হাইকোর্ট - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 07:15:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png হাইকোর্ট - UK BANGLA 32 32 জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a6%258f%25e0%25a6%25ae-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Tue, 29 Nov 2022 07:15:27 +0000 https://ukbangla.live/?p=18282 গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ সংক্রান্ত এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী বলছেন, এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। মঙ্গলবার (২৯ নভেম্বর) […]

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ সংক্রান্ত এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী বলছেন, এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি হাইকোর্টের আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন জেলা জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের।

মামলায় বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

জিয়াউল হক মৃধার মামলায় আরও বলা হয়, গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করেন।

গত ১৪ সেপ্টেম্বর বাদী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়, যা অবৈধ— উল্লেখ করা হয় মামলায়।

২০১৯ সালের ২৮ ডিসেম্বরের কাউন্সিলসহ চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করতে এবং হাইকোর্ট বিভাগের রিট ১৫০৫১/২০১৯ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির পরবর্তী কাউন্সিল স্থগিত রাখতে মামলায় আদেশ চাওয়া হয়।

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ https://ukbangla.live/2022/08/30/%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%95-%e0%a7%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2589%25e0%25a6%25b8%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%2582%25e0%25a6%25b2%25e0%25a6%2595-%25e0%25a7%25ac-%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/08/30/%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%95-%e0%a7%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/#respond Tue, 30 Aug 2022 06:16:28 +0000 https://ukbangla.live/?p=14918 দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উসকানিমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ আগস্ট) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। দুই সপ্তাহের মধ্যে নির্দেশ পালন করতে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বিটিআরসিকে বলা হয়েছে। এদিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। পাশাপাশি উসকানিমূলক […]

The post উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ first appeared on UK BANGLA.

The post উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উসকানিমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।

দুই সপ্তাহের মধ্যে নির্দেশ পালন করতে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বিটিআরসিকে বলা হয়েছে। এদিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

পাশাপাশি উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হবে না, তা জানতে রুলও দেয় হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী জানান, এ ধরনের ভিডিওর কারণে নানা ধরনের গুজব তৈরি হচ্ছে। তাতে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এ বিষয়ে ফেসবুক ও ইউটিউব নিজেরাই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলেও মনে করেন তিনি।

সম্প্রতি এসব ভিডিও সড়াতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ব্যবস্থা না নেয়ার এ বিষয়ে রিট আবেদন করা হয়।

The post উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ first appeared on UK BANGLA.

The post উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/30/%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%95-%e0%a7%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/feed/ 0
ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন: হাইকোর্ট https://ukbangla.live/2022/08/22/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%2585%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%259c%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/08/22/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae/#respond Mon, 22 Aug 2022 08:26:31 +0000 https://ukbangla.live/?p=14514 সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) দরজা-জানালা খোলা রাখতে বলেছে হাইকোর্ট। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসককে সতর্ক করে তার কার্যালয়ের দরজা-জানালার পর্দা সরিয়ে ফেলতে বলেছেন বিচারক। রোববার (২২ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের অভিজ্ঞতা বলে আপনারা কী ধরনের […]

The post ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) দরজা-জানালা খোলা রাখতে বলেছে হাইকোর্ট। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসককে সতর্ক করে তার কার্যালয়ের দরজা-জানালার পর্দা সরিয়ে ফেলতে বলেছেন বিচারক।

রোববার (২২ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের অভিজ্ঞতা বলে আপনারা কী ধরনের জীবন-যাপনে অভ্যস্ত। চাকচিক্যময় জীবন-যাপন করেন। কীভাবে ক্ষমতার প্রয়োগ করে থাকেন। সেটাও জানি। দুঃখজনক হলেও সত্য ডিসি অফিসে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ পান না। আপনাদের অফিসের দরজা জানালা মোটা পর্দায় আবৃত থাকে। যার কারণে মানুষ আপনাদের ছবি পর্যন্ত দেখতে পায় না।

হাইকোর্ট বলেন, আপনাকে সতর্ক করছি। এখন থেকে ডিসি অফিসের দরজা জানালা খোলা রাখবেন। যেন জনগণ আপনাদের চেহারা দেখতে পায়। আপনার দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করবেন না।

