বাইডেন - UK BANGLA News Site Thu, 17 Nov 2022 03:48:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বাইডেন - UK BANGLA 32 32 বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%258b%25e0%25a6%25b7%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/#respond Thu, 17 Nov 2022 03:48:04 +0000 https://ukbangla.live/?p=17879 ইন্দোনেশিয়ায় আয়োজিত জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জি-টোয়েন্টি সম্মেলনে দুই শীর্ষ নেতার আলোচনায় উঠে আসে রাশিয়া-ইউক্রেন ইস্যু। […]

The post বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক first appeared on UK BANGLA.

The post বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক appeared first on UK BANGLA.

]]>
ইন্দোনেশিয়ায় আয়োজিত জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি-টোয়েন্টি সম্মেলনে দুই শীর্ষ নেতার আলোচনায় উঠে আসে রাশিয়া-ইউক্রেন ইস্যু। এ সময় রাশিয়ার সামরিক অভিযানকে অত্যন্ত বর্বোরচিত বলে আখ্যা দেন দুই নেতা। পাশাপাশি যতদিন ইউক্রেনে পুতিন সেনাদের হামলা অব্যাহত থাকবে ততদিন দেশটিকে সাহায্য করার ঘোষণা দিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ইউক্রেন এবং দেশটির নাগরিকদের পাশে আছি। যতদিন রাশিয়ার তাদের আগ্রাসী ভূমিকা পালন করবে ততদিন আমরা তাদের সাহায্যে করবো।

দুইদিনের আয়োজিত সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন সুনাক। তাদের বৈঠকের পরই প্রতিবছর ভারত থেকে তিন হাজার তরুণ পেশাজীবী নেয়ার কথা জানায় ব্রিটিশ সরকার। এর ফলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনকি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক স্থাপনে এটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে জি-টোয়েন্টি সম্মেলনের মধ্যে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। এসময় ইউক্রেনে চলমান রুশ হামলার তীব্র নিন্দা জানান তারা।

এছাড়া খাদ্য ও জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জি-টোয়েন্টির সম্মেলনে দেয়া বক্তব্যে নিজ দেশের উদ্বেগের কথা জানান তিনি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর ঘোষণার পরে সময় না মেলায় বাতিল হয়ে যায় শি এবং সুনাকের পূর্ব নির্ধারিত বৈঠক। তবে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক না হলেও তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আগের মতোই স্থিতিশীল থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চীন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানই বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের উপায় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। জি-টোয়েন্টি সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে জি-টুয়েন্টি সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা। সম্মেলনের দ্বিতীয় দিনে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানায় তারা। পাশাপাশি দেশটির হাসপাতাল, স্কুল- কলেজ, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিরও বিরোধিতা করেন তারা। এমনকি যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজ বন্ধ থাকায় বিষয়টি নিয়েও আলোচনা করেন তারা। তবে বিশ্ব নেতাদের নিন্দা প্রকাশের পর এখন পর্যন্ত কোন মন্তব্য করে নি রুশ কর্তৃপক্ষ।

The post বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক first appeared on UK BANGLA.

The post বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8b%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/feed/ 0
চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন https://ukbangla.live/2022/10/27/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25a8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/27/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be/#respond Thu, 27 Oct 2022 06:01:59 +0000 https://ukbangla.live/?p=17145 তাইওয়ান, বাণিজ্যসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। আর বিভিন্ন সময়ই দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়ে যায় আরও। বৈশ্বিক এই দুই পরাশক্তির মধ্যে দেখা দেয় যুদ্ধে আশঙ্কাও। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং এই বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন। […]

The post চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন first appeared on UK BANGLA.

