ইউক্রেন যুদ্ধ - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 04:50:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউক্রেন যুদ্ধ - UK BANGLA 32 32 ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 04:50:24 +0000 https://ukbangla.live/?p=18260 সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য […]

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে বলে সোমবার বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলনের আগে বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এই হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।

বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের প্রাক্কালে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, এবং এটি ভয়াবহ। আর তাই আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’

এর আগে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার সমান বলে দাবি করেছিল ইউক্রেন। দেশটির দাবি, প্রধান প্রধান স্থাপনায় রাশিয়ার এই হামলা ‘সমগ্র ইউক্রেনীয় জাতিকে’ লক্ষ্য করে চালানো হয়েছে এবং এটি কিয়েভকে আত্মসমর্পণ করতে বাধ্য করার একটি প্রচেষ্টা।

সংবাদমাধ্যম বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর সম্প্রতি ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মূলত সম্মুখসারির যুদ্ধে ব্যর্থতার পর রাশিয়ার সাম্প্রতিক এসব হামলা একটি বিস্তৃত কৌশলের অংশ এবং শীত শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে রুশ এই কৌশলের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হতে শুরু করেছে।

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580 https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/#respond Sat, 26 Nov 2022 06:53:09 +0000 https://ukbangla.live/?p=18209 ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে […]

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাঁদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি। শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি।

এমন অবস্থায় গতকাল কয়েকজন সেনার মায়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। মস্কোর কাছে রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে গতকাল বৈঠকটি হয়। ভিডিও ফুটেজে এদিন পুতিনকে ১৭ জন মায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা গেছে। ওই মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসেবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘সন্তান হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যটি প্রচার করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ওই সব মাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের জানাতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব মিলে আমরা এ ব্যথা বোধ করতে পারছি।’ যুদ্ধে সন্তান হারানো একজন মাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচরে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। তার মৃত্যু বৃথা যাবে না।’ তিনি আরও বলেন, মাঝেমধ্যেই তিনি যুদ্ধক্ষেত্রে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসব সেনাকে বীর বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া ও বানোয়াট তথ্য বিশ্বাস না করার জন্য ওই সব নারীর প্রতি রুশ প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন।

বৈঠকটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের পক্ষ থেকে আলোচ্য বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। সেখানে ওই সব নারীকে পুতিনপন্থী মুভমেন্টের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সমালোচকেরা বলছেন, ইচ্ছা করেই এ মায়েদের বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।

ওই নারীরা রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। এর মধ্যে অন্তত একজন নারী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্র থেকে এসেছেন। চলতি বছরের শুরুর দিকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে মস্কো।

শুক্রবারের বৈঠকে ক্রেমলিন–সমর্থিত অল রাশান পপুলার ফ্রন্টের এক সদস্য ছিলেন। রুশ সেনাদের জন্য মানবিক সহায়তা সংগ্রহকারী সংগঠন কমব্যাট ব্রাদারহুডের একজন সদস্যও সেখানে ছিলেন।

জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলির ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে প্রায় এক লাখ রুশ সেনা এবং এক লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/feed/ 0
মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a0%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%258b%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa/#respond Thu, 24 Nov 2022 07:09:28 +0000 https://ukbangla.live/?p=18136 যুদ্ধে মানুষ মরে, অর্থ যায়, অস্ত্র যায়। মূলত ক্ষতি হয় সাধারণ মানুষেরই। এই ক্ষতি কতটা হবে, সেটা নির্ধারিত হয় নেতাদের মর্জিতে। এই ইউক্রেন যুদ্ধের কথাই বলা যেতে পারে। ইউক্রেন যুদ্ধ হবে কি হবে না, সেটা নির্ধারণ করেছেন মূলত নেতারাই। কারণ, রুশ বাহিনী হামলা শুরু করবে কি না, রাশিয়ার দাবি ইউক্রেন মেনে নেবে কি না—সব নির্ধারিত […]

The post মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি first appeared on UK BANGLA.

The post মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি appeared first on UK BANGLA.

]]>
যুদ্ধে মানুষ মরে, অর্থ যায়, অস্ত্র যায়। মূলত ক্ষতি হয় সাধারণ মানুষেরই। এই ক্ষতি কতটা হবে, সেটা নির্ধারিত হয় নেতাদের মর্জিতে। এই ইউক্রেন যুদ্ধের কথাই বলা যেতে পারে। ইউক্রেন যুদ্ধ হবে কি হবে না, সেটা নির্ধারণ করেছেন মূলত নেতারাই। কারণ, রুশ বাহিনী হামলা শুরু করবে কি না, রাশিয়ার দাবি ইউক্রেন মেনে নেবে কি না—সব নির্ধারিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মর্জিতে।

