মিয়ানমার - UK BANGLA News Site Sat, 26 Nov 2022 04:53:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png মিয়ানমার - UK BANGLA 32 32 শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার প্রস্তাব https://ukbangla.live/2022/11/26/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/26/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be/#respond Sat, 26 Nov 2022 04:53:02 +0000 https://ukbangla.live/?p=18182 পাঁচ দফা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য মিয়ানমারকে ‘পরিমাপযোগ্য সূচক’ ও একটি ‘নির্দিষ্ট সময়সীমা’ মেনে চলতে হবে। অন্যথা তাদের ‘একঘরে’ করা হবে। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিয়ানমার সংকট নিয়ে এমন হুঁশিয়ারি দেন নেতারা। চলতি মাসে এশিয়ায় পরপর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। টানা ১২ দিনের সম্মেলন ঘিরে রীতিমতো আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতির […]

The post শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার প্রস্তাব first appeared on UK BANGLA.

The post শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
পাঁচ দফা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য মিয়ানমারকে ‘পরিমাপযোগ্য সূচক’ ও একটি ‘নির্দিষ্ট সময়সীমা’ মেনে চলতে হবে। অন্যথা তাদের ‘একঘরে’ করা হবে। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিয়ানমার সংকট নিয়ে এমন হুঁশিয়ারি দেন নেতারা।

চলতি মাসে এশিয়ায় পরপর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। টানা ১২ দিনের সম্মেলন ঘিরে রীতিমতো আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতির কেন্দ্র হয়ে ওঠে দক্ষিণ-পূর্ব এশিয়া। সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বিশ্বের অন্যান্য প্রান্তের তাবড় তাবড় নেতা ছুটে আসেন এ অঞ্চলে। প্রভাব বিস্তার ও নতুন নতুন অংশীদারিত্ব গড়ার প্রতিযোগিতায় লিপ্ত হন ‘বড় খেলোয়াড়রা’। পিছিয়ে ছিল না ইউক্রেন অভিযানের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাশিয়াও।

প্রথম সম্মেলনটি হলো অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস তথা আসিয়ান শীর্ষ সম্মেলন যা কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৮ নভেম্বর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলে। এরপর ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে বসে ‘গ্রুপ অব টুয়েন্টি’ তথা জি-২০ শীর্ষ সম্মেলন। সবশেষ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুদিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন তথা এপেক শীর্ষ সম্মেলন যা শেষ হয় গত শনিবার (১৯ নভেম্বর)।

সম্মেলনগুলোর প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য ছিল করোনা মহামারি পরবর্তী সময়ে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে দেশগুলোর মধ্যে পারস্পরিক গভীর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক মন্দা মোকাবিলা করা। কিন্তু ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব ও উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে সৃষ্টি আঞ্চলিক ও বৈশ্বিক ভূ-রাজনীতির চরম উত্তেজনায় সেই উদ্দেশ্য অনেকটাই ঢাকা পড়েছে।

তবে ১০ দিন ধরে চলা এই তিন সম্মেলন একেবারেই বিফলে যায়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অনেকেই বলছেন, সম্মেলনগুলোর মধ্যদিয়ে কয়েকটা ইস্যুতে ইতিবাচক পরিবর্তন এসেছে। যেমন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান উত্তেজনার কিছুটা প্রশমন হয়েছে। এ ছাড়া দেশগুলোর মধ্যে পারস্পরিক কূটনীতির পরিধি বৃদ্ধি পেয়েছে।

ছয় দিনব্যাপী আসিয়ান সম্মেলন
গত ৮ নভেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে শুরু হয় ছয় দিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন। আসিয়ান হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। আসিয়ানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা। সেই সঙ্গে সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিকাশ সাধন করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতিসংঘের সনদের নীতি অনুযায়ী, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। সেই লক্ষ্য সামনে রেখে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর নেতারা অংশ নেন। পাশাপাশি এ সম্মেলনে অংশ নেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মতো নেতৃত্বের উপস্থিতি সম্মেলনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এবারের আসিয়ান সম্মেলনে নেতাদের প্রধান ফোকাস ছিল মিয়ানমার সংকট। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, তাইওয়ান ঘিরে আঞ্চলিক উদ্বেগ, দক্ষিণ চীন সাগর ও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে।