The post চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
তাইওয়ান, বাণিজ্যসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। আর বিভিন্ন সময়ই দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়ে যায় আরও। বৈশ্বিক এই দুই পরাশক্তির মধ্যে দেখা দেয় যুদ্ধে আশঙ্কাও।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং এই বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নিজের শীর্ষ সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটি জানেন।

বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নেতৃত্ব অব্যাহত রাখবে।

চীনাদের সম্পর্কে বাইডেন বলেন, ‘আমরা তাদের সাথে বিরোধ চাই না।’

যদিও এর আগে চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন। গত ১৮ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়- মার্কিন বাহিনী চীনের দাবিকৃত স্ব-শাসিত দ্বীপটিকে রক্ষা করবে কিনা। বাইডেন উত্তর দেন: ‘হ্যাঁ, যদি বাস্তবে সেখানে (তাইওয়ানে) অভূতপূর্ব কোনো আক্রমণ হয়, তাহলে (রক্ষা করবে)।’

বাইডেন ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি আরও স্পষ্ট করতে মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’

এর আগে গত মে মাসে জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাইওয়ানকে রক্ষা করার জন্য তিনি সামরিকভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক কিনা এবং উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ … এটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

গত বছরের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং।

The post চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন first appeared on UK BANGLA.

The post চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/27/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন https://ukbangla.live/2022/10/26/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%258b-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a3%25e0%25a7%2581-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25b9%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/26/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/#respond Wed, 26 Oct 2022 04:45:14 +0000 https://ukbangla.live/?p=17091 ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার কারণে দখল করা এলাকাগুলো থেকে প্রায়ই পিছু হটছে রুশ সেনারা। এর জবাবে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকিও দেখছেন অনেকে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনো […]

The post যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন first appeared on UK BANGLA.

The post যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার কারণে দখল করা এলাকাগুলো থেকে প্রায়ই পিছু হটছে রুশ সেনারা। এর জবাবে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকিও দেখছেন অনেকে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনো বাড়াবাড়ি করা হলে তা হবে একটি গুরুতর ভুল। বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মূলত চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এই ধরনের পদক্ষেপ পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে বলেও রাশিয়া জানিয়েছে। এছাড়া ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরক যন্ত্র দিয়ে এই ধরনের হামলার পরিকল্পনা করছে এবং (সেই ধরনের কোনো হামলার ঘটনার জন্য) কিয়েভকে দায়ী করতে চাইছে।

উভয় দেশের পাল্টাপাল্টি এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি মনে করেন- রাশিয়া ডার্টি বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যার দায় ইউক্রেনের ঘাড়ে চাপানো হবে। আর তাই বাইডেন সতর্ক করে বলেন: ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া অবিশ্বাস্যভাবে গুরুতর ভুল করবে।’

রাশিয়া এই সপ্তাহে বলেছে, ইউক্রেন তার নিজের ভূখণ্ডে তথাকথিত ডার্টি বোমা ব্যবহার করতে পারে। মূলত ডার্টি বোমা হলো এমন একটি প্রচলিত বোমা যা তেজস্ক্রিয়, জৈবিক বা রাসায়নিক পদার্থে সজ্জিত থাকে এবং বিস্ফোরণের পর সেগুলো ছড়িয়ে পড়ে।

মঙ্গলবারও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন তার নিজের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে। তবে পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে ভুল তথ্য এবং যুদ্ধের তীব্রতা আরও বাড়ানোর অজুহাত হিসাবে আখ্যা দিয়ে রাশিয়ার দাবি খারিজ করেছেন।

মঙ্গলবার বাইডেন বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি না যে, রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনের ঘাড়ে দোষ চাপাবে। আমরা এখনও এ বিষয়ে জানি না। তবে (রাশিয়া তা করলে) গুরুতর ভুল হবে।’

The post যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন first appeared on UK BANGLA.

The post যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/26/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
ইউক্রেনে রাশিয়ার দাবীকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না: বাইডেন https://ukbangla.live/2022/09/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/#respond Fri, 30 Sep 2022 06:58:10 +0000 https://ukbangla.live/?p=16148 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে […]

The post ইউক্রেনে রাশিয়ার দাবীকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না: বাইডেন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে রাশিয়ার দাবীকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না।’

তিনি বলেন, ‘তথাকথিত গণভোট ছিল একটি প্রহসন, একটি সম্পূর্ণ ছলনা। ফলাফল মস্কোতে তৈরি করা হয়েছিল।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সত্যিকারের ইচ্ছা প্রতিদিন প্রতিফলিত হচ্ছে, কারণ তারা তাদের জনগণকে বাঁচাতে এবং তাদের দেশের স্বাধীনতা বজায় রাখতে তাদের জীবন উৎসর্গ করছে।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষার জন্য ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জাতিসংঘের সনদ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।’