রাশিয়া ও ইউক্রেন ছাড়াও এই যুদ্ধে যে দেশটি মুখ্য ভূমিকায় সেটি যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ শুরুর আগে থেকে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে আসছে দেশটি। অনেক বিশ্লেষকই বলছেন, এই যুদ্ধটা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নয়। যুদ্ধটা আসলে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার। আরও সোজাসাপ্টা বললে, যুদ্ধটা আসলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হওয়া শীতল যুদ্ধ ১৯৯১ সালে সমাপ্ত হলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র বরাবরই মুখোমুখি অবস্থানে। ফলে ইউক্রেনে রাশিয়ার স্বার্থ রক্ষা হবে, এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র বাগড়া দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর থেকেও বড় কারণ রয়েছে। আর সেটা হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিলাষ ও ইউরোপের দেশগুলোর নিরাপত্তা। এই দুটি বিষয়ই অবশ্য একটি অপরটির সঙ্গে সরাসরি যুক্ত।

পুতিনের অভিলাষের কথাই ধরা যাক। এই রুশ নেতা বিশ্বাস করেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা বেদনার। এ নিয়ে ২০২১ সালের জুলাইয়ে একটি নিবন্ধ লিখেছেন এই নেতা। সেটি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর শুরুতেই রুশ ও ইউক্রেনীয়দের সম্পর্ক নিয়ে তিনি লিখেছেন। পুতিন মনে করেন, রুশ ও ইউক্রেনীয়রা আসলে একই মানুষ।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন ও অন্যান্য দেশের জন্মকে তিনি রাশিয়ার শরীর কেটে ফেলার সঙ্গে তুলনা করেছেন। লিখেছেন, ‘এক হাজার বছরের বেশি সময় ধরে যেসব মানুষ আমাদের অঙ্গীভূত ছিল, তারা এখন বিচ্ছিন্ন। এটা মানা কঠিন।’

সোভিয়েত অঞ্চলের এই দেশগুলোর ইতিহাস–ঐতিহ্য তুলে ধরে প্রায় সাত হাজার শব্দের এই লেখা লিখেছিলেন পুতিন। তিনি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া মেনে নিতে পারেননি, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন এই লেখায়। এ নিয়ে বিশ্লেষকদের অভিমত হলো, পুতিন আসলে সেই সোভিয়েত ইউনিয়ন ফিরে পেতে চান। ক্রিমিয়া দখল কিংবা ইউক্রেনে সামরিক অভিযান এরই অংশ হিসেবে দেখা হয়।

এখানেই সংকটটা। সোভিয়েত ভেঙে গিয়ে যে দেশগুলোর জন্ম হয়েছে, সেগুলোর অধিকাংশই আর রাশিয়ার সংস্পর্শে নেই। এখন অধিকাংশ দেশের মিত্র হলো পশ্চিমারা। এর মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে। এমনকি অনেকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতেও যোগ দিয়েছে। এখন পুতিন যদি সোভিয়েত ইউনিয়ন ফেরত পেতে চান বা পূর্ব ইউরোপে তাঁর আধিপত্য বাড়াতে চান, তবে ইউরোপীয় ইউনিয়ন অস্তিত্বের হুমকিতে পড়বে, এটাই স্বাভাবিক। এ ছাড়া একই সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোও নিরাপত্তা–সংকটে পড়বে।

পুতিন একা পূর্ব ইউরোপকে নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেবেন, এটা নিশ্চয় ইউরোপীয় ইউনিয়ন হতে দেবে না। একই কথা ন্যাটোর ক্ষেত্রেও প্রযোজ্য। আর এখানেই আসে যুক্তরাষ্ট্রের কথা। এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তা–ই নয়, পূর্ব ইউরোপ বা ইউরোপের নিরাপত্তা যদি রাশিয়ার কারণে বিঘ্নিত হয়, তবে যুক্তরাষ্ট্রের যে মোড়লিপনা আছে, তা যে উবে যাবে, সেটাও অনুমেয়।

আবার রাশিয়া যদি এই একবিংশ শতাব্দীতে এসে অস্ত্রের ওপর নির্ভর করে একটি স্বাধীন দেশের অংশবিশেষ কিংবা পুরোটা দখল করে নেওয়ার নজির প্রতিনিয়ত স্থাপন করতে পারে, তবে তা হবে পশ্চিমা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। একই সঙ্গে রাশিয়া এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বকে এ বার্তা দিয়ে দেবে যে তারা চাইলে ইউরোপে যেকোনো কিছুই করতে পারে।

অর্থাৎ চুক্তিগত কারণে হোক কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোক, ইউরোপের যেকোনো বিপদে যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে অনেকটা বাধ্য। আর এ কারণেই ইউক্রেনকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

এখন এই সহযোগিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যা দিচ্ছে, তা আসলেই চোখে পড়ার মতো। এমন কোনো খাত নেই, যেখানে ইউক্রেনকে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে অস্ত্র দেওয়া থেকে শুরু করে খাবার, এমনকি ইউক্রেনীয় সেনাদের বেতনের জন্য অর্থও দিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার।

বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য যা করছে, সেটা ঘোষণা দিয়ে করছে; কংগ্রেসের অনুমোদন নিয়ে করছে। তবে বাইডেনের বিরোধী শিবির রিপাবলিকানরা এখন প্রশ্ন তুলছেন, আর কত? এই প্রশ্ন যে শুধু বাইডেনের বিরোধী শিবির তুলছে, এমনটা নয়। এই প্রশ্ন বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির নেতারাও তুলছেন। তাঁরাও চাইছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে বাইডেন আলোচনার উদ্যোগ নেবেন। যদিও এ–সংক্রান্ত একটি চিঠি দিয়ে তা আবার ফেরত নিয়েছেন ডেমোক্র্যাটদের প্রগতিশীল নেতারা। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের নেতাদের মধ্যে একটি গোষ্ঠী তাদের সুর চড়াচ্ছে এটা বলে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ দেওয়া কমাতে হবে।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে। আর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর রিপাবলিকানরা কী পদক্ষেপ নেবেন, সেটা আগেই বলেছেন দলটির প্রতিনিধি পরিষদের হবু স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি বলেছেন, ইউক্রেনকে অর্থ দেওয়ার ব্যাপারে বাইডেন এত দিন যে স্বাধীনতা পেয়েছেন, তা আর থাকবে না। তবে রিপাবলিকান পার্টির সবাই যে এমনটা চাচ্ছেন, এটা নয়।
এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি সাহায্য কমিয়ে দেয়, তাহলেই কি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে? এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর পাওয়া আসলে কঠিন। কারণ, যুক্তরাষ্ট্র সাহায্য কমালেও সাহায্য বন্ধ করবে না। কারণ, দেশটি প্রতিশ্রুতি দিয়েছে, এই যুদ্ধ যত দিন চলবে, তত দিন ইউক্রেনের পাশে থাকবে।

আবার রাশিয়া যে এই যুদ্ধ সহজে হাল ছাড়বে না, সেটা বারবারই স্পষ্ট করেছেন পুতিন। আর সম্প্রতি ইউক্রেনে বৈদ্যুতিক অবকাঠামোয় হামলার মধ্য দিয়ে সেটা আরও স্পষ্ট করে দিয়েছে রুশ বাহিনী।

তাহলে সমাধান কী, সেটাই বড় প্রশ্ন। প্রথমেই বলা হয়েছে, যুদ্ধ নির্ধারিত হয় নেতাদের মর্জিতে। এখন মার্কিন কংগ্রেসের দুই কক্ষ থেকেই যদি নেতারা আওয়াজ তোলেন, বাইডেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার পথ বেছে নিতে হবে। একই সঙ্গে যদি অর্থসাহায্যের পরিমাণ কমে আসে, তখন হয়তো সংকট সমাধানের পথে হাঁটতে হবে বাইডেনকে।

এদিকে রুশ সামরিক শক্তি নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের সাম্প্রতিক অভিমত হলো, মস্কো দুর্বল হয়ে পড়ছে। এখন এটা যদি সত্যি হয় তাহলে মস্কোও আলোচনার জন্য বসতে চাইবে। কারণ, তারা পরাজয় এড়ানোর জন্য হলেও যুদ্ধের সমাপ্তি চাইবে।

অর্থাৎ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের অবস্থান, তাতে ডেমোক্র্যাটদের সমর্থন এই সংকট সমাধানের পথ খুলে দিতে পারে। তবে সেই পথে হাঁটতে আরও সময়ের দরকার। আর সময়ের মধ্যে যুদ্ধে মানুষ মারা যাবে, অর্থ যাবে। মূলত ক্ষতি হবে সাধারণ মানুষেরই।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি, রয়টার্স, এএফপি, ক্রেমলিনের ওয়েবসাইট

The post মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি first appeared on UK BANGLA.

The post মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa/feed/ 0
ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা? https://ukbangla.live/2022/11/17/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a7%258b%25e0%25a6%25b0-%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/17/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c/#respond Thu, 17 Nov 2022 04:28:54 +0000 https://ukbangla.live/?p=17894 পোল্যান্ডে বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। সে ক্ষেত্রে সামরিক জোট হিসেবে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত ঘটতে পারে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে।আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে যতটা সহায়তা করা সম্ভব, সামরিক সাহায্য এতকাল সেই […]

The post ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা? first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা? appeared first on UK BANGLA.