হাইকোর্ট বলেন, ডিসি হলো সরকারের হার্ট। আপনাকে জনগণের জন্য সেভাবে কাজ করতে হবে। আদালত বলেন, ডিসি অফিসে সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই। আপনারা একটা দরখাস্ত পর্যন্ত রিসিভ করেন না। এখন থেকে কোনো ধরনের উন্মাসিকতা দেখাবেন না। নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করলে দেশ ও জনগণ উপকৃত হবে। আদালত প্রশ্ন রেখে বলেন, কোথাও চুরি ডাকাতি হচ্ছে, সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে অভিযোগ না পেলে কি আপনি বসে থাকবেন। বসে থাকার সুযোগ নাই।

পরে আদালত কুষ্টিয়ার ডিসি মো. সাইদুল ইসলামকে আদালত অবমাননার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে আদালত অবমাননার ঘটনায় রুলের শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেন। ওইদিন কুষ্টিয়ার পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও নিলামকরা সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ীকে আদালতে হাজির থাকতে হবে।

তবে করোনায় আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ার সদর থানার ওসি দেলোয়ার হোসেন খানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতে ডিসি ও এসপির পক্ষে আইনজীবী মুন্সী মনিরুজ্জামান ও ইউসুফ খান এবং এমডির পক্ষে সৈয়দ মিনহাজুল হক ও ব্যবসায়ী শফিকুলের পক্ষে রাগীব রউফ চৌধুরী শুনানি করেন। রিটের পক্ষে ব্যারিস্টার রাগিব রউফর চৌধুরী শুনানি করেন।

গত ১১ আগস্ট আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট।

The post ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/22/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae/feed/ 0
সুইস ব্যাংকের কাছে কেন তথ্য চায়নি সরকার: হাইকোর্ট https://ukbangla.live/2022/08/11/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%2587%25e0%25a6%25b8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a4%25e0%25a6%25a5 https://ukbangla.live/2022/08/11/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a5/#respond Thu, 11 Aug 2022 06:54:54 +0000 https://ukbangla.live/?p=13952 সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি, তা সরকার ও দুদককে জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। সকালে বিচারকাজের শুরুতেই আদালত দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকের বক্তব্য শোনে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে […]

The post সুইস ব্যাংকের কাছে কেন তথ্য চায়নি সরকার: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post সুইস ব্যাংকের কাছে কেন তথ্য চায়নি সরকার: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি, তা সরকার ও দুদককে জানাতে বলেছে হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

সকালে বিচারকাজের শুরুতেই আদালত দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকের বক্তব্য শোনে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

সুইস ব্যাংকে জমা করা অর্থের বেশিরভাগই অবৈধ পথে—এ ধরনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা রোববারের মধ্যে জানাতে বলেছে আদালত।

হাইকোর্টের দুই বিচারকের একজন বলেন, ‘সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে পড়েছি।’

ওই সময় তিনি বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে প্রকাশিত সংবাদের কপি জমা দিতে বলেন।

ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বেশিরভাগই অবৈধপথে আয় করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার সুইস ব্যাংকের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি।

The post সুইস ব্যাংকের কাছে কেন তথ্য চায়নি সরকার: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post সুইস ব্যাংকের কাছে কেন তথ্য চায়নি সরকার: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/11/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a5/feed/ 0
খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর, নজরে এলো হাইকোর্টের https://ukbangla.live/2022/08/04/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%2595%25e0%25a6%25a8%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25ae-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a7%25ad-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/08/04/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%ac/#respond Thu, 04 Aug 2022 07:03:18 +0000 https://ukbangla.live/?p=13605 চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাসের পরও সাত বছর ধরে কনডেম সেলে থাকা আবুল কাশেমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি নিয়ে লিখিত আবেদন করতে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি ড. মো.বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির […]

The post খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর, নজরে এলো হাইকোর্টের first appeared on UK BANGLA.

