সেনাবাহিনী - UK BANGLA News Site Sat, 24 Sep 2022 04:30:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সেনাবাহিনী - UK BANGLA 32 32 সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী https://ukbangla.live/2022/09/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ab%25e0%25a6%259c%25e0%25a7%259f%25e0%25a7%2580-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25a6%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%259f https://ukbangla.live/2022/09/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f/#respond Sat, 24 Sep 2022 04:30:50 +0000 https://ukbangla.live/?p=15907 সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে […]

The post সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী first appeared on UK BANGLA.

The post সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী appeared first on UK BANGLA.

]]>
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিয়েছে তাদের।

The post সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী first appeared on UK BANGLA.

The post সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f/feed/ 0
বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী https://ukbangla.live/2022/06/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25ae-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%258b%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/06/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#respond Tue, 07 Jun 2022 06:51:48 +0000 https://ukbangla.live/?p=10634 চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে। এই জিনিসে পানি দেওয়া হলে ধোঁয়া বের হচ্ছে। এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার (৭ জুন) বিএম কনটেইনার ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল […]

The post বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী first appeared on UK BANGLA.

The post বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে। এই জিনিসে পানি দেওয়া হলে ধোঁয়া বের হচ্ছে। এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই।

মঙ্গলবার (৭ জুন) বিএম কনটেইনার ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

তিনি বলেন, ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসেছে। ডিপোর ভেতরে বিপদজনক কিছু আছে কি না তারা তা নিয়ে কাজ করছেন। সরেজমিন তারা পরিদর্শন করছেন। তাদের সঙ্গে স্পেশাল লোকজন আছেন। তারা বিষয়গুলো দেখছেন। তাদের কাছে ফাইনাল রিপোর্ট পাব। তাদের কাছ থেকে জানতে পারব কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কি না। আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি, ডিপোর আগুন পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে।

তিনি আরও বলেন, এখানে যাতে আর হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়টিকে আমরা প্রথম গুরুত্ব দিচ্ছি। যে কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে সেগুলোর কাছে কম যাওয়ার চেষ্টা করছি। আমরা আর কোনো হতাহত চাইনি।

আরিফুল ইসলাম আরও বলেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। আপনারা জানেন কিছু কন্টেইনারে কাপড়ের পণ্য আছে। ওইগুলো পানি দেয়ার ফলে ধোঁয়া বের হচ্ছে। তবে ভয়ের কিছু নাই বলে আমি মনে করি। এছাড়া আর যাতে হতাহত না ঘটে তার জন্য আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি। এ কারণে যেগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর আশেপাশে আমরা কম যাচ্ছি। আমরা আর কোনো হতাহত চাই না। আমাদের টার্গেট হচ্ছে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আর যাতে কোনো ক্ষতি না হয়। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

এ ঘটনায় ৪১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

The post বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী first appeared on UK BANGLA.

The post বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
সেনাবাহিনীর সিগন্যালস কোরের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হলেন সেনাপ্রধান https://ukbangla.live/2022/03/08/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%2597%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25b8-%25e0%25a6%2595%25e0%25a7%258b https://ukbangla.live/2022/03/08/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8b/#respond Tue, 08 Mar 2022 08:13:14 +0000 https://ukbangla.live/?p=4278 সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি। সকালে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী সেনাপ্রধানকে গৌরবমণ্ডিত ব্যাজ পরিয়ে দেন সিগন্যাল কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার। এর আগে সেনাবাহিনী […]

The post সেনাবাহিনীর সিগন্যালস কোরের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হলেন সেনাপ্রধান first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সিগন্যালস কোরের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হলেন সেনাপ্রধান appeared first on UK BANGLA.

]]>
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি।

সকালে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী সেনাপ্রধানকে গৌরবমণ্ডিত ব্যাজ পরিয়ে দেন সিগন্যাল কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার।

এর আগে সেনাবাহিনী প্রধান প্যারেড স্কয়ারে পৌঁছালে সিগন্যালস কোরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘যুদ্ধের প্রচলিত মাত্রা জল, স্থল ও আকাশ ছাড়িয়ে এখন প্রসারিত হয়েছে ইলেক্ট্রনিক ও সাইবার স্পেসে। এসব কিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দক্ষতাই আগামীতে যুদ্ধক্ষেত্রে কোনো প্রশিক্ষিত বাহিনীর সাফল্য নির্ভর করবে।’

সেনাপ্রধান বলেন, ‘আধুনিক যুদ্ধে উপযুক্ত সিগন্যাল যোগাযোগ ও কমপিউটার প্রযুক্তির প্রয়োগ বৈপ্লবিক পরিবর্তন এনেছে।’ তিনি বলেন, ‘সিগন্যাল যোগাযোগ, তথ্যপ্রযুক্তির ব্যবহার, তথ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার ও ইলেক্ট্রনিক যুদ্ধে শত্রুর ওপর আধিপত্য বিস্তারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিজয় অর্জনে সহায়তা করাই সিগন্যালস কোরের মূল লক্ষ্য।’

সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সিগন্যালস কোর আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও যশোর ক্যান্টনমেন্টের জিওসিসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post সেনাবাহিনীর সিগন্যালস কোরের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হলেন সেনাপ্রধান first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সিগন্যালস কোরের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হলেন সেনাপ্রধান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/08/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8b/feed/ 0
সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 03 Feb 2022 06:12:10 +0000 https://ukbangla.live/?p=1147 বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর […]

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। গুলিবিদ্ধ আহত অপর এক সেনাসদস্যের নাম মো. ফিরোজ। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

এ ছাড়া তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনে নিয়োজিত ২৮তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় ও অপর সেনাসদস্য ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জেএসএস সদস্য নিহত হন। ঘটনাস্থলেই সেনা কর্মকর্তা হাবিবুর রহমান মারা যান। আহত সেনাসদস্য ফিরোজকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের একটি সাব-মিশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, ৫ রাউন্ড গাদা বন্দুকের গুলি, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0