ইউক্রেন সংকট - UK BANGLA News Site Mon, 25 Apr 2022 06:36:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউক্রেন সংকট - UK BANGLA 32 32 ইউক্রেন সংকট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ https://ukbangla.live/2022/04/25/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%2597%25e0%25a6%25be https://ukbangla.live/2022/04/25/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be/#respond Mon, 25 Apr 2022 06:36:14 +0000 https://ukbangla.live/?p=8161 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও তার ইউক্রেন সমকক্ষ ভলোদিমির জেলেনস্কি টেলিফোনে ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার আলোচনা করেছেন। খবর সিনহুয়া’র। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেন ইউক্রেনের মারিউপোল নগরী থেকে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়টি অবশ্যই জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ‘প্রতিদিন সেখানের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’ এদিকে […]

The post ইউক্রেন সংকট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ appeared first on UK BANGLA.

]]>
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও তার ইউক্রেন সমকক্ষ ভলোদিমির জেলেনস্কি টেলিফোনে ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার আলোচনা করেছেন। খবর সিনহুয়া’র।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেন ইউক্রেনের মারিউপোল নগরী থেকে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়টি অবশ্যই জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ‘প্রতিদিন সেখানের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’

এদিকে জেলেনস্কি টুইটার বার্তায় বলেন এ ফোনালাপের সময় তিনি আজভতাল প্লান্টসহ মারিউপোল নগরীর বেসামরিক নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন। এ ছাড়া তিনি জরুরি ভিত্তিতে আটকে পড়া সৈন্যদের অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলেন।

দুই প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলাপ-আলোচনা প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোগান বলেন, তুরস্ক মূলনীতির জামিনদার হওয়ার ইস্যুতে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে তার দেশ আলোচনা প্রক্রিয়ার জন্য সম্ভাব্য সকল সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

The post ইউক্রেন সংকট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট নিয়ে এরদোগান-জেলেনস্কির ফোনালাপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/25/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be/feed/ 0
ইউক্রেন সংকট: চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের https://ukbangla.live/2022/03/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a7%2581%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/03/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf/#respond Mon, 14 Mar 2022 05:56:52 +0000 https://ukbangla.live/?p=4778 ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। পশ্চিমাদের সঙ্গে দূরত্বের মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে মস্কোর। ইউক্রেন সংকট শুরুর আগেই বেইজিংয়ের পক্ষ থেকে মস্কোর পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ […]

The post ইউক্রেন সংকট: চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। পশ্চিমাদের সঙ্গে দূরত্বের মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে মস্কোর। ইউক্রেন সংকট শুরুর আগেই বেইজিংয়ের পক্ষ থেকে মস্কোর পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে চলমান হামলার মধ্যেই মস্কো চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে খবর সামনে আসার পর এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে জ্যাক সুলিভান বলেন, ইউক্রেনে রুশ হামলা শুরুর আগে থেকে মস্কোর পরিকল্পনার বিষয়ে চীন সচেতন ছিল বলে বিশ্বাস করে ওয়াশিংটন। যদিও বেইজিং রাশিয়ার পুরো পরিকল্পনাটি হয়তো বুঝতে পারেনি।

সুলিভান আরও বলেন, বেইজিং রাশিয়াকে ঠিক কতটা অর্থনৈতিক বা অন্যান্য সহায়তা দিচ্ছে কি না সেটি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তেন কিছু ঘটলে (চীনের বিরুদ্ধে) পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায়, ‘আমরা বেইজিংয়ের সাথে সরাসরি এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি, বৃহৎ আকারের নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার প্রচেষ্টা বা রাশিয়াকে সহায়তার জন্য বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে। আমরা এমনটি হতে দেব না এবং এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো এড়াতে বিশ্বের কোনো দেশ থেকেই রাশিয়াকে সহায়তা পেতে দেওয়া হবে না।’

যদিও জাতিসংঘে চীনের প্রতিনিধি গত সপ্তাহে ‘সব পক্ষকে’ সংযত হতে ও ‘উত্তেজনা বৃদ্ধি’ এড়িয়ে যাওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা এক জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি জ্যাং জুন বলেন, কূটনৈতিক সমাধানকে বেইজিং স্বাগত জানাবে এবং উৎসাহিত করবে।

