আফগানিস্তান - UK BANGLA News Site Thu, 08 Sep 2022 02:55:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png আফগানিস্তান - UK BANGLA 32 32 নাসিম শাহর দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান https://ukbangla.live/2022/09/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25ae-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%259b%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/09/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf/#respond Thu, 08 Sep 2022 02:55:49 +0000 https://ukbangla.live/?p=15361 হাতে শেষ উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে জিততে ১১ রান দরকার পাকিস্তানের। এমন অবস্থায় শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানকে অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে তুললেন দশ নম্বরে ব্যাট হাতে নামা নাসিম শাহ। নাসিমের এই দুই ছক্কায় আজ এশিয়া কাপে সুপার ফোরের উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তান ১ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে আফগানিস্তান […]

The post নাসিম শাহর দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান first appeared on UK BANGLA.

The post নাসিম শাহর দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান appeared first on UK BANGLA.

]]>
হাতে শেষ উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে জিততে ১১ রান দরকার পাকিস্তানের। এমন অবস্থায় শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানকে অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে তুললেন দশ নম্বরে ব্যাট হাতে নামা নাসিম শাহ।

নাসিমের এই দুই ছক্কায় আজ এশিয়া কাপে সুপার ফোরের উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তান ১ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে আফগানিস্তান ও ভারতকে বিদায় করে শ্রীলংকাকে নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে সাবধানী শুরু আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাইর। প্রথম ১০ বলে ৮ রান আসে। তবে দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাসনাইনের ১১ ও ১২তম বলে দু’টি ছক্কা মারেন গুরবাজ।

এরপর পরের দুই ওভারে জাজাইর ব্যাট থেকে আসে ৩টি চার। তবে চতুর্থ ওভারের পঞ্চম বলে গুরবাজকে শিকার করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার হারিস রউফ। ১১ বলে ২টি ছক্কায় ১৭ রান করেন গুরবাজ। দলীয় ৩৬ রানে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙ্গে।

সতীর্থ গুরবাজকে হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি জাজাইও। হাসানাইনের বলে ব্যক্তিগত ২১ রানে আউট হন তিনি। ১৭ বলে ৪টি চার মারেন তিনি।

৪৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর আফগানিস্তানের রানে গতি কমে যায়। তৃতীয় উইকেটে ৩৯ বলে ৩৫ রান তুলেন করিম জানাত ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ব্যাটার হিসেবে জানাতকে ব্যক্তিগত ১৫ রানে থামান পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজ।

জানাতের আউটের পর ১৩ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারায় আফগানিস্তান। ১৭তম ওভারে দলীয় ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। ফলে বড় স্কোরের পথ সেখানেই শেষ হয়ে যায় তাদের। এসময় নাজিবুল্লাহ জাদরান ১০, অধিনায়ক মোহাম্মদ নবি শূন্য ও ইব্রাহিম ৩৫ রান করে আউট হন।

সপ্তম উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ২৫ রান তুলে আফগানিস্তানকে সম্মানজনক স্কোর এনে দেন আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ওমারজাই ১০ বলে ১০ ও রশিদ ১৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৮ রান করেন। পাকিস্তানের রউফ ২৬ রানে ২ উইকেট নেন।

জবাবে ১৩০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় পাকিস্তান। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির বলে লেগ বিফোর আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১ বলে খেলে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন আজই টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারানো বাবর।

চতুর্থ ওভারে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিন নম্বরে নামা ফখর জামান। এতে ১৮ রানে ২ উইকেট হারে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এ অবস্থা থেকে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন ইনফর্ম মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ। তৃতীয় উইকেটে ৩৩ বলে ২৭ রান তুলেন তারা।

২৬ বলে ১টি করে চার-ছক্কায় ২০ রান করা রিজওয়ানকে বিদায় করে আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন রশিদ।

দলীয় ৪৫ রানে রিজওয়ানের বিদায়ের পর পাকিস্তানের জয়ের পথ সুগম করেন ইফতেখার ও শাদাব খান। দ্রুত রান তুলেন শাদাব। এতে চতুর্থ উইকেটে ৪১ বলে ৪২ রান যোগ করেন তারা।

