লন্ডন - UK BANGLA News Site Wed, 30 Nov 2022 06:23:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png লন্ডন - UK BANGLA 32 32 ঋষি সুনাকের বাগানে ১৯ কোটির ভাস্কর্য, সাধারণ মানুষের ক্ষোভ https://ukbangla.live/2022/11/30/%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258b%25e0%25a6%25b7%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25a7%25e0%25a7%25af-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f https://ukbangla.live/2022/11/30/%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/#respond Wed, 30 Nov 2022 04:20:09 +0000 https://ukbangla.live/?p=18304 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে বসানো হয়েছে একটি নারীর ভাস্কর্য। এটি কিনতে দেশটির সরকার খরচ করেছে ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৯ কোটি টাকার সমান। আর এত অর্থ খরচ করে ভাস্কর্য কেনায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ঋষি সুনাক এ বাগানটি নতুন করে […]

The post ঋষি সুনাকের বাগানে ১৯ কোটির ভাস্কর্য, সাধারণ মানুষের ক্ষোভ first appeared on UK BANGLA.

The post ঋষি সুনাকের বাগানে ১৯ কোটির ভাস্কর্য, সাধারণ মানুষের ক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে বসানো হয়েছে একটি নারীর ভাস্কর্য। এটি কিনতে দেশটির সরকার খরচ করেছে ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৯ কোটি টাকার সমান। আর এত অর্থ খরচ করে ভাস্কর্য কেনায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ঋষি সুনাক এ বাগানটি নতুন করে সাজাচ্ছেন। এর অংশ হিসেবে এখানে বসেছে নতুন ভাস্কর্য।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, বিখ্যাত ভাস্কর হেনরি মুর ১৯৮০ সালে ‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওমেন’ নামের ব্রোঞ্জের ভাস্কর্যটি তৈরি করেছিলেন। এটি গত মাসে নিলামে তোলা হয়েছিল। সেই নিলাম থেকে ভাস্কর্যটি কিনে নেয় যুক্তরাজ্যের সরকারি আর্ট কালেকশন বিভাগ। এজন্য তারা খরচ করে ১৫ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যে যখন মুদ্রাস্ফীতি বেড়েছে, সাধারণ মানুষকে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিল গুণতে হচ্ছে এবং তাদের নিজেদের খরচ কমাতে হয়েছে তখন প্রধানমন্ত্রীর বাগানের জন্য ১৯ কোটি টাকা দিয়ে ভাস্কর্য কেনার বিষয়টি সাধারণভাবে নেননি সাধারণ মানুষ।

দ্য সানকে একজন ভাস্কর বিশেষজ্ঞ বলেছেন, ‘মুরের খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি শিল্পকর্ম এ ভাস্কর্যটি। কিন্তু তবুও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এটিকে অযথা ব্যয় হিসেবেই ধরা হবে।’

সমালোচনা ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর এ নিয়ে মুখ খুলেছে। তারা বলেছে, ‘ভাস্কর্য কেনায় কোনো রাজনীতিক জড়িত ছিলেন না।’ বৃহস্পতিবার ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে এটি বসানো হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনে গত ৪০ বছর ধরে মুরের ভাস্কর্য রয়েছে। যেগুলো মাঝে মাঝে পরিবর্তন করা হয়।

এদিকে যুক্তরাজ্যের আর্ট কালেকশন বিভাগের মালিকানায় রয়েছে প্রায় ১৪ হাজার মূল্যবান শিল্পকর্ম। যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশ্বের বিভিন্ন স্থানে তাদের এসব শিল্পকর্ম রাখা আছে।

হেনরি মুরকে ২০ শতকের অন্যতম সেরা ভাস্কর হিসেবে ধরা হয়। ১৯৮৬ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত ব্রোঞ্জ দিয়ে বেশ কয়েকটি বিশ্ব বিখ্যাত ভাস্কর্য তৈরি করেছিলেন তিনি।

সূত্র: এনডিটিভি

The post ঋষি সুনাকের বাগানে ১৯ কোটির ভাস্কর্য, সাধারণ মানুষের ক্ষোভ first appeared on UK BANGLA.

