feature - UK BANGLA News Site Sat, 26 Nov 2022 07:12:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png feature - UK BANGLA 32 32 যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/#respond Sat, 26 Nov 2022 07:12:54 +0000 https://ukbangla.live/?p=18212 যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে দুইটি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তা হলো- হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো। সরকারের পক্ষ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। কারণ চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি […]

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে দুইটি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তা হলো- হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো।

সরকারের পক্ষ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। কারণ চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের নজরদারি ব্যবস্থার ভবিষ্যৎ ও ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন পার্লামেন্টে একটি প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, যুক্তরাজ্যের সামনে নিরাপত্তাজনিত কী বিপদ আছে সেটা প্রথমে খতিয়ে দেখা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, মন্ত্রীরা এখন পুরোনো ক্যামেরা বদলে নিতে পারেন, সেগুলো আপগ্রেড করার কোনও দরকার নেই।

এর আগে গত জুলাইতে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত গোষ্ঠী বিগ ব্রাদার ওয়াচ জানিয়েছিল, ব্রিটিশ সরকার যেসব নজরদারি ক্যামেরা সরকারি ভবনে লাগিয়েছে, তা দুইটি চীনা কোম্পানি; হিকভিশন ও দাহুয়ার তৈরি।

এরপরই ৬৭ জন পার্লামেন্ট সদস্য দুইটি চীনা কোম্পানির থেকে ক্যামেরা কেনা বন্ধ করার দাবি তোলেন। এই দুই চীনা কোম্পানি আগে সরকারি ছিল। তারা অবশ্য জিনজিয়াংয়ে চীনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে এই ব্যবস্থা নিতে বলেন।

ডাউডেন বলেছেন, চীনের আইনানুসারে সরকার এই দুইটি সংস্থাকে যাবতীয় তথ্য জানাতে বাধ্য করতে পারে।

হিকভিশন অবশ্য দাবি করেছে, এই সব অভিযোগ পুরোপুরি মিথ্যা। সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিকভিশন কোনও তথ্যই তৃতীয় পক্ষকে দিতে পারে না। তাদের কাছে যুক্তরাজ্যের ক্যামেরাগুলোর ডেটা বেস নেই। আর এর কোনও ক্লাউড স্টোরেজও করা হয় না।

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95/feed/ 0
আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%259c%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%25b9%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2581-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/#respond Mon, 14 Nov 2022 04:19:33 +0000 https://ukbangla.live/?p=17749 এ বছর ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা দুই শ ছাড়িয়েছে। এই মৃত্যু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় জোর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। তারা বলছে, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা জটিল হচ্ছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে […]

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি first appeared on UK BANGLA.

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি appeared first on UK BANGLA.

]]>
এ বছর ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা দুই শ ছাড়িয়েছে। এই মৃত্যু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় জোর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। তারা বলছে, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা জটিল হচ্ছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হলো। এর আগে কোনো বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দুই শ ছাড়ায়নি। ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বড় আকারে দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

অতীতে দেখে গেছে, অক্টোবর–নভেম্বরের দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসে। কিন্তু এ বছর অক্টোবর মাসে প্রায় ২২ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা ও মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় আড়াই শ চিকিৎসক অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসকেরা অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসদের করণীয় বিষয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও মেডিসিন সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘ডেঙ্গু চিকিৎসার নির্দেশনা তৈরি করা হয়েছিল ২০১৮ সালে। অতি সম্প্রতি সেই নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। অনুষ্ঠানে সেই হালনাগাদ নির্দেশিকা ব্যবহার করে ডেঙ্গু রোগী ব্যবস্থাপনার বিষয়ে চিকিৎসকদের বলা হয়েছে।’

আহমেদুল কবীর আরও বলেন, এ বছর ডেঙ্গু রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ছে এমন কথা রোগীর স্বজন ও চিকিৎসকদের কাছ থেকে জানা যাচ্ছে। পরিস্থিতি কিছুটা জটিল। কারণ, একই সঙ্গে ডেঙ্গুর তিনটি ধরন এখন সক্রিয় রয়েছে।

কেন পরিস্থিতি জটিল
চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন: ডেন–১, ডেন–২, ডেন–৩ ও ডেন–৪। একটি ধরনে একবার আক্রান্ত হলে মানুষের শরীরে সেই ধরনটির প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে, মানুষ দ্বিতীয়বার সেই ধরনে আর আক্রান্ত হয় না। ডেন–১–এ আক্রান্ত ব্যক্তি আর কখনো ডেন–১ দ্বারা আক্রান্ত হবে না। তবে বাকি তিনটি ধরন থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

অন্যদিকে কোনো ব্যক্তি প্রথমবার একটি ধরন দিয়ে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বার যদি অন্য ধরন দিয়ে আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তির জটিলতা বাড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, ডেন–১–এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর ডেন–২ বা ডেন–৩ বা ডেন–৪ দ্বারা আক্রান্ত হলে জটিলতা বাড়ে।

এ বছর যারা ডেঙ্গুতে মারা গেছে, তারা অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল কি না, সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। তবে অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার (সিডিসি) একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা এ তথ্য জানার চেষ্টা করছেন। সিডিসি ইতিমধ্যে সরকারি–বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গুতে মারা যাওয়া ১২০ জন রোগীর ফাইল সংগ্রহ করেছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিপ্তর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে সভাপতি করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটি পুনর্গঠন করেছে।

গতকাল আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, কমিটি এ পর্যন্ত দুটি সভা করেছে। মৃত্যুর কারণ পর্যালোচনার ফলাফল জানতে এ মাস লেগে যেতে পারে।

তাহমিনা শিরীন আরও বলেন, ২০১৬ পর্যন্ত দেশের মানুষ ডেন–১ ও ডেন–২ দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ২০১৯ সালে রোগীদের ৯০ শতাংশ আক্রান্ত হয়েছিলেন ডেন–৩ এর দ্বারা। এ বছর পরিস্থিতি ভিন্ন।

কক্সবাজার এলাকায় এ বছর ডেন–১ দেখা গেছে। আর ঢাকায় দেখা যাচ্ছে ডেন–৩ ও ডেন–৪। তিনি বলেন, ‘এখন ঢাকায় যাঁরা ডেন–৩ বা ডেন–৪–এ আক্রান্ত হচ্ছেন, তাঁরা অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কি না বা আক্রান্ত হয়ে থাকলে কোন ধরনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তা এখনো আমাদের জানা নেই।’

কোথায় কত মৃত্যু
বিভাগভিত্তিক হিসাবে বরাবরের মতো এ বছরও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১২১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম। এর মধ্যে ১১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে।

ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু কক্সবাজার জেলাতেই মারা গেছেন ২৪ জন। এর মধ্যে বড় অংশটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

সিডিসি সম্প্রতি ১৪৮ জন মৃত ব্যক্তির তথ্য পর্যালোচনা করে বলেছে, হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে ৬৪ শতাংশ রোগীর মৃত্যু হচ্ছে। এর অর্থ হচ্ছে পরিস্থিতি খারাপ হওয়ার পরই অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি first appeared on UK BANGLA.

