বইমেলা - UK BANGLA News Site Thu, 17 Mar 2022 08:05:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বইমেলা - UK BANGLA 32 32 আজ পর্দা নামছে বইমেলার https://ukbangla.live/2022/03/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/03/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 17 Mar 2022 08:01:25 +0000 https://ukbangla.live/?p=5084 মাসব্যাপী চলা অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্য দিয়ে আজ তা শেষ হবে। আগের মতো লেখক-পাঠকদের উপচেপড়া ভিড় ছিল না এবারের বইমেলাতেও। তবে গতবারের চেয়ে ভালো ছিল এবারের পরিস্থিতি। তারপরও পাঠক-লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছিল বইমেলা। সেই মিলনমেলার ইতি ঘটছে আজ। আজ […]

The post আজ পর্দা নামছে বইমেলার first appeared on UK BANGLA.

The post আজ পর্দা নামছে বইমেলার appeared first on UK BANGLA.

]]>
মাসব্যাপী চলা অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্য দিয়ে আজ তা শেষ হবে।

আগের মতো লেখক-পাঠকদের উপচেপড়া ভিড় ছিল না এবারের বইমেলাতেও। তবে গতবারের চেয়ে ভালো ছিল এবারের পরিস্থিতি। তারপরও পাঠক-লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছিল বইমেলা। সেই মিলনমেলার ইতি ঘটছে আজ।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টায় অমর একুশের মূলমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও করোনার কারণে এবার শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ওইদিন বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল বইমেলা। ছুটির দিনে চলেছে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হলো। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪ টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এবারের মেলায়।

The post আজ পর্দা নামছে বইমেলার first appeared on UK BANGLA.

The post আজ পর্দা নামছে বইমেলার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
সময় বাড়লো বইমেলার, চলবে ১৭ মার্চ পর্যন্ত https://ukbangla.live/2022/02/27/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a7%25a7 https://ukbangla.live/2022/02/27/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a7/#respond Sun, 27 Feb 2022 07:21:47 +0000 https://ukbangla.live/?p=3503 অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ বই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বেলে অনুমোদন করেছেন। করোনার কারণে আমরা আতংকে ছিলাম যে বইমেলা করতে পারবো কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল […]

The post সময় বাড়লো বইমেলার, চলবে ১৭ মার্চ পর্যন্ত first appeared on UK BANGLA.

The post সময় বাড়লো বইমেলার, চলবে ১৭ মার্চ পর্যন্ত appeared first on UK BANGLA.

]]>
অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ বই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বেলে অনুমোদন করেছেন। করোনার কারণে আমরা আতংকে ছিলাম যে বইমেলা করতে পারবো কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করবো কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।

দেরিতে শুরু হলেও এবার প্রায় শুরু থেকেই জমজমাট মেলাপ্রাঙ্গণ। বই বেচাবিক্রিও নেহাত কম নয়। অথচ করোনার কথা মাথায় রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ছিল মেলার শেষ দিন। এরই মধ্যে কমে এসেছে করোনার প্রভাব। দেশে দিন দিন কমছে এর সংক্রমণ। ফলে দাবি ওঠে সময় বাড়ানোর। সব দিক বিবেচনায় মেলার সময় বৃদ্ধির ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্‌বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি প্রকাশকদের পক্ষ থেকে তোলা মেলার সময় বাড়ানোর দাবির পক্ষে সায় দেন।

মেলার উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রকাশকদের পক্ষ থেকেও একটা দাবি এসেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যে ১৭ মার্চ, সে হিসাবে মার্চ মাস পর্যন্ত এটা চালাতে পারে। আমি মনে করি, বইমেলাটা আমরা এক মাস চালাতে পারি।’

The post সময় বাড়লো বইমেলার, চলবে ১৭ মার্চ পর্যন্ত first appeared on UK BANGLA.

The post সময় বাড়লো বইমেলার, চলবে ১৭ মার্চ পর্যন্ত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/27/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a7/feed/ 0
আবেগের দিনে বইমেলায় জনস্রোত, নতুন বই এসেছে ২২৪টি https://ukbangla.live/2022/02/21/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/21/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8/#respond Mon, 21 Feb 2022 16:15:53 +0000 https://ukbangla.live/?p=2987 ভাষার অধিকার আদায়ে রক্ত ঝরানোর দিন একুশে ফেব্রুয়ারি। দিনটি প্রতিটি বাঙালির আবেগের একটি দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটির দিন থাকায় আজ অমর একুশে বইমেলায় জনসমাগম ছিল বেশি। অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে ২২৪টি নতুন বই এসসছে। সোমবার মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে চলেছে রাত ৯টা পর্যন্ত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক […]

The post আবেগের দিনে বইমেলায় জনস্রোত, নতুন বই এসেছে ২২৪টি first appeared on UK BANGLA.