সম্মেলনের প্রথম দিনই মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আসিয়ান নেতারা। তারা বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক নিরাপত্তা উদ্বেগজনক পর্যায়ে আছে। দ্রুত শান্তিপ্রক্রিয়া বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করারও হুমকি দেন তারা।

দুদিনব্যাপী জি-২০ সম্মেলন
আসিয়ান সম্মেলনের দুদিন পরই ইন্দোনেশিয়ার পর্যটনখ্যাত দ্বীপাঞ্চল বালিতে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলন মূলত সামরিক পরাশক্তি, শিল্পসমৃদ্ধ ধনিক-বণিক দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনে সাধারণত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্যরা বিভিন্ন কৌশলে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে। বিশ্ববাণিজ্য, প্রতিরক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে।

সম্মেলনে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো যখন বিশ্বের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা, মুদ্রাস্ফীতি ও সম্ভাব্য বিশ্বমন্দা রোধকল্পে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আকুল আহ্বান জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র ও চীন তখন তাইওয়ান, ইন্দোপ্যাসিফিক বাণিজ্য পথ, দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা বিধান নিয়ে সোচ্চার থেকেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষার অবসান বা নিয়ন্ত্রণ নিয়েও জোর আলোচনা হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ থামানো নিয়ে দুইদিনের শীর্ষ সম্মেলনে কাঙ্ক্ষিত আলোচনা হলেও তা থামানোর ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া কিংবা কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়নি।

বিশ্ববাণিজ্যের প্রসার কিংবা সম্ভাব্য বিশ্বমন্দা রোধে সম্মিলিতভাবে তেমন কোনো ব্যবস্থা চালুর নির্দেশনা পাওয়া যায়নি। জি-২০ শীর্ষ সম্মেলনের আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে অনুষ্ঠিত তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্মেলনে যোগদানকারী অন্য সদস্য দেশগুলো কিংবা বিশ্ববাসীর দৃষ্টি কেড়ে নেয়। সেটিই এবারের শীর্ষ সম্মেলনের একমাত্র সাফল্য বলে বিবেচিত হয়েছে।

এপেক শীর্ষ সম্মেলন
জি-২০ সম্মেলনের দুদিন পরই (১৮ নভেম্বর) শুরু হয় ২৯তম এশিয়া-প্যাসিফিক কো-অপারেশন অর্গানাইজেশন বা এপেক শীর্ষ সম্মেলন। জি-২০-এর মতোই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই সম্মেলনও ছিল বিশ্বনেতাদের মিলনমেলা।

যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও রাশিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক অর্থনৈতিক সংগঠনটি ১৯৮৯ সালে যাত্রা শুরু করে। বিশ্বের প্রায় ৩৮ শতাংশ জনসংখ্যা এপেকভুক্ত দেশগুলোতে বাস করে। এ ছাড়া বিশ্বের অর্ধেকের বেশি জিডিপি (৬২ শতাংশ) ও ৪৮ শতাংশ বাণিজ্যই এ দেশগুলো নিয়ন্ত্রণ করে।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। উপস্থিত ছিলেন খোদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছাড়াও অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সম্মেলনের প্রথম দিন ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া লিখিত বক্তব্যে চীনের প্রেসিডেন্ট বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কারও নিজের বাড়ির ওঠান কিংবা পরাশক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র নয়। ‘ন্যায়সংগত বিশ্বব্যবস্থা’ গড়ার আহ্বানও জানান তিনি।

একই সভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘বড় অংশীদারি’ রয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ‘বৈশ্বিক প্রবৃদ্ধির বড় চালক’ হিসেবে অভিহিত করেন।

সম্মেলনের একটি বড় জায়গা দখল করে নেয় উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি। মিত্রদের পাশে নিয়ে এ ঘটনার নিন্দা জানান কামালা হ্যারিস।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কড়া প্রতিবাদ জানায় টোকিও। এ সময় তার পাশে দাঁড়িয়ে সুর মেলান অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের নেতারা। সম্মেলনে ‘এপেক ঘোষণা’সহ দুটি দলিল গৃহীত হয়।