The post ঋষি সুনাকের বাগানে ১৯ কোটির ভাস্কর্য, সাধারণ মানুষের ক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/feed/ 0
যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 29 Nov 2022 05:58:26 +0000 https://ukbangla.live/?p=18276 চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের তথাকথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক তার প্রথম পররাষ্ট্রনীতির বক্তৃতায় আরও বলেন, আগের দশকের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘নিষ্পাপ’। তিনি বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘কঠিন বাস্তবতার’ সঙ্গে ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে। তবে তিনি ‘স্নায়ু যুদ্ধের’ বিরুদ্ধে সতর্ক […]

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের তথাকথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক তার প্রথম পররাষ্ট্রনীতির বক্তৃতায় আরও বলেন, আগের দশকের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘নিষ্পাপ’।

তিনি বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘কঠিন বাস্তবতার’ সঙ্গে ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে। তবে তিনি ‘স্নায়ু যুদ্ধের’ বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, চীনের বৈশ্বিক তাৎপর্যকে উপেক্ষা করা যাবে না।

ঋষি সুনাক গত মাসে টোরি নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থান কঠোর করার জন্য টোরি ব্যাকবেঞ্চারদের চাপের মুখে পড়েন।

সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের বাণিজ্যিক এলাকার গিল্ডহলে বার্ষিক লর্ড মেয়রর্স ব্যাঙ্কোয়েট অনুষ্ঠানে ঋষি সুনাকের এ বক্তব্য এলো যখন জিরো কোভিড নীতির বিরুদ্ধে সপ্তাহজুড়ে চীনে বিক্ষোভ চলছে। রোববার সাংহাইয়ে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে। সংবাদ সংগ্রহের সময় বিবিসির এক সাংবাদিককেও আটক করা হয়। পরে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যবসায়ী নেতা ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের বলেন, প্রতিবাদের মুখে, চীন ‘বিবিসি সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন করার পথ বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি চীন আমাদের মূল্যবোধ ও স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে।’

তিনি উল্লেখ করেন, চীনের সঙ্গে সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। এই স্বর্ণযুগ বলতে আসলে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অধীনে চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে বোঝানো হয়। যদিও লন্ডন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পরবর্তীতে আর তেমনভাবে এগোয়নি।

সুনাক এটাও জোর দিয়ে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে চীনের তাৎপর্যকেও উপেক্ষা করা যাবে না।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানসহ মিত্রদের সঙ্গে কাজ করবে তার দেশ।

ঋষি সুনাক ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো দেখা করার কথা ছিল। কিন্তু পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর তা বাতিল করা হয়।

সূত্র: বিবিসি

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25b9%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259d%25e0%25a7%2581%25e0%25a6%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a7%25af-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/#respond Tue, 29 Nov 2022 05:12:51 +0000 https://ukbangla.live/?p=18263 জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে। আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই। যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন […]

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে।

আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই।

যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। এ পর্যন্ত প্রায় ৩০ ভাগ বেশী পণ্যের দাম বেড়েছে যদিও বাড়েনি কাস্টমার বা ব্যবসা। বর্তমান এনার্জির যে দাম বেড়েছে তা পরিমাণে ৩ গুণ।

মূলধারার পত্রিকা দা মিরর রিপোর্ট করেছে যে ২০০৭ সাল থেকে চারটি কারি রেস্তোরাঁর মধ্যে একটি বন্ধ হয়ে গেছে এবং বাকিরা লড়াই করে চলছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন নূন্যতম একটি করে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে।

পণ্যের দাম বাড়লেও মেন্যূতে দাম বাড়ালে কাস্টমার অভিযোগ করছে। বর্তমানে পেঁয়াজের দাম দ্বিগুণ- গত দশ বছরে প্রতি ব্যাগের দাম ৭ পাউন্ড থেকে ১৪ পাউন্ডে যাচ্ছে, যখন রান্নার তেল ২০১২ সালে ২০ লিটারের জন্য ১৯ পাউন্ড বর্তমানে বেড়ে ৩৩ পাউন্ডে পৌঁছেছে। আর তাই অনেকেই মেন্যু প্রাইসিংয়ের দিকে কোন নজর না দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। মুনাফা চোখে না দেখে লস দিয়েই বন্ধ করে দিচ্ছেন প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটি।

