বিক্ষোভ - UK BANGLA News Site Thu, 13 Oct 2022 06:51:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বিক্ষোভ - UK BANGLA 32 32 বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, ইরানি শাসকরা কি পতনের মুখে? https://ukbangla.live/2022/10/13/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%258b%25e0%25a6%25ad%25e0%25a7%2587-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6%25e0%25a7%25a6-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/10/13/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/#respond Thu, 13 Oct 2022 06:50:45 +0000 https://ukbangla.live/?p=16681 পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইরানে। দিনে দিনে জোরাল হচ্ছে বিক্ষোভ। রাজধানী তেহরানসহ দেশের নানা অঞ্চলে প্রায় মাসব্যাপী আন্দোলনে প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ অন্তত ২০০ জন। নারীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে একের পর এক পেশাজীবীরা যোগ দিচ্ছেন। ইরানের তেল শ্রমিকদের পর আন্দোলনে সমর্থন জানিয়ে সবশেষ বিক্ষোভে নেমেছেন দেশটির […]

The post বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, ইরানি শাসকরা কি পতনের মুখে? first appeared on UK BANGLA.

The post বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, ইরানি শাসকরা কি পতনের মুখে? appeared first on UK BANGLA.

]]>
পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইরানে। দিনে দিনে জোরাল হচ্ছে বিক্ষোভ। রাজধানী তেহরানসহ দেশের নানা অঞ্চলে প্রায় মাসব্যাপী আন্দোলনে প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ অন্তত ২০০ জন। নারীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে একের পর এক পেশাজীবীরা যোগ দিচ্ছেন। ইরানের তেল শ্রমিকদের পর আন্দোলনে সমর্থন জানিয়ে সবশেষ বিক্ষোভে নেমেছেন দেশটির আইনজীবীরা।

এর আগে আন্দোলনে সংহতি জানিয়ে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও প্রতিবাদে যোগ দেন। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-নিপীড়নের মুখেও রাজধানী তেহরানসহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে গেছে বিক্ষোভ।

পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে এক পুলিশ কর্মকর্তার হাতে বালুচ কিশোরীর ধর্ষণের ঘটনা ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় অন্দোলন পরিণত হয়েছে সরকারবিরোধী বিক্ষোভে।

মাহসার মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চলমান বিক্ষোভে বুধবার ২৭ দিনে গড়িয়েছে।

অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) সবশেষ তথ্য অনুযায়ী, ইরান বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২০১ জন। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী আছে ২৩ জন।

আইএইচআরের তথ্য অনুযায়ী, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে সবচেয়ে বেশি ৯৩ জন প্রাণ হারিয়েছেন।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরের পুলশ প্রধানের হাতে এক কিশোরী ধর্ষণের প্রতিবাদ জানাতে জাহেদানে ৩০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর শুরু হয় বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বহু মানুষ হতাহত হন। বেলুচ অ্যাক্টিভিস্ট ক্যাম্পেইন সেদিন নিহত ৪১ জনের নাম প্রকাশ করে। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৯৩-তে পৌঁছায় বলে জানিয়েছে আইএইচআর।

জাহেদানে বিক্ষোভের সময় সিস্তান-বেলুচিস্তানে ইসলামী বিপ্লবি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান আলী মুসাভিও গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

আইএইচআর বলছে, গত ২৭ দিনে ইরানের মোট ১৮টি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অনেকেই গ্রেপ্তার এড়াতে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাড়িতে গোপনে চিকিৎসা চলছে অনেকের।

এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম। তিনি বলেন, ‘ইরানে, বিশেষ করে জাহেদানে বিক্ষোভকারীদের হত্যা একটি মানবতাবিরোধী অপরাধের সমান। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিসহ ইরানের সম্প্রতি অন্য অপরাধগুলোর তদন্ত করা।’

The post বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, ইরানি শাসকরা কি পতনের মুখে? first appeared on UK BANGLA.