১৬ ও ১৭তম ওভারে ১০ রানের ব্যবধানে ইফতেখার ও শাদাবকে শিকার করে দারুনভাবে আফগানিস্তানকে খেলায় ফেরান ফরিদ আহমেদ ও রশিদ। ইফতেখার ৩৩ বলে ৩০ রান করে ফরিদের এবং ২৬ বলে ৩৬ রান তুলে রশিদের বলে আউট হন শাদাব।

১৮তম ওভারে নাওয়াজ ও খুশদিল শাহকে শিকার করে ম্যাচের লাগাম আফগানিস্তানের পক্ষে টেনে ধরেন রশিদ। শেষ ২ ওভারে হাতে ৩ উইকেট নিয়ে ২১ রান দরকার পড়ে পাকিস্তানের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রউফকে বিদায় দেন ফরিদ। ঐ ওভারের চতুর্থ বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন আসিফ। এতে নবম উইকেট হারায় পাকিস্তান। ৮ বলে ১৬ রান করেন তিনি।

১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে জিততে ১১ রান প্রয়োজন পড়ে পাকিস্তানের। ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন দশ নম্বরে নামা নাসিম শাহ। ৪ বলে ২টি ছক্কায় অপরাজিত ১৪ রান করেন নাসিম। এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে রানের খাতা খোলেন পেস বোলার নাসিম। বল হাতে আফগানিস্তানের ফারুকি-রশিদ ৩১ রানে ৩টি করে উইকেট নেন।
আগামীকাল ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আর ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে লড়বে পাকিস্তান-শ্রীলংকা। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।

The post নাসিম শাহর দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান first appeared on UK BANGLA.

The post নাসিম শাহর দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf/feed/ 0
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%2582%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ae/#respond Wed, 22 Jun 2022 07:58:18 +0000 https://ukbangla.live/?p=11458 আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর খবর পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (২২ জুন) ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে প্রবল এই ভূমিকম্প। […]

The post আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ appeared first on UK BANGLA.

]]>
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর খবর পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২২ জুন) ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে প্রবল এই ভূমিকম্প।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

এদিকে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও ভূমকম্পটির তীব্রতা অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

আফগানিস্তানের সরকারি মুখপাত্র বিলাল করিমি টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত, গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় প্রবল ভূমিকম্প আঘাত হনেছে। এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়া আরও বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও বলেছেন, ‘ভূমিকম্পের পর আরও বিপর্যয় এড়াতে আমরা সকল সাহায্যকারী সংস্থাকে অবিলম্বে দুর্গত এলাকায় কর্মী পাঠানোর অনুরোধ করছি।’

এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতান। এছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও ওই কম্পন অনুভূত হয়েছিল।

The post আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ae/feed/ 0
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b9-%25e0%25a6%25ad%25e0%25a7%2582%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/#respond Wed, 22 Jun 2022 06:00:33 +0000 https://ukbangla.live/?p=11437 আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। খবর বিবিসির। সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি […]

The post আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ appeared first on UK BANGLA.

]]>
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

বুধবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে।

আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি বাড়তে পারে এবং আরও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বুধবার দিনের প্রথম দিকে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। তবে বুধবার সকালে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরে বেলা বাড়তেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির খবর সামনে এলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জায়গাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতও।

জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি এক টুইটে বলেছেন, দুর্ভাগ্যবশত গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় প্রবল ভূমিকম্প হয়েছে। এতে শত শত মানুষ হতাহত হয়েছেন এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আরও বিপর্যয় এড়াতে আমরা সব সাহয্যকারী সংস্থাগুলোকে অবিলম্বে দুর্যোগকবলিত এলাকাগুলোতে লোক পাঠাতে অনুরোধ করছি।

The post আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/22/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ https://ukbangla.live/2022/05/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a7%25a7-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/05/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/#respond Mon, 23 May 2022 04:11:39 +0000 https://ukbangla.live/?p=9803 বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের […]

The post আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএন ওসিএইচএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

এ অর্থ ওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন।

”বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।”

গত বছর তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর দেশটির সঙ্কট আরও বেড়েছে।

The post আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/feed/ 0
আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলা, নিহত ৯ https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%2597%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258b https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b/#respond Fri, 29 Apr 2022 04:08:59 +0000 https://ukbangla.live/?p=8414 আফগানিস্তানের মাজারি-ই-শরিফ নগরীতে বৃহস্পতিবার পৃথক মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র। বলখ প্রদেশের পুলিশ মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপি’কে বলেন, ‘শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ […]

The post আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলা, নিহত ৯ first appeared on UK BANGLA.

