হিজাব বিতর্ক - UK BANGLA News Site Thu, 13 Oct 2022 07:32:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png হিজাব বিতর্ক - UK BANGLA 32 32 হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় https://ukbangla.live/2022/10/13/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/10/13/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa/#respond Thu, 13 Oct 2022 07:32:50 +0000 https://ukbangla.live/?p=16686 শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে সৃষ্ট বিতর্কের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম ছাত্রীদের আবেদনের জবাবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দিয়েছে। এতে দেশটির শীর্ষ আদালতের একটি প্যানেল বলেছে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির সিদ্ধান্তের ব্যাপারে বিচারকরা বিভক্ত রায় দিয়েছে। পরবর্তী […]

The post হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় appeared first on UK BANGLA.

]]>
শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে সৃষ্ট বিতর্কের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম ছাত্রীদের আবেদনের জবাবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দিয়েছে।

এতে দেশটির শীর্ষ আদালতের একটি প্যানেল বলেছে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির সিদ্ধান্তের ব্যাপারে বিচারকরা বিভক্ত রায় দিয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

প্যানেলের দুই বিচারকের একজন হেমন্ত গুপ্ত। তিনি বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। তিনি শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধের পক্ষে তার মত দিয়েছেন। অন্যদিকে বিচারক সুধাংশু ধুলিয়া মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে মতামত দিয়েছেন।

বিচারক সুধাংশু ধুলিয়া বলেছেন, হিজাব পরা আসলে ব্যক্তিগত পছন্দের বিষয়। এর বাইরে কিছু নয়। সবকিছু ঊর্ধ্বে আমার মাথায় ছিল মেয়েশিশুদের শিক্ষা। আমি আমার বিচারক ভাইয়ের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করছি।

মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে দিয়ে বিচারক হেমন্ত গুপ্ত বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। আবেদন খারিজ করে দেওয়ার আগে আবেদনকারীদের ১১টি প্রশ্ন করেন তিনি। পরে তিনি বলেন, কর্ণাটকের হাইকোর্ট হিজাব নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, তিনি সেই রায়ের সঙ্গে একমত পোষণ করছেন।

আদালতের বিচারকদের প্যানেল হিজাব বিতর্কে বিভক্ত রায় দেওয়ায় এখন এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজের শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সময় রাজ্যটির একাধিক স্কুলে হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদ দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

পরে রাজ্যের মুসলিম ছাত্রীরা সরকারের হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটকের হাইকোর্টে আবেদন করে। গত ১৫ মার্চ কর্ণাটকের উদুপিতে গভর্নমেন্ট প্রি-ইউনিভার্সিটি গার্লস কলেজের কিছু মুসলিম ছাত্রীর করা এক আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

রায়ে আদালত সেই সময় জানায়, শ্রেণিকক্ষের ভেতরে ছাত্রীদের হিজাব পরার অনুরোধ ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য অপরিহার্য ধর্মীয় চর্চার অংশ নয়।

সূত্র: রয়টার্স, এনডিটিভি।

The post হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/13/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa/feed/ 0
হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্ণাটক হাইকোর্ট https://ukbangla.live/2022/03/15/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/03/15/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/#respond Tue, 15 Mar 2022 07:08:32 +0000 https://ukbangla.live/?p=4887 বেশ কয়েকমাস ধরেই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তাল হয়ে উঠেছিল। হিজাব বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এ বিতর্কের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব পিটিশন আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা ইসলামে অপরিহার্য কোনো অনুশীলন নয়। […]

The post হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্ণাটক হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্ণাটক হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
বেশ কয়েকমাস ধরেই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তাল হয়ে উঠেছিল। হিজাব বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এ বিতর্কের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এমন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব পিটিশন আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা ইসলামে অপরিহার্য কোনো অনুশীলন নয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হিজাবের পক্ষে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা। কিন্তু আদালতের এই রায়ের কারণে হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে উচ্চ আদালতে দায়ের হওয়া সব পিটিশন খারিজ হয়ে গেল।

এদিকে বিশৃঙ্খলার আশঙ্কায় কর্ণাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাঙ্গালুরুতেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত সব ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। হিজাব বিতর্কের সূত্রপাত হওয়া উদুপিতে মঙ্গলবার সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়।

গত ১ জানুয়ারি কর্নাটকের উদুপিতে একটি কলেজে কয়েকজন হিজাব পরা শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরা শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারবেন না।

রাজ্যজুড়ে সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েক জায়গায় হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি হয়। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। শান্তির আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। সব স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

গত ২৬ জানুয়ারি কর্ণাটক সরকার এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগ পর্যন্ত ছাত্রীরা কেবলমাত্র ইউনিফর্ম পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। তারা আদালতকে জানান, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনভাবেই তা বাতিল করা যায় না।

The post হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্ণাটক হাইকোর্ট first appeared on UK BANGLA.

