ও সহাবস্থানের কথা বিবেচনা করে ধর্মঘট থেকে বিরত থাকবেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ধর্মঘট হলেও সমাবেশ সফল করতে বিকল্প ব্যবস্থা নেয়া আছে বলে জানিয়েছেন তারা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদুপরে সমাবেশ হয়েছে।

সব বিভাগেই সমাবেশের আগের দিন থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। এতে সমাবেশে আসা নেতা-কর্মীদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকেও।

সিলেটেও বিএনপির সমাবেশের আগে ধর্মঘট ডাকা হবে কি না, এমন প্রশ্নের জবাবে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম রোববার রাতে বলেন, ধর্মঘট ডাকার কোনো চিন্তা বা লক্ষ্য আমাদের নেই। আমরা শ্রমিকরা সর্বদলীয়।

‘সবার সঙ্গেই আমরা আছি। ধর্মঘটের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকেও এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।’

মালিকপক্ষ পরিবহন বন্ধ রাখলে কিছু করার থাকবে না জানিয়ে এ পরিবহনশ্রমিক নেতা বলেন, ‘মালিকপক্ষ যদি সড়কে গাড়ি বের না করে তাহলে শ্রমিকরা চালাতে পারবে না। ফলে মালিকপক্ষ এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, তা দেখতে হবে।’

ধর্মঘটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাস মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম বলেন, ‘সবকিছু বিবেচনা করেই আমাদের চলতে হয়। সরকারের কথাও শুনতে হয়। তা ছাড়া যানবাহন ও যাত্রীদের নিরাপত্তার কথাও আমাদের ভাবতে হয়নি।’

‘সবকিছু বলাও ঠিক নয়’ উল্লেখ করে এ পরিবহন মালিক নেতা বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডাকলেও বিএনপির সমাবেশে কোনো প্রভাব পড়বে না জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ধর্মঘটে কোথাও সমাবেশের ক্ষতি হয়নি। সাধারণ মানুষেরই ভোগান্তি হয়েছে কেবল। তাই আমরা আশা করব জনদুর্ভোগ এড়াতে এবং সিলেটের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির কথা বিবেচনায় রেখে এখানে পরিবহন ধর্মঘট ডাকা হবে না।’

ধর্মঘট ডাকলেও সমাবেশে লোকসমাগম ঘটাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিকল্প সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছি। কোনো গাড়ি না চললেও ১৯ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে। কেবল আলীয়া মাদ্রাসা মাঠ নয়, পুরো সিলেট সেদিন সমাবেশের নগর হবে।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, প্রশাসন ও পরিবহন শ্রমিকদের ব্যবহার করে সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণকালে পুলিশ আমাদের বাধা দিয়েছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।

‘এ ছাড়া একটি পেশাজীবী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিতর্কিত করা হচ্ছে। আশা করছি আমাদের পরিবহন শ্রমিক ভাইয়েরাও এটা বুঝতে পারছেন। ফলে সিলেটে তারা ধর্মঘট ডাকবেন না বলেই আশা করি।’

The post বিএনপির সমাবেশ: সিলেটে ধর্মঘট চান না শ্রমিকরা, দোটানায় মালিকরা first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশ: সিলেটে ধর্মঘট চান না শ্রমিকরা, দোটানায় মালিকরা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/14/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0/feed/ 0
সিলেটে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/#respond Wed, 09 Nov 2022 07:26:57 +0000 https://ukbangla.live/?p=17596 সিলেটে বিএনপিকে ‘সঠিক পথে পরিচালিত হওয়ার’ আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলটি সঠিকভাবে পরিচালিত না হলে ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশসহ সব ধরনের কর্মসূচি আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত করতে বাধ্য হবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এর আগে নগরের চৌহাট্টা এলাকায় […]

The post সিলেটে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা first appeared on UK BANGLA.

The post সিলেটে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা appeared first on UK BANGLA.

]]>
সিলেটে বিএনপিকে ‘সঠিক পথে পরিচালিত হওয়ার’ আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলটি সঠিকভাবে পরিচালিত না হলে ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশসহ সব ধরনের কর্মসূচি আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত করতে বাধ্য হবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এর আগে নগরের চৌহাট্টা এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জরুরি সভা করে। এ ছাড়া গতকাল আওয়ামী লীগের সভা থেকে ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের’ বিরুদ্ধে গত রোববার রাতে নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ করা হয়। আওয়ামী লীগের ওই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই রাত ১২টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার এ মামলা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।

এর আগে রোববার রাত সোয়া আটটায় নগরের আম্বরখানা এলাকায় খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এ খুনের পেছনে সরকারদলীয় সংগঠনের নেতা-কর্মীরা জড়িত। ওই রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বিক্ষোভ মিছিল থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ, ব্যানার, ফেস্টুন ভাঙচুরের অভিযোগ ওঠে।

ভাঙচুরের খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভাঙচুরকারীদের ধাওয়া দেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় একটি প্রাইভেট কার ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পোড়ানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এ সময় আওয়ামী লীগের নেতারা সংক্ষিপ্ত সভায় ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে আওয়ামী লীগ সভা করেছে। সে সভা থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি গণমাধ্যমে একটা বিবৃতি পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে রাত সোয়া ১১টার দিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ বিবৃতি পাঠানো হয়।

বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে ভন্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে দাবি করা হয়, নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে মারা যান আ ফ ম কামাল। কিন্তু তারা দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়িক দ্বন্দ্বকে রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত করার পাঁয়তারা করছে। এটাই বিএনপির চরিত্র। তারা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে সব সময়ই সিদ্ধহস্ত। কিন্তু জেলা ও মহানগর আওয়ামী লীগ কোনোভাবেই তা হতে দেবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পরপরই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা গণমাধ্যমে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আবেগের জায়গা। বিএনপি সন্ত্রাসীরা আমাদের সেই আবেগের জায়গায় আঘাত করেছে, যা কোনোভাবেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেনে নিতে পারে না। শান্তি ও সম্প্রীতির সিলেট নগরকে অশান্ত করার জন্য বিএনপির সন্ত্রাসীরা পাঁয়তারা করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত দুষ্কৃতকারীদের সিলেটের মাটিতে স্থান হতে পারে না।’ নেতারা বিএনপির ‘সন্ত্রাসীদের’ অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া আওয়ামী লীগের নেতারা বিবৃতিতে বিএনপি নেতা কামালের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনাটি ‘উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করা হলো। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে নেতা-কর্মীদের হয়রানি করতেই এ মামলা বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।’

The post সিলেটে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা first appeared on UK BANGLA.

The post সিলেটে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/feed/ 0