ডব্লিউএইচও - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 05:39:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ডব্লিউএইচও - UK BANGLA 32 32 মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%258f%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/#respond Tue, 29 Nov 2022 05:39:39 +0000 https://ukbangla.live/?p=18270 আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাতেও এবছর ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এ নিয়ে সতর্কবার্তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার সংস্থাটি মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম ঘোষণা করলো। এই ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে। মাঙ্কিপক্স নামটি বর্ণবাদী বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই নামটি আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা […]

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাতেও এবছর ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এ নিয়ে সতর্কবার্তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার সংস্থাটি মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম ঘোষণা করলো। এই ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে।

মাঙ্কিপক্স নামটি বর্ণবাদী বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই নামটি আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা হয়। অবশেষে ডব্লিউএইচও নাম পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছালো।

ডব্লিউএইচও জানিয়েছে, এই রোগ এখন এমপক্স নামে পরিচিত হবে। তবে আপাতত সুবিধার জন্য দুটোই ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে মাঙ্কিপক্স শব্দটি বাদ দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতিতে জানায়, এ বছরের শুরুতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব প্রসারিত হচ্ছিল, তখন অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে বর্ণবাদী ও কলঙ্কজনক ভাষা পর্যবেক্ষণ করা হয় এবং এ নিয়ে রিপোর্টও করা হয়। গত আগস্টে, জাতিসংঘের সংস্থাটি মাঙ্কিপক্স সংক্রমণের জেরে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার পরপরই নাম পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা শুরু করে। বিশেষজ্ঞ, দেশ ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এখন এই রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই নামটি ইংরেজি ভাষাসহ অন্যান্য ভাষায়ও সহজেই ব্যবহার করা যাবে।

ডব্লিউএইচওর এ ঘোষণার বিষয়ে মন্তব্য করে, টেরেন্স হিগিন্স ট্রাস্টের সমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির পরিচালক গ্লেন্দা বন্দে বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার কথা শুনেছে এবং এখন এটি কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘কলঙ্ক এবং বৈষম্যকে চিরস্থায়ী করার ক্ষেত্রে ভাষার একটি বড় প্রভাব রয়েছে, এবং এমপক্স ব্যবহারের সিদ্ধান্ত সঠিক হয়েছে।’

১৯৫৮ সালে বিজ্ঞানীরা এই রোগটি প্রথম শনাক্ত করেন। তারা তখন গবেষণায় বানরদের মধ্যে ‘পক্স-সদৃশ’ রোগের অস্তিত্ব টের পান এবং পরে এটি মাঙ্কিপক্স নামকরণ হয়। মানব শরীরে এর সংক্রমণ ঘটে ১৯৭০ সালে। কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে একটি নয় বছর বয়সী ছেলের মধ্যে ঘটে এ সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর আফ্রিকার প্রায় ডজনখানেক দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসে। বেশিরভাগই কঙ্গোতে, যেখানে বছরে প্রায় ছয় হাজার রোগী শনাক্তের রিপোর্ট পাওয়া যায় এবং নাইজেরিয়ায় এ সংখ্যা কমপক্ষে তিন হাজার।

এবছর যুক্তরাজ্যে এর সংক্রমণ হঠাৎই বেড়ে যায় এবং গত মে মাস থেকে ৩ হাজার ৭২০ জন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত টিকা কার্যক্রম চালু করায় ধনী দেশগুলোতে আক্রান্তের খবর পাওয়া গেলেও বেশিরভাগই রোগটিকে নিয়ন্ত্রণে এনেছে।

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি বের হওয়াকে মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ংকর যে আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশ মারাও যেতে পারেন। তবে এ ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। বৈশিষ্ট্যের দিক থেকে এটি অনেকটা জল বসন্তের ভাইরাসের মতো। পশ্চিম ও মধ্য আফ্রিকার নিরক্ষীয় বনাঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব বেশি।