তাছাড়া স্টাফ সংকটের কারণেও অনেকেই ব্যবসা পরিচালনা করতে পারছেন না। ভিসার উপর কঠোর বিধিনিষেধের কারণে বাইরে থেকে প্রতিভাবান শেফ নিয়ে আসতে সংগ্রাম করতে হচ্ছে।

ইউকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জীবনযাত্রার মান এবং ব্যয় করার ক্ষমতার সবচেয়ে বড় পতনের সম্মুখীন হচ্ছে, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরপরেও আশানুরূপ কোন সাড়া পাচ্ছেন না তারা।

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/feed/ 0
‘ক্যানসারে আক্রান্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ’ https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%259b%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/#respond Mon, 28 Nov 2022 05:44:34 +0000 https://ukbangla.live/?p=18230 গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৯৬ বছর বয়সী রানি মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। তবে সদ্য প্রকাশিত একটি বই এই দাবিকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এরই মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ সাংবাদিক, লেখক ও ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য জাইলস ব্র্যান্ডরেথের ‘এলিজাবেথ: অ্যান ইন্টিমেট পোর্ট্রেট’ শীর্ষক বইটি। সেখানে লেখক দাবি […]

The post ‘ক্যানসারে আক্রান্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ’ first appeared on UK BANGLA.

The post ‘ক্যানসারে আক্রান্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ’ appeared first on UK BANGLA.

]]>
গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৯৬ বছর বয়সী রানি মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। তবে সদ্য প্রকাশিত একটি বই এই দাবিকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এরই মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ সাংবাদিক, লেখক ও ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য জাইলস ব্র্যান্ডরেথের ‘এলিজাবেথ: অ্যান ইন্টিমেট পোর্ট্রেট’ শীর্ষক বইটি। সেখানে লেখক দাবি করেছেন, গোপন সূত্রে তার কাছে খবর আছে, শেষ বয়সে ক্যানসারে ভুগছিলেন রানি। খবর ইনসাইডারের।

সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনী নিয়ে এই বই প্রকাশ করেছেন জাইলস ব্র্যান্ডরেথ। তিনি বর্তমান রাজা তৃতীয় চার্লসেরও বন্ধু। বইয়ে ব্রান্ডরেথ লেখেন, প্রিন্স ফিলিপের এক বন্ধুর সাথে আলাপ আছে আমার। তার কাছ থেকে জানতে পেরেছি, রানি দ্বিতীয় এলিজাবেথ তার শেষ জীবনে মাইলোমা নামের হাড়ের মজ্জার ক্যানসারে ভুগছিলেন। এ কারণেই তার কোমরে ও পায়ে ব্যথা হতো।

বইয়ে লেখা হয়েছে, শেষের দিকে রানি যখন জনসম্মুখে আসতেন, তখন তার চেহারায় ক্লান্তিভাব দেখা যেতো। দ্রুত ওজন কমে যাওয়া ও চলাফেরায়ও অসুবিধা হতো তার। এতোদিন এ বিষয়ে কোনো মুখ খোলেনি সংশ্লিষ্টরা। তবে এখন ক্যানসারের বিষয়টি জানার পর তার শারীরিক অসুস্থতার এসব লক্ষণগুলোকে ব্যাখ্যা করা সম্ভব।

ব্র্যান্ডরেথ আরও লেখেন, প্রিন্স ফিলিপের মৃত্যুর পর থেকেই নিজেকে বহির্বিশ্ব থেকে গুটিয়ে নিয়েছিলেন রানি। সত্যিটা হলো, তিনি নিজেও বুঝতে পেরেছিলেন, তার হাতে সময় খুব কম। তাই সম্মানের সাথেই তিনি এটি মেনে নিয়েছিলেন।

মূলত মৃত্যুর শেষের দিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অসুস্থতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে জনগণের কাছে। অসুস্থতার কারণে ২০২১ সালের ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্স এবং জাতীয় সংসদের ওপেনিংয়ে যাওয়া বাতিল করতে হয় তাকে। তবে ব্রিটিশ সরকার বা রাজপরিবারের পক্ষ থেকে কখনোই রানির শারীরিক অসুস্থতা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। ঠিক কী কারণে তার স্বাস্থ্য এতোটা ভেঙে পড়েছে তা কখনোই জানতে পারেনি জনগণ। তাই ব্র্যান্ডরেথের বইয়ে এসবের উত্তর পেয়ে এখন নড়েচড়ে বসেছে ব্রিটিশ জনগণ।

The post ‘ক্যানসারে আক্রান্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ’ first appeared on UK BANGLA.