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
দীর্ঘ অসুস্থতা : ব্রিটেনে শ্রম বাজার থেকে ঝরে গেছেন ৬ লাখ কর্মী https://ukbangla.live/2022/11/12/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2580%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2598-%25e0%25a6%2585%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/12/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87/#respond Sat, 12 Nov 2022 06:09:15 +0000 https://ukbangla.live/?p=17721 দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা এবং স্নায়বিক দুর্বলতা কারণে ব্রিটেনের চাকরির বাজার থেকে ঝরে পড়েছেন অন্তত ৬ লাখ কর্মী। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফি অব ন্যাশনাল স্ট্যাটিসটিকস বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে; সেখানেই উল্লেখ করা হয়েছে এ তথ্য। যুক্তরাজ্যের বর্তমান শ্রমবাজারের ওপর করা সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শতকরা হিসেবে দেশটির শ্রম বাজার থেকে ঝরে গেছেন প্রায় […]

The post দীর্ঘ অসুস্থতা : ব্রিটেনে শ্রম বাজার থেকে ঝরে গেছেন ৬ লাখ কর্মী first appeared on UK BANGLA.

The post দীর্ঘ অসুস্থতা : ব্রিটেনে শ্রম বাজার থেকে ঝরে গেছেন ৬ লাখ কর্মী appeared first on UK BANGLA.

]]>
দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা এবং স্নায়বিক দুর্বলতা কারণে ব্রিটেনের চাকরির বাজার থেকে ঝরে পড়েছেন অন্তত ৬ লাখ কর্মী। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর অফি অব ন্যাশনাল স্ট্যাটিসটিকস বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে; সেখানেই উল্লেখ করা হয়েছে এ তথ্য।

যুক্তরাজ্যের বর্তমান শ্রমবাজারের ওপর করা সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শতকরা হিসেবে দেশটির শ্রম বাজার থেকে ঝরে গেছেন প্রায় ২৫ শতাংশ কর্মী।

ব্রিটেনের কর্মক্ষম লোকজনদের দীর্ঘমেয়াদী শারীরিক কিংবা স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হওয়া শুরু হয় করোনা মহামারির আগের বছর, অর্থাৎ ২০১৯ সাল থেকে। ২০২০ সালের শুরুর দিকে এই ধরনের অসুস্থ কর্মীর সংখ্যা ছিল ৩ লাখ ৬৩ হাজারের কিছু বেশি; কিন্তু ২০২২ সালের আগস্টে এই সংখ্যা বেড়ে পৌঁছায় ২৫ লাখে।

মহামারির ধাক্কা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চলতি বছরের শুরু থেকেই যুক্তরাজ্যে শুরু হয়েছে মূল্যস্ফীতি। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি যে স্তরে পৌঁছেছে, তা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ বর্তমানে এই মূল্যস্ফীতি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

এই পরিস্থিতিতে মোট শ্রমশক্তির এক চতুর্থাংশ আক্ষরিক অর্থেই ‘বসে যাওয়ায়’ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ব্রিটেনের অর্থনীতি বিশ্লেষকরা।

ওএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যারা দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের অধিকাংশই লং কোভিডে আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে ‘কোভিড নেগেটিভ’ সনদ পাওয়ার পরও যারা দীর্ঘদিন ধরে জ্বর, খুসখুসে কাশি, মাথা ও গা ব্যাথাসহ নানা উপসর্গে ভোগেন, তাদেরকে লং কোভিডে আক্রান্ত রোগী বলা হয়।

লং কোভিডের পাশপাশি স্নায়বিক দুর্বলতাও বেড়েছে যুক্তরাজ্যের কর্মক্ষম লোকজনের মধ্যে। ওএনএসের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ব্রিটেনে স্নায়বিক দুর্বলতায় আক্রান্তের হার বেড়েছে ২২ শতাংশ। এছাড়া বয়সজনিত অসুস্থতার কারণে কর্মীদের অবসর নেওয়া ও অভিবাসী কর্মীদের ব্রিটেনে আগমনের নিম্নহারও দেশটির শ্রমবাজারের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

২০১৯ সালে যুক্তরাজ্যে কর্মসংস্থানের হার পৌঁছেছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু লাখ লাখ কর্মী স্থায়ীভাবে শ্রমবাজার থেকে বিদায় নেওয়ায় উচ্চ কর্মসংস্থান সত্ত্বেও অর্থনৈতিক সংকট কাটছে না ব্রিটেনের।

The post দীর্ঘ অসুস্থতা : ব্রিটেনে শ্রম বাজার থেকে ঝরে গেছেন ৬ লাখ কর্মী first appeared on UK BANGLA.

The post দীর্ঘ অসুস্থতা : ব্রিটেনে শ্রম বাজার থেকে ঝরে গেছেন ৬ লাখ কর্মী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/12/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87/feed/ 0
ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa-2 https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/#respond Fri, 11 Nov 2022 05:40:56 +0000 https://ukbangla.live/?p=17682 জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ […]

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞায় পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। নিষেধাজ্ঞা বাড়তে থাকায় জ্বালানি সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। সেই থেকেই জ্বালানি ঘাটতি দেখা দেয় পশ্চিমা দেশগুলোতে।

তবে কেবল ইউরোপ নয়, যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়েই জ্বালানির সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে উল্টোপথে হাঁটে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। সংস্থাটি দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এতে আরও জটিল আকার ধারণ করে জ্বালানি সংকট।

এ পরিস্থিতিতে হন্যে হয়ে নতুন জ্বালানি রফতানিকারক খুঁজছে ইউরোপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে ইউরোপ। পশ্চিমা বিশ্বের নজর এখন মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনের দিকে। পশ্চিম আফ্রিকার ১৩টি দেশের ওপর দিয়ে ইউরোপে যাওয়া এই পাইপলাইনে এরই মধ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এ ছাড়া চলতি বছরই উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় নতুন তেল-গ্যাস ক্ষেত্র খুঁজতে ইইউর সঙ্গে আড়াই কোটি ইউরোর প্রাথমিক চুক্তি করেছে মরক্কো।

তবে বিলিয়ন ডলারের এই পাইপলাইন থেকে গ্যাস পেতে ইউরোপকে অপেক্ষা করতে হবে বেশ কয়েক বছর। অদূর ভবিষ্যতে মস্কো সরবরাহ আরও কমিয়ে দিতে পারে–এ আশঙ্কায় দীর্ঘমেয়াদি জ্বালানি উৎস হিসেবে মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনকেই লাভজনক মনে করছে ইইউ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা থেকে জ্বালানি পেতে যে সময় লাগবে, তা নেই ইউরোপের কাছে। কারণ, খুব দ্রুতই ফুরিয়ে আসছে ইউরোপের জ্বালানির মজুত। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক সংস্থার তথ্য বলছে, জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় পড়েছে পশ্চিমা দেশগুলো।