সূত্র: দ্য মিরর

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/feed/ 0
ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%259c%25e0%25a7%2580%25e0%25a6%25ac%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a7%2581%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/#respond Tue, 22 Nov 2022 07:11:33 +0000 https://ukbangla.live/?p=18063 টানা ৯ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত থাকলেও আসন্ন শীতকাল হতে পারে ইউক্রেনীয়দের জন্য বিপদের কারণ। একই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, আসন্ন শীতে ইউক্রেনে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে […]

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
টানা ৯ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত থাকলেও আসন্ন শীতকাল হতে পারে ইউক্রেনীয়দের জন্য বিপদের কারণ। একই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, আসন্ন শীতে ইউক্রেনে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডক্টর হ্যান্স হেনরি পি ক্লুজ বলেছেন, ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো হয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এমনকি ইউক্রেনের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে (-20C) পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের স্বাস্থ্য অবকাঠামোতে ৭০৩টি হামলা নথিভুক্ত করেছে ডব্লিউএইচও।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর গত সপ্তাহেই ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মূলত সম্মুখসারির যুদ্ধে ব্যর্থতার পর রাশিয়ার সাম্প্রতিক এসব হামলা একটি বিস্তৃত কৌশলের অংশ এবং শীত শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে রুশ এই কৌশলের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হতে শুরু করেছে।

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ডক্টর ক্লুজ বলেন, ‘সহজভাবে বললে, এই শীতকালে লক্ষ্য হবে কেবল বেঁচে থাকা।’

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই সেখানকার বর্তমান পরিস্থিতিতে এই শীত মানুষের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার ভাষায়, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা ‘এখন সবচেয়ে অন্ধকার দিনগুলোর মুখোমুখি’ হয়েছে এবং সংঘাতের অবসানের জন্য সর্বোত্তম সমাধান শেষ হতে চলেছে।

ডক্টর ক্লুজ বলেন, হামলার কারণে ইউক্রেনের শত শত হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা অবকাঠামো এখন ‘আর পুরোপুরি চালু নেই। কারণ মৌলিক চাহিদা মেটাতে জ্বালানি, পানি ও বিদ্যুতের অভাব রয়েছে’।

প্রসূতি ওয়ার্ডের জন্য ইনকিউবেটর প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ব্লাড ব্যাংকের জন্য রেফ্রিজারেটর প্রয়োজন এবং নিবিড় পরিচর্যার বিছানায় ভেন্টিলেটর প্রয়োজন। আর তাই সকলেরই জ্বালানি প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উষ্ণতা ও নিরাপত্তার খোঁজে আসন্ন শীতে ৩০ লাখ পর্যন্ত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে পারেন।

ডা. ক্লুজ বলেছেন, তিনি দোনেতস্কের ১৭ হাজার এইচআইভি রোগীর জন্য ‘খুবই উদ্বিগ্ন’। কারণ শিগগিরই এসব রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের সংকট দেখা দিতে পারে। মূলত এই ওষুধটিই এইচআইভি রোগীদের বাঁচিয়ে রাখতে সহায়তা করে।

ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক এই পরিচালক বলছেন, দোনেতস্কের বেশিরভাগ অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। যার কারণে জরুরিভাবে এই অঞ্চলের সকল এলাকায় মানবিক স্বাস্থ্য করিডোর তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়েও উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। হ্যান্স হেনরি পি ক্লুজ বলেছেন, টিকার বুস্টার ডোজের কথাই ছেড়ে দিন। করোনার মৌলিক টিকাদনের কম হারের কারণে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের কোভিডের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা নেই।

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/feed/ 0
বিশ্বে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : ডব্লিউএইচও https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a3%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25a3%25e0%25a6%25b6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258b https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a3%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/#respond Thu, 17 Nov 2022 04:37:24 +0000 https://ukbangla.live/?p=17897 উচ্চ শব্দের সঙ্গীত কনসার্টে নিয়মিত উপস্থিতি ও হেডফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিশ্বজুড়ে ১০০ কোটি মানুষ শ্রবণ ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য। মানুষের শ্রবণশক্তির ওপর হেডফোন, লাউডস্পিকার ও উচ্চ শব্দের সঙ্গীত কনসার্টের প্রভাব সম্পর্কে গত দু’দশকে বিশ্বের বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি […]