The post ‘ক্যানসারে আক্রান্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#respond Mon, 28 Nov 2022 05:18:11 +0000 https://ukbangla.live/?p=18227 ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই। ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে […]

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই।

ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে চান। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশটিতে নেট অভিবাসীর সংখ্যা অত্যাধিক বেড়েছে। ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর এ সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে টপকে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ তারাই। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এমনটি করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়। বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশে লাগাম টেনে ধরা হলে কিছু বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে অনেক ভারতীয় পড়াশোনা করতে এসে বেশি সময় অবস্থান করে। এ নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0
যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/#respond Sat, 26 Nov 2022 07:12:54 +0000 https://ukbangla.live/?p=18212 যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে দুইটি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তা হলো- হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো। সরকারের পক্ষ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। কারণ চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি […]

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে দুইটি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তা হলো- হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো।

সরকারের পক্ষ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। কারণ চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের নজরদারি ব্যবস্থার ভবিষ্যৎ ও ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন পার্লামেন্টে একটি প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, যুক্তরাজ্যের সামনে নিরাপত্তাজনিত কী বিপদ আছে সেটা প্রথমে খতিয়ে দেখা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, মন্ত্রীরা এখন পুরোনো ক্যামেরা বদলে নিতে পারেন, সেগুলো আপগ্রেড করার কোনও দরকার নেই।

এর আগে গত জুলাইতে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত গোষ্ঠী বিগ ব্রাদার ওয়াচ জানিয়েছিল, ব্রিটিশ সরকার যেসব নজরদারি ক্যামেরা সরকারি ভবনে লাগিয়েছে, তা দুইটি চীনা কোম্পানি; হিকভিশন ও দাহুয়ার তৈরি।

এরপরই ৬৭ জন পার্লামেন্ট সদস্য দুইটি চীনা কোম্পানির থেকে ক্যামেরা কেনা বন্ধ করার দাবি তোলেন। এই দুই চীনা কোম্পানি আগে সরকারি ছিল। তারা অবশ্য জিনজিয়াংয়ে চীনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে এই ব্যবস্থা নিতে বলেন।

ডাউডেন বলেছেন, চীনের আইনানুসারে সরকার এই দুইটি সংস্থাকে যাবতীয় তথ্য জানাতে বাধ্য করতে পারে।

হিকভিশন অবশ্য দাবি করেছে, এই সব অভিযোগ পুরোপুরি মিথ্যা। সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিকভিশন কোনও তথ্যই তৃতীয় পক্ষকে দিতে পারে না। তাদের কাছে যুক্তরাজ্যের ক্যামেরাগুলোর ডেটা বেস নেই। আর এর কোনও ক্লাউড স্টোরেজও করা হয় না।

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/feed/ 0
বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটিশ নার্সরা https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258b%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/#respond Fri, 25 Nov 2022 05:49:29 +0000 https://ukbangla.live/?p=18157 যুক্তরাজ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নামছেন নার্সরা। আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘটে প্রথমবারের মতো সামিল হবেন তারা। মূলত বাড়তি বেতনের দাবিতেই তারা এই পথ বেছে নিয়েছেন। অবশ্য ওই দুই দিন যুক্তরাজ্যে আরও অনেক খাতের কর্মীরাও ধর্মঘট করবেন। নার্সরা সেখানে বিপুল সংখ্যায় যোগ দেবেন। রয়্যাল কলেজ অব নার্সিং(আরসিএন)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি […]

The post বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটিশ নার্সরা first appeared on UK BANGLA.