উত্তেজনার প্রশমন
সম্মেলনগুলো সামনে করে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা হচ্ছে, সদস্য দেশগুলোর নেতারা কি শেষ পর্যন্ত সম্মতিক্রমে একটা যৌথ ঘোষণায় পৌঁছাতে পারবেন? কম্পিউটার চিপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য থেকে শুরু করে তাইওয়ান সংকট ও ইউক্রেন সংঘাতের মতো বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল।

তবে পরপর তিন সম্মেলনের মধ্যদিয়ে উভয়পক্ষ সেই উত্তেজনা ও অনৈক্য অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও সংহতি বাড়াতে যৌথ ঘোষণায় সম্মত হয়েছে। যেমনটা বলছেন, ব্রুকলিন ইনস্টিটিউশনের সেন্টার ফর ইস্ট এশিয়া পলিসি স্টাডিজের পরিচালক মিরেয়া সোলিস।

তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উভয় পক্ষের নেতারা উত্তেজনা অনেকটা কমিয়ে এনেছেন এবং দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কার্যকর ও উন্মুক্ত যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন।

মিয়ানমার সংকটের ধীর অগ্রগতি
মিয়ানমারের দীর্ঘ রাজনৈতিক সংকট ছিল আসিয়ান সম্মেলনের অগ্রাধিকার। মিয়ানমার জান্তা সরকার যদিও ছয়দিনের সম্মেলনে ইউক্রেন সংঘাতের চেয়ে কম মনোযোগ পেয়েছে। মিয়ানমার আসিয়ানের সদস্য দেশ। তবে গত বছর গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাতের পর প্রতিশ্রুত পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় সম্মেলনে প্রতিনিধি পাঠানো থেকে তাদের বিরত রাখা হয়।

সম্মেলনে আসিয়ান নেতারা একমত হয়েছেন যে, পাঁচ দফা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য মিয়ানমারকে ‘পরিমাপযোগ্য সূচক’ ও একটি ‘নির্দিষ্ট সময়সীমা’ মেনে চলতে হবে। অন্যথা তাদের ‘একঘরে’ করা হবে।

আসিয়ান নেতাদের এ কঠোর হুঁশিয়ারির পরপরই গত সপ্তাহেই সাধারণ ক্ষমার অংশ হিসেবে সাবেক ব্রিটিশ কূটনীতিক, এক অস্ট্রেলীয় অর্থনীতিবিদ, এক জাপানি সাংবাদিক ও অং সান সুচির সাবেক উপদেষ্টাসহ ৬ হাজারের বেশি রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সামরিক সরকার। জান্তার এই পদক্ষেপের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘বিশাল সংখ্যক রাজবন্দি মুক্তি অন্ধকারে আশার আলো দেখাচ্ছে।’

The post শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার প্রস্তাব first appeared on UK BANGLA.

The post শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তার https://ukbangla.live/2022/11/11/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/11/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/#respond Fri, 11 Nov 2022 06:38:47 +0000 https://ukbangla.live/?p=17699 দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির ক্ষমতা দখল করে। ওই সময় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তারা। তবে জোর করে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলকে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। তারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এখন মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সাল শেষ হওয়ার আগে […]

The post এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তার first appeared on UK BANGLA.

The post এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তার appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির ক্ষমতা দখল করে। ওই সময় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তারা। তবে জোর করে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলকে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। তারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এখন মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সাল শেষ হওয়ার আগে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমারের জান্তা সরকারের।

বেসামরিক মানুষ সামরিক শাসন মেনে না নেওয়ায় জান্তা বাহিনী তাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়েছে। তবে তাতেও পিছু হটেননি বেসামরিকরা। উল্টো গত দুই বছরে তাদের প্রতিরোধ কঠিন থেকে কঠিনতর হয়েছে। পুরো মিয়ানমারজুড়ে অসংখ্য সশস্ত্র মিলিশিয়া বাহিনী জান্তার বিরুদ্ধে লড়াই করছে। পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর মিয়ানমারে এত রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যায়নি। মিয়ানমারের কেন্দ্রীয়ভাগ, যেটি ড্রাই জোন হিসেবে পরিচিত এ অঞ্চলে অবস্থিত শহরগুলো সবসময় শান্ত ও নির্মল থেকেছে। কিন্তু এখন সেসব শহরেও সংঘর্ষ ছড়িয়েছে।

