র‌্যাব - UK BANGLA News Site Tue, 15 Nov 2022 03:55:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png র‌্যাব - UK BANGLA 32 32 র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি ৪ বছর আগের https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#respond Tue, 15 Nov 2022 03:55:05 +0000 https://ukbangla.live/?p=17818 র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাব ও তার সাতজন সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, নিষেধাজ্ঞার পটভূমি রচিত হয় চার বছর অগে। ২০১৮ সালে র‌্যাবকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করার মাধ্যমে প্রক্রিয়াটির সূত্রপাত হয়েছিল। ওই […]

The post র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি ৪ বছর আগের first appeared on UK BANGLA.

The post র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি ৪ বছর আগের appeared first on UK BANGLA.

]]>
র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাব ও তার সাতজন সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, নিষেধাজ্ঞার পটভূমি রচিত হয় চার বছর অগে। ২০১৮ সালে র‌্যাবকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করার মাধ্যমে প্রক্রিয়াটির সূত্রপাত হয়েছিল। ওই সময়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বিষয়টির পরিণতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অন্ধকারে রেখেছিল। ফলে বিষয়টি নিয়ে কোনো প্রকার কূটনৈতিক তৎপরতা চালানো হয়নি।

অনেকে এই নিষেধাজ্ঞাকে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ হিসাবে বিবেচনা করে থাকেন। কেন এই নিষেধাজ্ঞা এলো, কাদের মদদে এই নিষেধাজ্ঞা আরোপিত হলো, কাদের ব্যর্থতার কারণে নিষেধাজ্ঞা এলো তা নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে। বাইডেন সরকারের পররাষ্ট্রনীতিতে বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ, চীনের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ার জন্য বাংলাদেশকে শাস্তি দেওয়া থেকে শুরু করে বিএনপি-জামায়াতের লবিংকে এই নিষেধাজ্ঞার জন্য দায়ী করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার পটভূমি তৈরি হয় ২০১৮ থেকে ২০২০ সালের ভিতরকার প্রায় তিন বছর সময়ে। যদিও যুক্তরাষ্ট্র র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে দীর্ঘদিন ধরে র‌্যাবের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়েছিল। ২০১৮ থেকে যুক্তরাষ্ট্র সরকার র‌্যাবের কিছু কর্মকান্ডবিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের প্রেক্ষাপটে দেখতে শুরু করে। এই মার্কিনি মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে সিনেটর ও কংগ্রেসম্যানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সরকার বিরোধী বাংলাদেশি জনগোষ্ঠীর নিবিড় জনসংযোগ এবং হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব তৎপরতার ফলে ১০ জন মার্কিন সিনেটর ২০২০ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রশাসনের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুন্সিনকে লেখা চিঠিতে র‌্যাবের সিনিয়র কমান্ডারদের বিরুদ্ধে ‘টার্গেটেড স্যাংশন’ আরোপের অনুরোধ জানায়। ডেমোক্রেটিক ও রিপাবলিকান সিনেটরদের স্বাক্ষরিত এই চিঠির নেতৃত্বে ছিলেন সিনেট ফরেন রিলেশন্স কমিটির তৎকালীন র‌্যাংকিং মেম্বার বব মেনেন্ডেজ, যিনি ২০২১ থেকে সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান পদ লাভ করেন। চিঠির একটি কপি যুগান্তরের হাতে রয়েছে। কার্যত এই চিঠি প্রশাসনের হাতে যাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন নিষেধাজ্ঞা প্রতিরোধের সুযোগ সামান্যই ছিল। গণতন্ত্র ও মানবাধিকার প্লাটফর্মের ওপর ভিত্তি করে সদ্য নির্বাচিত বাইডেন প্রশাসন সিনেটের অনুরোধকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছিল। যে কারণে তারা ঢাকায় বা ওয়াশিংটনে র‌্যাব নিয়ে আর কোনো আলোচনা বা প্রশ্ন উত্থাপন না করে সরাসরি ১০ ডিসেম্বর র‌্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র র‌্যাবকে সহযোগিতা বন্ধ করার পর থেকে ২০২০ এর অক্টোবর মাসে সিনেটরদের চিঠি লেখার সময় পর্যন্ত তিন বছর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। র‌্যাবের কর্মকাণ্ড তথা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারকে ওয়শিংটনে বাংলাদেশ দূতাবাস কীভাবে ব্রিফ করেছিল তা পরিষ্কার নয়।

