নিষেধাজ্ঞা - UK BANGLA News Site Fri, 28 Oct 2022 05:50:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png নিষেধাজ্ঞা - UK BANGLA 32 32 রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা https://ukbangla.live/2022/10/28/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7-%25e0%25a6%25b9%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%2587%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%259e https://ukbangla.live/2022/10/28/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/#respond Fri, 28 Oct 2022 05:50:27 +0000 https://ukbangla.live/?p=17171 ইলিশ শিকারে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ অক্টোবর)। ফলে মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নামতে পারবেন জেলেরা। এরই মধ্যে সাগরে নামতে সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরা। জেলেদের অভিযোগ, দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের উৎপাতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারেন না। তবে মৎস্য বিভাগ বলছে, জেলেদের স্বাচ্ছন্দ্যে মাছ […]

The post রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা first appeared on UK BANGLA.

The post রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা appeared first on UK BANGLA.

]]>
ইলিশ শিকারে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ অক্টোবর)। ফলে মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নামতে পারবেন জেলেরা। এরই মধ্যে সাগরে নামতে সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরা।

জেলেদের অভিযোগ, দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের উৎপাতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারেন না। তবে মৎস্য বিভাগ বলছে, জেলেদের স্বাচ্ছন্দ্যে মাছ শিকারে সব ধরনের পদক্ষেপ নেবে তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। টানা ২২ দিন পর আবারও নিজ পেশায় ফিরতে পারবেন বলে খুশি জেলেরা। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান না থাকায় ধারদেনা করে চালিয়েছেন অনেক জেলে। জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লে সেই ধারদেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা।

তবে জেলেদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জেলেদের উৎপাত ও অত্যাচার। বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় তারা। তাই এ অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে নৌবাহিনীর টহল বাড়ানোর জানিয়েছেন জেলেরা।

বিভিন্ন জেলে পাড়া ঘুরে দেখা যায়, জেলেরা সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল ঠিক করছেন আবার কেউ নৌকা মেরামত করছেন। মধ্যরাত হলেই সাগরে নেমে পড়বেন মাছ ধরার উদ্দেশ্যে।

জেলে রফিক হাওলাদার, মাঝি শহিদুল ফরাজী ও বারেক মাতুব্বর বলেন, ‘আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাতেই ইলিশ ধরতে নামতে পারবো। আবারও আমাদের সংসারের চাক ঘুরবে। সাগরে নামতে সবকিছুর প্রস্তুতি শেষ পর্যায়ে।’

তারা আরও বলেন, ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে আমাদের ঠিকমতো জাল ফেলতে দেয় না। তাদের কথা না শুনলে ওয়্যারলেসের মাধ্যমে অন্য ট্রলার জড়ো করে আমাদের ওপর হামলা চালায়। তাদের ট্রলার বেশি শক্তিশালী হওয়ায় আমরা পেরে উঠি না। যখন নৌবাহিনী টহল দেয় তখন তারা পালিয়ে যায়। নৌবাহিনী চলে গেলে তারা আবারো এসে মাছ ধরে।’

বাংলাদেশ মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, র‍্যাব যেভাবে সুন্দরবন ও বঙ্গোপসাগর থেকে জলদস্যু নির্মূল করেছে ঠিক সেভাবে ভারতীয় জেলেদের দমন করতে না পারলে জেলেরা না খেয়ে মরবে। বঙ্গোপসাগরের পশ্চিম বয়ার কাছে নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প করলে দেশের জলসীমায় ভারতীয় জেলেরা ঢুকতে পারবে না। তাই সরকারের কাছে যাতে পশ্চিমের বয়ার কাছে নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প করার জোর দাবি জানাই।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দেশে ইলিশের পরিমাণ বাড়াতে অসাধু জেলেদের আইনের আওতায় আনার পাশাপাশি নিষেধাজ্ঞার সুফলতা সম্পর্কে সচেতনতা বাড়াতেও কাজ করছি। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে জেলায় ৩৭ হাজার ৭০ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাগরে যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে এ জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

The post রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা first appeared on UK BANGLA.

The post রাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/28/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/feed/ 0
যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/#respond Thu, 20 Oct 2022 03:52:18 +0000 https://ukbangla.live/?p=16877 সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো। বিবৃতিতে বলা হয়েছে, […]

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের appeared first on UK BANGLA.

]]>
সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি ও তা উসকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার শিকার ব্রিটিশ ব্যক্তিরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না ও তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

সন্ত্রাসবাদ, ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করেছে।

ইউরোপীয় ইউনিয়ন গত সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ইরানের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/feed/ 0
খাদ্যঘাটতি এড়াতে পশ্চিমাবিশ্বকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: পুতিন https://ukbangla.live/2022/07/20/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%258f%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/07/20/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/#respond Wed, 20 Jul 2022 06:43:34 +0000 https://ukbangla.live/?p=12804 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাবিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। খবর এএফপি’র। ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি সহজ করবো। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির জন্য আকাশ পথে সরবরাহ সংশ্লিষ্ট […]

The post খাদ্যঘাটতি এড়াতে পশ্চিমাবিশ্বকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: পুতিন first appeared on UK BANGLA.