The post আবেগের দিনে বইমেলায় জনস্রোত, নতুন বই এসেছে ২২৪টি appeared first on UK BANGLA.

]]>
ভাষার অধিকার আদায়ে রক্ত ঝরানোর দিন একুশে ফেব্রুয়ারি। দিনটি প্রতিটি বাঙালির আবেগের একটি দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটির দিন থাকায় আজ অমর একুশে বইমেলায় জনসমাগম ছিল বেশি। অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে ২২৪টি নতুন বই এসসছে।

সোমবার মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে চলেছে রাত ৯টা পর্যন্ত।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। রাত সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়।

বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা ২০২২। স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ‘ফিরে দেখা: আমাদের ভাষা আন্দোলন’- শীর্ষক অমর একুশে বক্তৃতা প্রদান করেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, আমাদের একুশ এখন সারা বিশ্বের। একুশের সত্তর বছর আমাদের জাতিসত্তার উৎসমূলে নতুন করে দৃষ্টিপাত এবং ভাষা-সংস্কৃতি ও জাতিতাত্ত্বিক নিবিড় আত্মঅন্বেষায় উদ্বুদ্ধ করে।

প্রবান্ধিক ও কবি আসাদ চৌধুরী বলেন, আজ ২১ ফেব্রুয়ারি অমর একুশের সত্তর বছর পূর্ণ হল। তবে বাঙালির ভাষা আন্দোলন কেবল সত্তর বছরের বিষয় নয়। হাজার বছর ধরে বাঙালি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজস্ব ভাষা ও সংস্কৃতির অধিকারের জন্য লড়াই করে এসেছে। এ লড়াই কেবল সাংস্কৃতিক লড়াই ছিল না, এ লড়াই ছিল অর্থনৈতিক-সামাজিক এবং অবশ্যই রাজনৈতিক।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মূলে ছিল পূর্ববাংলার সংগ্রামী জনগণের লড়াকু ভূমিকা। তারা এ আন্দোলনকে রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার পরিণতিতে নিয়ে গেছে এবং কালক্রমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়কে আসন্ন করেছে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, অমর একুশের সত্তর বছরপূর্তি বাঙালি জাতির জন্য পরম গৌরবের বিষয়। ভাষা সংগ্রামের মধ্য দিয়ে ভাষাভিত্তিক বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা আমাদের সবচেয়ে বড় অর্জন।

আজ ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাকিদ হায়দার, বিমল গুহ এবং আবদুস সামাদ ফারুক। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী দেওয়ান সাইদুল হাসান, জয়ন্ত রায়, শাহাদৎ হোসেন নিপু। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পা ও ফরহাদ আহমেদ শামীম। সংগীত পরিবেশন করেন মহাদেব চন্দ্র ঘোষ, কল্যাণী ঘোষ, স্বর্ণময়ী মণ্ডল, তাজুল ইমাম ও আরিফ রহমান। যন্ত্রানুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কী-বোর্ড), মো. আরিফ কোরাইশী (গীটার), মো. ফারুক (অক্টোপ্যাড)।

ভাষাশহীদ মুক্তমঞ্চে সকাল ৮টায় কবি অসীম সাহার সভাপতিত্বে শুরু হয় ‘কবিকণ্ঠে কবিতা পাঠ’। স্বরচিত কবিতাপাঠে অংশ নেন অর্ধশতাধিক কবি। বিকেল ৩টায় এই মঞ্চে অনুষ্ঠিত হয় কবিকণ্ঠে একুশে কবিতাপাঠ। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন পঁচিশজন কবি। এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সচিব কবি হাসানাত লোকমান। অমর একুশের সত্তর বছর পূর্তি স্মরণে এই মঞ্চে বিকেল ৪ টায় প্রদর্শিত হয় শহীদ জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনের ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

আগামীকালের অনুষ্ঠান: মেলার অষ্টম দিন আগামীকাল। মেলা চলবে দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ : লেখক বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ সেলিম। আলোচনায় অংশ নেবেন ঝর্না রহমান এবং তানভীর আহমেদ সিডনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এ ছাড়া সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

The post আবেগের দিনে বইমেলায় জনস্রোত, নতুন বই এসেছে ২২৪টি first appeared on UK BANGLA.