The post বিশ্বে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
উচ্চ শব্দের সঙ্গীত কনসার্টে নিয়মিত উপস্থিতি ও হেডফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিশ্বজুড়ে ১০০ কোটি মানুষ শ্রবণ ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য।

মানুষের শ্রবণশক্তির ওপর হেডফোন, লাউডস্পিকার ও উচ্চ শব্দের সঙ্গীত কনসার্টের প্রভাব সম্পর্কে গত দু’দশকে বিশ্বের বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি ও রুশ ভাষায় প্রকাশিত ৩৩টি গবেষণাপত্র যাচাই ও তথ্য সংগ্রহের পর এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব গবেষণায় অংশগ্রহণ করেছেন মোট ১৯ হাজার স্বেচ্ছাসেবী, যাদের সবার বয়স ১২ থেকে ৩৪ বছরের মধ্যে।

বিশ্বব্যাংকের গবেষণায় শ্রবণশক্তির ওপর স্মার্টফোনের প্রভাবের ব্যাপারটিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে যেসব কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী স্মার্টফোন এবং তার সঙ্গে হেডফোন ব্যবহার করেন, তাদের ২৪ শতাংশ খুবই অনিরাপদভাবে এসব ব্যবহার করছেন বলে উল্লেক করা হয়েছে গবেষণায়।

সেই সঙ্গে বলা হয়েছে, লাইভ কনসার্ট বা নৈশক্লাবে নিয়মিত যাওয়া তরুণ-তরুণীদের ৪৮ শতাংশ শ্রবণশক্তি কমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা মেডিকেল বিভাগের অডিওলজি (শ্রবণ ক্ষমতা) বিভাগের অধ্যাপক লরেন ডিলার্ড এএফপিকে এ সম্পর্কে বলেন, ‘কেবল হেডফোন ব্যবহারকারী কিংবা শুধু কনসার্ট-নাইটক্লাবে যাওয়া তরুণ-তরুণীরা অতট ঝুঁকিতে নেই, কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, হেডফোন ব্যবহার করা নিত্যদিনের অভ্যাসে পরিণত করে ফেলেছেন— এমন অনেক তরুণ তরুণী আবার লাইভ কনসার্ট কিংবা নাইটক্লাবেও নিয়মিত যাচ্ছেন। এই গোষ্ঠীভুক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তারাই আছেন সবচেয়ে ঝুঁকিতে।’

‘এবং দুর্ভাগ্যবশত, অধিকাংশ লোকজনই উচ্চ শব্দের সঙ্গীত শুনতে ভালবাসেন।’

যারা নিয়মিত হেডফোন ব্যবহার করেন এবং লাইভ কনসার্টে যান, তাদের উদ্দেশ্যে অধ্যাপক ডিলার্ডের পরামর্শ— আজকাল স্মার্টফোনের শব্দের মাত্রা পর্যবেক্ষণে সক্ষম অ্যাপ সহজলভ্য। যারা স্মার্টফোনে গান শোনা, ছবি দেখা বা শ্রবণ সংক্রান্ত অন্যান্য কাজ নিয়মিত করেন, তারা এই অ্যাপটি ব্যবহার করলে ঝুঁকি খানিকটা হলেও কমবে ।

অন্যদিকে যাদের লাইভ কনসার্ট বা কোলাহলপূর্ণ পরিবেশে নিয়মিত যাওয়ার অভ্যাস রয়েছে, তারা এয়ার প্লাগ ব্যবহার করলে অনেকটা নিরাপদ থাকবেন বলে মনে করেন ডিলার্ড।