The post বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটিশ নার্সরা appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নামছেন নার্সরা। আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘটে প্রথমবারের মতো সামিল হবেন তারা। মূলত বাড়তি বেতনের দাবিতেই তারা এই পথ বেছে নিয়েছেন।

অবশ্য ওই দুই দিন যুক্তরাজ্যে আরও অনেক খাতের কর্মীরাও ধর্মঘট করবেন। নার্সরা সেখানে বিপুল সংখ্যায় যোগ দেবেন।

রয়্যাল কলেজ অব নার্সিং(আরসিএন)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি মানেনি। মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে স্কটল্যান্ড বাদ দিয়ে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নার্সরা ধর্মঘটে অংশ নেবেন।

আরসিএনের সাধারণ সম্পাদক প্যাট কুলেন জানিয়েছেন, ‘নার্সিংয়ের কর্মীরা দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করছেন, কর্মক্ষেত্রে তারা নিরাপদ নন। তারা আর এসব সহ্য করতে রাজি নন।’

কুলেন আরও জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিক আলোচনাতেও রাজি হয়নি। তারা দুই সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন, দাবি না মানলে ধর্মঘটে যেতে বাধ্য হবেন। কিন্তু দুই সপ্তাহ কেটে গেছে।

তিনি বলছেন, ‘আমরা আমাদের সদস্যদের কাছে জানতে চেয়েছিলাম, তারা কি এই অন্যায় আচরণ মেনে নেবেন, না কি প্রথমবারের জন্য ধর্মঘটে যাবেন? সরকার চাইলে এখনও আলোচনায় বসতে পারে, আমাদের দাবি মেনে নিতে পারে।’

এদিকে ধর্মঘটের বিষয়ে ইউনিয়নের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাপে পড়বেন। গত মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১১ দশমিক এক শতাংশ। যা গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

আর শুধু নার্সরা নয়, বিভিন্ন খাতের কর্মীরাও বেতন বাড়ানোর দাবি করছেন।

The post বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটিশ নার্সরা first appeared on UK BANGLA.

The post বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটিশ নার্সরা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%25a6%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/#respond Wed, 23 Nov 2022 06:23:13 +0000 https://ukbangla.live/?p=18106 ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ […]

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে। এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/feed/ 0
রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে হ্যারি–মেগান পেলেন মানবাধিকার পুরস্কার https://ukbangla.live/2022/11/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a3%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a4%25e0%25a6%25a5 https://ukbangla.live/2022/11/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5/#respond Wed, 23 Nov 2022 02:48:38 +0000 https://ukbangla.live/?p=18095 সম্মানজনক রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ব্রিটিশ রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবনের আড়ালে নারীদের অবর্ণনীয় কষ্ট ও বর্ণবাদের কথা প্রকাশ করায় তাঁরা এই পুরস্কার পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বর নিউইয়র্কে এই দম্পতির পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে। খবর এনডিটিভির। গত বছরের মার্চে জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরাহ্‌ উইনফ্রেকে দেওয়া বিশেষ […]

The post রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে হ্যারি–মেগান পেলেন মানবাধিকার পুরস্কার first appeared on UK BANGLA.

The post রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে হ্যারি–মেগান পেলেন মানবাধিকার পুরস্কার appeared first on UK BANGLA.

]]>
সম্মানজনক রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ব্রিটিশ রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবনের আড়ালে নারীদের অবর্ণনীয় কষ্ট ও বর্ণবাদের কথা প্রকাশ করায় তাঁরা এই পুরস্কার পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বর নিউইয়র্কে এই দম্পতির পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে। খবর এনডিটিভির।

গত বছরের মার্চে জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরাহ্‌ উইনফ্রেকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে কয়েক শ বছরের পুরোনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে অনেক অজানা ও অপ্রিয় কথা প্রকাশ করেন ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগান। ওই সাক্ষাৎকারে মেগান বলেন, বাকিংহাম প্যালেসের একজন শিকারে পরিণত হয়েছিলেন তিনি। তাঁর ছেলে আর্চির গায়ের রং কত কালো হতে পারে, সে অনুমান থেকে শুরু করে তিনি বন্ধুদের সঙ্গে কতবার মধ্যাহ্নভোজে গেছেন, সবকিছুতে নাক গলাত প্যালেস।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজদায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকি বসবাস শুরু করেছিলেন এই দম্পতি। হ্যারি-মেগানের পুরস্কার প্রাপ্তির বিষয়ে মানবাধিকারকর্মী ক্যানি কেনেডি এক সাক্ষাৎকারে আজ মঙ্গলবার বলেন, ব্রিটিশ রাজপরিবারের বর্ণবাদের গল্প পৃথিবীর সামনে প্রকাশ করায় হ্যারি-মেগানকে সম্মানজনক মানবাধিকার পুরস্কার দেওয়া হচ্ছে।