The post আবেগের দিনে বইমেলায় জনস্রোত, নতুন বই এসেছে ২২৪টি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/21/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8/feed/ 0
বুধবার বইমেলায় নতুন বই এসেছে ১৮টি https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2581%25e0%25a6%25a7%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%b8/#respond Thu, 17 Feb 2022 05:58:25 +0000 https://ukbangla.live/?p=2602 অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। বইমেলা এখনও জমে ওঠেনি। গতকাল বুধবার অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ১৮টি বাংলা একাডেমি জানিয়েছে, বুধবার অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ১৮টি। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুভাষ সিংহ […]

The post বুধবার বইমেলায় নতুন বই এসেছে ১৮টি first appeared on UK BANGLA.

The post বুধবার বইমেলায় নতুন বই এসেছে ১৮টি appeared first on UK BANGLA.

]]>
অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। বইমেলা এখনও জমে ওঠেনি। গতকাল বুধবার অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ১৮টি

বাংলা একাডেমি জানিয়েছে, বুধবার অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ১৮টি। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুভাষ সিংহ রায়। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মাকসুদ কামাল এবং লেখক-গবেষক ফারুক মঈনউদ্দীন।

প্রাবন্ধিক বলেন, বঙ্গবন্ধু মাত্র ১৩১৪ দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বাংলাদেশকে ভিত্তি দিয়ে গেছেন। সেই অল্প সময়েই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে রেখে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশ চলছিল সম্পূর্ণ উল্টো পথে।

এইচ এন আশিকুর রহমান বলেন, বাংলাদেশ যে উন্নয়নের ধারায় আজ অনেক দূর অগ্রসর হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। আজ বাংলাদেশ একটি মানবিক ও প্রযুক্তিগত উন্নয়নের রাষ্ট্র।

গতকার লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন জসীম মল্লিক, নাহার মনিকা ও আদনান সৈয়দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি নাসির আহমেদ, হালিম আজাদ ও মোহাম্মদ সাদিক। আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, লায়লা আফরোজ ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, তিমির নন্দী ও তানজিনা করিম স্বরলিপি।

আজ অমর একুশে বইমেলার তৃতীয় দিন। মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন বাবুল বিশ্বাস ও মোমিন রহমান। আলোচনায় অংশ নেবেন অরুণা বিশ্বাস ও সাজ্জাদ বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার।

The post বুধবার বইমেলায় নতুন বই এসেছে ১৮টি first appeared on UK BANGLA.

The post বুধবার বইমেলায় নতুন বই এসেছে ১৮টি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%b8/feed/ 0
টিকা সনদ ছাড়া খাবার খাওয়া যাবে না বইমেলায় https://ukbangla.live/2022/02/14/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a6%25a6-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be-%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a6%25af https://ukbangla.live/2022/02/14/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a6%af/#respond Mon, 14 Feb 2022 09:57:37 +0000 https://ukbangla.live/?p=2338 করোনা মহামারির কারণে ২ সপ্তাহ পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা আগামীকাল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভার্চুয়ালি ১৪ দিনের (আপাতত সিদ্ধান্ত অনুযায়ী) বইমেলা উদ্বোধন করবেন। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। তবে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ […]

The post টিকা সনদ ছাড়া খাবার খাওয়া যাবে না বইমেলায় first appeared on UK BANGLA.

The post টিকা সনদ ছাড়া খাবার খাওয়া যাবে না বইমেলায় appeared first on UK BANGLA.