এফএফপিতে ডিলার্ড বলেন, ‘যেসব তরুণ-তরুণী শ্রবণনিরাপত্তা সম্পর্কে উদাসীন—তারা হয়তো আজ, কিংবা আরও কয়েক বছর নিজেদের ক্ষতির মাত্রা অনুভব করতে পারবেন না; কিন্তু বয়স যখন বাড়তে থাকবে, তখন তারা টের পাবেন এবং বয়স ৬০ পেরোনোর আগেই শ্রবণশক্তি অর্ধেক বা তারও বেশি হ্রাস পাবে।’

লন্ডনের কুইন মেরি বিশ্ববিধ্যালয়ের নয়েজ অ্যান্ড হেলথ বিভাগের অধ্যাপক স্টিফেন স্ট্যান্সফেল্ড এএফপিকে বলেন, ‘একটি বিশাল জনগোষ্ঠী যদি শ্রবণক্ষমতা হারিয়ে ফেলে— তাহলে সেটি হবে পৃথিবীর জন্য বড় একটি বিপর্যয়।’

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, শব্দদূষণ ও শ্রবণনিরাপত্তা সম্পর্কে উদাসীনতার বিশ্বে শ্রবণ ক্ষমতা হারানো মানুষের সংখ্যা এই মুহূর্তে ৪৩ কোটিরও বেশি। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা ৭০ কোটিতে উন্নীত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

The post বিশ্বে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a3%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/feed/ 0
করোনা মহামারি সমাপ্তির পথে: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/09/15/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/09/15/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/#respond Thu, 15 Sep 2022 07:15:41 +0000 https://ukbangla.live/?p=15636 করোনা মহামারি সমাপ্তির পথে রয়েছে বলেও মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। একইসঙ্গে তিনি করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনোই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও […]

The post করোনা মহামারি সমাপ্তির পথে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post করোনা মহামারি সমাপ্তির পথে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
করোনা মহামারি সমাপ্তির পথে রয়েছে বলেও মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। একইসঙ্গে তিনি করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনোই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু (করোনা মহামারির) শেষ দেখা যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের প্রথম তিন মাসের মধ্যেই এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রামক এই ভাইরাসে ৬০ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখেরও বেশি মানুষ।

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং ২০২০ সালের মার্চের পর থেকে গত সপ্তাহে সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

তিনি আরও বলেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা ভাইরাসের আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও বিধিনিষেধ এবং আরও অনিশ্চয়তার ঝুঁকির মধ্যে পড়ে যাবো।’

এই পরিস্থিতিতে দেশগুলোকে ভাইরাসের লাগাম টেনে ধরতে যা করতে হবে তা করতে সাহায্য করার জন্য ছয়টি সংক্ষিপ্ত নীতি প্রকাশ করেছে ডব্লিউএইচও। টেড্রোস বলেন, ‘এসব নীতি সরকারগুলোর জন্য তাদের কৌশল আরও কঠোর করার এবং করোনা মহামারির সম্ভাবনাসহ ভবিষ্যতের রোগজীবাণুগুলো প্রতিরোধের জন্য তাদের হাতকে শক্তিশালী করার জন্য একটি জরুরি আহ্বান।’

The post করোনা মহামারি সমাপ্তির পথে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post করোনা মহামারি সমাপ্তির পথে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/15/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
মাঙ্কিপক্স রুখতে পুরুষদের যৌন সঙ্গী কমানোর পরামর্শ ডব্লিউএইচও’র https://ukbangla.live/2022/07/28/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%2596%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b7%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/07/28/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87/#respond Thu, 28 Jul 2022 05:20:43 +0000 https://ukbangla.live/?p=13222 করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে আরেক ভাইরাস মাঙ্কিপক্স। ফলে এই ভাইরাস নিয়ে রয়েছে উদ্বেগ। এমনকি সংক্রামক এই ভাইরাসটি কিভাবে একে-অন্যের মধ্যে ছড়িয়ে পড়ছে তা নিয়েও রয়েছে নানা মত। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের সংক্রমণ মোকাবিলায় পুরুষদের সেক্স পার্টনারের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউইচও)। বুধবার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য […]