The post খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর, নজরে এলো হাইকোর্টের appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাসের পরও সাত বছর ধরে কনডেম সেলে থাকা আবুল কাশেমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি নিয়ে লিখিত আবেদন করতে পরামর্শ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি ড. মো.বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এরপর আদালত বলে, ‘আপনি লিখিত আবেদন করুন। আজই করুন।’

এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লোহাগাড়া থানার জানে আলম হত্যা মামলা থেকে বেকসুর খালাস পান। তার খালাস পাওয়ার আদেশ যথাসময়েই উচ্চ আদালত থেকে পৌঁছায় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে। কিন্তু আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি ৭ বছর ৩ মাস ১১ দিনও।

২০১৫ সালের ১৪ এপ্রিল এক মামলায় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসলে আবুল কাশেমকে শোন এ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেই দিন থেকে কারাগারের কনডেম সেলে আছেন আবুল কাশেম।

আবুল কাশেম লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা আমিরখান চৌধুরী পাড়ার বেলায়েত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ মার্চ রাজঘাটা আমিরখান চৌধুরী পাড়ায় জানে আলেম হত্যা মামলার আসামি ছিলেন আবুল কাশেম। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রথম আদালত ২০০৭ সালের ২৪ জুলাই আবুল কাশেমসহ ১২ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আবুল কাশেম রায়ের সময় পলাতক ছিলেন। ২০১৩ সালের ১১ ও ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও শহীদুল করিমের বেঞ্চ ডেথ রেফারেন্স শুনানিতে আবুল কাশেমকে খালাস দেন।

২০১৩ সালের ১১ ও ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের রায়ে পলাতক আবুল কাশেমের করণির ভুলের কারণে কার্যকর অংশে অন্তর্ভুক্ত না হওয়ায় একই বেঞ্চ ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সম্পূরক আদেশে আবুল কাশেমকে খালাস দেয়ার বিষয়ে সুস্পষ্ট আদেশ দেন।

অন্য একটি মামলায় ২০১৫ সালের ১৪ এপ্রিল অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রথম আদালত হাজিরা দিতে আসলে আবুল কাশেমকে শোন এ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠায়। সেই থেকে আবুল কাশেম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আছেন।

আবুল কাশেমের ছেলে ইফতেখার হোসেন নোহাশ বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আছেন। তার বিরুদ্ধে একটি মামলা ছিল, সেটাতে জামিনে ছিলেন। আমার বাবার মুক্তি চাই।’

The post খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর, নজরে এলো হাইকোর্টের first appeared on UK BANGLA.

The post খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর, নজরে এলো হাইকোর্টের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/04/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%ac/feed/ 0
বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট https://ukbangla.live/2022/07/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93%e0%a6%a0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a7%258b-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%2593%25e0%25a6%25a0 https://ukbangla.live/2022/07/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93%e0%a6%a0/#respond Thu, 21 Jul 2022 06:46:03 +0000 https://ukbangla.live/?p=12858 রেলের কালোবাজারি আজ থেকে বন্ধ, সেই সঙ্গে যাত্রী নেয়াও বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, বিমানের ছাদে তো যাত্রী ওঠেনা তাহলে রেলের ছাদে যাত্রী কেন? এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে। হাইকোর্ট […]

The post বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
রেলের কালোবাজারি আজ থেকে বন্ধ, সেই সঙ্গে যাত্রী নেয়াও বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, বিমানের ছাদে তো যাত্রী ওঠেনা তাহলে রেলের ছাদে যাত্রী কেন? এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

হাইকোর্ট আরও বলেন, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী তো স্টেশনে এসে যাত্রী উঠতে না করবেন না, রেলের কর্তারা কি করে? জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে আপনাদের ব্যর্থতায়।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে হাইকোর্টকে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

এদিকে রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

The post বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93%e0%a6%a0/feed/ 0
শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ https://ukbangla.live/2022/06/29/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%aa%e0%a7%ae%e0%a7%a9-%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%2595-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25a8%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a7%25aa%25e0%25a7%25ae%25e0%25a7%25a9-%25e0%25a6%259c https://ukbangla.live/2022/06/29/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%aa%e0%a7%ae%e0%a7%a9-%e0%a6%9c/#respond Wed, 29 Jun 2022 08:23:39 +0000 https://ukbangla.live/?p=11871 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসিএ’র চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ […]

The post শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ first appeared on UK BANGLA.

