সৌদি - UK BANGLA News Site Tue, 18 Oct 2022 06:07:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সৌদি - UK BANGLA 32 32 মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে সৌদিতে https://ukbangla.live/2022/10/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ac%25e0%25a7%2580-%25e0%25a6%25b8%25e0%25a6%25be-%25e0%25a6%259c%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#respond Tue, 18 Oct 2022 06:07:36 +0000 https://ukbangla.live/?p=16820 ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহম্মদ (সা.)’র এক জোড়া জুতার প্রতিরূপ (রেপ্লিকা) সাধারণ জনগণের প্রদর্শনের ব্যবস্থা করেছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে বাদশাহ আবদুলআজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথরা) প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই রেপ্লিকা। ৬২২ খ্রীস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী যে জুতাজোড়া পরেছিলেন, সৌদিতে প্রদর্শনের জন্য আনা হয়েছে সেই জুতাজোড়ার রেপ্লিকা। তুরস্কের […]

The post মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে সৌদিতে first appeared on UK BANGLA.

The post মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে সৌদিতে appeared first on UK BANGLA.

]]>
ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহম্মদ (সা.)’র এক জোড়া জুতার প্রতিরূপ (রেপ্লিকা) সাধারণ জনগণের প্রদর্শনের ব্যবস্থা করেছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে বাদশাহ আবদুলআজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথরা) প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই রেপ্লিকা।

৬২২ খ্রীস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী যে জুতাজোড়া পরেছিলেন, সৌদিতে প্রদর্শনের জন্য আনা হয়েছে সেই জুতাজোড়ার রেপ্লিকা। তুরস্কের আন্দালুসিয়ার একজন শিল্পী এটি প্রস্তুত করেছেন। তবে আসল জুতাজোড়া সৌদি সরকারের হেফাজতে রয়েছে। সৌদি আরবের পর্যটন খাতকে আরও জনপ্রিয় করে তুলতে ৯ মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির সরকার। রাজধানী রিয়াদ, জেদ্দা ও মদিনাসহ পর্যায়ক্রমে সৌদির সব শহরে এই প্রদর্শনীর আয়োজন করা হবে।

ইথরার পরিচালক আবদুল্লাহ আল রাশিদ আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে বলেন, এটা কেবল একটা প্রদর্শনী নয়, বরং একটি সমন্বিত প্রকল্প যেখানে সৌদির বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এসব নিদর্শন জনগণকে দেখানো হবে। একে বলা যেতে পারে মোবাইল গ্লোবাল শো।

মহানবীর জুতার রেপ্লিকা ছাড়াও হিজরত সম্পর্কিত আরও বেশ কিছু নিদর্শন দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। তবে সবই প্রতিরূপ বা রেপ্লিকা। মূল নির্দশনসমূহ সরকারের হেফাজতে রয়েছে।

The post মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে সৌদিতে first appeared on UK BANGLA.

The post মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে সৌদিতে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/feed/ 0
সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু https://ukbangla.live/2022/07/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a7%25a9-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25be https://ukbangla.live/2022/07/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be/#respond Mon, 18 Jul 2022 08:45:23 +0000 https://ukbangla.live/?p=12681 সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজি মারা গেছেন। এরা হলেন ফারজিন সুলতানা (৪১), মোরশেদ হাসান সিদ্দিকী (৫৯) ও মমতাজ বেগম (৫০)। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২২ বাংলাদেশি হাজি মারা যান। এদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন পুরুষ। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, ফারজিন গত ১৪ জুলাই, মোরশেদ ১৬ […]

The post সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজি মারা গেছেন। এরা হলেন ফারজিন সুলতানা (৪১), মোরশেদ হাসান সিদ্দিকী (৫৯) ও মমতাজ বেগম (৫০)।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২২ বাংলাদেশি হাজি মারা যান। এদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন পুরুষ।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, ফারজিন গত ১৪ জুলাই, মোরশেদ ১৬ জুলাই ও মমতাজ ১৭ জুলাই মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পোর্টালের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজিনের পাসপোর্ট নম্বর বিডব্লিউ ০৩৮৯৮৩০ ও হজ আইডি ০৫২৩০৫৪। ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মোরশেদের পাসপোর্ট নম্বর ইই ০০৬৪৮৮৮ ও হজ আইডি নম্বর ৭০১৭৫০১। ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা মমতাজের পাসপোর্ট নম্বর ইই ০২১০২০০ ও হজ আইডি নম্বর ৮০৭২৯০৯।

এদিকে সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ হাজি। রোববার (১৭ জুলাই) রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

হাজিরা গত ১৪ জুলাই থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি।

গত ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

The post সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/18/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু https://ukbangla.live/2022/07/04/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/07/04/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9/#respond Mon, 04 Jul 2022 03:20:08 +0000 https://ukbangla.live/?p=12062 হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। […]

The post সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন।

অন্যদিকে হজ ফ্লাইট শুরুর পর রোববার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি। এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল। সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন।

১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

হজযাত্রী ব্যবসায়ী ২৬, চাকরীজীবী ১৬ শতাংশ

বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজযাত্রীদের বয়সভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছেন শূন্য দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ শতাংশ ও নারী ৩৫ শতাংশ রয়েছেন।

অন্যদিকে আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি। এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ।

এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামের ১৮, রাজশাহীর ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের ৩ ও সিলেটের ২ শতাংশ রয়েছে।

The post সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/04/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9/feed/ 0
সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু https://ukbangla.live/2022/07/02/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/07/02/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf/#respond Sat, 02 Jul 2022 04:03:22 +0000 https://ukbangla.live/?p=12004 সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। সর্বশেষ শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। আর বৃহস্পতিবার (৩০ জুন) মারা যান জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী […]

The post সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।

সর্বশেষ শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। আর বৃহস্পতিবার (৩০ জুন) মারা যান জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৮৩৩ জন রয়েছেন।

১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

The post সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু first appeared on UK BANGLA.