]]>
পোল্যান্ডে বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। সে ক্ষেত্রে সামরিক জোট হিসেবে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত ঘটতে পারে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে।আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে যতটা সহায়তা করা সম্ভব, সামরিক সাহায্য এতকাল সেই গণ্ডির মধ্যেই সীমিত রাখা হয়েছে।

রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সহযোগী দেশগুলো সতর্কতা অবলম্বন করে চলেছে। ইউক্রেনের সরকার আরও ভারী অস্ত্র ও সরঞ্জাম দাবি করেও সেই ‘সংযমের’ বাঁধ ভাঙতে পারেনি। ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করার দাবিও মেনে নেয়নি ন্যাটো।

কিন্তু পোল্যান্ডে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে, সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে।আপাতত গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার লাগাতার হামলার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতেও এমন ঘটনা এড়ানো সম্ভব হবে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ন্যাটোর ভূমিকা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে যতটা সম্ভব সংযম দেখানোর জন্য চাপ রয়েছে। কিন্তু অন্যদিকে ন্যাটোর জমিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হামলা ঘটলে হাতপা গুটিয়ে থেকে দুর্বলতা দেখানোও কোনো বিকল্প নয় বলে কিছু মহল মনে করছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো পূর্ব ইউরোপ ও বাল্টিক দেশগুলোতে সামরিক প্রস্তুতি অনেক বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে তৎপরতা আগেই শুরু হয়ে গেছে।

যদি কখনো প্রমাণিত হয় যে রাশিয়া পোল্যান্ড বা অন্য কোনো ন্যাটো দেশে হামলার জন্য দায়ী, সে ক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশ হিসেবে সে দেশ আনুষ্ঠানিকভাবে যৌথ প্রতিরক্ষা নীতির ভিত্তিতে বাকিদের সহায়তা চাইতে পারে, যা ‘আর্টিকেল ফাইভ’ নামে পরিচিত।

সেই নীতি অনুযায়ী, যে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে গোটা সামরিক জোট সে দেশের সামরিক সহায়তায় এগিয়ে আসতে বাধ্য। ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠার সময় থেকেই সেই সুযোগ রাখা হয়েছে। এখন পর্যন্ত ২০০১ সালে তথাকথিত নাইন ইলেভেন হামলার পর শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। তবে সব সদস্যের ঐকমত্যের ভিত্তিতেই ‘আর্টিকেল ফাইভ’ কার্যকর করা সম্ভব। গত সেপ্টেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার দেশ ন্যাটোর প্রতি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত।

তবে চরম পদক্ষেপ নেওয়ার আগে ঠান্ডা মাথায় গোটা বিষয়টি ভেবে দেখতে ন্যাটো সনদে ‘আর্টিকেল ফোরের’ আওতায় এক প্রক্রিয়ার ব্যবস্থা রাখা আছে। সেই ধারা অনুযায়ী, কোনো সদস্য দেশ যদি নিজস্ব এলাকার অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মনে করে, তখন বাকি সব সদস্য দেশের সঙ্গে আলোচনা করতে হবে। বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই পোল্যান্ড সেই সুযোগের সদ্ব্যবহার করেছে।

The post ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা? first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c/feed/ 0
ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারব: প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf/#respond Wed, 19 Oct 2022 06:58:09 +0000 https://ukbangla.live/?p=16867 রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিকে করোনাভাইরাস মহামারির মতো করে শক্ত হাতে মোকাবিলা করে দেশের মানুষকে স্বস্তি দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনাকারীদের কথা কানে না নিয়ে, দেশ ও মানুষের প্রতি যে দায়িত্ব, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে চান বলেও জানান সরকারপ্রধান। পাবনার ঈশ্বরদীতে বুধবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় […]

The post ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারব: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারব: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিকে করোনাভাইরাস মহামারির মতো করে শক্ত হাতে মোকাবিলা করে দেশের মানুষকে স্বস্তি দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমালোচনাকারীদের কথা কানে না নিয়ে, দেশ ও মানুষের প্রতি যে দায়িত্ব, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে চান বলেও জানান সরকারপ্রধান।

পাবনার ঈশ্বরদীতে বুধবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাকটর প্রেশার ভেসেল বা পারমাণবিক চুল্লি স্থাপনকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গণভবনপ্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আমি যেমন কোভিড মোকাবিলা করেছি, এই পরিস্থিতিও মোকাবিলা করতে পারব। সেখানে যে যা-ই বলুক না কেন, অনেকে সমালোচনা করবে, সেটা আমরা জানি, কিন্তু সেদিকে কান দিলে চলবে না। আমরা আমাদের যেটা দায়িত্ব দেশের প্রতি, জনগণের প্রতি সে দায়িত্বটা আমরা পালন করে যাব।’

বিদ্যুৎ ঘাটতির এ সময়ে সবাইকে মিতব্যয়ী হতে আবারও আহ্বান জানান সরকারপ্রধান।

তিনি বলেন, ‘উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। তারাও প্রতিটি ক্ষেত্রে তাদের সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। বাংলাদেশ সেদিক থেকে পিছিয়ে নেই। পৃথিবীটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। পৃথিবীতে একে অপরের ওপর নির্ভরশীল। সে কারণেই পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা দেখা যায়, তার ধাক্কাটা আমাদের ওপরেও এসে পড়ে। তাই আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে।