মাগওয়ে নামের শহরটিও তেমনই একটি শান্ত শহর। এখানে বামার-বৌদ্ধদের বসবাস সবচেয়ে বেশি। মিয়ানমারের সেনাবাহিনী সীমান্ত এলাকাগুলোতে শায়ত্বশাসনের দাবিতে লড়াইরত বিভিন্ন জাতিগোষ্ঠীদের ওপর যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে সেসব নির্যাতন থেকে বেঁচে ছিল মাগওয়ের মতো শহরের বাসিন্দারা। ফলে এখানকার মানুষরাও শান্ত ছিলেন।

কিন্তু পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জানিয়েছে, এখন শুধুমাত্র ড্রাই জোনেই তাদের ৬৪৭ জন সদস্য সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। পিডিএফের মতো সশস্ত্র দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে বোমা হামলা, গুপ্ত হত্যার চেষ্টা এবং সেনাবহরের ওপর গুপ্ত হামলা চালাচ্ছে। এর জবাবে সেনবাহিনীও নিজেদের আলাদা সশস্ত্র বাহিনী (মিলিশিয়া) তৈরি করেছ।

বিশ্লেষকদের ধারণা- বেসামরিকদের ওপর বর্বর হওয়ায় সামরিক অভ্যুত্থানের প্রায় দুই বছর পর এখন সামরিক জান্তার হাতে পুরো মিয়ানমারের মাত্র ১৭ ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ আছে।

‘দ্য স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমার’ নামে একটি মানবাধিকার সংস্থা সেপ্টেম্বরে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলেছিল, ‘সশস্ত্র প্রতিরোধ, সঙ্গে বেসামরিকদের আন্দোলন এখন এতটাই তীব্র যে সেনাবাহিনী যে অঞ্চলে তাদের সেনা ও রসদ পাঠাতে পারে না সেই অঞ্চলের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলার ঝুঁকিতে থাকে।’

সংস্থাটি জানিয়েছে, ‘উত্তর কাচিন স্টেট থেকে দক্ষিণ তানিনথারি এবং ভারত সীমান্তের পশ্চিম চিন থেকে পূর্বাঞ্চলে থাইল্যান্ড সীমান্তষেঁষা কারেনি স্টেট পর্যন্ত এখন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাবাহিনীকে। ১৯৪০ সালের পর যা সর্বোচ্চ।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষজ্ঞ- ইয়াংঘি লি, মারজুকি দারুসমান এবং ক্রিস সিদোতি বলেছেন, জান্তা খুব সম্ভবত ২০২৩ সাল পর্যন্ত টিকবে না, যদি না বর্তমান পরিস্থিতি পাল্টে দিতে নাটকীয় কিছু না ঘটে।

সূত্র: আল জাজিরা

The post এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তার first appeared on UK BANGLA.

The post এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০ https://ukbangla.live/2022/10/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/10/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#respond Tue, 25 Oct 2022 06:44:36 +0000 https://ukbangla.live/?p=17080 মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আয়োজিত এক কনসার্টে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়করাও রয়েছেন। গত রোববার রাতে কাচিনের হপাকান্ত শহরে এই বিমান হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম […]

The post মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০ first appeared on UK BANGLA.

The post মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০ appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আয়োজিত এক কনসার্টে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়করাও রয়েছেন।

গত রোববার রাতে কাচিনের হপাকান্ত শহরে এই বিমান হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার গোষ্ঠীগুলো মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অস্ত্র ও বিমানের জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

আলজাজিরা বলছে, কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য গত রোববার রাতে জড়ো হওয়া শত শত লোকের কনসার্টে বোমা হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। এতে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে।

কাচিন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র সোমবার ফোনে বার্তাসংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিমান হামলায় ৮০ জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