অন্যদিকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের তেল আমদানি করছে ব্রিটেন। তবে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণার পর রিজার্ভে টান পড়েছে যুক্তরাষ্ট্রের। যদিও ২০২৪ সালে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাইডেন প্রশাসন তেল রফতানি বন্ধ করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন ব্রিটেনে তেল রফতানি করা যুক্তরাষ্ট্রের পক্ষেও সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। ফলে ইউরোপের জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস পাইপলাইন নির্মাণ, পারমাণবিক চুল্লি এবং এনএলজি আমদানির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/feed/ 0
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো https://ukbangla.live/2022/11/09/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25ab-%25e0%25a6%25ab%25e0%25a6%259f%25e0%25a7%258b%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ab%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/09/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0/#respond Wed, 09 Nov 2022 06:48:31 +0000 https://ukbangla.live/?p=17583 একটি স্ত্রী ক্যাকটাস মৌমাছিকে ঘিরে রয়েছে একই প্রজাতির অনেকগুলো পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছিগুলোর মধ্যে কোনটি স্ত্রী মৌমাছির সাথে সঙ্গমের সুযোগ পাবে? এই বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরষ্কার জিতেছে কারিন আইগনারের তোলা এই ছবিটি। “ধুলোবালিতে উপুর হয়ে শুয়ে অনেক সময় কাটাতে হয়েছে এই ছবিটির জন্য,” বলেন কারিন। মিজ আইগনার প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে […]

The post ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো first appeared on UK BANGLA.

The post ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো appeared first on UK BANGLA.

]]>
একটি স্ত্রী ক্যাকটাস মৌমাছিকে ঘিরে রয়েছে একই প্রজাতির অনেকগুলো পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছিগুলোর মধ্যে কোনটি স্ত্রী মৌমাছির সাথে সঙ্গমের সুযোগ পাবে?

এই বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরষ্কার জিতেছে কারিন আইগনারের তোলা এই ছবিটি।

“ধুলোবালিতে উপুর হয়ে শুয়ে অনেক সময় কাটাতে হয়েছে এই ছবিটির জন্য,” বলেন কারিন।

মিজ আইগনার প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে পঞ্চম নারী, যিনি বর্ষসেরা ফটোগ্রাফারের পুরষ্কার পেলেন।

দুই হাজার বাইশ সালের তরুণ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের কাতানিউ উত্তিচাইতানাকর্ন। ১৬ বছর বয়সী এই কিশোরের তোলা ছবিটি ছিল একটি ব্রাইডস জাতের তিমির মুখমণ্ডলের।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ারকে বিশ্বের ফটোগ্রাফি অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে বিবেচনা করা হয়।

বিবিসি’র ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের আয়োজনে ১৯৬৪ সালে এই পুরস্কার টি প্রথম দেয়া শুরু হয়। বর্তমানে এটির আয়োজক লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম।

এই বছরে প্রতিযোগিতায় ৯৩টি দেশের মোট ৩৮ হাজার ৫৭৫টি ছবি প্রতিযোগিতার অংশ ছিল।

তার মধ্যে কয়েকটি বিভাগে বিজয়ী ছবি এই প্রতিবেদনে প্রকাশ করা হল।

এনদাকাসি’র প্রয়াণ – ব্রেন্ট স্টিরটন, দক্ষিণ আফ্রিকা

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের গোরিলা এনদাকাসি’র মৃত্যুর সময় গোরিলাটি ও তার রক্ষণাবেক্ষনকারী আন্দ্রে বাউমা’র ছবিটি তুলেছেন সেসময়কার আলোকচিত্র সাংবাদিক ব্রেন্ট স্টিরটন।

স্বর্গীয় ফ্লেমিংগো – জুনজি তাকাসাগো, জাপান

বলিভিয়ার আন্দেস পর্বতমালায় বিশ্বের সবচেয়ে উঁচু লবণের উপত্যকায় এই ছবিটি তুলে ন্যাচারাল আর্টিস্ট্রি বিভাগে পুরস্কার পেয়েছেন জাপানের জুনজি তাকাসাগো।

মৃতপ্রায় হৃদ – ড্যানিয়েল নুনেজ, গুয়াতেমালা

গুয়াতেমালার আমাতিতলান হৃদে ড্রোন ব্যবহার করা তোলা হয়েছে এই ছবিটি। এটি ওয়েটল্যান্ডস, দ্য বিগার পিকচার বিভাগে পুরস্কার পেয়েছে।

শুটিং স্টার – টনি উ, যুক্তরাষ্ট্র/জাপান

জাপানের উপকূলে বিশালাকৃতির তারামাছের এই ছবিটি আন্ডারওয়াটার বিভাগে পুরস্কার জিতেছে।

ব্যাট-স্ন্যাচার, ফার্নান্দো কনস্টান্টিনো মার্টিনেজ, মেক্সিকো
এই ছবিটি তোলা হয়েছে মেক্সিকোর ইয়ুকাতান বদ্বীপের যেই গুহাতে, সেটিকে ‘কেইভ অব দ্য হ্যাঙ্গিং স্নেক’ বা ঝুলন্ত সাপের গুহা বলা হয়ে থাকে।

হাউজ অব বেয়ারস – দিমিত্রি কোখ, রাশিয়া

কোলিউচিন দ্বীপে তোলা এই ছবিটি আরবান লাইফস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে।

The post ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো first appeared on UK BANGLA.

The post ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২: এ বছরের যে ছবিগুলো পুরস্কার জিতলো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্তরায় বা চ্যালেঞ্জ কোথায়? https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%258b https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b/#respond Wed, 09 Nov 2022 06:20:29 +0000 https://ukbangla.live/?p=17580 বাংলাদেশে বিনিয়োগ করে সম্প্রতি সাতজন ব্রিটিশ ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনায় দেশটিতে বিনিয়োগের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ থাকার কথা বলছে, কিন্তু হয়রানি, দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা সহ নানা অভিযোগ করেন বিদেশি উদ্যোক্তাদের অনেকে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য দুবাইসহ বিভিন্ন দেশে রোড […]

The post বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্তরায় বা চ্যালেঞ্জ কোথায়? first appeared on UK BANGLA.

The post বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্তরায় বা চ্যালেঞ্জ কোথায়? appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশে বিনিয়োগ করে সম্প্রতি সাতজন ব্রিটিশ ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনায় দেশটিতে বিনিয়োগের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ থাকার কথা বলছে, কিন্তু হয়রানি, দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা সহ নানা অভিযোগ করেন বিদেশি উদ্যোক্তাদের অনেকে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য দুবাইসহ বিভিন্ন দেশে রোড শো করা হয়েছে।

এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সফরের সময় দেশগুলোর ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের নিরাপদ জায়গা বলে বর্ণনা করেছেন।

এমন পটভূমিতে ঢাকায় বিনিয়োগ করে সাতজন ব্রিটিশ ব্যবসায়ীর বিপাকে পড়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত সাতজন ব্রিটিশ ব্যবসায়ী ঢাকায় তাদের প্রতিষ্ঠিত একটি ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সভায় যোগ দিতে এসে গ্রেফতার হন কিছুদিন আগে। তারা ঢাকায় হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স নামের একটি কোম্পানির পরিচালক। বীমার টাকা না পাওয়ার অভিযোগে চারজন গ্রাহকের মামলায় তারা আটদিন কারাগারে থাকার পর জামিন পেয়েছেন।