ওই সময়ে কর্মরত কূটনীতিকদের সূত্রে জানা গেছে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের তরফে ‘ব্যাড নিউজ’ সরকারকে জানানো হতো না। র‌্যাবসংক্রান্ত যুক্তরাষ্ট্রের অসন্তোষ বা উদ্বেগের কথা সরকারের উচ্চ মহলকে অবহিত করা হয়নি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব জানার জন্য দেশটির সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়ানো দরকার। কোভিড মহামারির কারণে দুই দেশের মধ্যে সরাসরি বন্ধ থাকার পর ২০২২ সালের মার্চ থেকে আগস্ট এই ছয় মাসের ভিতরে পার্টনারশিপ ডায়লগ, ইকোনমিক কন্সালটেশন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ, সংসদীয় কমিটির সফর ও মার্কিন বিজনেস ডেলিগেশনের বাংলাদেশ সফর অনুষ্ঠিত হয়। এসব বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইতিবাচক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সূত্র মতে, চীনের উত্থান যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি করেছে। বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে।

The post র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি ৪ বছর আগের first appeared on UK BANGLA.

The post র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি ৪ বছর আগের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/feed/ 0
২০০ কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস: র‌্যাব https://ukbangla.live/2022/10/31/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a8%25e0%25a7%25a6%25e0%25a7%25a6-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25b2%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/31/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d/#respond Mon, 31 Oct 2022 08:01:54 +0000 https://ukbangla.live/?p=17276 গেইমিং ব্যবস্থাপনার উন্নয়নের নামে ভুল তথ্য দিয়ে আইনি বৈধতা নেয়া উল্কা গেমস লিমিটেড দেশ থেকে বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মহাখালী ও উত্তরা […]

The post ২০০ কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস: র‌্যাব first appeared on UK BANGLA.

The post ২০০ কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস: র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
গেইমিং ব্যবস্থাপনার উন্নয়নের নামে ভুল তথ্য দিয়ে আইনি বৈধতা নেয়া উল্কা গেমস লিমিটেড দেশ থেকে বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মহাখালী ও উত্তরা থেকে এই চক্রের মূল হোতা উল্কা গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ ছয়জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের বরাতে র‌্যাব মুখপাত্র আরও জানান, পার্শ্ববর্তী দেশের মুনফ্রগ ল্যাবের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে দেশের কোটি কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস।

গেমিং উন্নয়নের উদ্দেশে শুরু হলেও উল্কা গেমস তা না করে তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে টাকা সরায় বলে জানান তিনি।

এর আগে রোববার রাতে জামিলুর রশিদ ছাড়া গ্রেপ্তার বাকিরা হলেন সায়মন হোসেন, রিদোয়ান আহমেদ, রাকিবুল আলম, মুনতাকিম আহমেদ ও কায়েস উদ্দিন আহম্মেদ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানয়, উল্কা গেমসের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদের সঙ্গে ২০১৭ সালে পার্শ্ববর্তী দেশের একটি প্রতিষ্ঠান মুনফ্রগ ল্যাবের পরিচয় হয়। ২০১৮ সালে তিনি মুনফ্রগ ল্যাবের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেড় লাখের বেশি টাকা বেতনে নিযুক্ত হন।

মুনফ্রগ ল্যাবের অনলাইন জুয়া অ্যাপ ‘তিন পাত্তি গোল্ড’ এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গেমটিকে আরও ছড়িয়ে দিতে দেশে বৈধতা নিতে আইনজীবীদের পরামর্শে সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০১৯ সালের শুরুর দিকে জামিরুল রশিদ ‘উল্কা গেমস প্রা. লি.’ নামে একটি গেমিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের অনুমোদন নেন।