হামলায় হতাহতের প্রাথমিক তথ্যের হালনাগাদ প্রতিবেদনে ৬০ জন নিহত হওয়ার কথা বলা হলেও কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন প্রায় ৮০ জন মারা গেছে বলে জানা গেছে।

ওই মুখপাত্র বলেছেন, সামরিক বিমান গত রোববার সন্ধ্যায় কনসার্টে চারটি বোমা নিক্ষেপ করে। এখানে সঙ্গীতশিল্পী এবং অন্যান্য অভিনয়শিল্পীসহ ৩০০ থেকে ৫০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

নিহতদের মধ্যে কাচিন সামরিক কর্মকর্তা এবং সৈন্য, সঙ্গীতশিল্পী, জেড খনির ব্যবসার মালিক, অন্যান্য বেসামরিক ব্যক্তি এবং নেপথ্যে কাজ করা বাবুর্চিও রয়েছে বলে তিনি জানান। এছাড়া একজন কাচিন গায়ক এবং কীবোর্ড প্লেয়ারও হামলায় নিহতদের মধ্যে রয়েছেন।

আলজাজিরা বলছে, মিয়ানমারের সুদূর এই উত্তরাঞ্চলে বিমান হামলার বিশদ বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে কাচিনের প্রতি সহানুভূতিশীল মিডিয়া যেসব ভিডিও পোস্ট করেছে তাতে বিমান হামলার পরবর্তী বিধ্বংসী ছবি উঠে এসেছে।

এদিকে কাচিন নিউজ গ্রুপও জানিয়েছে, বিমান হামলায় আহতদের কাছাকাছি শহরের হাসপাতালে চিকিৎসা করাতে বাধা দিয়েছে সরকারি নিরাপত্তা বাহিনী।

এই পরিস্থিতিতে ওই এলাকার পাশাপাশি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মী ও মানবিক সংস্থাগুলোকে প্রবেশাধিকার দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের কাচিন, শান-সহ বেশ কিছু প্রদেশ ফের অস্থিতিশীল হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন প্রদেশের জাতিগত সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরোধিতা ও বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে।

এরপর থেকে মিয়ানমারের কাচিন প্রদেশের বিভিন্ন স্থানে প্রায়ই দেশটির সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটছে। জাতিগত সশস্ত্র কাচিন বিদ্রোহী অধ্যুষিত এসব এলাকায় মিয়ানমারের সামরিক বাহিনীর উপস্থিতিও আগের তুলনায় বিভিন্ন সময়ই বাড়ানো হয়েছে।

The post মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০ first appeared on UK BANGLA.

The post মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যা বলল মিয়ানমার https://ukbangla.live/2022/09/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%2582%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87/#respond Tue, 20 Sep 2022 04:40:36 +0000 https://ukbangla.live/?p=15797 ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সীমান্তে মর্টার শেল হামলার দায় আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ওপর চাপিয়েছে মিয়ানমার সরকার। একইসঙ্গে বাংলাদেশের ভেতরে আরাকান আর্মি ও আরসার ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করে সেগুলোর তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৯ সে‌প্টেম্বর) বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরীকে ডেকে […]

The post বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যা বলল মিয়ানমার first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যা বলল মিয়ানমার appeared first on UK BANGLA.

]]>
ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সীমান্তে মর্টার শেল হামলার দায় আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ওপর চাপিয়েছে মিয়ানমার সরকার। একইসঙ্গে বাংলাদেশের ভেতরে আরাকান আর্মি ও আরসার ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করে সেগুলোর তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৯ সে‌প্টেম্বর) বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরীকে ডেকে নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উ জাউ ফিউ উইন।

বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নেওয়ার বিষয়‌টি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বিবৃতিত আকারে প্রকাশ করা হয়।

বিবৃ‌তিতে বলা হয়, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের বৈঠকগুলোতে বাংলাদেশের তুলে ধরা বক্তব্যের প্রেক্ষাপটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছে গোলাগুলির বিষয়ে চলমান পরিস্থিতি বৈঠকে স্পষ্ট করেছেন মহাপরিচালক ফিউ উইন।