তাদের আইনজীবী অভিযোগ করেছেন, বিদেশ থেকে আসা এই বিনিয়োগকারীরা যাতে কোম্পানিটির মালিকানা ছেড়ে দেন, এমন পরিকল্পনা থেকে কোন পক্ষ মামলা দিয়ে হয়রানি করছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকায় আরেকটি বীমা কোম্পানিতে বিনিয়োগকারী ব্রিটেনে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বজলুর রশীদ।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী বজলুর রশিদ বলেন, বিশ্বাস করে আমরা বাংলাদেশে বিনিয়োগ করি। হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সে উনারা (সাতজন ব্রিটিশ ব্যবসায়ী) অন্ধ বিশ্বাসে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাদেরকে আজকে গ্রেফতার করা হলো। এই ধরনের হয়রানির মুখে পড়তে হয় আমাদের।

বিড়ম্বনা ও হয়রানির অভিযোগ
যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বলা হচ্ছে। একইসাথে মামলা থাকার বিষয়কেও কারণ হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু বিদেশিরা বিনিয়োগ করতে এসে মালিকানার প্রশ্নে হয়রানির শিকার হওয়ার অভিযোগ নতুন কিছু নয়।

বছর চারেক আগে বাংলাদেশে আবাসন খাতে বিনিয়োগ করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী উদ্যোক্তা মমতাজ খান। তাকে তার বিনিয়োগের শুরু থেকেই খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।

সেই অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে মমতাজ খান বলেন, “আমি বাংলাদেশে সীমিত আয়ের মানুষের জন্য সোশ্যাল হাউজিং প্রকল্প করতে গিয়েছিলাম”।

“কিন্তু বাংলাদেশে আমার কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান আগে থেকে ছিল না। সেজন্য আমাকে থার্ড পার্টি বা অন্য একটা পক্ষ মানে বাংলাদেশি কোন ব্যবসায়ীর মাধ্যমে প্রকল্পের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, এটা কর্তৃপক্ষ জানালো। এটা জোগাড় করা অনেক কঠিন ব্যাপার।”

নানা প্রতিবন্ধকতা ঠেলে বিনিয়োগ নিয়ে এগুনোর চেষ্টা করেছেন মমতাজ খান। কিন্তু শেষপর্যন্ত তাকে প্রকল্পের মালিকানা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে।

মিজ খান বলেন, “শেষ পর্যন্ত যখন বাংলাদেশি ব্যবসায়ী জোগাড় করলাম। কিন্তু পরিস্থিতিটা আইডিয়াল ছিল না। সেজন্য আমি বাংলাদেশি ঐ পক্ষের কাছে আমার প্রকল্পটি দিয়ে চলে এসেছি।”

কোন বিদেশির ব্যক্তিগতভাবে বিনিয়োগের ক্ষেত্রে যেমন বাংলাদেশে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোন এজেন্টকে অংশীদার করে তার মাধ্যমে যেতে হয়।

একইভাবে বিদেশি বড় বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশি পক্ষকে সাথে রাখতে হবে।

বিনিয়োগের সবচেয়ে বড় বাধাগুলো
দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়নের সুযোগের মতো বেশ কিছু কারণ বড় বাধা সৃষ্টি করছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে।

এটি বলা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত বিনিয়োগের পরিবেশ সংক্রান্ত রিপোর্টে।

বাংলাদেশ সরকার বলছে, বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সেগুলো সমাধানের চেষ্টা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ বাড়ছে। কিন্তু ভিন্ন চিত্র দিচ্ছেন গবেষক ও বিশ্লেষকরা।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সিনিয়র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নানা বাধা পেরিয়ে অনেক বিদেশি বিনিয়োগকারী নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তাদের কম সংখ্যকই বিনিয়োগ করে থাকেন।

“আমাদের হিসাবে বাংলাদেশে যা নিবন্ধন হয়, তার এক তৃতীয়াংশও কার্যকরভাবে বিদেশি বিনিয়োগ হয় না।”

ড. ভট্টাচার্য উল্লেখ করেন, “নিবন্ধনের সাথে বাস্তবায়নের এই যে পার্থক্য, এর মূল কারণ হলো, একটা কারখানা তৈরির জন্য যে সব সেবা প্রয়োজন, সেগুলো এক জায়গায় পাওয়ার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়।

“কিন্তু বিনিয়োগকারীরা রসিকতা করে বলেন, এই ওয়ান স্টপ সার্ভিস অনেক সময় ফুল স্টপ সার্ভিস হয়ে যায়।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, “বিদ্যুৎ, গ্যাস বা পানিসহ যে সব সেবা পাওয়ার কথা, সেগুলো সরবরাহের ক্ষেত্রে সমস্যা আছে। বাংলাদেশে নিষ্কণ্টক জমি পাওয়াও বেশ কঠিন।

“এসবের ব্যাপারে সরকার থেকে একশোটি অর্থনৈতিক অঞ্চল করার কথা বলা হলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যায় তা চালু করা যায়নি। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশকে অর্থনৈতিক অঞ্চল দেয়ার কথা বলা হয়েছে।

কিন্তু সেখানেও দক্ষিণ কোরিয়া ছাড়া বড় ধরনের বিনিয়োগ এখনও হয়নি” গবেষণায় এমন তথ্য পাওয়ার কথা জানান দেবপ্রিয় ভট্টাচার্য।

সরকার যে একশোটি অর্থনৈতিক অঞ্চল করছে, এর একেকটি অঞ্চল একেকটি দেশের বিনিয়োগকারীদের দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

তবে তাতেও বড় বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যাচ্ছে না বলে বিশ্লেষকরা বলছেন।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিজি আবুল হায়াত নুরুজ্জামান বলেছেন, বাংলাদেশ সরকার নানা সুবিধা কথা বললেও যুক্তরাজ্যসহ ইউরোপের যারা বড় বিনিয়োগে আগ্রহী, তারাও নানা সমস্যার অভিযোগ করেন।

The post বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্তরায় বা চ্যালেঞ্জ কোথায়? first appeared on UK BANGLA.

The post বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্তরায় বা চ্যালেঞ্জ কোথায়? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b/feed/ 0
আমেরিকায় এবারের সংসদীয় নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%25b8%25e0%25a6%25a6%25e0%25a7%2580%25e0%25a6%25af%25e0%25a6%25bc https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/#respond Wed, 09 Nov 2022 05:58:53 +0000 https://ukbangla.live/?p=17574 গতকাল মঙ্গলবার ৮ই নভেম্বর মার্কিন সংসদীয় নির্বাচনটি হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর এক বিরাট প্রভাব ফেলেছে। এই নির্বাচনে জো বাইডেনের ওপর কোন ব্যালট হচ্ছে না। তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি (যে জন্য এর নাম মিড টার্ম ইলেকশন) এই নির্বাচনে সিদ্ধান্ত হবে কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা এবং […]

The post আমেরিকায় এবারের সংসদীয় নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ first appeared on UK BANGLA.

The post আমেরিকায় এবারের সংসদীয় নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ appeared first on UK BANGLA.