‘তার মানে এই না, বিদ্যুৎ দেশের মানুষ পাবে না। বিদ্যুৎ মানুষ পাচ্ছে, পাবে, তবে এখানে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। বর্তমান পরিস্থিতির কারণে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধ ঘিরে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণেই পৃথিবীতে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশা করি পৃথিবী এই রকম অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাবে।’

‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে সারা বিশ্বে আপনারা দেখবেন অনেক উন্নত দেশ, যেখানে মানুষের খাদ্যের জন্য হাহাকার শুরু হয়ে গেছে, সেখানে বাংলাদেশে এখনও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কিন্তু মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি।

‘আমরা সাবসিডি দিয়েও এক কোটির বেশি মানুষের জন্য কার্ড করে ন্যায্য মূল্যে তাদের খাবার কেনার সুযোগ করে দিয়েছি। যারা একেবারেই কিনতে পারে না, তাদের বিনা পয়সায় খাদ্য দিচ্ছি।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৩ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। হয়তো ২০২৩ সালের মধ্যেই প্রথম যে ইউনিট, সেখান থেকে হয়তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আমি সবাইকে বলব, দোয়া করেন, যেন এটা আমরা করতে পারি। ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটও চালু হওয়ার আশা রাখি।’

এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোনো ঝুঁকি না থাকার কথাটি আবারও দেশের মানুষের সামনে তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘এর মাধ্যমে পরমাণু শক্তি থেকে যে বিদ্যুৎটা আসবে, এখন যেমন জলবায়ু পরিবর্তন নিয়ে সবাই উদ্বিগ্ন, আমাদের কিন্তু এ ব্যাপারে কোনো রকম অ্যামিশন (নির্গমন) হবে না। কোনো রকম পরিবেশের ওপর প্রভাব পড়বে না। সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন করে এটা মানুষকে দিতে পারব।’

দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। তা আমাদের দেশের কোনো রকম ক্ষতি করবে না; বরং আমাদের মানুষ খুব স্বচ্ছ একটা বিদ্যুৎ পাবে এবং যে বিদ্যুৎ তাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখে যাবে।’

The post ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারব: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারব: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত: ল্যাভরভ https://ukbangla.live/2022/10/12/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b2%25e0%25a7%258b%25e0%25a6%259a https://ukbangla.live/2022/10/12/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a/#respond Wed, 12 Oct 2022 05:46:44 +0000 https://ukbangla.live/?p=16614 ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অবশ্য আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত বলে ল্যাভরভের এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়ে তা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ মুখে আলোচনার কথা বললেও রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে হামলা […]

The post ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত: ল্যাভরভ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত: ল্যাভরভ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

অবশ্য আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত বলে ল্যাভরভের এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়ে তা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ মুখে আলোচনার কথা বললেও রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে বলে দাবি ওয়াশিংটনের। বুধবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র বা তুরস্কের সাথে আলোচনায় সংশ্লিষ্ট হতে ইচ্ছুক রাশিয়া। যুদ্ধ প্রায় আট মাসে গড়িয়েছে এবং আলোচনার জন্য এখনও কোনো ভালো প্রস্তাব পায়নি মস্কো।

রয়টার্স বলছে, আলোচনার জন্য রাশিয়ার রাজি থাকার কথা সের্গেই ল্যাভরভ এমন সময়ে বললেন যখন সেপ্টেম্বরের শুরু থেকে ইউক্রেনে ধারাবাহিকভাবে ব্যর্থতার মুখে পড়েছে রুশ সামরিক বাহিনী। মূলত পাল্টা হামলার শিকার হওয়ার পর দখলকৃত বেশ কিছু ভূখণ্ড থেকে রুশ সেনাদের পিছু হটা যুদ্ধের গতি ইউক্রেনের পক্ষে নিয়ে গেছে।

ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিসহ মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু রাশিয়া নাকি তা প্রত্যাখ্যান করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘এটি একটি মিথ্যা কথা। আমরা যোগাযোগ করার মতো ভালো কোনো প্রস্তাবই পাইনি।’

তবে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত বলে ল্যাভরভের এই বক্তব্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ল্যাভরভের এই বক্তব্যে ওয়াশিংটনের ‘খুব কম আস্থা’ আছে। কারণ ল্যাভরভের এই মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এবং এতে বেসামরিক ইউক্রেনীয়রা প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ের প্রাইস বলেন, ‘আমরা এটিকে বিভ্রান্তিকর হিসাবে দেখছি। আমরা এটিকে সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার জন্য গঠনমূলক, বৈধ প্রস্তাব হিসাবে দেখি না, যা এই নৃশংস যুদ্ধের অবসানের জন্য খুবই প্রয়োজনীয়।’

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই হতে হবে। প্রাইসের ভাষায়, ‘যদি রাশিয়ানরা বোঝাতে চায় যে, তারা সত্যিই সংলাপ এবং কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে সিরিয়াস… তাহলে সম্ভবত প্রথম পদক্ষেপ হবে, এই ধরনের নৃশংস হামলা বন্ধ করা। আর এটি ছাড়া এসব কথা কেবল খালি শব্দ ছাড়া আর কিছুই নয়।’