The post আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলা, নিহত ৯ appeared first on UK BANGLA.

]]>
আফগানিস্তানের মাজারি-ই-শরিফ নগরীতে বৃহস্পতিবার পৃথক মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বলখ প্রদেশের পুলিশ মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপি’কে বলেন, ‘শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরো জানান, এ বোমা বিস্ফোরণে ১৩ জন আহত হন।

The post আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলা, নিহত ৯ first appeared on UK BANGLA.

The post আফগান নগরীতে মিনিবাসে বোমা হামলা, নিহত ৯ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b/feed/ 0
আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ https://ukbangla.live/2022/04/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ae%25e0%25a6%25b8%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25a6 https://ukbangla.live/2022/04/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/#respond Sat, 23 Apr 2022 04:18:23 +0000 https://ukbangla.live/?p=7975 আফগানিস্তানের কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে। এতে দুইদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো দেশটিতে। তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুন্দুজের […]

The post আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ appeared first on UK BANGLA.

]]>
আফগানিস্তানের কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে। এতে দুইদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুন্দুজের ইমাম শহিব জেলায় একটি মসজিদে হামলায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৪৩ জন। হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানান তিনি। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানান তালেবান সরকারের এ কর্মকর্তা।

এদিকে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হন। এ হামলায় আহত হয়েছিলেন আরও ৪০ জন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। একইদিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হন ৪ জন এবং আহত হন ১৮ জন। কুন্দুজের পুলিশ প্রশাসন জানিয়েছে, দুই হামলার ঘটনা খতিয়ে দেখছে তারা।

এর আগে গত অক্টোবরে একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৫৫ জন নিহত এবং আহত হন আরও অনেকে। সেই হামলার দায় স্বীকার করে আইএস।

আইএস তালেবানের মতো একটি সুন্নি দল কিন্তু দুটি গোষ্ঠীই তিক্ত প্রতিদ্বন্দ্বী। উভয়ের মধ্যে সবচেয়ে বড় আদর্শগত পার্থক্য হলো তালেবানরা শুধু বিদেশি বাহিনী মুক্ত আফগানিস্তান চেয়েছিল, যেখানে আইএস একটি ইসলামী খেলাফত চায়।

সূত্র: আল-জাজিরা

The post আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ first appeared on UK BANGLA.

The post আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/23/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/feed/ 0
হেসে-খেলে জিতে সিরিজে সমতায় আফগানিস্তান https://ukbangla.live/2022/03/05/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/03/05/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a4/#respond Sat, 05 Mar 2022 13:38:44 +0000 https://ukbangla.live/?p=4035 ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই সঙ্গে ক্যাচ মিসের মহড়াও ছিলো বলার মত। বাংলাদেশের ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল এবং ৮ উইকেট হাতে রেখেই হেসে-খেলে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। আর এতেই দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় শেষ করল মোহাম্মদ নবীর দল। এর আগে […]

The post হেসে-খেলে জিতে সিরিজে সমতায় আফগানিস্তান first appeared on UK BANGLA.

The post হেসে-খেলে জিতে সিরিজে সমতায় আফগানিস্তান appeared first on UK BANGLA.