]]>
গতকাল মঙ্গলবার ৮ই নভেম্বর মার্কিন সংসদীয় নির্বাচনটি হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর এক বিরাট প্রভাব ফেলেছে। এই নির্বাচনে জো বাইডেনের ওপর কোন ব্যালট হচ্ছে না। তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি (যে জন্য এর নাম মিড টার্ম ইলেকশন) এই নির্বাচনে সিদ্ধান্ত হবে কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা এবং গভর্নরের অফিসগুলিকে কে নিয়ন্ত্রণ করবে। তবে এই নির্বাচন প্রেসিডেন্টের কর্মকাণ্ড এবং দেশের বর্তমান হালচাল সম্পর্কে পরোক্ষভাবে ভোটারদের মতামত প্রকাশের সুযোগ এনে দেয়।

মার্কিন অর্থনীতির বর্তমান সমস্যা এবং অপরাধ ও অবৈধ অভিবাসন নিয়ে ভোটাররা যখন উদ্বিগ্ন, তার মধ্যে নির্বাচনের এই রায় বর্তমান প্রেসিডেন্টের জন্য বেশ কঠোর হতে পারে।

এছাড়াও, এই ফলাফল ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটের প্রচারণার ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করবে, বিশেষভাবে সেখানে যদি ডোনাল্ড ট্রাম্পের আবার প্রতিদ্বন্দ্বিতা করার কোন সম্ভাবনা তৈরি হয়।

এবারের এই নির্বাচনগুলি কেন এত গুরুত্বপূর্ণ, তার পেছনে রয়েছে পাঁচটি কারণ:

১. গর্ভপাতের অধিকার বা বিধিনিষেধ
মার্কিন কংগ্রেসের আকারে পরিবর্তন ঘটলে তা সারা দেশে আমেরিকানদের দৈনন্দিন জীবনকে সরাসরিভাবে প্রভাবিত করতে পারে। এর একটি ভাল উদাহরণ হলো নারীদের গর্ভপাতের অধিকার।

গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সুরক্ষিত নারীদের গর্ভপাতের অধিকার সংক্রান্ত আইনটিকে বাতিল ঘোষণা করে। মধ্যবর্তী মেয়াদের এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে নিতে পারলে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান পার্টি – দুটি দলই এনিয়ে দেশব্যাপী নতুন আইন তৈরি করবে বলে প্রস্তাব করেছে।

ডেমোক্র্যাটরা নারীদের গর্ভপাতের অধিকার বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, রিপাবলিকানরা নারীর ১৫ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাতের বিরুদ্ধে জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রীয় পর্যায়ে, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগানের মতো ভোটের চিরাচরিত রাজনৈতিক লড়াইয়ের ময়দা গুরুত্বপূর্ণ গভর্নর এবং স্থানীয় প্রতিদ্বন্দ্বিতায় যে ফলাফল উঠে আসতে পারে তার ফলে সেখানে গর্ভপাতের আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে এবং অঙ্গরাজ্যগুলিতে কোন দল ক্ষমতা লাভ করবে তা গর্ভপাতের ইস্যুটি ছাড়াও অন্যান্য নীতিগুলিকে প্রভাবিত করবে। া যদি রিপাবলিকানরা বিজয়ী হয়, তাহলে অভিবাসন, ধর্মীয় অধিকার এবং সহিংস অপরাধ মোকাবেলাকে অগ্রাধিকার দেয়ার প্রত্যাশা করা যেতে পারে।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা বিজয়ী হলে, পরিবেশ, স্বাস্থ্যসেবা, ভোটের অধিকার এবং আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণের মতো ইস্যুগুলো তাদের এজেন্ডায় ওপরের দিকে থাকবে।

২. রিপাবলিকানদের হাতে ডেমোক্র্যাটদের তদন্ত করার পালা
তবে এবারের সংসদীয় নির্বাচন বিভিন্ন নীতির বাইরের কিছু বিষয়ের ওপরও প্রভাব ফেলবে। কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করতে সফল হলে বিভিন্ন বিষয়ে সংসদীয় তদন্ত কমিটি তৈরির ক্ষমতা হাতে চলে আসবে।

গত দু’বছর ধরে, হোয়াইট হাউস যে পরিমাণ যাচাই-বাছাইয়ের মুখোমুখি হওয়ার প্রয়োজন ছিল ডেমোক্র্যাটরা তা সীমিত করে রেখেছে এবং তারা ২০২১ সালে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলের ওপর ৬ই জানুয়ারির হামলাকে তাদের প্রাথমিক ফোকাসে পরিণত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন থাকার সময় ঐ আক্রমণ সম্পর্কে হোয়াইট হাউস আগে থেকে কী জানত এবং কীভাবে তারা ঐ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিল তা খুঁজে বের করতে ডেমোক্র্যাটরা শত শত লোকের সাক্ষাৎকার নিয়েছে এবং ঐ দিন ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে তাদের শুনানি প্রাইম টাইম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই তারা এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু এই সবকিছু বদলে যেতে পারে। রিপাবলিকানরা – যারা ইতোমধ্যে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউস অফ রেপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের প্রত্যাশা করছে – তারা বলছে, ৬ই জানুয়ারির তদন্ত কমিটি তারা বন্ধ করে দেবে এবং, এর পরিবর্তে, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সাথে চীনের কী ধরনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করবে।

তারা একই সঙ্গে বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি, আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহার এবং চীনে করোনভাইরাস মহামারির উৎসের দিকেও নজর দেবে।

আর যদি রিপাবলিকানরা মার্কিন সংসদের উচ্চ কক্ষ সেনেটের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে আশা করতে পারেন যে ফেডারেল আদালতে কাজ করার জন্য বাছাই করা লোকদের নিয়োগ নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলিতে নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়বে।

৩. জো বাইডেনের ভবিষ্যৎ
মধ্য মেয়াদী এই নির্বাচনকে সাধারণত প্রেসিডেন্টের মেয়াদের প্রথম দু’বছরের ওপর গণভোট হিসাবে বিবেচনা করা হয়, যাতে ক্ষমতাসীন দলটি প্রায়শই মার খায়।

গত এক বছরেরও বেশি সময় ধরে জনমত জরিপে মি. বাইডেনের রেটিং বেশ খারাপ ছিল। যদিও গ্রীষ্মকালে ডেমোক্র্যাটিক পার্টির সৌভাগ্য কিছুটা ফিরে এসেছে বলে মনে হচ্ছে, কিন্তু এই নির্বাচনের প্রচারের চূড়ান্ত পর্বে মুদ্রাস্ফীতির উঁচু হার এবং অর্থনীতি নিয়ে শঙ্কা আবার ফিরে এসেছে। এর ফলে কংগ্রেসের উভয় কক্ষতে ক্ষমতা ধরে রাখা ডেমোক্র্যাটদের জন্য একটি কঠিন লড়াইয়ে পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দু’বছরে, কংগ্রেসে তার সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও মি. বাইডেন জলবায়ু পরিবর্তন, আগ্নেয়াস্ত্র-নিয়ন্ত্রণ, অবকাঠামো খাতে বিনিয়োগ এবং দরিদ্র শিশুদের জন্য নতুন আইন চালু করতে পেরেছেন।

যদি মার্কিন সংসদের দুটি কক্ষের মধ্যে কোন একটি রিপাবলিকানদের হাতে চলে যায়, তাহলে ডেমোক্র্যাটদের আনার বিলগুলি কংগ্রেসে পাস হওয়া তারা ঠেকিয়ে দেয়ার ক্ষমতা অর্জন করবে। এবং এর ফলে জটিলতা তৈরি হবে।