এদিকে ল্যাভরভ বলেছেন, ইন্দোনেশিয়ায় চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করবে না রাশিয়া। একইসঙ্গে এ ধরনের কোনো প্রস্তাব পেলে মস্কো তা বিবেচনা করবে বলেও জানান তিনি।

ল্যাভরভ বলেন, ‘আমরা বারবার বলেছি যে, আমরা কখনোই বৈঠক প্রত্যাখ্যান করি না। যদি কোনো প্রস্তাব আসে, তাহলে আমরা তা বিবেচনা করব।’

রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে তুরস্ক আলোচনার আয়োজন করতে পারে এমন সম্ভাবনার বিষয়ে ল্যাভরভ বলেন, মস্কো যেকোনো পরামর্শ শুনতে ইচ্ছুক। তবে তার ফলাফল কি হবে সে বিষয়ে আগে থেকে কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান চলতি সপ্তাহে কাজাখস্তান সফর করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আলোচনার প্রস্তাব রাখার সুযোগ পাবেন।

এছাড়া গত মার্চের শেষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা ভেঙ্গে গেছে বলেও উল্লেখ করেছেন রুশ এই পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে গত মাসে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট পুতিনের সাথে যেকোনো ধরনের আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

The post ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত: ল্যাভরভ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়া উন্মুক্ত: ল্যাভরভ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/12/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a/feed/ 0
পুতিনের ঘোষণার পর রাশিয়া ছেড়ে পালাচ্ছে বহু রুশ নাগরিক https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a7%258b%25e0%25a6%25b7%25e0%25a6%25a3%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/#respond Fri, 23 Sep 2022 05:34:35 +0000 https://ukbangla.live/?p=15878 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য রিজার্ভ সৈন্য তলবের ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে অনেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে করে দেশত্যাগের জন্য রাশিয়ার সীমান্তে দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে ক্রেমলিন বলছে, যুদ্ধ করতে সক্ষম ব্যক্তিরা দেশ ত্যাগ করছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে সেগুলো অতিরঞ্জিত করা হচ্ছে। কিন্তু রাশিয়ার সাথে জর্জিয়ার সীমান্তে দেখা […]

The post পুতিনের ঘোষণার পর রাশিয়া ছেড়ে পালাচ্ছে বহু রুশ নাগরিক first appeared on UK BANGLA.

The post পুতিনের ঘোষণার পর রাশিয়া ছেড়ে পালাচ্ছে বহু রুশ নাগরিক appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য রিজার্ভ সৈন্য তলবের ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে অনেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে করে দেশত্যাগের জন্য রাশিয়ার সীমান্তে দীর্ঘ সারি তৈরি হয়েছে।

তবে ক্রেমলিন বলছে, যুদ্ধ করতে সক্ষম ব্যক্তিরা দেশ ত্যাগ করছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে সেগুলো অতিরঞ্জিত করা হচ্ছে। কিন্তু রাশিয়ার সাথে জর্জিয়ার সীমান্তে দেখা যায় গাড়ির সারি কয়েক মাইল পর্যন্ত দীর্ঘ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা পরপরই তিনি শুধু পাসপোর্ট সাথে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দেন। তিনি কোনো জামা-কাপড়ও নেননি। সে ব্যক্তি আশঙ্কা করছেন, রিজার্ভ সৈন্য হিসেবে যাদের যুদ্ধে পাঠানো হবে তিনি সে দলে পড়ে যেতে পারেন।

কিছু প্রত্যক্ষদর্শী বলছেন, আপার লারস সীমান্ত চেকপয়েন্টে গাড়ির সারি পাঁচ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু চালক তাদের গাড়ি সেই দীর্ঘ সারিতে রেখে চলে যাচ্ছেন।

রাশিয়ার সাথে জর্জিয়ার সীমান্ত আছে। রাশিয়া থেকে জর্জিয়া যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না। এছাড়া রাশিয়ার সাথে ফিনল্যান্ডের ১,৩০০ কিলোমিটার সীমান্ত আছে। তবে ফিনল্যান্ডে যাবার ক্ষেত্রে রাশিয়ানদের ভিসার প্রয়োজন হয়।

ফিনল্যান্ডও বলছে, তাদের সীমান্ত দিয়েও রাশিয়ানদের আসা গতরাতে বৃদ্ধি পেয়েছে। তবে সেটি এখনও সামাল দেওয়ার পর্যায়ে আছে। এছাড়া রাশিয়া থেকে ইস্তাম্বুল, বেলগ্রেড এবং দুবাই যাবার জন্যও অনেকে বিমানের টিকেট কিনেছেন।