]]>
ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই সঙ্গে ক্যাচ মিসের মহড়াও ছিলো বলার মত। বাংলাদেশের ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল এবং ৮ উইকেট হাতে রেখেই হেসে-খেলে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। আর এতেই দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় শেষ করল মোহাম্মদ নবীর দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ১৪ বল বাকী রেখে ১১৬ রানের টার্গেট স্পর্শ করে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম ওভারে মাত্র ৩ রান তুলেন মোহাম্মদ নাইম ও আগের ম্যাচে অভিষেক হওয়া মুনিম শাহরিয়ার। তবে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবির করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারি আদায় করে নেন মুনিম। কিন্তু চতুর্থ বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে মিড অফের ফিল্ডার শরফুদ্দিন আশরাফকে ক্যাচ দিয়ে ১০ বলে ৪ রান করে আউট হন মুনিম।

আগের ম্যাচে দলের বিপর্যয়ের মাঝেও ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লিটন দাস। আজও তেমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তৃতীয় ওভারে পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে একটি ছক্কা মারেন লিটন। তবে পঞ্চম ওভারের প্রথম ডেলিভারিতে আউট হন লিটন। আজমতুল্লাহ ওমরাজাইর বলে আশরাফকে ক্যাচ দেন ১০ বলে ১৩ রান করা লিটন।

লিটনের বিদায়ের ওভারে দু’টি বাউন্ডারি মারেন নাইম। এরপর ৩ ওভার কোন চার-ছক্কার মুখ দেখেনি বাংলাদেশ। উইকেট ধরে খেলতে গিয়ে ঐ ৩ ওভারে মাত্র ৮ রান তুলেন নাইম ও সাকিব আল হাসান। নবম ওভারের প্রথম বলে সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন টেস্ট মেজাজে ১৯ বলে ১৩ রান করা নাইম।

উইকেটে সেট হবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাকিব। ওমরজাইর করা দশম ওভারের তৃতীয় বলটি ছিলো বাউন্সার, সেটি ঠিক-ঠাক সামলাতে না পেরে আকাশে বল তুলে দেন সাকিব। উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ সহজেই সেটি তালুবন্দি করলে ১৫ বলের বাউন্ডারিহীন ইনিংসে ৯ রান করা সাকিবের বিদায় ঘটে।

৪৫ রানে ৪ উইকেট পতনের পর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন শততম ম্যাচ খেলতে নামা মুশফিক ও অধিনায়ক মাহমুদুল্লাহ। উইকেট সেট হতে কিছুটা সময় নেন তারা। ১২তম ওভারে রশিদ খানের বল দু’বার মাঠ ছাড়া করেন মাহমুদুল্লাহ।

করিম জানাতের করা ১৪তম ওভারে ২টি বাউন্ডারি পান মুশফিক। ১৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। তবে ঐ ওভারের চতুর্থ বলে রশিদের বলে বোল্ড হন টাইগার নেতা। ৩টি চারে ১৪ বলে ২১ রান করেন মাহমুদুল্লাহ। মুশফিকের সাথে পঞ্চম উইকেটে ৩১ বলে ৪৩ রান যোগ করেন তিনি।

দলীয় ৮৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহর আউটের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১০৫ রানে নবম উইকেট হারায় তারা। তবে শেষ উইকেটে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দৃঢ়তায় অলআউট হয়নি বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
মাহমুদুল্লাহর সাথে এ ম্যাচে সর্বোচ্চ রানের জুটি গড়া মুশফিক ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩০ রান করে আউট হন। তার ২৫ বলের ইনিংসে ৪টি চার ছিলো। এছাড়া আফিফ হোসেন ৭, মাহেদি হাসান-শরিফুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।

নাসুম ৫ ও ফিজ ৬ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের ফারুকি ১৮ রানে ও ওমরজাই ২২ রানে ৩টি করে উইকেট নেন।

সিরিজ হার এড়ানোর লক্ষ্যে ১১৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। স্পিনার মাহেদি হাসানের বলে আউট হন ৩ রান করা ওপেনার গুরবাজ।

শুরুতে উইকেট হারালেও, আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই ও উসমান ঘানি পাওয়ার প্লেতে দলের রান ৩৪ রানে নিয়ে যান। সাকিবের করা নবম ওভারের শেষ দুই বলে পরপর দু’টি ছক্কা মারেন জাজাই। শরিফুলের পরের ওভারে ২টি চার আদায় করেন ঘানি। এরমধ্যে মাহেদির করা ১২তম ওভারে ঘানির ক্যাচ ফেলেন আফিফ। একই বোলারের ডেলিভারিতে ১৫তম ওভারের নাইমের হাতে জীবন পান ঘানি।