The post বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, ইরানি শাসকরা কি পতনের মুখে? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/13/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
হিজাব খুলে আগুনে পুড়িয়ে ইরানি তরুণীদের বিক্ষোভ https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a7%259c%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2587 https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87/#respond Thu, 22 Sep 2022 06:52:36 +0000 https://ukbangla.live/?p=15855 হিজাব আইন লঙ্ঘনের অপরাধে ইরানে পুলিশের হাতে আটক এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছে ইরানে। আর এই বিক্ষোভ-প্রতিবাদের বড় অংশে থাকছেন নারীরাই। ইরানের উত্তরাঞ্চলীয় শহর সারিতে বিক্ষোভের পঞ্চম দিনে হিজাবে আগুন দিতে দেখা গেছে নারীদের। বিক্ষোভে অংশ নেওয়া বাকিরা তখন উল্লাস করেন। অনলাইনে তেহরানের কিছু ভিডিওতে দেখা যায়- নারীরা তাদের হিজাব খুলে ফেলছেন ও স্লোগান […]

The post হিজাব খুলে আগুনে পুড়িয়ে ইরানি তরুণীদের বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post হিজাব খুলে আগুনে পুড়িয়ে ইরানি তরুণীদের বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
হিজাব আইন লঙ্ঘনের অপরাধে ইরানে পুলিশের হাতে আটক এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছে ইরানে। আর এই বিক্ষোভ-প্রতিবাদের বড় অংশে থাকছেন নারীরাই। ইরানের উত্তরাঞ্চলীয় শহর সারিতে বিক্ষোভের পঞ্চম দিনে হিজাবে আগুন দিতে দেখা গেছে নারীদের। বিক্ষোভে অংশ নেওয়া বাকিরা তখন উল্লাস করেন।

অনলাইনে তেহরানের কিছু ভিডিওতে দেখা যায়- নারীরা তাদের হিজাব খুলে ফেলছেন ও স্লোগান দিচ্ছেন- স্বৈরশাসক মুর্দাবাদ। ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ করেই এ স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া বিচার চাই, স্বাধীনতা চাই, হিজাব পরতে বাধ্য করা যাবে না, এসব স্লোগান দিতেও দেখা যায়। .

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসির কাছে কিছু ছবি পাঠিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, দাঙ্গা পুলিশ তাকে পিটিয়ে আহত করেছে। তিনি বলেন, পুলিশ ক্রমাগতভাবে টিয়ার গ্যাস ছুড়ছিল। আমাদের চোখ জ্বলে যাচ্ছিল। আমরা পালিয়ে যাচ্ছিলাম, পুলিশ তখন আমাদের ঘিরে ফেলে পেটায়। তারা বলে আমি যৌনকর্মী, শরীর বিক্রির জন্য আমি রাস্তায় নেমেছি।

তেহরানের গভর্নর মঙ্গলবার একটি টুইটে লিখেছেন অস্থিরতা তৈরির জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে এ বিক্ষোভ-প্রতিবাদ করা হচ্ছে। আর ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, আমিনির মৃত্যুকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সুযোগ হিসেবে ব্যবহার করছে। বিক্ষোভকারীরা বলছেন, উরমিয়া, পিরানশাহর এবং কেরমানশাহতে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে তিন জন নিহত হয়েছেন তাদের মধ্যে এক নারীও রয়েছেন।

উল্টোদিকে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা কেরমানশাহে দু’জন সাধারণ মানুষের পাশাপাশি সিরাজে একজন পুলিশ সহকারীকে হত্যা করেছে।

হিজাব না পরার অপরাধে পুলিশি নির্যাতনে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তিন দিন কোমায় থাকার পর ২২ বছর বয়সী এই কুর্দিশ তরুণী শুক্রবার মারা যান।

ইরানের নৈতিকতা পুলিশ যখন মাশা আমিনিকে গ্রেপ্তার করে তখন তিনি তেহরানে তার ভাইয়ের সাথে ছিলেন। হিজাব ও বোরকা না পরে বাড়ির বাইরে বের হওয়ায় অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি পড়ে যান ও কোমায় চলে যান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেছেন, পুলিশ আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং তাকে টেনে-হিঁচড়ে নিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে মাথায় আঘাত করে।

তবে পুলিশ দাবি করছে এই তরুণীকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। বরং হঠাৎ হার্ট ফেইল করে তার। কিন্তু আমিনির পরিবার বলছে, তিনি একেবারে সুস্থ ছিলেন।

The post হিজাব খুলে আগুনে পুড়িয়ে ইরানি তরুণীদের বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post হিজাব খুলে আগুনে পুড়িয়ে ইরানি তরুণীদের বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87/feed/ 0
এবার লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে https://ukbangla.live/2022/07/13/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b2%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/07/13/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#respond Wed, 13 Jul 2022 11:49:24 +0000 https://ukbangla.live/?p=12440 এবার শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলে নিল বিক্ষোভকারীরা। বুধবার (১৩ জুলাই) পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে সমর্থ হয় বিক্ষুব্ধ জনতা। বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেয় বিক্ষোভকারীরা। অনেকটা আকস্মিক বন্যার মতো জনতার […]

The post এবার লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে first appeared on UK BANGLA.