তিনি বলেন, সব ধরনের উদ্বেগকে ‘সমতার ভিত্তিতে’ দেখা উচিত।

The post ইউক্রেন সংকট: চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf/feed/ 0
ইউক্রেন সংকট: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ https://ukbangla.live/2022/03/05/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%259c%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a0%25e0%25a6%2595%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/03/05/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87/#respond Sat, 05 Mar 2022 06:59:21 +0000 https://ukbangla.live/?p=4017 ইউক্রেন সংকটের কারণে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠকে বসার দিন ঠিক করেছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রসমূহ শুক্রবার এ কথা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি এ বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে। মেক্সিকো ও ফ্রান্সের […]

The post ইউক্রেন সংকট: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন সংকটের কারণে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠকে বসার দিন ঠিক করেছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রসমূহ শুক্রবার এ কথা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি এ বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে।

মেক্সিকো ও ফ্রান্সের প্রস্তাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে সূত্র জানিয়েছে। প্রস্তাবে ইউক্রেনে রুশ শত্রুতার অবসান, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি রয়েছে। কিন্তু এ প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির দাবি এ প্রস্তাবে উল্লেখ থাকতে হবে মানবিক সংকটের জন্য রাশিয়া স্পষ্টত দায়ী। অপর এক কূটনীতিক এ কথা জানান।

ফ্রান্স গত মঙ্গলবারই প্রস্তাবের ওপর ভোটাভুটি চেয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি।

The post ইউক্রেন সংকট: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/05/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87/feed/ 0
ইউক্রেন সংকট: ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেনের অংশগ্রহণ https://ukbangla.live/2022/02/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a7%258b%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25b0%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/02/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81/#respond Sat, 26 Feb 2022 08:35:15 +0000 https://ukbangla.live/?p=3426 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তার আশংকার ক্ষেত্রে পশ্চিমাদের জবাব জোরদার করার ব্যাপারে শুক্রবার জরুরি ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন। খবর এএফপি’র। হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটোর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে এ আলোচনা করেন। […]

The post ইউক্রেন সংকট: ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেনের অংশগ্রহণ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেনের অংশগ্রহণ appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তার আশংকার ক্ষেত্রে পশ্চিমাদের জবাব জোরদার করার ব্যাপারে শুক্রবার জরুরি ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটোর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে এ আলোচনা করেন। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের একটি ঐক্যবন্ধ ট্রান্স-আটলান্টিক জবাব দেয়ার চেষ্টা করছে ন্যাটো।

এ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণের কোন সুযোগ ছিল না। হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে বাইডেন এ বৈঠকে অংশ নেন।

ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রুশ বাহিনীর হামলার এবং দেশটির সরকার উৎখাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানের পর মস্কোর সৈন্যরা রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ার প্রেক্ষাপটে এ আলোচনা হয়।

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে বাইডেন ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেন।

বাইডেন বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের দেশের সম্পূর্ণ শক্তি দিয়ে ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে।’

এদিকে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সাথে সংঘাতে জড়াবে না।’

শুক্রবার ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন প্রশ্নে ‘বলিষ্ঠ অবস্থান’ গ্রহণে ব্যর্থতার জন্য এ জোট ও ইউরোপীয় ইউনিয়নকে অভিযুক্ত করেন।

The post ইউক্রেন সংকট: ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেনের অংশগ্রহণ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেনের অংশগ্রহণ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81/feed/ 0
ইউক্রেন সংকট: পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf/#respond Wed, 23 Feb 2022 05:37:33 +0000 https://ukbangla.live/?p=3116 ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে মস্কো ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত এবং পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম […]

The post ইউক্রেন সংকট: পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে মস্কো ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত এবং পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

গত সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ বিষয়ে রেডিও অনুষ্ঠানের উপস্থাপক জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে ভাষণ চলতে দেখছিলাম। (দেখে) আমি বললাম, এটা সত্যিই জিনিয়াস! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। ওহ! এটা দারুণ একটা ব্যাপার।’