ডেমোক্র্যাটদের জন্য এই নির্বাচনের একটি খারাপ রাতকে মি. বাইডেনের রাজনৈতিক দুর্বলতার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হবে, এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মৌসুম শুরু হলে অন্য ডেমোক্র্যাট প্রার্থীর স্বার্থে মি. বাইডেনকে সরে দাঁড়ানোর ডাক নতুন করে উঠতে পারে।

প্রেসিডেন্ট এবং তার উপদেষ্টারা জোর দিয়ে বলছেন যে তিনি পুনঃ নির্বাচনে লড়বেন। তবে কোন কোন প্রাইমারি নির্বাচন – যেখানে একই দলের প্রার্থীরা মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন – তার মাধ্যমে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অপসারণ করার ঘটনা যুক্তরাষ্ট্রের আধুনিক রাজনৈতিক ইতিহাসে শুধুমাত্র একবারই ঘটেছে।

৪. ট্রাম্প যদি আবার দৌড়ে যোগদান করেন
সাম্প্রতিক কালে অন্যসব পরাজিত প্রেসিডেন্ট রাজনীতি ছেড়ে দিয়েছেন। কিন্তু মি. ট্রাম্প তেমনটা করেননি।

তিনি এখনও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে হোয়াইট হাউসে ফিরে আসার ব্যাপারে আগ্রহী বলে দৃশ্যত মনে হচ্ছে। ফলে সংসদের এই মধ্যমেয়াদী নির্বাচন তার হাতকে হয় শক্তিশালী করবে বা তার সব আশা গুঁড়িয়ে দিতে পারে।

যদিও এই নির্বাচনে তার ওপর কোন ভোট হচ্ছে না, কিন্তু তার নির্বাচিত কয়েক ডজন প্রার্থী যুক্তরাষ্ট্র জুড়ে গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রবীণ রিপাবলিকান নেতাদের আপত্তি সত্ত্বেও প্রথাগত রিপাবলিকান রাজনীতিবিদদের বাদ দিয়ে সাবেক প্রেসিডেন্ট জর্জিয়ার প্রাক্তন রাগবি খেলোয়াড় হার্শেল ওয়াকার, পেনসিলভেনিয়ায় টেলিভিশন ব্যক্তিত্ব ডা. মেহমেত ওজ এবং ওহাইও’র জনপ্রিয় লেখক জেডি ভ্যান্সের মতো কিছু সিনেট পদপ্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন।

৫. নির্বাচনের ফলাফল অস্বীকারকারীরা কি ভোটে অংশ নেবে?
মার্কিন ক্যাপিটলে ৬ই জানুয়ারির হামলা – যেটিতে ট্রাম্প সমর্থকরা জো বাইডেনের নির্বাচনী বিজয়কে কংগ্রেসের অনুমোদন আটকে দেয়ার চেষ্টা করেছিল – তার পর এবারের সংসদীয় নির্বাচন হবে প্রথম কোন ফেডারেল নির্বাচন।

ঐ দাঙ্গার পর চুপ থাকা তো দূরের কথা, মি. ট্রাম্প অনবরত ঐ নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সক্রিয়ভাবে সেই সব রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন যারা বলেছেন যে চুরি করে মি. ট্রাম্পের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।

The post আমেরিকায় এবারের সংসদীয় নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ first appeared on UK BANGLA.

The post আমেরিকায় এবারের সংসদীয় নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/#respond Wed, 09 Nov 2022 05:23:41 +0000 https://ukbangla.live/?p=17560 চলতি বছরের ডিসেম্বরে দেশে আসবে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ার সেন্টার তৈরি করেছে। ওই সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করা হবে। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদন শুরু করলে জাতীয় গ্রিডে […]

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে first appeared on UK BANGLA.

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে appeared first on UK BANGLA.

]]>
চলতি বছরের ডিসেম্বরে দেশে আসবে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ার সেন্টার তৈরি করেছে। ওই সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করা হবে। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদন শুরু করলে জাতীয় গ্রিডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। সঞ্চালন লাইনের কাজও প্রায় শেষের দিকে।

যথাসময়ে বিদ্যুৎ আনার বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আদানি পাওয়ারের সঙ্গে পিজিসিবির যোগাযোগ রয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আমরা তৎপর। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আমাদের সঞ্চালন লাইনের কাজও শেষ। উৎপাদন শুরুর পর বিদ্যুৎকেন্দ্র থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যাবে আমরা তা সরবরাহ করতে পারব।

চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি ইউনিট ৬ টাকা ৮৯ পয়সা দরে আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে সম্ভাব্য ব্যয় হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই হয় ২০১১ সালে। ওই চুক্তির আওতায় ২০১৫ সালের ১১ আগস্ট ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ২০১৭ সালের ৫ অক্টোবর আদানির সঙ্গে ক্রয়চুক্তি সই হয়।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ৮০০x২ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি পাওয়ার। ১৪৭ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বগুড়া পর্যন্ত এ বিদ্যুৎ আনা হবে। সঞ্চালন লাইনের ৯০ কিলোমিটার হচ্ছে ভারতে। বাংলাদেশে বসছে ১৪৫ কিলোমিটার লাইন। বিদ্যুৎ আনতে দুই ধাপে নির্মিত হচ্ছে সঞ্চালন লাইন।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সীমান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্টের (কেভি) একটি সঞ্চালন লাইন বসানো হয়েছে। ব্যয় হয়েছে ২২৬ কোটি টাকা। ইতোমধ্যে এ লাইনের নির্মাণকাজ শেষ হয়েছে। বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে সঞ্চালন লাইন নির্মাণের কাজ এখনও চলমান। বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত ২৬০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হচ্ছে তিন হাজার ৩২২ কোটি টাকা।

বিদ্যুৎ উৎপাদনের জন্য আদানি পাওয়ারের মালিকানাধীন অস্ট্রেলিয়ার কারমিখায়েল খনি থেকে কয়লা আনা হবে। যা উড়িষ্যার ধামরা বন্দরে খালাস হবে। সেখান থেকে বিদ্যুৎকেন্দ্রে কয়লা নেওয়া হবে তাদের নির্মিত ৭০০ কিলোমিটার রেল লাইনের মাধ্যমে।

চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি ইউনিট ৬ টাকা ৮৯ পয়সা দরে আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে সম্ভাব্য ব্যয় হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনের ক্ষেত্রে আদানির বিদ্যুৎ ভূমিকা রাখবে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র মূলত কয়লাভিত্তিক। আমদানির ক্ষেত্রে মূল্য কিছুটা বেশি পড়লেও আদানির বিদ্যুৎ আসা শুরু করলে তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া যাবে। ফলে একদিকে অর্থনৈতিকভাবে চাপ কমে যাবে, অপরদিকে বিদ্যুতের যে ঘাটতি চলছে সেটাও কমে আসবে।

অধ্যাপক ইজাজ হোসেন বলেন, চলমান সংকট কমিয়ে আনতে আদানির বিদ্যুৎ ভূমিকা রাখবে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাইতে আদানির বিদ্যুতের মূল্য কম। আমদানি করা এ বিদ্যুৎ দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ঘাটতির পরিমাণ কমিয়ে আনবে।

২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে সরকার। বর্তমানে দেশটি থেকে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আদানির প্রথম ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে এক হাজার ৯৬০ মেগাওয়াটে। বিদ্যুৎকেন্দ্রটির পুরো সক্ষমতা (১৪৯৫ মেগাওয়াট) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হলে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই হাজার ৬৫৫ মেগাওয়াটে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১০ শতাংশ।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৫ হাজার ৭৩০ মেগাওয়াট। যদিও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে চলতি বছরের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ সেপ্টেম্বর দিল্লি সফর করেন। ওই সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এরপর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালুর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে first appeared on UK BANGLA.

