জরুরি অবস্থা জারি - UK BANGLA News Site Sat, 07 May 2022 06:54:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png জরুরি অবস্থা জারি - UK BANGLA 32 32 শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি https://ukbangla.live/2022/05/07/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25b2%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%259c%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%2585 https://ukbangla.live/2022/05/07/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85/#respond Sat, 07 May 2022 06:54:31 +0000 https://ukbangla.live/?p=8761 শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ জোরদার হওয়ায় আবারও দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর আগে গত মাসের ২ তারিখ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। সে সময় পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে ওঠে যে বাধ্য হয়ে সরকারের ২৬ মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, গোটাবায়া […]

The post শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ জোরদার হওয়ায় আবারও দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর আগে গত মাসের ২ তারিখ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। সে সময় পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে ওঠে যে বাধ্য হয়ে সরকারের ২৬ মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্টের মুখপাত্র জানান, গোটাবায়া রাজাপাকসে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে জরুরি অবস্থা জারি করেন। এর আগে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই শুরু হয় বিক্ষোভ ও ধর্মঘট। বন্ধ থাকে স্কুল-কলেজ, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। তাছাড়া ধর্মঘটের কারণে পরিবহন ব্যবস্থাও অচল হয়ে পড়ে।

এদিকে ছাত্রদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। রাজাপাকসের পদত্যাগের দাবিতে গতকাল জাতীয় সংসদের সামনে বিক্ষোভ শুরু করে তারা।

করোনা মহামারি, ক্রমবর্ধমান তেলের দাম এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সরকারের ট্যাক্স কমানোর কারণে তীব্র অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে শ্রীলঙ্কা। আমদানিকৃত খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতির কারণে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষিপ্তভাবে সহিংস সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।

চলতি সপ্তাহে দেশটির অর্থমন্ত্রী জানান, গোতাবায়ে রাজাপাকসে সরকারের কাছে পাঁচ কোটি ডলারের মতো বৈদেশিক রিজার্ভ অবশিষ্ট রয়েছে।

দেশটির ট্রেড ইউনিয়ন নেতা রবি কুমুদেশ বলেন, রাষ্ট্রপতির ভুল নীতি ও পদক্ষেপের ফলেই এমন দুঃখজনক অবস্থা তৈরি হয়েছে। তাই তাকে পদত্যাগ করতে হবে।

অর্থনৈতিক সংকটে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রাজাপাকসের পরিবার। হিমশিম খাচ্ছেন মানুষের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে। ঋণের জন্য শরণাপন্ন হচ্ছেন আইএমএফ, বিশ্বব্যাংক, চীন ও ভারতসহ অন্যান্য দাতাদের কাছে। এরই মধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে দেশটি। যা ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথম ঘটনা। দেশের শেয়ারবাজারও শোচনীয় অবস্থায় রয়েছে।

The post শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/07/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85/feed/ 0
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি https://ukbangla.live/2022/04/02/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d https://ukbangla.live/2022/04/02/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d/#respond Sat, 02 Apr 2022 05:42:28 +0000 https://ukbangla.live/?p=6316 দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান জনরোষ, প্রেসিডেন্টের বাসার বাইরে সহিংসতা ও বিক্ষোভের মধ্যেই জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারির এ ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির। মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, ‘জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও […]

The post পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান জনরোষ, প্রেসিডেন্টের বাসার বাইরে সহিংসতা ও বিক্ষোভের মধ্যেই জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শুক্রবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারির এ ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির।

মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, ‘জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অশান্তির আগুন নিয়ন্ত্রণ এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল।’

এর আগে কলম্বোয় গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলেন এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনার পরে সামরিক বাহিনী মোতায়েন করে ওয়ারেন্ট ছাড়াই সন্দেহভাজনদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়াও এ ঘটনায় টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। বিক্ষোভের ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়। রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রাল, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়ায় কারফিউ জারি করা হয়।

পরে শহরগুলো থেকে কারফিউ তুলে নেয় সরকার। শুক্রবার (১ এপ্রিল) ভোর ৫টায় কারফিউ প্রত্যাহার করা হয় বলে কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়ার নিশ্চিত করেন।