The post মাঙ্কিপক্স রুখতে পুরুষদের যৌন সঙ্গী কমানোর পরামর্শ ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স রুখতে পুরুষদের যৌন সঙ্গী কমানোর পরামর্শ ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে আরেক ভাইরাস মাঙ্কিপক্স। ফলে এই ভাইরাস নিয়ে রয়েছে উদ্বেগ। এমনকি সংক্রামক এই ভাইরাসটি কিভাবে একে-অন্যের মধ্যে ছড়িয়ে পড়ছে তা নিয়েও রয়েছে নানা মত।

এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের সংক্রমণ মোকাবিলায় পুরুষদের সেক্স পার্টনারের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউইচও)। বুধবার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় পুরুষদের প্রতি তাদের যৌন সঙ্গীর (সেক্স পার্টনার) সংখ্যা সীমিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত যেসব পুরুষ অন্য পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি রোগী আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। সংক্রমণ বৃদ্ধির জেরে গত শনিবার ডব্লিউএইচও মাঙ্কিপক্সকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি বা বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বুধবার সাংবাদিকদের বলেন, মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব কমানো যায়। তবে সবচেয়ে ভাল পন্থা হল ঝুঁকির রাস্তা থেকে সরে আসা। এ ক্ষেত্রে ‘নিজের জন্য ও অপরের জন্য নিরাপত্তা রাখা ও নিজের সেক্স পার্টনারের সংখ্যা কমানো’ প্রয়োজন।

তিনি আরও বলেন, এই বার্তা সেইসব পুরুষদের জন্য ‘যারা পুরুষসঙ্গীদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন।’

ডব্লিউএইচও’র প্রধান আরও বলেন, ‘যদি আমরা (যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে) আর একটু সংযমী ও সচেতন হই, সেক্ষেত্রে এই রোগের ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব। এই রোগ থেকে আত্মরক্ষা অনেকটাই নির্ভর করছে নিজের ওপর।’

সম্প্রতি বিশ্বের একাধিক দেশে হু হু করে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, পশ্চিম এবং মধ্য আফ্রিকান দেশগুলোর বাইরে অন্যান্য দেশে গত মে মাসের শুরু থেকে মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে।

The post মাঙ্কিপক্স রুখতে পুরুষদের যৌন সঙ্গী কমানোর পরামর্শ ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স রুখতে পুরুষদের যৌন সঙ্গী কমানোর পরামর্শ ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/28/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/#respond Sat, 02 Jul 2022 06:31:45 +0000 https://ukbangla.live/?p=12033 বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর এএফপি’র। ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের […]

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর এএফপি’র।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি সনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।

ক্লাগ বলেন, বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/feed/ 0
মহামারি এখনও শেষ হয়নি, ১১০ দেশে বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%258f%25e0%25a6%2596%25e0%25a6%25a8%25e0%25a6%2593-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7-%25e0%25a6%25b9%25e0%25a7%259f%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a7%25a7%25e0%25a7%25a7%25e0%25a7%25a6 https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a6/#respond Thu, 30 Jun 2022 08:34:17 +0000 https://ukbangla.live/?p=11934 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাস মহামারি এখনও শেষ হয়নি। বুধবার (২৯ জুন) সংস্থাটি জানায়, কোভিড-১৯ মহামারি পরিবর্তন হচ্ছে, তবে এটি শেষ হয়ে যায়নি। এছাড়া বিশ্বের ১১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও। বৃহস্পতিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, […]

The post মহামারি এখনও শেষ হয়নি, ১১০ দেশে বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মহামারি এখনও শেষ হয়নি, ১১০ দেশে বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাস মহামারি এখনও শেষ হয়নি। বুধবার (২৯ জুন) সংস্থাটি জানায়, কোভিড-১৯ মহামারি পরিবর্তন হচ্ছে, তবে এটি শেষ হয়ে যায়নি। এছাড়া বিশ্বের ১১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও।