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/feed/ 0
রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/#respond Tue, 08 Nov 2022 09:54:25 +0000 https://ukbangla.live/?p=17554 রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের […]

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।’

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে, যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত৷ তারা সহযোগিতা চাইলে করা হবে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই।’

গোয়েন লুইস বলেন, ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো ধরনের কথা বলতে পারে না। কারণ এটির জন্য জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটা সম্পূর্ণ সরকারের বিষয়। তবে রাজনৈতিক সংঘর্ষ না ঘটার বিষয়ে আমরা আহ্বান জানাই।

‘যেকোনো সংকট উত্তরণে ডায়ালগের কোনো বিকল্প নেই। সেটা রাজনীতি বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যাই হোক না কেন।’

আর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ৯৩ শতাংশ টাকা তাদের জন্য খরচ হয়।

টকশোতে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য দেন।

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/feed/ 0
ইমো হ্যাকিং করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা https://ukbangla.live/2022/11/08/%e0%a6%87%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258b-%25e0%25a6%25b9%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%2582-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/11/08/%e0%a6%87%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8/#respond Tue, 08 Nov 2022 07:37:16 +0000 https://ukbangla.live/?p=17533 ইমো একাউন্ট হ্যাকিং ও প্রতারণা করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। এই চক্রটি এভাবে প্রবাসীদের কাছ থেকে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। ফেসবুক একাউন্টের মতো ইমো ব্যবহার করে প্রতারণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেই বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এরকম প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। […]

The post ইমো হ্যাকিং করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা first appeared on UK BANGLA.

The post ইমো হ্যাকিং করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা appeared first on UK BANGLA.

]]>
ইমো একাউন্ট হ্যাকিং ও প্রতারণা করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। এই চক্রটি এভাবে প্রবাসীদের কাছ থেকে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। ফেসবুক একাউন্টের মতো ইমো ব্যবহার করে প্রতারণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেই বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এরকম প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে প্রবাসী এবং তাদের স্বজনরাই এই চক্রের শিকার হয়ে থাকে।

কিন্তু কিভাবে ইমো ব্যবহার করে প্রতারণা করা হয়? প্রবাসীরাই বা কেন বিশেষ ভাবে টার্গেট বা লক্ষ্যে পরিণত হন?

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মোবাইলে ভিডিও কল ও মেসেঞ্জিং অ্যাপ ইমো বাংলাদেশের প্রবাসী এবং তাদের স্বজনদের মধ্যে বেশি জনপ্রিয়। দেশ-বিদেশে যোগাযোগের যে দূরত্ব থাকে, সেটার সুযোগ নিয়ে থাকে এই হ্যাকিং চক্র।

কেন ইমো বেশি জনপ্রিয় প্রবাসীদের কাছে
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অন্যসব সামাজিক যোগাযোগের মাধ্যম বা মেসেঞ্জিং অ্যাপের তুলনায় ইমোতে কম ব্যান্ডউইথ লাগে। সেই সঙ্গে এই অ্যাপটি একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান বলছেন, ‘’সাধারণত বাংলাদেশে সহজ-সরল বা প্রযুক্তির সঙ্গে বেশি পরিচিত নন, এমন মানুষেরা ইমো ব্যবহার করে থাকেন। কারণ এটা যেকোনো ডিভাইসে সহজে ইন্সটল করা যায়, স্বল্পগতির ইন্টারনেটে ব্যবহার করা যায়। ‘’

কারণে যারা শ্রমিক হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে যান, তাদের কাছে বা তাদের স্বজনদের কাছে যোগাযোগের জন্য ইমো একটি জনপ্রিয় অ্যাপ। কারণ গ্রামে বা প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের গতি কম থাকলেও ইমো ব্যবহার করে সহজেই অডিও বা ভিডিও কল করা যায়।

তাহলে কীভাবে ইমো হ্যাক করে প্রতারক চক্র?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ব্যবহার করে ইমো হ্যাক করা কঠিন। কারণ এই অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরালো। কিন্তু হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের তুলনায় এর বেশ কিছু দুর্বলতা রয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান জানান, ইমোর সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটি একই সঙ্গে অনেকগুলো ডিভাইসে ব্যবহার করা যায়। ফলে হ্যাকাররা কাউকে টার্গেট করলে, কৌশলে ওটিপি নিয়ে নিজেদের কোন ডিভাইসে ইমোর অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে।

তিনি জানান, যারা ইমো ব্যবহার করে, তারা এর সহজে ব্যবহারের দিকটার জন্যই পছন্দ করেন, কিন্তু ডিজিটাল নিরাপত্তার দিকে ততোটা গুরুত্বের সঙ্গে ভাবেন না।

ইমো লগইন করতে গিয়ে টার্গেট ব্যক্তির কাছে ওটিপি চলে যায়। নানাভাবে ফুসলিয়ে সেই কোডটি নিয়ে নেয় প্রতারক চক্র। এভাবে তারা ইমো একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

যখনি ডিভাইসে ইমোর অ্যাকাউন্ট খোলা হয়, তখন তার সঙ্গে সংযুক্ত অসংখ্য মোবাইল নম্বরও দেখাতে শুরু করে ইমো। সেখান থেকে আত্মীয়-স্বজনের নাম্বারও জোগাড় করে হ্যাকার চক্র।

আবার নতুন ডিভাইসে ইমো চালু করার সঙ্গে সঙ্গে সেটির পুরনো সব তথ্য, চ্যাট হিস্ট্রিও চলে আসে। ফলে সেখান থেকে অনেক সময় স্পর্শকাতর তথ্য হ্যাকারদের কাছে চলে যায়। সেগুলো দিয়ে পরবর্তীতে ওই ব্যক্তি বা তার স্ত্রী, স্বজনদের ব্ল্যাকমেইলিং করা হয়।

বাংলাদেশে ইমো হ্যাকিংয়ের একাধিক ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ ইমো হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে মোবাইল সার্ভিসিং বা মেরামতের দোকান থেকে। সেখানে থেকে ইমো একাউন্টের আইডি বা পাসওয়ার্ড চলে যায় হ্যাকারদের কাছে। তখন দোকানদার একটা ইমো অ্যাকাউন্ট খোলে নিজের মোবাইলে, কিন্তু এক্ষেত্রে মোবাইল নম্বর দেয় সেবা নিতে আসা ব্যক্তির। এরপর ঐ অ্যাকাউন্টের বিপরীতে একটা ইমো কোড আসে গ্রাহকের নম্বরে। তখন দোকানদার সেটা কনফার্ম করে দিয়ে ইমো অ্যাকাউন্ট চালু করে ফেলে। তখন ঐ গ্রাহকের মোবাইলে কোন ইমো থাকলে, সেটির একটি মিরর বা ক্লোন তৈরি হয় দোকানদারের মোবাইলে। কিন্তু গ্রাহকের মোবাইল থেকে ইমো সংশ্লিষ্ট মেসেজ বা বার্তাটি মুছে দেয় দোকানদার।