ক্রেমলিন বলেছে, ইউক্রেনের চারটি অংশের সংযুক্তিকরণ আনুষ্ঠানিকভাবে শুক্রবার ঘোষণা করা হবে, পুতিন একটি বক্তৃতা দেবেন।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা স্থল অভিযানে ইউক্রেনের সাফল্যের মধ্যে পুতিন অঞ্চলগুলিকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার গোপন হুমকি দিয়েছেন। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে ক্রেমলিনের মঞ্চস্থ ভোটকে আন্তর্জাতিক শান্তির অবমাননা বলে অভিহিত করেছেন।

The post ইউক্রেনে রাশিয়ার দাবীকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না: বাইডেন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে রাশিয়ার দাবীকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/feed/ 0
চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন https://ukbangla.live/2022/09/19/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/09/19/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95/#respond Mon, 19 Sep 2022 03:50:48 +0000 https://ukbangla.live/?p=15740 চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, […]

The post চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন first appeared on UK BANGLA.

The post চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি।

রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ই এ বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছে। তবে তাইওয়ান ইস্যুতে এটিই জো বাইডেনের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য এবং এটি বেইজিংকে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে।

রোববার সিবিএস নিউজের প্রকাশিত সাক্ষাৎকার ‘৬০ মিনিটস’-এ বাইডেনের কাছে জানতে চাওয়া হয়- মার্কিন বাহিনী চীনের দাবিকৃত স্ব-শাসিত দ্বীপটিকে রক্ষা করবে কিনা। বাইডেন উত্তর দেন: ‘হ্যাঁ, যদি বাস্তবে সেখানে (তাইওয়ানে) অভূতপূর্ব কোনো আক্রমণ হয়, তাহলে (রক্ষা করবে)।’

বাইডেন ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি আরও স্পষ্ট করতে মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’

সাক্ষাৎকারে দেওয়া বাইডেনের স্পষ্ট এমন মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত তাইওয়ান ইস্যুতে তাদের দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে এসেছে বলে মনে হয়েছে। এছাড়া এই দ্বীপ ভূখণ্ডটি রক্ষায় মার্কিন সেনাদের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে তার সর্বশেষ এই বক্তব্যও ছিল আগের অন্যান্য বিবৃতির চেয়ে স্পষ্ট।

রয়টার্স বলছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতিতে আটকে আছে এবং তাইওয়ানের ওপর চীনা আক্রমণ হলে ওয়াশিংটন সামরিকভাবে প্রতিক্রিয়া জানাবে কিনা তা স্পষ্ট করেনি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতির পরিবর্তন হয়নি। মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট আগেও এই কথা বলেছিলেন। এমনকি এই বছরের শুরুর দিকে টোকিও সফরের সময়ও তিনি এমনটি বলেছেন। তিনি তখনও স্পষ্ট করে দিয়েছিলেন যে আমাদের তাইওয়ানের নীতি পরিবর্তন হয়নি। সেটাই এখনও সত্য।’

সিবিএস নিউজকে জো বাইডেন এই সাক্ষাৎকারটি গত সপ্তাহে দিয়েছিলেন। আর প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে এখন ব্রিটেনে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এর আগে গত মে মাসে জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাইওয়ানকে রক্ষা করার জন্য তিনি সামরিকভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক কিনা এবং উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ … এটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’

সিবিএস নিউজের ৬০ মিনিটস সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন অবশ্য পুনর্ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না এবং আমরা ‘এক-চীন’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইপেইকে নয় বেইজিংকে স্বীকৃতি দেয়।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ এই মন্তব্য নিশ্চিতভাবে বেইজিংকে ক্ষুব্ধ করবে। এশিয়ার পরাশক্তি এই দেশটি গত আগস্টে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের সময়ও ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছিল।

ওয়াশিংটনে চীনের দূতাবাস অবশ্য বাইডেনের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

গত বছরের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং।

অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান। চীনা প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে সেসময় তাইওয়ান জানায়, দেশের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকবে।

তবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিংয়ের চেষ্টার কমতি নেই। তাইওয়ান উপত্যাকার চারদিকে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে চীন। এমনকি গত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) লঙ্ঘন করে আসছে বৈশ্বিক এই পরাশক্তি দেশটি।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

The post চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন first appeared on UK BANGLA.