পরে ২০১৯ সালে মুনফ্রগের শূন্য দশমিক শূন্য ১ শতাংশ উল্কা গেমসকে দেয়ার মাধ্যমে দেশে গেমিং খাতে উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। দেশে গেইমিং খাতে উন্নয়নের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া বা ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইনি বৈধতা নেয়ার ব্যবস্থা করে।

র‌্যাব বলছে, এভাবেই ‘তিন পাত্তি গোল্ড’ যাত্রা শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে। উল্কা গেমসের যাত্রা গেমিং উন্নয়নের উদ্দেশে হলেও তারা মূলত অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাঠানোর কাজ করছিল।

The post ২০০ কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস: র‌্যাব first appeared on UK BANGLA.

The post ২০০ কোটি টাকা সরিয়েছে উল্কা গেমস: র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d/feed/ 0
র‌্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ https://ukbangla.live/2022/03/28/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25b8%25e0%25a6%25a6%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/03/28/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/#respond Mon, 28 Mar 2022 03:25:03 +0000 https://ukbangla.live/?p=5850 র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব) দায়িত্ব পালনের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ পাচ্ছেন বাহিনীর সদস্যরা। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ইনসিগনিয়া অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার (২৯ মার্চ) অনুষ্ঠেয় বাহিনীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে ইউনিফর্মে এ ব্যাজ পরার অনুমতি পাবেন […]

The post র‌্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ first appeared on UK BANGLA.

The post র‌্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ appeared first on UK BANGLA.

]]>
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব) দায়িত্ব পালনের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ পাচ্ছেন বাহিনীর সদস্যরা। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ইনসিগনিয়া অনুমোদন দেওয়া হয়।

আজ সোমবার (২৯ মার্চ) অনুষ্ঠেয় বাহিনীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে ইউনিফর্মে এ ব্যাজ পরার অনুমতি পাবেন বাহিনীর সব স্তরের সদস্যরা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’

বার্তায় আরও বলা হয়, “এই ‘ইনসিগনিয়া’ প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে নিজ নিজ ড্রেস রুল অনুযায়ী পরতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক।

ইনসিগনিয়ায় ব্যবহৃত বিভিন্ন চিহ্নের অর্থ
ব্যাজে সবার ওপরে মাঝখানে জাতীয় প্রতীক শাপলা যা জনপ্রশাসনকে ধারণ করে। এর দুই পাশে আটটি তারকা চিহ্ন র‌্যাব ফোর্সেসে কর্মরত বিভিন্ন বাহিনী ও সংস্থার পরিচায়ক।

ওপরের দিকে মাঝামাঝি অস্ত্রের চিহ্ন জনগণের সুরক্ষা সেবা এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের দায়বদ্ধতার পরিচায়ক। এর নিচে দু’পাশের চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে জলে, স্থলে ও অন্তরীক্ষে সর্বত্র বিরাজমান র‌্যাবের আভিযানিক সক্ষমতা।

তার নিচে মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে নির্ভীক ও সুদৃঢ় অঙ্গীকারের পরিচায়ক। সবশেষে নিচে নৌকা আকৃতির চিহ্নে বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক।

The post র‌্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ first appeared on UK BANGLA.

The post র‌্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/28/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/feed/ 0
২১ ফেব্রুয়ারি র‌্যাব সর্বোচ্চ নিরাপত্তা দেবে: র‌্যাব ডিজি https://ukbangla.live/2022/02/20/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a8%25e0%25a7%25a7-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/20/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d/#respond Sun, 20 Feb 2022 06:35:29 +0000 https://ukbangla.live/?p=2866 সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র‌্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন […]

The post ২১ ফেব্রুয়ারি র‌্যাব সর্বোচ্চ নিরাপত্তা দেবে: র‌্যাব ডিজি first appeared on UK BANGLA.

The post ২১ ফেব্রুয়ারি র‌্যাব সর্বোচ্চ নিরাপত্তা দেবে: র‌্যাব ডিজি appeared first on UK BANGLA.

