গ্রেফতার - UK BANGLA News Site Tue, 27 Sep 2022 06:58:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png গ্রেফতার - UK BANGLA 32 32 ৭ ব্রিটিশ বাংলাদেশী ঢাকায় গ্রেফতার https://ukbangla.live/2022/09/27/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25ad-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2580-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/27/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/#respond Tue, 27 Sep 2022 06:58:05 +0000 https://ukbangla.live/?p=15994 গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর ৭ পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট ও লন্ডনে তোলপাড় শুরু হয়েছে। রাজধানী ঢাকার মতিঝিলের ‘হোমল্যান্ড লাইফ’-এর প্রধান কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই বিলেতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী; সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং ব্রিটিশ নাগরিক। খোঁজ নিয়ে জানা […]

The post ৭ ব্রিটিশ বাংলাদেশী ঢাকায় গ্রেফতার first appeared on UK BANGLA.

The post ৭ ব্রিটিশ বাংলাদেশী ঢাকায় গ্রেফতার appeared first on UK BANGLA.

]]>
গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর ৭ পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট ও লন্ডনে তোলপাড় শুরু হয়েছে।

রাজধানী ঢাকার মতিঝিলের ‘হোমল্যান্ড লাইফ’-এর প্রধান কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই বিলেতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী; সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং ব্রিটিশ নাগরিক।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃতরাসহ ফয়জুল হক নামের আরেক ব্যবসায়ীসহ মোট ৮ জনের বিরুদ্ধে সম্প্রতি খুলনা বিভাগের মাগুরার আদালতে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। সিআর মামলা নং-২২৭/২২,২২৮/২২,২২৯/২২,২৩০/২২। ধারা নং ৪০৬ ও ৪২০ দন্ডবিধি। মাগুরা জেলার সদর উপজেলার মৃত সৈয়দ বেলায়েতের ছেলে সৈয়দ মোফাক্কার আলী, একই উপজেলার বুধইরপাড়ার মৃত ধলা বিশ্বাসের ছেলে মো. আজর আলী, ওই উপজেলার ছয়চার গ্রামের মৃত সাদেক আলী মোল্লার ছেলে মো. নায়েব আলী ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালিয়াগঞ্জ উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের মো. নওশের আলীর ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

পরে আদালত মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

বিষয়টি জানাজানির পর ব্রিটিশ বাংলাদেশীদের মনে প্রশ্ন জেগেছে যে কি অপরাধে তাদেরকে গ্রেফতার করা হলো। তাদের দাবি, বিলেত এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত এমন ৭ ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি যেনো পুনরায় বিবেচনা করেন বাংলাদেশের পুলিশ প্রশাসন।

মতিঝিল থানা সূত্র জানিয়েছে, মাগুরায় দায়েরকৃত একটি মামলায় তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, হোমল্যান্ডের মধ্যেকার নানা অনিয়মের ব্যাপারে এসব প্রবাসী পরিচালকরা সোচ্ছার হলে তাদেরকে শিক্ষা দিতেই মুলত এমন মামলা সাজানো হয়েছে বলে অনেকের ধারণা। এদিকে এমন সময় তাদেরকে গ্রেফতার করা হলো যখন কি না তাদেরকে জামিনে বের করতে চাইলেও কয়েকটা দিন সময় লাগবে।

অনেকেই বলছেন, বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে নানা উদ্দ্যোগ গ্রহণ করে থাকেন। কিন্তু পরিতাপের বিষয় হলো দেশে বিনিয়োগ করে সম্মানিত প্রবাসীরা যখন নানা ভাবে হয়রানীর শিকার হন তখন কিন্তু এসবের কোন প্রতিকার হয় না। এই ঘটনাটি তারই প্রমান হিসেবে দেখছেন অনেকে।

The post ৭ ব্রিটিশ বাংলাদেশী ঢাকায় গ্রেফতার first appeared on UK BANGLA.

The post ৭ ব্রিটিশ বাংলাদেশী ঢাকায় গ্রেফতার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/27/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/feed/ 0
টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0/#respond Fri, 05 Aug 2022 08:52:41 +0000 https://ukbangla.live/?p=13685 টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশ্য কোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. আউয়াল (৩০) এবং একই উপজেলার শিলাবহ পশ্চিমপাড়া গ্রামের বাহেজের ছেলে […]

The post টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার first appeared on UK BANGLA.