The post চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/19/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95/feed/ 0
রানির শেষকৃত্যে থাকবেন বাইডেন https://ukbangla.live/2022/09/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a6%2595%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/09/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac/#respond Sat, 10 Sep 2022 07:51:39 +0000 https://ukbangla.live/?p=15494 যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে বক্তৃতা শেষে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়, রানির শেষকৃত্যে বাইডেনের যোগদান নিয়ে এটাই ছিল সুনির্দিষ্ট কোনো বক্তব্য। বাইডেন বলেন, ‘এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না, তবে […]

The post রানির শেষকৃত্যে থাকবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post রানির শেষকৃত্যে থাকবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে বক্তৃতা শেষে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়, রানির শেষকৃত্যে বাইডেনের যোগদান নিয়ে এটাই ছিল সুনির্দিষ্ট কোনো বক্তব্য।

বাইডেন বলেন, ‘এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না, তবে আমি যাচ্ছি।’

প্রেসিডেন্ট আরও বলেন, রাজা চার্লসের বিষয়ে জানাশোনা আছে তার, তবে রানির মৃত্যুর পর তার সঙ্গে কথা হয়নি।

ওহাইওতে বাইডেনের বক্তব্যের আগে রানির শেষকৃত্যে তার যোগদান নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় গত বৃহস্পতিবার। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

এলিজাবেথ ৭০ বছরের বেশি সময় রাজত্ব করেছেন। তার সময়ে ১৪ জন প্রেসিডেন্ট দেখেছে যুক্তরাষ্ট্র।

রানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার শোকবার্তায় বলেছেন, অনন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন এলিজাবেথ। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দৃঢ় সম্পর্ককে আরও গভীর করেছেন।

The post রানির শেষকৃত্যে থাকবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post রানির শেষকৃত্যে থাকবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac/feed/ 0
উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস-বাইডেন https://ukbangla.live/2022/09/07/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2589%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/09/07/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#respond Wed, 07 Sep 2022 07:11:06 +0000 https://ukbangla.live/?p=15352 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে উভয়ের মধ্যে ফোনে আলাপ হয়। সে সময়ে উভয়ে এ বিষয়ে সম্মত হন। ডাউনিং স্ট্রিটের একজন নারী মুখপাত্র জানান, ট্রাস ফোনে বাইডেনকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা হিসেবে অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ওয়াশিংটনের […]

The post উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস-বাইডেন first appeared on UK BANGLA.

The post উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস-বাইডেন appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে উভয়ের মধ্যে ফোনে আলাপ হয়। সে সময়ে উভয়ে এ বিষয়ে সম্মত হন।

ডাউনিং স্ট্রিটের একজন নারী মুখপাত্র জানান, ট্রাস ফোনে বাইডেনকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা হিসেবে অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ওয়াশিংটনের সাথে নিবিড়ভাবে কাজ করতে তিনি আগ্রহী।

উভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে যুদ্ধ শুরুর কারনে যে তীব্র র্অথনৈতিক সংকট দেখা দিয়েছে তা নিয়েও আলোচনা করেন।

ট্রাসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এক বছরের দায়িত্বপালনকালে উত্তর আয়ারল্যান্ডে বেক্সিটোত্তোর উত্তেজনা এবং ব্রাসেলস, ডাবলিন ও ওয়াশিংটনের সাথে ব্রিটেনের সম্পর্কে চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে উভয়ের আলোচনায় বিষয়গুলো উঠে আসে।

মঙ্গলবারের ফোনকলে ট্রাস ও বাইডেন উভয়ে ন্যাটো ও এইউকেইউএসের মাধ্যমে প্রতিরক্ষা জোট আরো জোরদারে সম্মত হয়েছেন।

বৈশ্বিক স্বাধীনতা শক্তিশালী করতে এবং এক্ষেত্রে স্বৈরশাসকদের ঝুঁকি মোকাবেলাসহ ইউক্রেনে পুতিনের ব্যর্থতা নিশ্চিতে উভয়ে তাদের অঙ্গীকার আরো জোরদার করার কথা বলেন।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, দুই নেতা বেলফাস্ট চুক্তির অভিন্ন অঙ্গীকার নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয়ে ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আয়ারল্যান্ড প্রটোকলে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছনোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

তাদের ফোন আলোচনার বিস্তারিত তুলে ধরে হোয়াইট হাউস আরো বলছে, এ দুই নেতা চীনের কারনে তৈরি চ্যলেঞ্জসমূহ মোকাবেলা এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা করেন।

ট্রাস ও বাইডেন উভয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের বিষয়টি পুনরায় নিশ্চিত এবং এ সম্পর্ক আরো গভীর করতে তারা প্রস্তুত বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিস জনসনের উত্তরসূরী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

The post উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস-বাইডেন first appeared on UK BANGLA.