The post এবার লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে appeared first on UK BANGLA.

]]>
এবার শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলে নিল বিক্ষোভকারীরা। বুধবার (১৩ জুলাই) পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে সমর্থ হয় বিক্ষুব্ধ জনতা।

বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেয় বিক্ষোভকারীরা। অনেকটা আকস্মিক বন্যার মতো জনতার স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর রীতিমতো উদ্‌যাপনে মেতেছে বিক্ষোভকারীরা। ড্রাম বাজিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ধরে তালে তালে তারা স্লোগান দিচ্ছে: ‘রনিল পাগলা’, গোতা পাগলা।’

এদিকে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার দিনের শেষ দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা গেছে। এর আগে বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে গোতাবায়া দেশ ছাড়েন।

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।

এদিকে গোতাবায়া রাজাপাকসে আজই (বুধবার) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

তিনি জানিয়েছেন, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এর আগে স্পিকার জানিয়েছিলেন, দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে।

স্পিকার জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের তরফ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।

The post এবার লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে first appeared on UK BANGLA.

The post এবার লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/13/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
সাত কলেজ ভর্তি: নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259c-%25e0%25a6%25ad%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/#respond Wed, 02 Mar 2022 06:54:55 +0000 https://ukbangla.live/?p=3750 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা বলেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকা […]

The post সাত কলেজ ভর্তি: নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post সাত কলেজ ভর্তি: নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তারা বলেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকা সত্ত্বেও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ জানানো হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।

গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেন। শিক্ষার্থীদের আবেদনের ও ফলের ভিত্তিতেই কলেজ এবং বিষয় বরাদ্দের ফল দেওয়ার পর শিক্ষার্থীর ইতোমধ্যেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে অধিভুক্ত কলেজ সমূহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে স্নাতক ১ম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ শেষ হয়।

এর আগে ৫ ও ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ৬৭.৯ শতাংশ।

The post সাত কলেজ ভর্তি: নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post সাত কলেজ ভর্তি: নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউক্রেনবাসীর বিক্ষোভ https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%2590%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25a6%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d/#respond Sun, 13 Feb 2022 03:41:31 +0000 https://ukbangla.live/?p=2221 ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ আশঙ্কার মধ্যেই নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি প্রকাশে কয়েক হাজার ইউক্রেনবাসী স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে বিক্ষোভ সমাবেশ […]

The post রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউক্রেনবাসীর বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউক্রেনবাসীর বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ আশঙ্কার মধ্যেই নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি প্রকাশে কয়েক হাজার ইউক্রেনবাসী স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে বিক্ষোভ সমাবেশ করেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের নেতা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জনগণকে আতঙ্কিত না হয়ে রুশ আগ্রাসনের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে শনিবার সকালে রাজপথে নামেন হাজারও ইউক্রেনবাসী।

ইউক্রেনীয়রা শনিবার কিয়েভের কেন্দ্রস্থলে জড়ো হয়ে ‘ইউক্রেনের গৌরবের জয় হোক’ বলে স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে ছিল ইউক্রেনের পতাকা ও ব্যানার। যাতে লেখা ছিল—‘ইউক্রেনীয়রা প্রতিরোধ গড়বে’ এবং ‘হানাদারদের অবশ্যই মরতে হবে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে একটি পুলিশ মহড়ায় অংশ নেন। সেখানে তিনি স্বীকার করেন যে, রাশিয়া যেকোনো সময় আক্রমণ করতে পারে। তবে, তিনি বড় ধরনের যুদ্ধ আসন্ন বলে মনে করেন না। বরং বড় যুদ্ধের খবরকে বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া। হামলার আশঙ্কায় ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ারও নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ঘণ্টা ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের শত্রুদের সবচেয়ে ভালো বন্ধু হলো— আমাদের দেশে সৃষ্ট কোনো আতঙ্ক। এবং (সম্ভাব্য রুশ হামলার) যাবতীয় তথ্য কেবলই আতঙ্কের উদ্রেক করছে। এতে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না।’

‘এখনও যা ঘটেইনি, তার সঙ্গে আমি তো একমত বা দ্বিমত পোষণ করতে পারি না। এখন পর্যন্ত, ইউক্রেনে কোনো পূর্ণ মাত্রার যুদ্ধ বাঁধেনি’, যোগ করেন জেলেনস্কি।

The post রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউক্রেনবাসীর বিক্ষোভ first appeared on UK BANGLA.

The post রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউক্রেনবাসীর বিক্ষোভ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0