The post শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এনটিআরসিএ’র চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।

রিটের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি জানান।

তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী তাদের নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

এডভোকেট ফারুক হোসেন বলেন, নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। এ জন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করলো হাইকোর্ট।

The post শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ first appeared on UK BANGLA.

The post শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/29/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%aa%e0%a7%ae%e0%a7%a9-%e0%a6%9c/feed/ 0
পদ্মা সেতুর বিরোধিদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট https://ukbangla.live/2022/06/27/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a7%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/06/27/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81/#respond Mon, 27 Jun 2022 08:13:44 +0000 https://ukbangla.live/?p=11713 পদ্মা সেতু নিয়ে বিরোধিতাকারীদের খুঁজে বের করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ অভিমত ব্যক্ত করেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে স্বপ্রণোদিত রুল […]

The post পদ্মা সেতুর বিরোধিদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post পদ্মা সেতুর বিরোধিদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
পদ্মা সেতু নিয়ে বিরোধিতাকারীদের খুঁজে বের করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ অভিমত ব্যক্ত করেন।

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে স্বপ্রণোদিত রুল শুনানির জন্য উঠলে আদালত বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করে মন্তব্য করেন। শুনানিকালে আদালত বলেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, জাতীয় উন্নয়ন। আমাদের অহংকার। জাতীয় স্বার্থে পদ্মা সেতুর বিরোধিতাকারীরা উন্নয়নের বিরুদ্ধে। এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যাঁরা থাকেন, তারা জাতির ও দেশের শত্রু। তাদের খুঁজে বের করতে হবে। আদালত প্রয়োজনীয় আদেশের বিষয়টি কালও ধার্য থাকবে বলে আদেশ দেন।

এটর্নি জেনারেল, দুদক কৌঁসুলিসহ সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন।

পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আজ ২৭ জুন দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক রুলটি শুনানির জন্য গতকাল দিন ধার্যে উপস্থাপন করলে আদালত এ আদেশ দিয়েছিলেন।

একটি জাতীয় দৈনিকে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ‘ইউনূসের বিচার দাবি : আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এ রুল জারি করেন হাইকোর্ট।

রুলে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ‘ইনকোয়ারি অ্যাক্ট ১৯৬৫ (৩ ধারা)’ অনুসারে কমিশন গঠন এবং দোষীদের কেন বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং আইজিপিকে রুলের জবাব দিতে বলা হয়। পাশাপাশি এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেয়া হয়। পরে ওই বছরের ২০ মার্চ রুলের জবাব ও প্রতিবেদন দিতে আট সপ্তাহের সময় চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এ আবেদনের প্রেক্ষিতে একই বছরের ৭ মে পর্যন্ত সময় বাড়িয়ে দেন হাইকোর্ট। পরবর্তীতে কয়েক দফা সময়ের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এর মধ্যে কমিশন গঠনের জন্য ২০১৭ সালের ৯ নভেম্বর একজন সদস্যের নাম মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব করা হয়েছে বলে হাইকোর্টকে জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তিনি হলেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) মো. কামরুজ্জামান। পরবর্তীতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ পুনর্গঠন হওয়ার রুলটি আর শুনানিতে ওঠেনি।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগ তুলে পদ্মাসেতু নির্মাণে অর্থায়নের সিদ্ধান্ত থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার ঘটনা গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ওই ঘটনা ফলাও করে প্রচার করায় বাংলাদেশ এবং বর্তমান সরকারের ভাবমর্যাদা ক্ষুর্ণ হয়। সাড়ে তিন বছর আগের ওই ঘটনার পর বিশ্বব্যাংকের পাশাপাশি দেশি-বিদেশি কিছু ব্যক্তিত্বের দৌড়ঝাপ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্রিয়াকর্ম ও মিডিয়ার অতি উৎসাহ পদ্মা সেতু ইস্যুতে সরকারতে বিপাকে ফেলে দেয়। যা ছিল সরকারের জন্য চরম অবমাননাকর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