ট্রাম্প আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রও এমন কৌশল অবলম্বন করতে পারত। তবে, কী ধরনের কৌশল, সে ব্যাখ্যা দেননি ট্রাম্প।

পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে অঞ্চল দুটিতে রাশিয়ার সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। এ দুই অঞ্চলের বিদ্রোহীদের দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছিল রাশিয়া।

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে দেশটিতে সর্বাত্মক এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন শঙ্কার মধ্যে পুতিন দুই প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেন।

ট্রাম্প বলেছেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত। তবে তিনি এর ব্যাখ্যা দেননি।

পরে পৃথক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি এটা ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনোই এটা করতেন না।

গতকালের আগপর্যন্ত ইউক্রেন নিয়ে নিশ্চুপ থাকা ট্রাম্প ওয়াশিংটনের দুর্বল অবস্থানের সমালোচনা করে বলেন, এর সঙ্গে রাশিয়ার নেয়া পদক্ষেপ মিলছে না।

পুতিনের পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প আরও বলেন, এখন তো এটা শুরু হয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যেটা চান, এখন তিনি শুধু সেটাই পাচ্ছেন না, বরং এর চেয়েও বেশি কিছু পাচ্ছেন। কারণ, তেল ও গ্যাসের দাম বাড়ছে। মস্কো আরও ধনী হচ্ছে।

The post ইউক্রেন সংকট: পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf/feed/ 0
ইউক্রেন সংকট: রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের https://ukbangla.live/2022/02/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b6-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/02/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/#respond Tue, 22 Feb 2022 07:10:24 +0000 https://ukbangla.live/?p=3049 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মত হয়েছেন যে এ পদক্ষেপকে জবাবহীন […]

The post ইউক্রেন সংকট: রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের appeared first on UK BANGLA.

]]>
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।

ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মত হয়েছেন যে এ পদক্ষেপকে জবাবহীন ছেড়ে দেয়া যাবে না।
তাদের আলোচনা শেষে জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের যে দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি রাশিয়া দিয়েছে সেখানে অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়ে বলেছে, প্রয়োজন হলে তারা আরও অবরোধ দিতে প্রস্তুত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখন্ডতার স্পষ্ট লংঘন।

ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লংঘন করলো।

তিনি বলেন, রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।

ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লংঘন।

তারা বলেন, ইইউ এবং এর অংশীদাররা যৌথভাবে ঐক্য, দৃঢ়তা ও ইউক্রেনের সংহতির সংকল্পসহ এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবে।

এদিকে সাইবেরিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক আশংকা করে বলেছেন, ইউক্রেন সংকট ইউরোপসহ বিশ্বের অন্যান্র জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় বলকান এলাকায়।

রুমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে তার দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

The post ইউক্রেন সংকট: রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%259b%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf/#respond Mon, 14 Feb 2022 16:49:51 +0000 https://ukbangla.live/?p=2381 ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে সারা বিশ্ব। উত্তেজনা বেড়ে যাওয়ায় এরই মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পারিবারিক ছুটি সংক্ষিপ্ত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা সূত্রের বরাতে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। সিনিয়র প্রতিরক্ষা সূত্র জানায়, পরিস্থিতির […]

The post ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে সারা বিশ্ব। উত্তেজনা বেড়ে যাওয়ায় এরই মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পারিবারিক ছুটি সংক্ষিপ্ত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা সূত্রের বরাতে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সিনিয়র প্রতিরক্ষা সূত্র জানায়, পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিরক্ষামন্ত্রী নির্ধারিত ছুটি সংক্ষিপ্ত করেছেন।

ওয়ালেস ইউরোপে ছুটি কাটাচ্ছিলেন স্ত্রী ও সন্তান নিয়ে।

টুইটারে ওয়ালেস লিখেছেন, মস্কো থেকে শনিবার সকালে ফিরে আসার পর এবং ইউক্রেন সংকটের অবনতি হওয়ায় আমি বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটানো বাদ দিয়ে দেশে ফিরে আসছি।

এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে তালেবানের দখল অভিযানের সময় ছুটি কাটানো অব্যাহত রেখেছিলেন। অনেকেই মনে করেন একারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

The post ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf/feed/ 0
ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, পুতিনের আশ্বাস https://ukbangla.live/2022/02/09/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/09/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be/#respond Wed, 09 Feb 2022 04:37:51 +0000 https://ukbangla.live/?p=1556 ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সাথে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা বিশ্বের সাথে সৃষ্ট সংকটের ক্ষেত্রে আপোসের উপায় খুঁজে বের করতে মস্কো তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পুতিন আরও বলেন, ‘এ সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তার সবকিছু করবো, যা সকলের জন্য […]

The post ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, পুতিনের আশ্বাস first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, পুতিনের আশ্বাস appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সাথে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা বিশ্বের সাথে সৃষ্ট সংকটের ক্ষেত্রে আপোসের উপায় খুঁজে বের করতে মস্কো তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পুতিন আরও বলেন, ‘এ সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তার সবকিছু করবো, যা সকলের জন্য ভাল হবে।’ খবর এএফপি’র।

এদিকে ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এমানুয়েল ম্যাঁক্রো বলেন, ইউক্রেনের কাছে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ম্যাক্রোঁর মন্তব্যের পর ইউক্রেন সংকট এড়াতে ফরাসি প্রেসিডেন্ট ও পুতিনের চুক্তির বিষয়টি ক্রেমলিন অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং প্যারিস কোনও চুক্তিতে পৌঁছতে পারে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, ইউরোপীয় মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে তাতে ‘কেউ বিজয়ী’ হবে না।

রাশিয়ার এ নেতা জোরদিয়ে বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণ বন্ধ রাখাসহ মস্কোর নিরাপত্তা নিশ্চয়তার দাবি প্রত্যাখান করেছে।

তিনি বলেন, ‘আমি মনেকরি না যে আমাদের সংলাপ শেষ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ন্যাটো ও ওয়াশিংটনকে রাশিয়া শিগগিরই একটি বার্তা পাঠাবে।

তিনি জোরদিয়ে বলেন, ইউক্রেন কর্তৃপক্ষের দেশটির বিচ্ছিন্নতাবাদী সংঘাতের বিষয়ে পশ্চিমা বিশ্বের মধ্যস্থতায় করা মিনস্ক চুক্তিকে সম্মান দেখানো উচিত হবে।

যুক্তরাষ্ট্রের দাবি, পুতিন যে কোনো সময় হামলা চালাতে পারেন ইউক্রেনে। যদিও সে বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়ার পুতিন সরকার। রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। এদিকে, ইউক্রেন ইস্যুতে এবার সেই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে রাশিয়াকে সেই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানি।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপ প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করে। সম্প্রতি কয়েক বছর ধরে সেই নির্ভরতা আরও বেড়েছে। বছরে এখন ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করে রাশিয়া।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

The post ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, পুতিনের আশ্বাস first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, পুতিনের আশ্বাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/09/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/#respond Tue, 08 Feb 2022 06:02:36 +0000 https://ukbangla.live/?p=1499 ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আগামী ১০ ফেব্রুয়ারি তিনি এ সফরে যেতে পারেন বলে জানা গেছে। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরআইএ। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার মধ্যেই রাশিয়ায় ব্রিটিশ […]

The post ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আগামী ১০ ফেব্রুয়ারি তিনি এ সফরে যেতে পারেন বলে জানা গেছে।

সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরআইএ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার মধ্যেই রাশিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করছে মস্কো ও লন্ডন।

এদিকে রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পর ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। তবে মস্কো অভিযোগ অস্বীকার করে আসছে।

সংকট নিরসনে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনকে সদস্য না করা ও পূর্ব ইউরোপে জোটের সামরিক উপস্থিতি কমিয়ে আনাসহ একাধিক দাবি তুলেছে মস্কো। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কোকে।

এদিকে পূর্ব ইউরোপে সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মস্কো সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ম্যাক্রোঁর আশা, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।

The post ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/feed/ 0