]]>
করোনা মহামারির কারণে ২ সপ্তাহ পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা আগামীকাল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভার্চুয়ালি ১৪ দিনের (আপাতত সিদ্ধান্ত অনুযায়ী) বইমেলা উদ্বোধন করবেন। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। তবে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিডের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে সংক্রমণের হার কমছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে হয়ত আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের প্রণোদনা দেওয়া হবে কি না জানতে চাইলে কে এম খালিদ বলেন, এবারের মেলা প্রকাশকদের মেলা। তারা একটি মেলার জন্য অনেক দিন অপেক্ষা করেন। আমরা কোনোভাবেই চাইব না মেলার প্রাণশক্তি যেন ক্ষতিগ্রস্ত হয়। গত বছর আমরা তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয়, তাহলে আমরা মনে করি সেটি তাদের জন্য প্রণোদনা হবে।

এখনও অধিকাংশ স্টলের কাজ শেষ হয়নি, আগামীকাল মেলার আয়োজন করতে বাংলা একাডেমি কতটুকু প্রস্তুত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি, মেলার স্টল-প্যাভিলিয়নের কাজ আগামী ২৪ ঘণ্টাকে ৪৮ ঘণ্টা বানিয়ে শেষ করবেন তারা।

সচিব আবুল মনসুর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবার আমরা মেলা আয়োজন করতে পারছি। মেলায় সরকারের স্বাস্থ্য প্রটোকল আমরা মেনে চলব। মেলায় সার্বক্ষণিক আমাদের একটি মোবাইল কোর্ট থাকবে, যেন গেটে কেউ মাস্ক পরে ঢুকলেও মেলার ভেতরে কেউ মাস্ক খুলতে না পরে। আমরা প্রকাশক ও বিক্রেতা সমিতিকে বলেছি, প্রতিটি দোকানে ‘নো মাস্ক নো সেল’ এর ব্যানার লাগাতে।

তিনি আরও বলেন, গতকালই আমরা খাবারের স্টলগুলোকে জানিয়ে দিয়েছি তাদের আঙিনায় যেন কেউ টিকা সনদ ছাড়া ঘুরতে না পারে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে।

বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, অমর একুশে বইমেলার ৫০ বছর হয়েছে। আমাদের দেশের স্বাধীনতা ৫০ বছর পূর্ণ হয়েছে। অনেক ভুল-ভ্রান্তি সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। বইমেলা পূর্ণতা পেতে এক সপ্তাহে সময় লাগে। আশা করছি, এ বার সেটা হবে না।

মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ জানান, এবার ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ৩৫টি প্যাভিলিয়ন। মেলার মূল আয়তন ৭ লাখ বর্গফুট।

The post টিকা সনদ ছাড়া খাবার খাওয়া যাবে না বইমেলায় first appeared on UK BANGLA.

The post টিকা সনদ ছাড়া খাবার খাওয়া যাবে না বইমেলায় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a6%af/feed/ 0
কাল শুরু অমর একুশে বইমেলা https://ukbangla.live/2022/02/14/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2581-%25e0%25a6%2585%25e0%25a6%25ae%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/14/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#respond Mon, 14 Feb 2022 05:30:08 +0000 https://ukbangla.live/?p=2314 ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে এ মেলা। এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা জানান, […]

The post কাল শুরু অমর একুশে বইমেলা first appeared on UK BANGLA.

The post কাল শুরু অমর একুশে বইমেলা appeared first on UK BANGLA.

]]>
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে এ মেলা।

এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা জানান, ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক।

এদিকে প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

এখনও পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে- ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

The post কাল শুরু অমর একুশে বইমেলা first appeared on UK BANGLA.

The post কাল শুরু অমর একুশে বইমেলা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব https://ukbangla.live/2022/02/01/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25ab-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/02/01/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/#respond Tue, 01 Feb 2022 09:54:58 +0000 https://ukbangla.live/?p=925 নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। তবে কিছু শর্ত সাপেক্ষ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মেলার সময়সীমা কমিয়ে ১৪ দিন করা হচ্ছে। সেই অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা […]

The post ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব first appeared on UK BANGLA.

The post ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। তবে কিছু শর্ত সাপেক্ষ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মেলার সময়সীমা কমিয়ে ১৪ দিন করা হচ্ছে। সেই অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‌স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এবং অন্যপ্রকাশের সিইও মাজহারুল ইসলামও ফেসবুক স্ট্যাটাসে একই তথ্য জানিয়েছেন।

দুপুর পৌনে ২টার দিকে দেওয়া স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লিখেছেন, ‘এ বছর অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির সঙ্গে দুই প্রকাশক সমিতির নেতাদের সভায় এ প্রস্তাব গৃহীত হয়।’

এর আগে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।

১৬ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।’

The post ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব first appeared on UK BANGLA.

The post ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/01/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/feed/ 0