The post টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার appeared first on UK BANGLA.

]]>
টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশ্য কোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. আউয়াল (৩০) এবং একই উপজেলার শিলাবহ পশ্চিমপাড়া গ্রামের বাহেজের ছেলে নুরনবী (২৬)।

দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার তিনজনই মাদকাসক্ত।

এদিকে গ্রেফতার রাজা মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার কাছ থেকে ডাকাত চক্রের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

এসপি সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, ডাকাত চক্রটি আরও কোনো ডাকাতি কর্মকাণ্ডে অংশ নিয়েছে কি না, তাদের দলের সদস্য সংখ্যা কত, তারা আর কী ধরনের অপরাধের সঙ্গে জড়িত সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ভুক্তভোগী নারীর জবানবন্দি নেন। এসময় ওই নারী বাসে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার রোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

গ্রেফতার মূলহোতা রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।

মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এরপরই অভিযানে নামে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি সিরাজগঞ্জের একটি খাবার হোটেলে যাত্রা বিরতি করে। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশে কয়েকজন ডাকাত বাসে ওঠে। পরে যাত্রীদের হাত-পা-চোখ বেঁধে মারধর ও সম্পদ লুটপাট চালায়। এসময় বাসে থাকা এক নারীকে দলবেঁধে ধর্ষণ করেনডাকাত সদস্যরা। এরপর রুট পাল্টে রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদ এলাকায় রাস্তার পাশের বালির ঢিবিতে পরিবহনটি উল্টে দিয়ে পালিয়ে যায় তারা। আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা যাত্রীদের ওপর এমন ভয়াবহ অত্যাচার চালায় বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকর্মীরা ওই বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় বাসটিতে থাকা হেকমত মিয়া নামের কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মধুপুর থানায় বাস ডাকাতি ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

The post টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার first appeared on UK BANGLA.

The post টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: আরও ২ আসামি গ্রেফতার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0/feed/ 0
লন্ডনে এক সপ্তাহে প্রায় ৮০০ জন গ্রেফতার! https://ukbangla.live/2022/05/27/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a7%25ae https://ukbangla.live/2022/05/27/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae/#respond Fri, 27 May 2022 04:51:19 +0000 https://ukbangla.live/?p=10062 লন্ডনে উল্লেখযোগ্য হারে বেড়েছে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড। প্রায়ই দেশটির কোনো না কোনো জায়গায় নৃশংস বন্দুক হামলা বা ছুরিকাঘাতের ঘটনা শোনা যায়। আর এসব অপরাধ ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। সম্প্রতি লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন তারা গত এক সপ্তাহে ৭৯০ জন মানুষকে ছুরিকাঘাত জনিত অপরাধের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার করেছেন। একই সাথে […]

The post লন্ডনে এক সপ্তাহে প্রায় ৮০০ জন গ্রেফতার! first appeared on UK BANGLA.

The post লন্ডনে এক সপ্তাহে প্রায় ৮০০ জন গ্রেফতার! appeared first on UK BANGLA.

]]>
লন্ডনে উল্লেখযোগ্য হারে বেড়েছে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড। প্রায়ই দেশটির কোনো না কোনো জায়গায় নৃশংস বন্দুক হামলা বা ছুরিকাঘাতের ঘটনা শোনা যায়। আর এসব অপরাধ ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। সম্প্রতি লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন তারা গত এক সপ্তাহে ৭৯০ জন মানুষকে ছুরিকাঘাত জনিত অপরাধের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার করেছেন। একই সাথে তারা ২৮০টি ধারালো ছুরিও উদ্ধার করেছেন।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, তারা তাদের তদন্তের ভিত্তিতে বিভিন্ন এলাকা রেট দিয়ে বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করেছেন। তবে আশঙ্কার খবর হচ্ছে ছুরি বা অন্যান্য অস্ত্রসহ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই অল্পবয়সী যুবক বা কিশোর।

এদিকে বর্তমানে যে অভিযান চালানো হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ওপ স্কাপটা। এছাড়া মেট্রোপলিটন পুলিশের এ অভিযান অব্যহত থাকাবে বলেও জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্প্রতি কিছু যাত্রীর কাছ থেকে অস্ত্র ও ড্রাগ উদ্ধার করেছে। তাই তারা মেট পুলিশের সাথে একত্রিত হয়ে ট্রেনের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের গ্রেফতার করতে কাজ করছেন।