প্রেসিডেন্ট পুতিন রিজার্ভ সৈন্য তলবের পরপরই এসব জায়গায় যাওয়ার জন্য বিমানের টিকিটের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। কোনো কোনো গন্তব্যের টিকিটি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, রাশিয়া থেকে তুরস্কে আসার ওয়ানওয়ে টিকিটের চাহিদা এবং দাম দুটোই ব্যাপকভাবে বেড়ে গেছে।

অন্যদিকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ এড়িয়ে যেতে যেসব রাশিয়ান দেশ ছাড়ছেন তারা জার্মানিতে স্বাগত। কিন্তু লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং চেক রিপাবলিক ভিন্নভাবে কথা বলছে। তারা জানিয়েছে, রাশিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের তারা আশ্রয় দেবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার একজন পিএইচডি ছাত্র বিবিসিকে বলেছেন, তাকে এরই মধ্যে রিজার্ভিস্ট হিসেবে ডাকা হয়েছে। পুতিন ভাষণ দেওয়ার আগের রাতে তিনি বাসায় বসে দোকান থেকে কিছু পণ্যের ডেলিভারি গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলেন। তখন বেসামরিক পোশাকে দুজন ব্যক্তি এসে তাকে একটি সামরিক কাগজ দিয়ে সেখানে স্বাক্ষর করতে বলে।

ক্রেমলিন জানিয়েছে, যাদের সামরিক প্রশিক্ষণ আছে এবং যুদ্ধ করার অভিজ্ঞতা আছে তাদেরকেই রিজার্ভ সৈন্য হিসেবে ডাকা হবে। কিন্তু ২৬ বছর বয়সী এই তরুণের কোনো সামরিক অভিজ্ঞতা নেই। তার সৎ বাবা তার জন্য উদ্বিগ্ন। কারণ, রিজার্ভ সৈন্য হিসেবে সরকার তলব করার পর কেউ যদি সেটি এড়িয়ে যেতে চায়, তাহলে সেটি শাস্তিযোগ্য।

রাশিয়ার কাছ থেকে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেন পুনরায় দখল করে নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই রাশিয়ার তরফ থেকে রিজার্ভ সৈন্য সমাবেশের ঘোষণা দেওয়া হলো।

অবশ্য রিজার্ভ সৈন্য তলব করার পর রাশিয়ায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের দায়ে পুলিশ এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।

The post পুতিনের ঘোষণার পর রাশিয়া ছেড়ে পালাচ্ছে বহু রুশ নাগরিক first appeared on UK BANGLA.

The post পুতিনের ঘোষণার পর রাশিয়া ছেড়ে পালাচ্ছে বহু রুশ নাগরিক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/feed/ 0
যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার: জাতিসংঘ https://ukbangla.live/2022/06/27/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/06/27/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#respond Mon, 27 Jun 2022 08:29:06 +0000 https://ukbangla.live/?p=11719 ইউক্রেন যুদ্ধের কারণে অবৈধ মাদকের উৎপাদন বেড়ে যেতে পারে। জাতিসংঘ সোমবার সতর্ক করে এ কথা বলেছে। এদিকে আফিম বাজারের ভবিষ্যত সংকটাপন্ন আফগানিস্তানের ভাগ্যের ওপর নির্ভর করছে। ইউনাইটেড ন্যাশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যুদ্ধাঞ্চলগুলো সিন্থেটিক ড্রাগ তৈরির মূল কেন্দ্র […]

The post যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন যুদ্ধের কারণে অবৈধ মাদকের উৎপাদন বেড়ে যেতে পারে। জাতিসংঘ সোমবার সতর্ক করে এ কথা বলেছে।

এদিকে আফিম বাজারের ভবিষ্যত সংকটাপন্ন আফগানিস্তানের ভাগ্যের ওপর নির্ভর করছে।

ইউনাইটেড ন্যাশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যুদ্ধাঞ্চলগুলো সিন্থেটিক ড্রাগ তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করে।

এতে আরো বলা হয়, সংঘর্ষ পীড়িত এলাকা বৃহৎ ভোক্তা বাজারের কাছাকাছি হলে এর প্রভাব আরো বেশি হতে পারে। ইউএনওডিসি বলছে, ইউক্রেনে ভেঙে দেয়া অ্যাম্ফিপেটেমিন ল্যাবরেটরির সংখ্যা ২০১৯ সালে ছিল ১৭টি, যা ২০২০ সালে বেড়ে হয়েছিল ৭৯ টি। বিশ্বে ২০২০ সালে জব্দ ল্যাবরেটরির এটিই সর্বোচ্চ সংখ্যা।

সংস্থাটি বলছে, যুদ্ধ অব্যাহত থাকলে সিন্থেটিক ড্রাগ তৈরির সক্ষমতা ইউক্রেনের আরো বেড়ে যাবে। কারন যুদ্ধচলা কোন দেশে এ ধরনের ল্যাবরেটরি বন্ধে তদারকি করা সম্ভব নয়।