The post উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস-বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/07/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা বাইডেনের https://ukbangla.live/2022/09/02/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25a4%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/02/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0/#respond Fri, 02 Sep 2022 06:45:25 +0000 https://ukbangla.live/?p=15110 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের চাঙ্গা করতে বৃহস্পতিবার তার প্রাইম টাইম ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থী’ সমর্থকদের কড়া সমালোচনা করে তাদেরকে আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন গণতন্ত্রের সূতিকাগার ফিলাডেলফিয়ায় দেয়া ভাষণে বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) মতাদর্শকে আলিঙ্গনকারী রিপাবলিকানদের উপর কড়া আক্রমণ […]

The post গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা বাইডেনের first appeared on UK BANGLA.

The post গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের চাঙ্গা করতে বৃহস্পতিবার তার প্রাইম টাইম ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থী’ সমর্থকদের কড়া সমালোচনা করে তাদেরকে আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন গণতন্ত্রের সূতিকাগার ফিলাডেলফিয়ায় দেয়া ভাষণে বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) মতাদর্শকে আলিঙ্গনকারী রিপাবলিকানদের উপর কড়া আক্রমণ করেন এবং তাদের মোকাবেলায় তার নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানান।

ফিলাডেলফিয়ায় যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র এবং দুই শতাব্দীরও বেশি আগে মার্কিন সংবিধান গৃহীত হয়েছিল, সেই স্থানটির কাছেই বাইডেন জোরালো কন্ঠে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির সম্মুখীন করে।’

তিনি বলেন, ‘তারা ক্ষোভকে আলিঙ্গন করে। তারা বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। তারা সত্যের আলোতে নয় বরং মিথ্যার ছায়ায় বসবাস করে।’

গত বছরে পরাজয় মেনে নিতে অস্বীকার করা কট্টর ট্রাম্প সমর্থকদের দ্বারা ইউএস ক্যাপিটলে হামলার প্রসঙ্গে ৭৯ বছর বয়স্ক বাইডেন বলেন, ‘আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।’

কট্টর রক্ষণশীলদের দ্বারা গর্ভপাতের অধিকারের উপর দেশব্যাপী আক্রমণ এবং গর্ভনিরোধ থেকে সমকামী বিবাহসহ অন্যান্য স্বাধীনতার ব্যাপারে ভয় দেখানোর কথা উল্লেখ করে মার্কিন নেতা অভিযোগ করেছেন যে ‘এমএজিএ’ বাহিনী ‘এই দেশটিকে পিছনে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’

নভেম্বরে কংগ্রেসের ভারসাম্য নিয়ন্ত্রণে বাইডেন সরাসরি মূলধারার রিপাবলিকানদের কাছে ডেমোক্রাটদের সাথে যোগ দেওয়ার এবং ট্রাম্পের রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করার আহবান জানান।

এবং তিনি এটি আগের চেয়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে ডেমোক্রাটরা ট্রাম্পের উপর মধ্যবর্তী নির্বাচনকে একটি গণভোট করতে চেয়েছিলেন, এ কথা উল্লেখ করে তিনি বলেন রিপাবলিকান পার্টি প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার এমএজিএ এজেন্ডা দ্বারা সম্পূর্ণ ‘আধিপত্যশীল, চালিত এবং ভীতিকর ‘এবং এটি এই দেশের জন্য একটি হুমকি’। তিনি জোর দিয়ে বলেন যে, আমেরিকান গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

The post গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা বাইডেনের first appeared on UK BANGLA.