সাকিবের করা ১৫তম ওভারে ২টি ছক্কায় দলের স্কোর ১শতে নিয়ে যান জাজাই। এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখছিলো আফগানরা। তবে দু’বার জীবন পাওয়া ঘানিকে শিকার করে এই জুটি ভাঙ্গেন মাহমুদুল্লাহ। ৪৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন ঘানি। দ্বিতীয় উইকেটে ৮২ বলে ৯৯ রানের জুটি গড়েন জাজাই ও ঘানি।

ঘানি যখন ফিরেন তখন জয় থেকে ১৩ রান দূরে আফগানিস্তান। চার নম্বরে নামা দারউইশ রাসুলিকে নিয়ে আফগানিস্তানকে জয়ের বন্দওে পৌঁছে দেন জাজাই।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৯ রানে অপরাজিত থাকেন জাজাই। ৯ রানে অপরাজিত থাকেন রাসুলি। ৩টি চার ও ৫টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজান জাজাই। বাংলাদেশের মাহেদি ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশ: ২০ ওভার; ১১৫/৯; (মুনিম ৪, নাঈম ১৩, লিটন ১৩, সাকিব ৯, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ২১, আফিফ ৭, মাহেদি ০, নাসুম ৫, শরিফুল ০, মোস্তাফিজ ৬); (ফজলহক ৪-০-১৮-৩, নবী ৪-০-১৪-১, ওমরজাই ৪-০-২২-৩, রশিদ ৪-০-৩০-১, শরফুদ্দিন ২-০-১০-০, জানাত ২-০-১৭-০)।

আফগানিস্তান: ১৭.৪ ওভার; ১২১/২; (হজরতউল্লাহ ৫৯, রহমতউল্লাহ ৩, ওসমান ৪৭, রাসুলি ৯); (নাসুম ৩.৪-০-২৯-০, মাহেদি ৪-০-১৯-১, শরিফুল ৩-০-২৫-০, সাকিব ৩-০-৩২-০, মোস্তাফিজ ৩-০-১৩-০, মাহমুদউল্লাহ ১-০-২-১)।

ফলাফল: আফগানিস্তান ১৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী।

The post হেসে-খেলে জিতে সিরিজে সমতায় আফগানিস্তান first appeared on UK BANGLA.

The post হেসে-খেলে জিতে সিরিজে সমতায় আফগানিস্তান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/05/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a4/feed/ 0
মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ https://ukbangla.live/2022/03/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a6%25a4%25e0%25a6%25ae-%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%2587-%25e0%25a6%259f%25e0%25a6%25b8-%25e0%25a6%259c https://ukbangla.live/2022/03/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%9c/#respond Sat, 05 Mar 2022 09:21:23 +0000 https://ukbangla.live/?p=4029 মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে ফিরেছেন তিনি। ইয়াসির আলির জায়গায় একাদশে মুশি। আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক। আগের […]

The post মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে ফিরেছেন তিনি। ইয়াসির আলির জায়গায় একাদশে মুশি। আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক।

আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে আফগানিস্তান। মুজিব উর রহমান ও কায়েস আহমেদের জায়গায় একাদশে সুযোগ হয়েছে উসমান ঘানি ও শরাফুদ্দিন আশরাফ।

প্রথম টি-টোয়েন্টি ৬১ রানে জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, করিম জানাত, ফজলহক ফারুকি, উসমান ঘানি, শরাফুদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।

The post মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%9c/feed/ 0
গুরবাজের সেঞ্চুরিতে তিন স্বপ্নভঙ্গ বাংলাদেশের https://ukbangla.live/2022/02/28/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/02/28/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/#respond Mon, 28 Feb 2022 16:03:27 +0000 https://ukbangla.live/?p=3613 ওপেনার রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলো না বাংলাদেশ। ৭ উইকেটে ম্যাচ হেরেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ জিতে আইসিসি সুপার লিগ থেকে ১০ পয়েন্ট পাওয়া, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা ও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে উঠার স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু শেষ ওয়ানডে হেরে তিন স্বপ্নই ভঙ্গ হলো তামিম ইকবালের দলের। […]