The post খাদ্যঘাটতি এড়াতে পশ্চিমাবিশ্বকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: পুতিন appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাবিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। খবর এএফপি’র।

ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি সহজ করবো। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির জন্য আকাশ পথে সরবরাহ সংশ্লিষ্ট সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’

ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে।

পুতিন বলেন, ‘আপনারা জানেন আমেরিকানরা বিশ্ব বাজারে রাশিয়ার সার সরবরাহের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া অপরিহার্য ছিল।’

তিনি আরও বলেন, ‘যদি তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারের উন্নতি দেখতে চায়, তাহলে আমি আশা করি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য সরবরাহ নিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে জাতিসংঘ বলেছে, এ যুদ্ধের কারণে আফ্রিকার দেশগুলো ‘নজিরবিহীন’ সংকটের মুখে পড়েছে।

The post খাদ্যঘাটতি এড়াতে পশ্চিমাবিশ্বকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: পুতিন first appeared on UK BANGLA.

The post খাদ্যঘাটতি এড়াতে পশ্চিমাবিশ্বকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: পুতিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/20/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য https://ukbangla.live/2022/06/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/06/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7/#respond Wed, 08 Jun 2022 03:44:12 +0000 https://ukbangla.live/?p=10670 রাশিয়ার ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস বলেছেন, ‘ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন একটুও কমবে না এবং রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে।’ ব্রিটিশ মন্ত্রিসভার সোমবারের বৈঠকের বিবরণীর বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযানে নামে রাশিয়ান বাহিনী। অভিযানের […]

The post রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস বলেছেন, ‘ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন একটুও কমবে না এবং রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে।’

ব্রিটিশ মন্ত্রিসভার সোমবারের বৈঠকের বিবরণীর বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযানে নামে রাশিয়ান বাহিনী। অভিযানের ফলে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গোলা হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের একাধিকবার শান্তি আলোচনা হলেও তেমন কোনো উল্লেখযোগ্য ফল এখনও অর্জিত হয়নি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের প্রতি সমর্থন কখনোই তুলে নেবে না। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে। ইউক্রেনের ভবিষ্যত পুনর্গঠনে বৈশ্বিক মিত্র দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও ইউক্রেনের প্রতি তাঁর দেশের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কি যেনতেন শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছেন না। যেনতেনভাবে চুক্তি করা হলে তা বেশি দিন টিকবে না। যেখানে পুতিনের অতর্কিত আগ্রাসনকে দায়মুক্তি দেওয়া হবে, এমন যেকোনো প্রস্তাব প্রত্যাখান করতে হবে বিশ্বনেতাদের।’

The post রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7/feed/ 0
কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র https://ukbangla.live/2022/06/02/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%2589%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/02/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/#respond Thu, 02 Jun 2022 06:33:20 +0000 https://ukbangla.live/?p=10379 মার্কিন সরকার বুধবার কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মে মাসে কিউবার ওপর থেকে যে ক’টি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল এটি তার একটি। এ উদ্যোগের ফলে মার্কিন এয়ারলাইন্সগুলো রাজধানী হাভানা ছাড়াও দেশটির অন্যান্য বিমানবন্দরেও উঠানামা করতে পারবে। পরিবহন দপ্তরের এক ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে। বাইডেন […]

The post কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র first appeared on UK BANGLA.

The post কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র appeared first on UK BANGLA.

]]>
মার্কিন সরকার বুধবার কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মে মাসে কিউবার ওপর থেকে যে ক’টি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল এটি তার একটি।

এ উদ্যোগের ফলে মার্কিন এয়ারলাইন্সগুলো রাজধানী হাভানা ছাড়াও দেশটির অন্যান্য বিমানবন্দরেও উঠানামা করতে পারবে। পরিবহন দপ্তরের এক ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

বাইডেন প্রশাসন গত ১৬ মে কিউবার ওপর থেকে বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এ ঘোষণাকে মার্কিন কর্মকর্তারা বাস্তবভিত্তিক পদক্ষেপ বলে বর্ণনা করে যা কিউবানদের মানবিক দুর্দশা কমাবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা বিস্তৃত করবে।

এদিকে কিউবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মে মাসে ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, এটি সঠিক পথের একটি ছোট্ট পদক্ষেপ। কারণ, এ পদক্ষেপের ফলে ১৯৬২ সালে কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না।

The post কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র first appeared on UK BANGLA.