এদিকে নর্থ ওয়েস্ট লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই এলাকায় কিশোর অপরাধ ভয়াবহ হারে বেড়েছে। তাই তারা এরই মধ্যে এ এলাকায় যারা অপরাধের সাথে যুক্ত তার একটি তালিকাও তৈরি করেছেন।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন অপারেশনের বিষয়ে বলা হয়েছে, তারা ২৮৮টি ছুরি উদ্ধার করেছে। ৭৯২ জনকে আটক করেছে। ৫১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। এছাড়াও মেট পুলিশের পক্ষ থেকে ১৫৪টি কমিউনি মিটিং ডাকা হয়েছে।

The post লন্ডনে এক সপ্তাহে প্রায় ৮০০ জন গ্রেফতার! first appeared on UK BANGLA.

The post লন্ডনে এক সপ্তাহে প্রায় ৮০০ জন গ্রেফতার! appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/27/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae/feed/ 0
ছদ্মবেশে ২১ বছর লুকিয়ে ছিলেন আজিজুল https://ukbangla.live/2022/03/02/%e0%a6%9b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259b%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a7%25a8%25e0%25a7%25a7-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0-%25e0%25a6%25b2%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%259b%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/03/02/%e0%a6%9b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf/#respond Wed, 02 Mar 2022 07:53:44 +0000 https://ukbangla.live/?p=3762 গ্রেফতার আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে নানা পেশার আড়ালে নিজেকে আত্মগোপনে রাখেন। এভাবে তিনি অত্যন্ত গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করেছিলেন আজিজুল হক। তবে ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিলেন। নিজেকে লুকিয়ে রাখতে কখনো টেইলারিং, কখনো মুদি দোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সবশেষ প্রিন্টিং ও […]

The post ছদ্মবেশে ২১ বছর লুকিয়ে ছিলেন আজিজুল first appeared on UK BANGLA.

The post ছদ্মবেশে ২১ বছর লুকিয়ে ছিলেন আজিজুল appeared first on UK BANGLA.

]]>
গ্রেফতার আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে নানা পেশার আড়ালে নিজেকে আত্মগোপনে রাখেন। এভাবে তিনি অত্যন্ত গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করেছিলেন আজিজুল হক। তবে ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিলেন। নিজেকে লুকিয়ে রাখতে কখনো টেইলারিং, কখনো মুদি দোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সবশেষ প্রিন্টিং ও স্ট্যাম্প প্যাড বানানোর কাজ করতেন।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

এ সময় অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এ আজিজুল হক।

তিনি বলেন, গ্রেফতারের সময় আজিজুল হকের কাছ থেকে জিহাদি বই, দুটি মোবাইল ফোনসেট, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে মাটির নিচে ৪০ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এছাড়াও হেলিপ্যাডের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্যরা। গ্রেফতার আজিজুল হক রানা মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্বে ছিলেন। ঘটনাটি প্রকাশ পেলে এবং বোমা দুইটি উদ্ধারের পর আজিজুল হক কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আজিজুল হক রানা ১৯৮৭ সালে গাজীপুরের শ্রীপুরে জামিয়া আনোয়ারিয়া মাদরাসায় নুরানি বিভাগে ভর্তি হন। এ সময় ওই মাদরাসার ওস্তাদ ও হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য মুফতি হান্নানের অনুসারী মাওলানা আমিরুল ইসলামের সংর্স্পশে আসেন। মাওলানা আমিরুল ইসলাম তাকে হরকাতুল জিহাদে যোগদানের জন্য উদ্বুদ্ধ করেন। মাদরাসায় মুফতি হান্নান, আব্দুর রউফ, আব্দুস সালামসহ হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) বিভিন্ন সিনিয়র সদস্যদের যাতায়াত ছিল। হুজি সদস্যরা ওই মাদরাসায় গোপন বৈঠক করতেন।

অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, আজিজুল হক সংগঠনে যোগদানের পর অন্য ছাত্রসহ প্রশিক্ষণ ও তালিম নেওয়ার জন্য হুজি নেতা মুফতি ইজহারের চট্টগ্রামের লালখান মাদরাসায় যান ও তালিম গ্রহণ করেন। তালিম শেষে সেখানে তিনি বোমা তৈরি, আত্মরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। মুফতি হান্নান সংগঠনের অপারেশনাল কার্যক্রমের জন্য সাহসী জিহাদি বিশ্বস্ত কয়েকজন লোক সংগ্রহ করার জন্য মাওলানা আমিরুল ইসলামকে দায়িত্ব দিলে তিনি আজিজুল হককে নির্বাচন করেন। আমিরুল ইসলাম তাকে একটি চিঠি লিখে দিলে সেটা নিয়ে গোপালগঞ্জ বিসিক এলাকায় সোনার বাংলা সাবান ও মোমবাতি তৈরির কারখানায় যান। মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মাওলানা আমিরুল ইসলামের দেওয়া চিঠিটি দেন তিনি। মুফতি হান্নান তাকে সংগঠনের নিয়ম-কানুন সম্পর্কে বুঝিয়ে দেন ও আজিজুল হকের নাম পরিবর্তন করে ছদ্মনাম ‘শাহনেওয়াজ’ প্রদান করেন।

সিসিটিসি প্রধান আরও বলেন, আজিজুল হক নতুন নাম শাহনেওয়াজ পরিচয়ে প্রায় ১৫ দিন মোমবাতি প্যাকিংয়ের কাজ করেন। বিশ্বস্ততা অর্জন করলে কারখানার পেছনে একটি কক্ষে গোপন বৈঠকে উপস্থিত থাকার অনুমতি পান। কারখানায় মোমবাতি ও সাবান তৈরির আড়ালে বোমা তৈরির কাজ চলতো। বোমা তৈরির কাজে আজিজুল হকসহ মো. ইউসুফ ওরফে মোসহাব, মেহেদী হাসান ওরফে আব্দুল ওয়াদুদ, ওয়াসিম আক্তার ওরফে তারেক হোসেন, মো. মহিবুল ওরফে মফিজুর রহমান, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম ওরফে আনিসসহ আরও অনেকেই জড়িত ছিলেন।

আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে নানা পেশার আড়ালে নিজেকে আত্মগোপন করে রাখেন। ২০০৭ সালে নিজের পরিচয় গোপন করে বিয়ে করেন তিনি। কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করেছিলেন, কিন্ত ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিলেন। তিনি নিজেকে লুকিয়ে রাখতে টেইলারিং, মুদি দোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সবশেষ প্রিন্টিং ও স্ট্যাম্প প্যাড বানানোর কাজ করতেন।

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন দেশেই। তবুও তাকে গ্রেফতারে দীর্ঘ ২১ বছর কেন লাগলো? গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, আজিজুল হক ঘন ঘন জায়গা পরিবর্তন করতেন। ২১ বছর লাগলেও ব্যর্থতা নয় সফলতা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাকসেসফুল হয়েছে। এই সংগঠনের সব শীর্ষ জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। মামলায় আরও চারজন- মো. ইউসুফ, মো. লোকমান, শেখ মো. এনামুল ও মো. মিজানুর রহমান পালিয়ে আছেন। তাদেরকেও আমরা গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।

দেশে থেকেও আজিজুল হক সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন। দেশের কোথাও নাশকতা কিংবা হামলার কোনো পরিকল্পনা ছিল কি না আজিজুল হকের?- এমন প্রশ্নের উত্তরে সিটিটিসি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কোনো তথ্য তার কাছ থেকে আমরা পাইনি।

The post ছদ্মবেশে ২১ বছর লুকিয়ে ছিলেন আজিজুল first appeared on UK BANGLA.

The post ছদ্মবেশে ২১ বছর লুকিয়ে ছিলেন আজিজুল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/02/%e0%a6%9b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf/feed/ 0
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮৫ https://ukbangla.live/2022/02/01/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a6%25b8%25e0%25a6%25b9-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ab%25e0%25a6%25a4%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/01/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be/#respond Tue, 01 Feb 2022 07:23:03 +0000 https://ukbangla.live/?p=915 রাজধানীতে ইয়াবা ও অন্যান্য মাদকসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের […]

The post রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮৫ first appeared on UK BANGLA.

The post রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮৫ appeared first on UK BANGLA.

]]>
রাজধানীতে ইয়াবা ও অন্যান্য মাদকসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপি’রবিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

The post রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮৫ first appeared on UK BANGLA.

The post রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৮৫ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/01/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be/feed/ 0