The post গুরবাজের সেঞ্চুরিতে তিন স্বপ্নভঙ্গ বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post গুরবাজের সেঞ্চুরিতে তিন স্বপ্নভঙ্গ বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
ওপেনার রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলো না বাংলাদেশ। ৭ উইকেটে ম্যাচ হেরেছে টাইগাররা।

সিরিজের শেষ ম্যাচ জিতে আইসিসি সুপার লিগ থেকে ১০ পয়েন্ট পাওয়া, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা ও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে উঠার স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু শেষ ওয়ানডে হেরে তিন স্বপ্নই ভঙ্গ হলো তামিম ইকবালের দলের।

তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

আইসিসি সুপার লিগে ১৫ ম্যাচ খেলে ১০ জয় ও ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট পাওয়ায় সুপার লিগের টেবিলের সপ্তম থেকে চতুর্থস্থানে উঠলো আফগানিস্তান। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ৭০ পয়েন্ট আফগানদের। ১৫ ম্যাচে ইংল্যান্ড ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ভারত।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

আগের দুই ম্যাচের ন্যায় আজও আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফজল হক ফারুকির বলে আউট হন তামিম। ২৫ বলে ১টি চারে ১১ রান করেন তামিম।

ওপেনিংয়ে সতীর্থ লিটনের সাথে ১০ দশমিক ১ ওভারে চলতি সিরিজে সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন তামিম।
অধিনায়কের বিদায়ে উইকেটে আসেন সাকিব আল হাসান। লিটনের সাথে তাল মিলিয়ে রানের চাকা ঘুড়িয়েছেন তিনি। ২০তম ওভারে নিজের ৫০তম ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি পেতে ৬৩ বল খেলেছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন। হাফ-সেঞ্চুরিতে পা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেন লিটন।
পরের ওভারে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন-সাকিব। আর পরের ওভারে লিটন-সাকিব জুটি ভাঙ্গেন আফগানিস্তানের ডান-হাতি পেসার আজমতুল্লাহ ওমারজাই। দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিবকে বোল্ড করেন ওমারজাই। ৩টি চারে ৩৬ বলে ৩০ রান করে ফিরেন উইকেটে সেট ব্যাটার সাকিব। দ্বিতীয় উইকেটে ৬৯ বলে ৬১ রান যোগ করেন লিটন-সাকিব।
সাকিবের উইকেট পতনে, বিপদ বাড়ে বাংলাদেশের। ৪ রানের ব্যবধানে বাংলাদেশের দুই মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলিকে শিকার করেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দেন ১৫ বলে ৭ রান করা মুশফিক। আর রশিদের ষষ্ঠ ওভারের শেষ বলে স্লিপে গুলবাদিন নাইবকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ৪ বলে ১ রান করা ইয়াসির।

ইয়াসিরকে আউট হরে ৮০তম ওয়ানডেতে ১৫০তম শিকার পূর্ণ করেন রশিদ। দ্রুত ১৫০ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে জায়গা করে নেন রশিদ। ওয়ানডেতে দ্রুত ১৫০ উইকেট শিকারের রেকর্ড অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৭৭ ম্যাচে ১৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন স্টার্ক।

মুশফিক-ইয়াসিরের আউটের মাঝে নিজের ইনিংস বড় করছিলেন লিটন। আরও একটি সেঞ্চুরির স্বপ্নও বুনে ফেলেছিলেন তিনি। কিন্তু ৩৬তম ওভারে মোহাম্মদ নবির বল স্লগ সুইপ করতে গিয়ে বল আকাশে তুলে দেন লিটন। লং অন থেকে দারুন ক্যাচ নেন নাইব। ফলে ১১৩ বলে ৭টি চারে গড়া ৮৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে লিটনের।

দলীয় ১৫৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন লিটন। এরপর আফগানিস্তানের বোলারদের দৃঢ়তায় ও নিজেদের ভুলে বাকী ৫ উইকেট ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৪৬ দশমিক ৫ ওভারে ১৯২ রানে অলআউট হয় টাইগাররা।