নানা ষড়যন্ত্র মোকাবেলা করে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে গত ২৫ জুন শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় স্বপ্ন, আবেগ ও আত্মমর্যাদার পদ্মা সেতু নির্মিত হলো। গতকাল রোববার সকাল থেকে পদ্মা সেতুতে গাড়ী চলাচল শুরু হয়েছে।

The post পদ্মা সেতুর বিরোধিদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post পদ্মা সেতুর বিরোধিদের খুঁজে বের করতে হবে: হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/27/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81/feed/ 0
তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a3%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/#respond Wed, 13 Apr 2022 06:14:31 +0000 https://ukbangla.live/?p=7179 বাংলাদেশি বাবা-মায়ের সন্তান ১৯ বছরের কানাডিয়ান তরুণীর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহনসহ সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা সরকার। হাইকোর্টকে লিখিতভাবে কানাডা হাইকমিশনের পক্ষে এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। বুধবার (১৩ এপ্রিল) কানাডিয়ান তরুণীকে গৃহবন্দি রাখার অভিযোগের রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো […]

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা first appeared on UK BANGLA.

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশি বাবা-মায়ের সন্তান ১৯ বছরের কানাডিয়ান তরুণীর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহনসহ সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা সরকার। হাইকোর্টকে লিখিতভাবে কানাডা হাইকমিশনের পক্ষে এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

বুধবার (১৩ এপ্রিল) কানাডিয়ান তরুণীকে গৃহবন্দি রাখার অভিযোগের রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) হাইকোর্ট বলেছিলেন, ১৯ বছরের প্রাপ্ত বয়স্ক তরুণী বাবা-মা ছেড়ে কানাডা যেতে চান, তাকে আটকে রাখা যাবে না। তবে তরুণীর নিরাপত্তা ২০০ শতাংশ কানাডা সরকারকেই নিশ্চিত করতে হবে।

গত ১১ এপ্রিল আদালত কানাডিয়ান ওই তরুণীর ল্যাপটপে ইন্টারনেট সংযোগ এবং তাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই তরুণী বাবা-মায়ের সঙ্গে থাকবেন বলে আদেশে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। তরুণীর বাবা-মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ওজিউল্লাহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি আবুল কালাম খান দাউদ। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। মুগদা থানার পুলিশ ও তার বাবা-মাকে তরুণীকে হাজির করতে বলা হয়।

একইসঙ্গে ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের নথি থেকে জানা যায়, ১৯ বছরের ওই তরুণীর জন্ম কানাডায়। তিনি জন্মসূত্রে কানাডার নাগরিক। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বাবা-মাও কানাডায় থাকতেন। ১০ মাস আগে তার বাবা-মা বেড়ানোর কথা বলে তাকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়। তারপর হাইকমিশনের পক্ষে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে রিট করে। রিটে পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মুগদা থানার ওসি, ওই তরুণীর বাবা-মাকে বিবাদী করা হয়।

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা first appeared on UK BANGLA.

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ https://ukbangla.live/2022/02/14/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a3-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac-%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/02/14/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9/#respond Mon, 14 Feb 2022 04:51:30 +0000 https://ukbangla.live/?p=2308 চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আপিলের শুনানি শেষে […]

The post নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ first appeared on UK BANGLA.

The post নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আপিলের শুনানি শেষে আজ সোমবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

ফলে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা চলমান থাকছে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে এ মামলার রুল শুনানির জন্য শুরুতে থাকবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে, জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেড আহসানুল করিম।

এর আগে গত বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। নিপুণ আক্তারের আবেদনের শুনানি শেষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে গতকাল রোববার পর্যন্ত স্থিতিশীলতা দিয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় পর্যন্ত কেউ দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দেন আদালত। নিপুণের আপিল শুনানি শেষে গত বুধবার বিকেল সোয়া ৩টায় আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিপুণ আপিল করেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। এরপর ৫ ফেব্রুয়ারি আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

পরে জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি নির্বাচনি আপিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে আবেদন করলে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত ও রুল জারি করেন।

The post নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ first appeared on UK BANGLA.

The post নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9/feed/ 0