এরপর ঐ গ্রাহক যখনি ইমোতে কোন বার্তা বা ছবি আদানপ্রদান করবেন, তখনি স্বয়ংক্রিয়ভাবে সেটি ঐ দোকানদারের ইমোতে চলে যায়। এভাবেই ঐ গ্রাহকের অজান্তেই তার ব্যক্তিগত এবং স্পর্শকাতর তথ্য পাচার হয়ে যায়।

র‌্যাবের মি. মাসুদ বলছিলেন, প্রতারকেরা এরপর ঐ অ্যাকাউন্টের সূত্র ধরেই, তার অন্য বন্ধুদের কাছে বার্তা পাঠিয়ে, আরো অ্যাকাউন্ট খুলতে পারে।

মি. মাসুদ বলছেন, এছাড়াও প্রবাসী কেউ যখন বিদেশ থেকে পরিবার বা আত্মীয় কাউকে অর্থ পাঠাবেন, তখন এ প্রান্ত থেকে পাঠানো বিকাশ নম্বরটি মুছে প্রতারকেরা অন্য নম্বর বসিয়ে দেয়। ফলে ঐ প্রান্ত থেকে টাকা পাঠানো হয় ভিন্ন বিকাশ নম্বরে। এভাবে ব্যক্তিগত আলাপচারিতার রেকর্ড, ছবি এবং অর্থ হাতিয়ে নেবার পর, প্রতারকেরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্ল্যাকমেইল করত।

মি. মাসুদ বলছেন, কয়েক সপ্তাহ আগে ঢাকার একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এ ধরণের একটি অভিযোগ পেয়ে তদন্তে নামে র‍্যাব।

এক পর্যায়ে দেখা যায়, এ কাজে বিশেষ এক শ্রেণী অর্থাৎ পরিবার বিদেশে থাকে, নারী, বিকাশের মাধ্যমে অর্থ আদান প্রদান করেন এবং ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তথ্য বিনিময় করেন, তারা এই প্রতারণার শিকার হচ্ছেন বেশি।

কয়েকটি প্রতারণার ঘটনা
কাতার প্রবাসী আবুল কাশেমের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে ৬৫ হাজার টাকা নেয়ার অভিযোগের ভিত্তি ধরে সর্বশেষ ইমো প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবুল কাশেমের ইমো অ্যাকাউন্ট হ্যাক করার পর সেখান থেকে বাংলাদেশে থাকা তার বড়ভাই নুরুল ইসলামের ইমোতে বার্তা পাঠানো হয় যে, ‘আমার টাকার প্রয়োজন। বিকাশ নম্বর পাঠালে টাকা দিও।

পরদিন আরেকটি মেসেজে বলা হয়, আজ বিকাশের রেট কতো? ২৫ হাজার টাকা পাঠাও। এভাবে আরও কয়েকটি মেসেজ পাঠানো হয়। তার ভাই কোন বিপদে পড়েছে মনে করে, নুরুল ইসলাম তিন দফায় ৬৫ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু পরবর্তীতে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়ে তারা বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রীর কাছে তার ইমো নম্বর থেকে একজন টেলিফোন করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মিজানুর রহমান হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য দ্রুত টাকা লাগবে। তার স্ত্রী দ্রুত ১০ হাজার টাকা পাঠান। এভাবে মিজানুর রহমানের আত্মীয়স্বজনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।

জর্ডান প্রবাসী একজন নারীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করার পর সেখানে একজন যুবকের সঙ্গে আলাপচারিতার রেকর্ড দেখতে পায় হ্যাকার চক্র। সেসব তথ্য প্রকাশের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

কারা করছে ইমো হ্যাকিং?
পুলিশের কর্মকর্তারা দেখতে পেয়েছেন, বাংলাদেশের কিছু অপরাধী চক্র এভাবে প্রতারণা বা ব্ল্যাকমেইলিংয়ের কাজকে অনেকটা পেশা হিসাবে নিয়েছে।

এর আগে বিকাশের মাধ্যমে প্রতারণা, ফেসবুক হ্যাকিং করে অর্থ আদায়ের মতো ইমো ঘিরেও একটি প্রতারণা চক্র গড়ে উঠেছে।

নাটোর ও নওগাঁয় লালপুরে এরকম কয়েকটি চক্র তৈরি হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের ২০শে সেপ্টেম্বর ইমো হ্যাকারদের বিরুদ্ধে পুলিশকে বাদী হয়ে নিয়মিত মামলা করার আদেশ দিয়েছিলেন আদালত।

ওই আদেশের পর ১৪২ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এই দলে শিক্ষিত, প্রকৌশলী থেকে শুরু করে সাধারণ মুদি দোকানীও রয়েছে।

সোমবার যে চক্রকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে, ঢাকার পুলিশ, তাদের বাড়ি নওগাঁর দিকে হলো তারা অর্থ খরচ করে মাদারীপুরে গিয়ে ইমো হ্যাকিংয়ের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেছেন, গ্রেপ্তারকৃত স্বল্প শিক্ষিত হলেও ইমো হ্যাক করায় ছিল দক্ষ। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই হ্যাকাররা প্রশিক্ষণ নিয়ে রীতিমত পেশা আকারে হ্যাকিং শুরু করেছিল।

ইমো হ্যাকিং ঠেকাতে কী করা দরকার?
পুলিশের কর্মকর্তারা বলছেন, সচেতনতা আর নিরাপত্তার দিকে গুরুত্ব দিলেই ইমো হ্যাকিং অনেকটাই ঠেকিয়ে দেয়া সম্ভব।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান বলছেন, আমাদের প্রথম পরামর্শ হলো, ফেসবুক বা ইমেইলের মতো এখানে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা। অর্থাৎ ইমোতে লগইন করতে গেলে পাসওয়ার্ডের পাশাপাশি অন্তত আরেকটি সূত্র থেকে নিশ্চিত করতে হবে। সেটা করা গেলে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সম্ভাবনা অনেকটা কমে যাবে।

সাধারণত ইমোতে লগইন করার পর ডিফল্ট সেটিংস থাকে। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেটা বদলে নেয়ার পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা।

সেই সঙ্গে ইমোতে ইমেইল অ্যাকাউন্ট যোগ করার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাসওয়ার্ড রিকভারির জন্য এই ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে।

আর সবচেয়ে বড় বিষয়, আপনার যে নাম্বারে ওটিপি আসবে, সেটা কোন ভাবেই কারও সঙ্গে শেয়ার করবেন না। হ্যাকাররা কৌশলে এই ওটিপি নিয়েই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তিনি বলছেন।

The post ইমো হ্যাকিং করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা first appeared on UK BANGLA.

The post ইমো হ্যাকিং করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/08/%e0%a6%87%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8/feed/ 0