The post সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/02/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf/feed/ 0
সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর https://ukbangla.live/2022/03/13/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ae%25e0%25a7%25a7-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/03/13/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/#respond Sun, 13 Mar 2022 02:21:30 +0000 https://ukbangla.live/?p=4647 সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার (১২ মার্চ) সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসি খবরে বলা হয়, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত […]

The post সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর first appeared on UK BANGLA.

The post সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর appeared first on UK BANGLA.

]]>
সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

শনিবার (১২ মার্চ) সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি খবরে বলা হয়, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‌‌‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনের ও একজন সিরিয়ার নাগরিক রয়েছেন।

গত বছর দেশটিতে মোট ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২০ সালে ২৭ জনের। ২০১৬ সালে একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।

The post সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর first appeared on UK BANGLA.

The post সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/13/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/feed/ 0
বাইডেনের ফোন কলে সাড়া দেননি সৌদি-আমিরাতের যুবরাজ https://ukbangla.live/2022/03/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/03/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87/#respond Wed, 09 Mar 2022 08:35:20 +0000 https://ukbangla.live/?p=4356 ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বড় সংকটে রয়েছে ওয়াশিংটন। এই সংকট কাটাতে রাশিয়ার বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনকলে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার (৮ মার্চ) […]

The post বাইডেনের ফোন কলে সাড়া দেননি সৌদি-আমিরাতের যুবরাজ first appeared on UK BANGLA.

The post বাইডেনের ফোন কলে সাড়া দেননি সৌদি-আমিরাতের যুবরাজ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বড় সংকটে রয়েছে ওয়াশিংটন। এই সংকট কাটাতে রাশিয়ার বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনকলে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (৮ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি ও আমিরাতের শীর্ষ নেতাদের মধ্যে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। কিন্তু তাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউজ।

মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল’কে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন।

এদিকে সৌদির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন জার্নাল জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধে রিয়াদের হস্তক্ষেপের জন্য আরও সমর্থন, নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা এবং যুক্তরাষ্ট্রে যুবরাজ মোহাম্মদের আইনি দায়মুক্তি চায় সৌদি আরব।

বিবিসি বলছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির হত্যা মামলাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় জো বাইডেন সৌদি আরবকে ‘পারিয়াহ’ বা অস্পৃশ্য রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেসময় বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

অন্যদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ইয়েমেনি হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীরব ভূমিকায় অসন্তুষ্ট আমিরাতও। এ কারণেই সৌদি যুবরাজের মতো আমিরাতের যুবরাজও বাইডেনের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না।

The post বাইডেনের ফোন কলে সাড়া দেননি সৌদি-আমিরাতের যুবরাজ first appeared on UK BANGLA.

The post বাইডেনের ফোন কলে সাড়া দেননি সৌদি-আমিরাতের যুবরাজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/09/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
ওমরাহ-ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা সৌদির https://ukbangla.live/2022/02/08/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b9-%25e0%25a6%25ad%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25a3-%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/02/08/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4/#respond Tue, 08 Feb 2022 05:45:44 +0000 https://ukbangla.live/?p=1496 সৌদি সরকার পবিত্র ওমরাহ এবং ভ্রমণ ভিসার জন্য এবার নতুন এক নির্দেশনা জারি করেছে। দেশটিতে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনার র‌্যাপিড টেস্টের নেগেটিভ সনদ। আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর গত ছয় মাসে সৌদি আরবে ওমরা পালন করেছেন দুই লাখ ৮২ হাজার বিদেশি […]

The post ওমরাহ-ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা সৌদির first appeared on UK BANGLA.

The post ওমরাহ-ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা সৌদির appeared first on UK BANGLA.

]]>
সৌদি সরকার পবিত্র ওমরাহ এবং ভ্রমণ ভিসার জন্য এবার নতুন এক নির্দেশনা জারি করেছে। দেশটিতে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনার র‌্যাপিড টেস্টের নেগেটিভ সনদ।

আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর গত ছয় মাসে সৌদি আরবে ওমরা পালন করেছেন দুই লাখ ৮২ হাজার বিদেশি নাগরিক। আগামী রমজান মাসে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে আশা সৌদি হজ মন্ত্রণালয়ে।

এমন পরিস্থিতি ওমরাহ ভিসা ও ভ্রমণ ভিসার ক্ষেত্রের নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার। ৭২ ঘণ্টার মধ্যে এত দিন করোনা পরীক্ষার নেগেটিভ সনদ প্রয়োজন হলেও এখন থেকে সৌদি আরবে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট।

করোনা নতুন ধরন ওমিক্রমনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নতুন নিয়ম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি আরবে এখন পর্যন্ত দুই ডোজের টিকা নিয়েছেন ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার। এখন চলছে বুস্টার ডোজ প্রয়োগ।

The post ওমরাহ-ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা সৌদির first appeared on UK BANGLA.

The post ওমরাহ-ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা সৌদির appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/08/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4/feed/ 0