বৃহস্পতিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, মহামারির রূপ বদল হচ্ছে, কিন্তু এখনও করোনা সংক্রমণ শেষ হয়নি। করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিংয়ের সংখ্যা কমায় আমাদের করোনা সংক্রমণ চিহ্নিতকরণে সমস্যা হচ্ছে। অর্থাৎ ওমিক্রন ও অন্যান্য ভ্যারিয়েন্টগুলোকে চিহ্নিত করার কাজ আরও কঠিন হয়ে উঠছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের বিএ.৪ ও বিএ.৫ ভ্যারিয়েন্টের কারণেই বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বেই সংক্রমণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক হিসাবে মৃত্যুহার এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ৬টি অঞ্চলের মধ্যে ৩টিতেই মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা নেওয়া; এই কথাই ফের একবার মনে করিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রতিটি দেশেই তাদের মোট জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশের টিকাদান সম্পন্ন করতে আহ্বান জানানো হয়। গত ১৮ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ডব্লিউএইচও’র পক্ষ থেকে ১২ হাজার কোটি টিকা পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক বহু মানুষসহ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখনও করোনার টিকা পাননি। মূলত কম উপার্জনের দেশগুলোতেই টিকাদানের হার কম। ফলে সেই দেশগুলোর নাগরিকরা করোনার সামনের ঢেউগুলোতে ব্যাপকভাবে সংক্রমিত হতে পারেন। মাত্র ৫৮টি দেশ এখনও অবধি ৭০ শতাংশ করোনা টিকাদানের হার পার করতে পেরেছে।

গেব্রেইয়েসুস বলছেন, বিশ্বের মাত্র ৫৮টি দেশ এখন পর্যন্ত ৭০ শতাংশ করোনা টিকাদানের হার সম্পন্ন করতে পেরেছে।

The post মহামারি এখনও শেষ হয়নি, ১১০ দেশে বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মহামারি এখনও শেষ হয়নি, ১১০ দেশে বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a6/feed/ 0
বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/#respond Thu, 30 Jun 2022 07:42:13 +0000 https://ukbangla.live/?p=11929 ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে স্বাগতিক কাতার করোনা মহামারির ঝুঁকি ভালোভাবে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বা হু’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, অন্যান্য বড় ইভেন্টের তুলনায় নভেম্বর-ডিসেম্বরের ওই টুর্নামেন্টে মহামারির ঝুঁকি বেশী হবে বলে মনে করার কোন কারণ নেই। হু’র ফেসবুক পেজে সরাসরি আলোচনায় তিনি বলেন, পরিকল্পিত […]

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে স্বাগতিক কাতার করোনা মহামারির ঝুঁকি ভালোভাবে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও বা হু’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, অন্যান্য বড় ইভেন্টের তুলনায় নভেম্বর-ডিসেম্বরের ওই টুর্নামেন্টে মহামারির ঝুঁকি বেশী হবে বলে মনে করার কোন কারণ নেই।

হু’র ফেসবুক পেজে সরাসরি আলোচনায় তিনি বলেন, পরিকল্পিত ভাবে পরিচালনা করতে পারলে খুব নিরাপদেই এমন জনসমাবেশ সামলানো সম্ভব। আমরা কাতারী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্বকাপ কিভাবে নিরাপদে সম্পাদন করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে নিয়মিত ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।

বিশ্বকাপে জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কাতারের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ খুবই তৎপর। সামগ্রিকভাবে ঝুঁকিগুলো খুবই যত্ন সহকারে পরিচালিত হচ্ছে।

টুর্নামেন্টের জন্য ২০ লাখ টিকিট বিক্রি করা হবে এবং ১০ লাখ টিকিট পৃষ্ঠপোষক ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য বরাদ্ধ থাকবে।