The post কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/02/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার https://ukbangla.live/2022/04/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%af%e0%a7%ae-%e0%a6%b8%e0%a6%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%2582%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25a9%25e0%25a7%25af%25e0%25a7%25ae-%25e0%25a6%25b8%25e0%25a6%25a6 https://ukbangla.live/2022/04/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%af%e0%a7%ae-%e0%a6%b8%e0%a6%a6/#respond Thu, 14 Apr 2022 05:41:27 +0000 https://ukbangla.live/?p=7250 রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়। খবর এএফপি’র। মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায়, নিকট ভবিষ্যতে […]

The post মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার first appeared on UK BANGLA.

The post মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার appeared first on UK BANGLA.

]]>
রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়। খবর এএফপি’র।

মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায়, নিকট ভবিষ্যতে মস্কোরও ওয়াশিংটনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে।

পৃথক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডা সিনেটের ৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অটোয়ার অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি পশ্চিমাপন্থীরা ইউক্রেনে সৈন্য পাঠানোর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে রয়েছে সুইফট বার্তা পদ্ধতি থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বাহিরে রাখা, কয়লা নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা।

সমন্বিত পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো গুপ্তচর বৃত্তির সন্দেহে রাশিয়ার অনেক কূটনীতিককে বহিস্কারও করে।

বুধবার রাশিয়া জানায়, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে ইইউ দেশের দূতাবাস থেকে চেকের এক সিনিয়র কূটনীতিককে বহিস্কার করে।

The post মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার first appeared on UK BANGLA.

The post মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/14/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%af%e0%a7%ae-%e0%a6%b8%e0%a6%a6/feed/ 0
এবার বাইডেন ও তার ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া https://ukbangla.live/2022/03/16/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2593-%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/03/16/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/#respond Wed, 16 Mar 2022 03:21:17 +0000 https://ukbangla.live/?p=4923 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ১৫ মার্চ থেকে মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট […]

The post এবার বাইডেন ও তার ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া first appeared on UK BANGLA.

The post এবার বাইডেন ও তার ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ১৫ মার্চ থেকে মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

রাশিয়ার নিষেধজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু হয়। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

ইউক্রেনে আগ্রাসনের জবাবে পশ্চিমা দেশগুলো সরাসরি সংঘাতে না জড়ালেও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো মস্কোর ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।

জবাবে ইউরোপে গ্যাস রফতানি বন্ধ করাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় রাশিয়া। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তারা।

The post এবার বাইডেন ও তার ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া first appeared on UK BANGLA.

The post এবার বাইডেন ও তার ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/16/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/feed/ 0
ইউক্রেইন সঙ্কট: রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%259f-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2593 https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93/#respond Wed, 23 Feb 2022 04:43:23 +0000 https://ukbangla.live/?p=3109 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশ ইউক্রেনের দুই অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশের পর থেকে একের পর এক বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় পড়ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন বাতিল করেছে জার্মানি। খবর বিবিসির। রাশিয়া আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইউক্রেইনে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের […]

The post ইউক্রেইন সঙ্কট: রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post ইউক্রেইন সঙ্কট: রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশ ইউক্রেনের দুই অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশের পর থেকে একের পর এক বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় পড়ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন বাতিল করেছে জার্মানি। খবর বিবিসির।

রাশিয়া আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইউক্রেইনে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ যুদ্ধে জড়াতে চায় না। তবে নেটো অঞ্চলের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেইন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দিতে চাওয়ার পর থেকে উত্তেজনা চলছে কৃষ্ণ সাগর অঞ্চলে। রাশিয়া কোনোভাবেই তাদের পাশের দেশে নেটোকে জায়গা দিতে চায় না।

এদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা, অস্ট্রেলিয়া ও জাপান।

স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ওপর ‘প্রথম দফার’ নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নিষেধাজ্ঞায় মূলত রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করা হয়েছে।

বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন, রাশিয়া যদি পিছু না হটে, তাহলে তাদের ওপর আগামী দিনে ধাপে ধাপে আরও নিষেধাজ্ঞা চাপানো হবে।

টানটান উত্তেজনার মধ্যে সোমবার রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপর সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

সোমবার দোনেৎস্ক শহরের ভেতর দিয়ে রাশিয়ার ট্যাংক এবং সামরিক বহর যেতে দেখা যাওয়ার খবর মেলার পরপরই রাশিয়ার উপর নিষেধাজ্ঞার খবর আসতে থাকে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের মিত্ররা ঐক্যবদ্ধ রয়েছে দাবি করে বাইডেন ইউক্রেইনে প্রতিরক্ষা সরঞ্জাম এবং বাল্টিক অঞ্চলে নেটো জোটভুক্ত দেশে সৈন্য পাঠানোর ঘোষণাও দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যারা পুতিনের সৈন্য পাঠানোর সিদ্ধান্তকে পাস করিয়েছেন। রুশ ব্যাংকগুলোকেও ইইউতে নিষিদ্ধ করা হয়েছে।

পশ্চিমা দুনিয়ার নিষেধাজ্ঞার হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে গত সোমবার পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

The post ইউক্রেইন সঙ্কট: রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post ইউক্রেইন সঙ্কট: রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93/feed/ 0