অফ-স্টাম্পের বল পুল করতে গিয়ে মিড-অনে মুজিব উর রহমানকে ক্যাচ দেন প্রথম ম্যাচের হিরো আফিফ হোসেন। ৬ বলে ১টি চারে ৫ রান করেন তিনি। মাহমুদুল্লাহর সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন প্রথম ম্যাচের সেরা মেহেদি হাসান মিরাজ। ১২ বলে ৬ রান করেন তিনি।

আর লোয়ার-অর্ডারে পেসার তাসকিন আহমেদকে খালি হাতে বিদায় দেন রশিদ। লেগ বিফোর হন তাসকিন। আর শেষ দুই ব্যাটার শরিফুল ইসলাম ৭ ও মুস্তাফিজুর রহমান ১ রান করে রান আউট হন। অন্যপ্রান্তে দলের সতীর্থদের যাওয়া আসা দেখেন মাহমুদুল্লাহ। শেষ পর্য়ন্ত ৫৩ বলে কোন বাউন্ডারি ছাড়া ২৯ রানে অপরাজিত থেকে যান তিনি।

আফগানিস্তানের রশিদ ৩৭ রানে ৩টি ও নবি ২৯ রানে ২টি উইকেট নেন।

হোয়াইটওয়াশ এড়াতে ১৯৩ রানের লক্ষে খেলতে নেমে সাবধান শুরু ছিলো আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসানের। প্রথম ৬ ওভারে মাত্র ২০ রান তুলেন তারা। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের করা সপ্তম ওভার থেকে ১৩ রান তুলেন গুরবাজ ও রিয়াজ।

তাসকিনের পরের ওভারে ৩টি চার মারেন রিয়াজ। ১০ ওভার শেষে ৫৭ ও ১৫ ওভার শেষে আফগানদের রান গিয়ে দাঁড়ায় ৭৯। এই জুটি ভাঙ্গতে চার বোলার ব্যবহার করেছিলেন টাইগার নেতা তামিম।

অবশেষে ১৬তম ওভারে সাকিবের হাত ধরে প্রথম সাফল্য দেখে বাংলাদেশ। স্টাম্পড আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করেন রিয়াজ।

দলীয় ৭৯ রানে রিয়াজের আউটের পর ক্রিজে গুরবাজের সঙ্গী হন রহমত শাহ। ১৮তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান ইতোমধ্যে এই ফরম্যাটে দু’টি সেঞ্চুরি করা গুরবাজ। ৫৩ বলে হাফ-সেঞ্চুরি করার পর দলের জয়ের ভিত গড়েন গুরবাজ। তাকে সঙ্গ দেন রহমত।

সাকিবকে মাথার উপর দিয়ে ছক্কা মেরে ২৩তম ওভারে আফগানিস্তানের রান ১শতে পৌঁছে দেন গুরবাজ। পরের ওভারে শরিফুলের পঞ্চম ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে জীবন পান গুরবাজ। তখন তার রান ৬০ ছিলো।
শরিফুলের পরের ও ২৫তম ওভারে লং লেগে গুরবাজের ক্যাচ ফেলেন মাহমুদুল্লাহ। তখন ৬১ রানে ছিলেন গুরবাজ।
দু’বার জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি গুরবাজ। শরিফুলের সপ্তম ওভারে ১টি করে চার-ছক্কা মারেন তিনি। মিরাজকে লং-অফ দিয়েও ছক্কা মেরেছিলেন তিনি।

৩৬তম ওভারে গুরবাজ-রহমতের জুটি ভাঙ্গেন মিরাজ। ৩টি চারে ৬৭ বলে ৪৭ রান করা রহমতকে স্টাম্পড আউট করেন মিরাজ। দ্বিতীয় উইকেটে গুরবাজ-রহমত ১২৩ বলে ১০০ রানের জুটি গড়েন। এতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আফগানিস্তান।

রহমত যখন ফিরেন তখন জয় থেকে ১৪ রান দূরে ছিলো আফগানিস্তান। আর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিলো গুরবাজের।

আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে লেগ বিফোর আউট করেন মিরাজ। ২ রান করেন শাহিদি। তবে ৩৯তম ওভারে ঠিকই ৯ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ২০২১ সালের জানুয়ারিতে নিজের অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। আবু ধাবির মাঠে ঐ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড। একই মাসে দোহাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান গুরবাজ।

সেঞ্চুরির পর ৪১তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন গুরবাজ। ১১০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশের মিরাজ ৩৭ রানে ২টি ও সাকিব ৪৭ রানে ১টি উইকেট নেন।

ওয়ানডে শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ও ৫ মার্চ মিরপুরে হবে ঐ দু’টি টি-টোয়েন্টি।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল বোল্ড ব ফারুকি ১১
লিটন দাস ক নাইব ব নবি ৮৬
সাকিব আল হাসান বোল্ড ব ওমারজাই ৩০
মুশফিকুর রহিম ক গুরবাজ ব রশিদ ৭
ইয়াসির আলি ক নাইব ব রশিদ ১
মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ২৯
আফিফ হোসেন ক মুজিব ব নবি ৫
মেহেদি হাসান মিরাজ রান আউট (জাদরান) ৬
তাসকিন আহমেদ এলবিডব্লু ব রশিদ ০
শরিফুল ইসলাম রান আউট (মুজিব) ৭
মুস্তাফিজুর রহমান (গুরবাজ) ১
অতিরিক্ত (বা-১, লে বা-১, ও-৭) ৯
মোট (অলআউট, ৪৬.৫ ওভার) ১৯২
উইকেট পতন : ১/৪৩ (তামিম), ২/১০৪ (সাকিব), ৩/১২১ (মুশফিক), ৪/১২৫ (ইয়াসির), ৫/১৫৩ (লিটন), ৬/১৬০ (আফিফ), ৭/১৭৫ (মিরাজ), ৮/১৭৬ (তাসকিন), ৯/১৮৯ (শরিফুল), ১০/১৯২ (মুস্তাফিজ)।
আফগানিস্তান বোলিং :
ফজলহক ফারুকি : ৭.৫-০-৩৩-১ (ও-২),
মুজিব উর রহমান : ৮-০-৩৭-০ (ও-২),
আজমতুল্লাহ ওমারজাই : ৬-০-২৯-১ (ও-১),
গুলবাদিন নাইব : ৫-০-২৫-০ (ও-১),
রশিদ খান : ১০-০-৩৭-৩ (ও-১),
মোহাম্মদ নবি : ১০-০-২৯-২।
আফগানিস্তান ইনিংস :
রহমানুল্লাহ গুরবাজ অপরাজিত ১০৬
রিয়াজ হাসান স্টাম্প মুশফিক ব সাকিব ৩৫
রহমত শাহ স্টাম্প মুশফিক ব মিরাজ ৪৭
হাসমতুল্লাহ শাহিদি এলবিডব্লু ব মিরাজ ২
নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ১
অতিরিক্ত (ও-২) ২
মোট (৩ উইকেট, ৪০.১ ওভার) ১৯৩
উইকেট পতন : ১/৭৯ (রিয়াজ), ২/১৭৯ (রহমত), ৩/১৮৩ (শাহিদি)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল ইসলাম : ৭-১-৪১-০,
তাসকিন আহমেদ : ৬-০-৩৪-০,
সাকিব আল হাসান : ১০-০-৪৭-১,
মুস্তাফিজুর রহমান : ৬-০-২৪-০ (ও-২),
মেহেদি হাসান মিরাজ : ৮.১-১-৩৭-২,
আফিফ হোসেন : ২-০-৮-০।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রহমানউল্লাহ গুরবাজ
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

The post গুরবাজের সেঞ্চুরিতে তিন স্বপ্নভঙ্গ বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post গুরবাজের সেঞ্চুরিতে তিন স্বপ্নভঙ্গ বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/28/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ https://ukbangla.live/2022/02/28/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%258b%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%259f%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/02/28/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Mon, 28 Feb 2022 04:45:33 +0000 https://ukbangla.live/?p=3553 এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হওয়ার পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আরও একবার টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টসের […]

The post হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হওয়ার পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আরও একবার টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

টসের সময় তামিম জানিয়েছেন, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

দুই দলের একাদশ-
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

The post হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/28/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0