মহাপরিচালক বলেছেন, আরাকান আর্মি ও সন্ত্রাসী গোষ্ঠী আরসা ১৬ সেপ্টেম্বর বিপি-৩১ নম্বরের বর্ডার গার্ড পুলিশের তাউংপিও চৌকিতে মর্টার হামলায় চালায়, যার মধ্যে তিনটি মর্টার বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে পড়ে।

তিনি আরও ব্যাখ্যা করেছেন, আরাকান আর্মি ও সন্ত্রাসী গোষ্ঠী আরসা পুনরায় একই অস্ত্র ব্যবহার করে এবং ১৬ ও ১৭ সেপ্টেম্বর তারিখে বিপি-৩৪ নম্বরে বর্ডার গার্ড পুলিশের তাউংপিউ চৌকি আক্রমণ করে, যেখানে ৯টি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের মাটিতে।

মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাস্তবিক ঘটনা তুলে ধরে মহাপরিচালক উল্লেখ করেছেন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান আন্তরিক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে অব্যাহতভাবে এ ধরনের হামলা চালিয়ে আসছে আরাকান আর্মি ও সন্ত্রাসী গোষ্ঠী আরসা।

মহাপরিচালক বলেছেন, সীমান্ত নিকটবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মিয়ানমার সবসময় দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক রীতি-নীতি মেনে চলে এবং বাংলাদেশসহ সব দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে শান্ত পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একস‌ঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মহাপরিচালক। এক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে সম্পূর্ণ ও একই ধরনের সহযোগিতার ওপর জোর দিয়েছেন তিনি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসা সন্ত্রাসীদের পরিখা ও ঘাঁটি থাকার তথ্য ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে কূটনৈতিক মাধ্যমে বাংলাদেশকে জানানোর কথা স্মরণ করেছেন মহাপরিচালক। এক্ষেত্রে সরেজমিন তদন্ত এবং সেসব স্থাপনা ও ঘাঁটি ধ্বংসে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমারের আহ্বান তিনি পুনর্ব্যক্ত করেছেন।

বিভিন্ন ঘটনাবলির বাস্তব তথ্য দিয়ে একটি আন-অফিসিয়াল পেপার রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্তে গোলা ছোড়ে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। পরে ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো আরও একটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। সবশেষ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার কোনারপাড়ার বাসিন্দা নুর হাসিনার বাড়িতে এসে পড়ে মর্টার শেল, যা বিস্ফোরিত হয়নি। তবে তার বাড়ির কিছু দূরে আরও একটি মর্টার শেল পড়ে বিস্ফোরিত হয়। যার শব্দে কেঁদে ওঠে নুর হাসিনার ৪ মাসের কন্যা শিশু। আতঙ্কে তার পুরো পরিবার এখন আশ্রয় নিয়েছে তুমব্রু মাঝেরপাড়ার এক আত্মীয়ের বাড়িতে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে বেশ কয়েকবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

The post বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যা বলল মিয়ানমার first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যা বলল মিয়ানমার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87/feed/ 0
আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ https://ukbangla.live/2022/09/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/#respond Sat, 03 Sep 2022 09:44:06 +0000 https://ukbangla.live/?p=15201 মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে নতুন করে আরও দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে নিক্ষেপ করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলা দুটি পড়ে। এর আগে গত সপ্তাহের রবি ও বৃহস্পতিবারও মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম আজ দুটি গোলা বাংলদেশের অভ্যন্তরে এসে […]

The post আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ first appeared on UK BANGLA.

The post আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে নতুন করে আরও দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে নিক্ষেপ করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলা দুটি পড়ে। এর আগে গত সপ্তাহের রবি ও বৃহস্পতিবারও মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম আজ দুটি গোলা বাংলদেশের অভ্যন্তরে এসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি মিয়ানমার অংশের একটি ক্যাম্প থেকে চার রাউন্ড ভারী অস্ত্রের গুলি করা হয়। এখনো (শনিবার দুপুর) মিয়ানমারের মুরিঙ্গাঝিরি ক্যাম্প ও তমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে গোলাগুলি চলছে। এ ঘটনায় আতঙ্কে আছেন স্থানীয়রা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে রোববার দুটি এবং বৃহস্পতিবার একটি মর্টারশেল এসে পড়েছে। আজ আবার গোলা এসে পড়ল। এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাইক্ষ্যৎছ‌ড়ির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করেন।

The post আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ first appeared on UK BANGLA.