The post গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/02/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
মধ্যবর্তী নির্বাচনের প্রচারে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন https://ukbangla.live/2022/08/30/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2580-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/30/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Tue, 30 Aug 2022 08:02:38 +0000 https://ukbangla.live/?p=14938 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় ‘জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ’ শীর্ষক ভাষণসহ আগামী সপ্তাহে তিনবার পেনসিলভানিয়া সফর করবেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে তার ডেমোক্রেটিক দলের নিন্ত্রন্ত্রণ ধরে রাখতে বাইডেন তাঁর জন্মস্থান উত্তর-পূর্বের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করতে যাচ্ছেন। ৭৯ বছর বয়সী বাইডেন প্রতিনিধি পরিষদের সকল আসন […]

The post মধ্যবর্তী নির্বাচনের প্রচারে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post মধ্যবর্তী নির্বাচনের প্রচারে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় ‘জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ’ শীর্ষক ভাষণসহ আগামী সপ্তাহে তিনবার পেনসিলভানিয়া সফর করবেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে তার ডেমোক্রেটিক দলের নিন্ত্রন্ত্রণ ধরে রাখতে বাইডেন তাঁর জন্মস্থান উত্তর-পূর্বের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করতে যাচ্ছেন।

৭৯ বছর বয়সী বাইডেন প্রতিনিধি পরিষদের সকল আসন এবং সিনেটের এক তৃতীয়াংশ আসন ধরে রাখতে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বর্তমানে প্রতিনিধি পরিষদ এবং কংগ্রেস উভয় ক্ষেত্রে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ রয়েছে।

ডেমোক্রাটরা আগামী দুই বছরের জন্য কংগ্রেসের উচ্চ কক্ষের নিয়ন্ত্রণ বজায় রাখবে কিনা অথবা তা রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়বে কিনা তা এককভাবে পেনসিলভানিয়ায় ফলাফলের ওপর নির্ভর করছে।

বাইডেন মঙ্গলবার প্রথমে উইলকস-বারে শহরে যাবেন, হোয়াইট হাউস বলেছে, সেখানে তিনি যুক্তরাষ্ট্রে বন্দুক অপরাধ কমানোর পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

বৃহস্পতিবার তিনি আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মস্থান হিসেবে বিবেচিত ফিলাডেলফিয়া শহরে যাবেন।এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছিল এবং মার্কিন সংবিধান রচনা করা হয়েছে তার কাছাকাছি অবস্থান থেকে বাইডেন ‘জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ’ শীর্ষক ভাষণ দেবেন।

সোমবার ৫ সেপ্টেম্বর বাইডেন শ্রমিক দিবস উদযাপন করতে পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে আরেকটি সমাবেশে যোগ দেবেন।
তিনি ডেমোক্রাটিক সিনেট প্রার্থী জন ফেটারম্যানের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ৩ সেপ্টেম্বর উইলকস-বারে থাকবেন বলে আশা করা হচ্ছে। একই স্থানে বাইডেন হাজির হবেন মঙ্গলবার, সেখানে তিনি ফেটারম্যানের পক্ষে প্রচার অভিযান চালাবেন। ট্রাম্প সেখানে রিপাবলিকান সিনেট প্রার্থী মেহমেত ওজের পক্ষে প্রচার অভিযানে যোগ দেবেন।

The post মধ্যবর্তী নির্বাচনের প্রচারে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post মধ্যবর্তী নির্বাচনের প্রচারে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/30/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের https://ukbangla.live/2022/08/25/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%93%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%2580%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258b%25e0%25a6%25a3-%25e0%25a6%25ae%25e0%25a6%2593%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/25/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%93%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 25 Aug 2022 04:16:21 +0000 https://ukbangla.live/?p=14670 শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারাই কেবল পাবেন এ সুবিধা। বাইডেনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রগতিশীলকর্মী ও আইনপ্রণেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। […]

The post শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের first appeared on UK BANGLA.

The post শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারাই কেবল পাবেন এ সুবিধা। বাইডেনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রগতিশীলকর্মী ও আইনপ্রণেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাছাড়া যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বেশ দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে বলেও জানানো হয়েছে।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব পরিবারের সত্যিকার অর্থেই প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারগুলো করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া, শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি আসবে। চাপ কমবে ঋণের। মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে। অন্যদের আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রে শিক্ষা খরচ খুবই উচ্চ। প্রায়শই এ ব্যয় মেটাতে ঋণ করতে হয় শিক্ষার্থীদের। এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার শিক্ষাঋণের বোঝা।

The post শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের first appeared on UK BANGLA.

The post শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/25/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%93%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/feed/ 0