এদিকে আফগানিস্তান প্রসঙ্গে সংস্থাটি বলছে, বিশ্বে ২০২১ সালে ৮৬ শতাংশ আফিন উৎপাদনকারী দেশ ছিল আফগানিস্তান। এই দেশটিই আফিম বাজারের ভবিষ্যত নির্ধারণ করবে।

দেশটির মানবিক সংকট পপি উৎপাদন বাড়িয়ে দিতে পারে, যদিও তালেবান এপ্রিলে পপি চাষ নিষিদ্ধ করেছে।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানে আফিম উৎপাদনের পরিবর্তন বিশ্বের সকল অঞ্চলে আফিম বাজারের ওপর প্রভাব ফেলবে।

রিপোর্টে বলা হয়, বিশ্বে ২০২১ সালে ২৮ কোটি ৪০ লাখ লোক মাদক গ্রহণ করে অর্থাৎ এ সংখ্যা ১৫ থেকে ৬৪ বছর বয়সী প্রতি ১৮ জনে একজন।

গত ২০১০ সালের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ বেশি।

এদিকে বিশ্বে কোকেইন উৎপাদনেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বে ২০২০ সালে এক হাজার ৯৮২ টন কোকেইন উৎপাদিত হয়।

The post যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/27/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
মলদোভায় বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা https://ukbangla.live/2022/04/27/%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ab%25e0%25a7%258b%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%2589 https://ukbangla.live/2022/04/27/%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89/#respond Wed, 27 Apr 2022 06:33:10 +0000 https://ukbangla.live/?p=8331 মলদোভার রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে কিয়েভ উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বলেছে, ইউক্রেন যুদ্ধ একটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে। জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তি প্রতিষ্ঠার অনুরোধ জানান। এ সময় মলদোভার ট্রান্সনিস্ক্রিয়া অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জাতিসংঘ ও […]

The post মলদোভায় বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা first appeared on UK BANGLA.

The post মলদোভায় বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা appeared first on UK BANGLA.

]]>
মলদোভার রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে কিয়েভ উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বলেছে, ইউক্রেন যুদ্ধ একটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে।

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তি প্রতিষ্ঠার অনুরোধ জানান। এ সময় মলদোভার ট্রান্সনিস্ক্রিয়া অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সতর্ক করেন।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক দশক ধরে রাশিয়ান বাহিনী ট্রান্সনিস্ট্রিয়ায় অবস্থান করছে।

মলদোভা রুশভাষীদের ওপর নিপীড়ন চালাচ্ছে রাশিয়ান এক কমান্ডারের এই অভিযোগের পর চলতি সপ্তাহে দেশটির নিরাপত্তা মন্ত্রনালয়। একটি রেডিও টাওয়ার এবং সামরিক ইউনিট লক্ষ করে হামলা চালানো হয়।

এই শঙ্কা এখন দেখা দিয়েছে যে, মলদোভা রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে, কারণ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের আগে তারা একই ধরণের অজুহাত তুলেছিল।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘রাশিয়া ট্রান্সনিস্ট্রিয়ান অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।’

মলদোভার রাজধানী চিসিনাউ এর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ইউক্রেনের পতন হয়, তাহলে রুশ সৈন্যরা চিসিনাউ এর দিকে অগ্রসর হবে।

The post মলদোভায় বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা first appeared on UK BANGLA.

The post মলদোভায় বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/27/%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89/feed/ 0
ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার https://ukbangla.live/2022/03/20/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/03/20/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf/#respond Sun, 20 Mar 2022 00:54:13 +0000 https://ukbangla.live/?p=5261 ইউক্রেনে প্রথমবারের মতো নতুন কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। শব্দের চেয়েও দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা আরআইএ নভোস্তি বলেছে, এর আগে রাশিয়া কখনই ইউক্রেন যুদ্ধে উচ্চ-ক্ষমতা সম্পন্ন নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি। পশ্চিমাপন্থি ইউক্রেনের সংঘাতে এবারই […]

The post ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে প্রথমবারের মতো নতুন কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। শব্দের চেয়েও দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা আরআইএ নভোস্তি বলেছে, এর আগে রাশিয়া কখনই ইউক্রেন যুদ্ধে উচ্চ-ক্ষমতা সম্পন্ন নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি। পশ্চিমাপন্থি ইউক্রেনের সংঘাতে এবারই প্রথম কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইভানো-ফ্র্যাংকিভিস্ক অঞ্চলে মাটির নিচে তৈরি ইউক্রেন বাহিনীর এই অস্ত্রের গুদামে ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে উৎক্ষেপণযোগ্য গোলাবারুদ মজুদ করা ছিল। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে গুদামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তবে এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফরাসি বার্তাসংস্থা এএফপির কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে একটি যথাযথ বা প্রকৃত অস্ত্র হিসেবে অভিহিতি করেছেন। যা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশিতে ছুটতে পারে।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক।

জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

The post ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/20/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0