The post আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a7%25aa-%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25a4%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25aa%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a5 https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5/#respond Mon, 25 Jul 2022 05:42:26 +0000 https://ukbangla.live/?p=13041 মিয়ানমারে চারজন গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার অভিযোগে ওই চার গণতন্ত্র কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির সামরিক কর্তৃপক্ষ। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২৫ জুলাই) এই তথ্য সামনে আনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। […]

The post মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর first appeared on UK BANGLA.

The post মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমারে চারজন গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার অভিযোগে ওই চার গণতন্ত্র কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির সামরিক কর্তৃপক্ষ। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২৫ জুলাই) এই তথ্য সামনে আনে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত জুন মাসে দেশটির সামরিক বাহিনী কর্তৃক প্রথম ঘোষণা করা এই মৃত্যুদণ্ড। পরে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দা ও সমালোচনার মুখে পড়ে মিয়ানমার জান্তা সরকার। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে দেশটির সেনাবাহিনী।

দেশটির জান্তা গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে। এরপর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

অভ্যুত্থানের বিরোধিতায় গঠিত মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে যে তারা ‘অত্যন্ত মর্মাহত ও দুঃখিত’। এতে গণতন্ত্রপন্থি ব্যক্তিত্ব, সশস্ত্র জাতিগত গোষ্ঠীর প্রতিনিধি এবং এনএলডি সদস্যরা রয়েছেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির সেনাবাহিনীর এ নিষ্ঠুরতার জন্য শাস্তির দাবি জানিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ আউটলেট গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা ‘নির্দেশনা দিয়েছিল, ব্যবস্থা করেছিল এবং নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ষড়যন্ত্র করেছিল’। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে অভিযোগ আনা হয়।

তবে কখন বা কীভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা জানা যায়নি।

জাতিসংঘের মতে, ১৯৮৮ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটিতে।

সূত্র: বিবিসি

The post মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর first appeared on UK BANGLA.

The post মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
নির্জন কারাগারে অং সান সু চি https://ukbangla.live/2022/06/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%2582-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/06/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81/#respond Thu, 23 Jun 2022 08:47:53 +0000 https://ukbangla.live/?p=11527 মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে গৃহবন্দী দশা থেকে সেনা-নির্মিত রাজধানী নেপিদো’র নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানায়। এক বিবৃতিতে জাও মিন তুন বলেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে। এর আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির […]

The post নির্জন কারাগারে অং সান সু চি first appeared on UK BANGLA.

The post নির্জন কারাগারে অং সান সু চি appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে গৃহবন্দী দশা থেকে সেনা-নির্মিত রাজধানী নেপিদো’র নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানায়।

এক বিবৃতিতে জাও মিন তুন বলেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।

এর আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চলা সব ধরনের আইনি কার্যক্রম আদালত কক্ষ থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সেনা সরকার। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই সেনা সরকার এই নির্দেশ দেয়।

নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কমপক্ষে ২০টি মামলা রয়েছে। গত বছরের শুরুর দিকে ক্ষমতাচ্যুত হন ৭৭ বছর বয়সী এই নেত্রী। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আনা হয়েছে।

সু চির ম্যারাথন বিচার প্রক্রিয়া এতদিন রুদ্ধদ্বার আদালতে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে শুধু সীমিত তথ্য দেওয়া হয়ে থাকে। এ নিয়ে বাইরে কথা বলার বিষয়েও সু চির আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া শুধু আদালত চলাকালে তিনি সু চির সঙ্গে কথা বলতে পারেন।

মিয়ানমার কোন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সু চি সেটা কতটুকু জানেন, তা স্পষ্ট নয়। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা চলছে। নিজেদের ক্ষমতা পোক্ত করতে হিমশিম খাচ্ছে সেনা সরকার। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে পড়েছে।

সু চির দণ্ডকে প্রহসন আখ্যা দিয়ে তাঁর মুক্তি দাবি করেছে পশ্চিমা দেশগুলো। তবে সামরিক বাহিনী বলছে, একটি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে তাঁকে প্রাপ্য আইনি সুবিধা দেওয়া হচ্ছে।

The post নির্জন কারাগারে অং সান সু চি first appeared on UK BANGLA.