রায়ান বলেন, অন্যসব জনসমাবেশের তুলনায় বিশ্বকাপের সমাবেশ বেশী ঝুঁকিপুর্ন হবে বলে আমি মনে করিনা। বিশ্বকাপ টুর্নামেন্ট তারা সফলতার সঙ্গে পরিচালিত করতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জায়গার মধ্যেই ৩২ দলের এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/05/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/05/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a8/#respond Tue, 24 May 2022 07:04:45 +0000 https://ukbangla.live/?p=9888 আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়নি সেই সব দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসির খবরে বলা হয়েছে, আফ্রিকার বাইরে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ১৬টি দেশে। এসব দেশের রোগীর সংখ্যা এক শর বেশি। এই পরিস্থিতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এমন কথা বলা হলো। সংবাদমাধ্যমটি […]

The post মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়নি সেই সব দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসির খবরে বলা হয়েছে, আফ্রিকার বাইরে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ১৬টি দেশে। এসব দেশের রোগীর সংখ্যা এক শর বেশি। এই পরিস্থিতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এমন কথা বলা হলো।

সংবাদমাধ্যমটি বলছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের এই সংখ্যাটি এখনও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের জন্য এই ভাইরাস নিয়ে সামগ্রিক ঝুঁকি খুবই কম। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই ভাইরাসটি সবচেয়ে বেশি দেখা যায়।

সোমবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র উদীয়মান রোগ বিষয়ক দলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ‘(মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও) বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেটি নিয়ন্ত্রণযোগ্য।’

ইউরোপ ও উত্তর আমেরিকার সাম্প্রতিক সংক্রমণ নিয়ে তিনি বলেন, ‘আমরা মানুষ থেকে মানুষে সংক্রমণ বন্ধ করতে চাই। মহামারিতে আক্রান্ত নয় এমন দেশগুলোতে এটি করতে পারি আমরা। আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে আমরা প্রাথমিক ভাবে এই রোগ শনাক্ত করে আক্রান্তদের আইসোলেশনে পাঠাতে পারি।’

এখন পর্যন্ত আফ্রিকার বাইরে ১৬টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আফ্রিকার বাইরে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হওয়া সত্ত্বেও মাঙ্কিপক্স মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে না এবং বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটি করোনাভাইরাস মহামারির সাথে তুলনীয় নয়।

মারিয়া আরও বলেন, এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে বিশেষ করে ত্বক থেকে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনও পর্যন্ত যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগেরই হালকা রোগ রয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো অন্য বিশেষজ্ঞরাও এই ভাইরাস নিয়ে ইতিবাচক কথা বলছেন। অনেক বিশেষজ্ঞও বলছেন, অনেক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হবেন, এই আশঙ্কা কম।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, মাঙ্কিপক্সে সংক্রমিত বেশির ভাগ রোগীই কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। তবে মাঙ্কিপক্স তেমন গুরুতর না হলেও হঠাৎ রোগটির প্রাদুর্ভাব বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এই রোগে আক্রান্তদের জন্য নতুন নির্দেশাবলি দিয়েছেন। উচ্চঝুঁকিতে থাকা সংক্রমিত ব্যক্তিদের তিন সপ্তাহ স্বেচ্ছা নির্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

The post মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a8/feed/ 0
ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও https://ukbangla.live/2022/04/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25ac%25e0%25a6%25be-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/04/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ac/#respond Fri, 08 Apr 2022 06:57:00 +0000 https://ukbangla.live/?p=6768 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে তারা অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র। ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিইএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ৭৩ জন নিহত […]

The post ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে তারা অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিইএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও রোগি রয়েছেন। তিনি এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।

খবরে বলা হয়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯ টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশির ভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহণ সেবা লক্ষ্য করে চালানো হয়।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, এস বহামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেয়ায় বুধবার রাশিয়াকে দায়ী করেছে। সেখানে ‘হাজারো’ মানুষের নিহত হওয়ার প্রমাণ আড়াল করতেই মস্কো এমন পদক্ষেপ নেয় বলে জেলানস্কি উল্লেখ করেন।

The post ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ac/feed/ 0