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার মানুষ। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে ১ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

গত মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল দুই দশমিক তিন বিলিয়ন ডলার। তাছাড়া জুলাইয়ে বন্ড পরিশোধে ব্যয় হয় এক বিলিয়ন ডলার। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।

The post পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/02/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d/feed/ 0
জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন https://ukbangla.live/2022/02/23/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25be-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589 https://ukbangla.live/2022/02/23/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89/#respond Wed, 23 Feb 2022 14:39:23 +0000 https://ukbangla.live/?p=3171 রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মাঝে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন; যেখানে দেশ শান্ত রাখতে এবং অর্থনীতি রক্ষায় বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হতে পারে। বুধবার ইউক্রেনের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ এই তথ্য জানিয়েছেন।এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জরুরি অবস্থা ৩০ দিন ধরে কার্যকর থাকবে। পরবর্তীতে আরও এক মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হতে […]

The post জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন first appeared on UK BANGLA.

The post জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মাঝে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন; যেখানে দেশ শান্ত রাখতে এবং অর্থনীতি রক্ষায় বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হতে পারে।

বুধবার ইউক্রেনের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ এই তথ্য জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জরুরি অবস্থা ৩০ দিন ধরে কার্যকর থাকবে। পরবর্তীতে আরও এক মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

এদিকে নাগরিকদের রাশিয়ায় না যেতে এবং যারা সেখানে আছে তাদেরকেও দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার।

লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিন সেখানে সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর এ ঘোষণা দেন ইউক্রেন সরকার।

এদিকে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হবে। জরুরি অবস্থা জারি করা হলে তা কর্তৃপক্ষকে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তা বেছে নেওয়ার ক্ষমতা দেবে।

জরুরি অবস্থা চলাকালীন পরিবহনে বিধি-নিষেধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার এবং ধর্মঘট নিষিদ্ধ করা হতে পারে। আঞ্চলিক কর্তৃপক্ষ কারফিউ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেবে বলে জানিয়েছেন ড্যানিলভ।

The post জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন first appeared on UK BANGLA.

The post জরুরি অবস্থা জারি করছে ইউক্রেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/23/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89/feed/ 0
ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি https://ukbangla.live/2022/02/07/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%25b2%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/07/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/#respond Mon, 07 Feb 2022 03:24:21 +0000 https://ukbangla.live/?p=1405 ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোভিডকালীন কড়াকড়ির মধ্যে দেশটিতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা। বিবিসির খবর। অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গেছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি […]

The post ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোভিডকালীন কড়াকড়ির মধ্যে দেশটিতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা। বিবিসির খবর।

অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গেছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তবে, এ জরুরি অবস্থা কতদিন বা কতক্ষণ থাকবে তা নির্দিষ্ট করে বলেননি মেয়র জিম ওয়াটসন। যাঁরা আন্দোলনকারীদের সহায়তা করছেন তাদেরকে আটক করা হতে পারে এবং নিরাপত্তাকাজে ও জরুরি বিভাগে নিয়োজিতেরা প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র।

অটোয়ার মূল মূল সড়কে ট্রাক রেখে সড়ক আটকে ব্যারিকেড গড়ে তুলে আন্দোলন করছেন ট্রাকচালকেরা। এ ব্যারিকেডকে ‘ফ্রিডম কনভয়’ বলছেন আন্দোলনকারীরা। বিক্ষোভে হাজার হাজার ট্রাক নিয়ে অংশ নেন চালকরা। তারা প্রতিবাদে হর্ন বাজাতে থাকেন অনবরত। ফলে অটোয়া এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার বেশির ভাগ মানুষ করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেন। দেশটির টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৮৩ শতাংশ মানুষ টিকা নিয়েছে।

কানাডার সিএফআরএ রেডিওকে অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, “বিক্ষোভকারীরা টানা হর্ন ও সাইরেন বাজিয়ে যাচ্ছেন, ক্রমবর্ধমানভাবে ‘অসংবেদনশীল’ আচরণ করছেন। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে পার্টি করছেন তারা।”

The post ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি first appeared on UK BANGLA.

The post ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/07/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/feed/ 0