]]>
সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র‌্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকবো।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, করোনা আক্রান্তের হার কমে এলেও সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। সরকার কর্তৃক যে বিধিনিষেধ রয়েছে মাতৃভাষা অনুষ্ঠানে সবাই তা মেনে চলবো।

তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।

ভার্চুয়াল জগতে মিথ্যে তথ্য, গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে নজরদারি রয়েছে। আমাদের চৌকস সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক সাইবার মনিটরিং করছেন। এছাড়া র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের স্ব স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদারসহ সাইবার মনিটরিং করছেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সারা দেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের এই নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি। র‌্যাব সদর দফতরের নম্বর ০১৭৭৭৭২০০২৯।

২১ ফেব্রুয়ারি এলেই শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটে। এবার এ ধরনের কোনো আশঙ্কা ও প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, এ ধরণের ঘটনার আশঙ্কা নেই। সুনির্দিষ্ট হুমকিও নেই। তবে র‌্যাব সতর্ক রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তায় গত ১৮ তারিখ থেকেই সক্রিয় রয়েছে র‌্যাব সদস্যরা।

The post ২১ ফেব্রুয়ারি র‌্যাব সর্বোচ্চ নিরাপত্তা দেবে: র‌্যাব ডিজি first appeared on UK BANGLA.

The post ২১ ফেব্রুয়ারি র‌্যাব সর্বোচ্চ নিরাপত্তা দেবে: র‌্যাব ডিজি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/20/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25a4%25e0%25a6%25a6%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Fri, 11 Feb 2022 08:42:17 +0000 https://ukbangla.live/?p=2041 সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি র‌্যাব। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে ৮৫ বার সময় পরিবর্তন করা হয়েছে। এই এক দশকে ৮৫ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি […]

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি র‌্যাব। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে ৮৫ বার সময় পরিবর্তন করা হয়েছে।

এই এক দশকে ৮৫ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

যদিও শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যখন কোনো মামলার তদন্ত করে তখন তা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে করে থাকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্তও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করছে র‍্যাব। এখন পর্যন্ত ১৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে র‍্যাব। সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যেসব তথ্য উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা দরকার তা করেছে র‍্যাব। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারবো। র‍্যাব সবসময় চেষ্টা করে তদন্তে যেন নিরীহ নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত না হয়।’

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তদন্তে নিরপরাধ কোনো ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ হত্যা মামলার তদন্ত করছে র‍্যাব। আপনারা জানেন, আমরা সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার নিয়েছি দুই মাস পর। আমরা রিমান্ডে এনে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। সরকার এতটাই গুরুত্ব দিয়েছে এ মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। আমরা মাত্র কিছুদিন আগে পেয়েছি। তদন্ত চলমান।

সাগর-রুনি হত্যার ১০ বছর হয়েছে— আর কত দেরি হলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, র‍্যাব এ মামলা তদন্ত করছে আদালতের নির্দেশে। আমরা সবদিক বিবেচনায় তদন্ত করছি।

এমন চাঞ্চল্যকর মামলার তদন্ত করার মতো সক্ষমতা কি র‌্যাবের নেই? এমন প্রশ্নের উত্তরে কমান্ডার মঈন বলেন, র‌্যাব অনেক চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছে। র‌্যাব কখনো নিজে থেকে মামলার তদন্ত করে না। আদালত দিলেই কেবল তদন্ত করে। আমরা যে আজ একটি অভিযান পরিচালনা করেছি এটারও আলামত ও আসামি থানায় সোপর্দ করা হবে। সুতরাং নিয়মতান্ত্রিক উপায়েই র‌্যাব সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে।

বাদীপক্ষ মামলার তদন্তে র‌্যাবের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এমন বক্তব্যও আসছে, এ প্রসঙ্গে র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক বলেন, আমরা এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিটি ডেটে আদালতকে অবহিত করছি। আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ বা বক্তব্য পাইনি। আদালতও আমাদের বলেনি। এখানে তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই। বাংলাদেশের কয়টি মামলায় আলামত পরীক্ষা করে আসামিকে শনাক্তের চেষ্টা করা হয়? আমরা কিন্তু সেটিই করছি। আমরা চাই এটি দ্রুত শেষ হোক। নিরপরাধ কেউ সাজা না পাক।

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0