The post নির্জন কারাগারে অং সান সু চি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81/feed/ 0
মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা https://ukbangla.live/2022/02/22/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a7%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25a8%25e0%25a7%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%2593-%25e0%25a7%25aa https://ukbangla.live/2022/02/22/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a7%aa/#respond Tue, 22 Feb 2022 06:02:16 +0000 https://ukbangla.live/?p=3037 মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও ভয়াবহ পরিস্থিতি অব্যাহত থাকায় দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির ২২ ব্যক্তি এবং ৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ইউরোপিয়ান কাউন্সিল। ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেখানকার চলমান […]

The post মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও ভয়াবহ পরিস্থিতি অব্যাহত থাকায় দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

দেশটির ২২ ব্যক্তি এবং ৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ইউরোপিয়ান কাউন্সিল।

২০২১ সালের ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেখানকার চলমান গুরুতর পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা এটি।

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় প্রশাসনিক কাউন্সিলের একজন সদস্য, জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য এবং সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা রয়েছেন।

নিষেধাজ্ঞা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর আর্থিক সম্পর্ক অথবা সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

কোম্পানিগুলো হলো- এইচটু গ্রুপ, আইজিই (ইন্টারন্যাশনাল গ্রুপ অব এন্ট্রাপ্রেনিউরস), মাইনিং এন্টারপ্রাইজ ১ (এমই ১) এবং মায়নমা অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ (এমওজিই)। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর চার ধাপে এখন পর্যন্ত ৬৫ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন।

এর মাধ্যমে নিষেধাজ্ঞার তালিকায় মোট ৬৫ ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলো। এই বিধিনিষেধের মাধ্যমে মিয়ানমারে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা স্থগিত এবং সামরিক সরকারের বৈধতা হিসেবে দেখা যায় এমন সব ধরনের সহায়তা বন্ধ হলো।

নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন তাদের নাম এবং এ বিষয়ে সংশ্লিষ্ট আইনি কার্যক্রম ইউরোপিয়ান কাউন্সিলের জার্নালে প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির নেত্রী অং সান সু চিসহ দেশটির অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেনাশাসনের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই বিক্ষোভ-প্রতিবাদে জান্তার হাতে দেড় হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

The post মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা first appeared on UK BANGLA.

The post মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/22/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a7%aa/feed/ 0
মিয়ানমার ৮১৪ বন্দীকে মুক্তি দিচ্ছে https://ukbangla.live/2022/02/12/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a7%25ae%25e0%25a7%25a7%25e0%25a7%25aa-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/02/12/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/#respond Sat, 12 Feb 2022 06:53:20 +0000 https://ukbangla.live/?p=2097 মিয়ানমার জান্তা শনিবার বলেছে, তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশী বন্দীকে মুক্তি দেবে। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।” প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়। যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক […]

The post মিয়ানমার ৮১৪ বন্দীকে মুক্তি দিচ্ছে first appeared on UK BANGLA.

The post মিয়ানমার ৮১৪ বন্দীকে মুক্তি দিচ্ছে appeared first on UK BANGLA.

]]>
মিয়ানমার জান্তা শনিবার বলেছে, তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশী বন্দীকে মুক্তি দেবে।

জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।”

প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়।

যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে এ কথা জানান। আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।

অস্ট্রেলিয়ান টার্নেল অর্থনীতির প্রফেসর। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট আইন লংঘনের অভিযোগ আনা হয়, অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে।

জান্তা গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে। জান্তা গত বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে, এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে ১৫শ’র বেশি লোক নিহত এবং ১২ হাজার লোককে গ্রেফতার করা হয়।

The post মিয়ানমার ৮১৪ বন্দীকে মুক্তি দিচ্ছে first appeared on UK BANGLA.

The post মিয়ানমার ৮১৪ বন্দীকে মুক্তি দিচ্ছে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/12/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/feed/ 0