ক্যানি কেনেডি আরও বলেন, তাঁরা (হ্যারি ও মেগান) যুক্তরাজ্যের ইতিহাসে পুরোনো একটি প্রতিষ্ঠান ছেড়ে এসেছেন। তাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, রাজপরিবার যুগের পর যুগ ধরে ভুল কাজ করে এসেছে। তাঁরা কাঠামোগত বর্ণবাদের ভেতরে বসবাস করতে পারেন না। এমনকি তাঁরা তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল-বোঝাবুঝির মধ্যে বসবাস করতে পারেন না। তাঁদের যা করার, তাঁরা সেটাই করেছেন। বিশ্ববাসী রাজপরিবারের ভেতরের অন্ধকারের কথা জানতে পেরেছে।

বিশ্বজুড়ে সমতা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানজনক এই পুরস্কার দেওয়া হয়। এ বছর হ্যারি-মেগান ছাড়াও এ পুরস্কার পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন বাস্কেটবল খেলোয়াড় বিল রাসেল।

The post রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে হ্যারি–মেগান পেলেন মানবাধিকার পুরস্কার first appeared on UK BANGLA.

The post রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে হ্যারি–মেগান পেলেন মানবাধিকার পুরস্কার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5/feed/ 0
আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা https://ukbangla.live/2022/11/23/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a8%25e0%25a7%2580-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/23/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/#respond Wed, 23 Nov 2022 02:16:07 +0000 https://ukbangla.live/?p=18086 নতুন মোড় নিলো আইএস বধূ হিসেবে পরিচিত শামিমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার মামলা। লন্ডনের আদালতে আবারও শুরু হয়েছে মামলার কার্যক্রম। তার দাবি, তিনি নিজেও শিশু পাচারের শিকার। সুতরাং তার নাগরিকত্ব বাতিল করা অযৌক্তিক। খবর স্কাই নিউজের। সোমবার (২১ নভেম্বর) শামিমা বেগমের আইনজীবী দাবি করেন, মানব পাচার এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন শামিমা। যুক্তরাজ্যের বিশেষ […]

The post আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা first appeared on UK BANGLA.

The post আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা appeared first on UK BANGLA.

]]>
নতুন মোড় নিলো আইএস বধূ হিসেবে পরিচিত শামিমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার মামলা। লন্ডনের আদালতে আবারও শুরু হয়েছে মামলার কার্যক্রম। তার দাবি, তিনি নিজেও শিশু পাচারের শিকার। সুতরাং তার নাগরিকত্ব বাতিল করা অযৌক্তিক। খবর স্কাই নিউজের।

সোমবার (২১ নভেম্বর) শামিমা বেগমের আইনজীবী দাবি করেন, মানব পাচার এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন শামিমা। যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশনে আইনজীবীরা এ যুক্তি তুলে ধরেন। তারা বলেন, শামিমা নিজেই মানব পাচারের শিকার। তাই তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বৈধ হতে পারে না।

২০১৯ সালে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামিমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছিলেন। তবে আইনজীবীরা আদালতে যুক্তি দেন, শামীমা পাচারের শিকার হওয়া শিশু ছিলেন কিনা সে বিষয়টি বিবেচনায় আনা হয়নি। ফলে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তটি বেআইনি।

মূলত, যৌনদাসী হিসেবে শামিমাকে পাচার করে নিয়েছে আইএস এমন দাবি জানিয়েছেন আইনজীবীরা। এরপক্ষে অকাট্য প্রমাণ রয়েছে বলেও জানান তারা। ২০১৫ সালে লন্ডন থেকে আরো দুই কিশোরীর সাথে পালিয়ে সিরিয়া যান শামীমা বেগম। জঙ্গি সংগঠন আইএস এ যোগ দেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। পরে ২০১৯ সালে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে গর্ভবতী অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই তর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। বর্তমানে ২৩ বছরের শামীমা সিরিয়ার শরণার্থী শিবিরেই রয়েছেন।

The post আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা first appeared on UK BANGLA.

The post আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/23/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0