The post হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্ণাটক হাইকোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/15/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
হিজাব বিতর্ক: মুসকানের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25b8%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599 https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99/#respond Wed, 09 Feb 2022 08:04:04 +0000 https://ukbangla.live/?p=1600 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শি আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়দা রহমান বলেন, ‘হিজাব হোক, জিন্স প্যান্ট বা শাড়ি হোক, সিঁদুর-শাখা হোক—এটা একটা মেয়ের অধিকার, সে পছন্দ করবে তার পোশাক। […]

The post হিজাব বিতর্ক: মুসকানের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্ক: মুসকানের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি appeared first on UK BANGLA.

]]>
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শি

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়দা রহমান বলেন, ‘হিজাব হোক, জিন্স প্যান্ট বা শাড়ি হোক, সিঁদুর-শাখা হোক—এটা একটা মেয়ের অধিকার, সে পছন্দ করবে তার পোশাক। হিজাবের ওপর নিষেধাজ্ঞা কেবল ভারতে নয়, এটা বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে রয়েছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে আসি, তখন আমিও বাধার শিকার হই। আমার শ্রেণিকক্ষের অধ্যাপিকা আমার হিজাবের কারণে আমাকে কটাক্ষ করেন। আজ এখান থেকে সবার সোচ্চার হওয়া উচিত।’

আরেক শিক্ষার্থী জয় চন্দ্র দাস বলেন, ‘একটা মেয়ে কী পরবে, তা কোনো ব্যক্তি বা রাষ্ট্র ঠিক করবে না। বোরকা সবাই পরতে পারে, এটা একটা শালীন পোশাক। আর, যেহেতু এটা মুসলিমদের সংস্কৃতি, তাহলে তারা কোনো বাধার মুখোমুখি হতে পারে না। এটা এক উদ্ভট সাম্প্রদায়িকতা। আমি একজন হিন্দু হয়ে আজ লজ্জাবোধ করছি। আমি মনে করি—বোরকা আমার মা-বোনও পরতে পারেন। আমরা আজ এটাই বলতে চাই—পৃথিবীর যেকোনো জায়গায়, যেকোনো প্রতিষ্ঠানে একটা মেয়ে বা একটা ছেলে কী পরবে, এটা একান্তই তার ব্যাপার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম রহমান বলেন, ‘কর্ণাটকের প্রতিবাদী মেয়েটির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। আমার পোশাক আমার স্বাধীনতা। আমি বোরকা পরব, না সালোয়ার-কামিজ পরব, না ফ্রক পরব, এটা একান্ত আমার ব্যাপার। একটা রাষ্ট্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ নিয়ে গঠিত। সবার পোশাকের ভিন্নতা হবে, এটাই তো স্বাভাবিক। আজ এ সাম্প্রদায়িকতা কেবল ভারত নয়, বাংলাদেশেও অহরহ রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সাম্প্রদায়িকতার শিকার হয়। এখন থেকে যখন যেখানেই এমন সাম্প্রদায়িকতা দেখা যাবে, সেখানেই প্রতিবাদ, প্রতিরোধ গড়ে উঠবে।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজেহিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকের রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃক নির্ধারিত) একই পোশাক পরে শ্রেণিকক্ষে আসতে হবে। কারণ তারা সবাই একই পরিবারের সদস্য।

তবে সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্র-ছাত্রীরা কেমন পোশাক পরবে।

The post হিজাব বিতর্ক: মুসকানের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্ক: মুসকানের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99/feed/ 0
হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25b2%25e0%25a6%25b2%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87/#respond Wed, 09 Feb 2022 03:54:31 +0000 https://ukbangla.live/?p=1547 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন মালালা ইউসুফজাই। স্কুল-কলেজে ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতে চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের এই নোবেলজয়ী শিক্ষা ও নারী অধিকার কর্মী। […]

The post হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা appeared first on UK BANGLA.

]]>
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন মালালা ইউসুফজাই।

স্কুল-কলেজে ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতে চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের এই নোবেলজয়ী শিক্ষা ও নারী অধিকার কর্মী।

এক টুইটে মালালা বলেছেন, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে অস্বীকৃতি জানানো ভয়ঙ্কর ঘটনা। নারী কম অথবা বেশি পোশাক পরলেও আপত্তি থাকে।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজেহিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।
এবার তাদের পাশে দাঁড়ালেন শিক্ষা নিয়ে কাজ করায় নোবেল পাওয়া মালালা ইউসুফজাই।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকের রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃক নির্ধারিত) একই পোশাক পরে শ্রেণিকক্ষে আসতে হবে। কারণ তারা সবাই একই পরিবারের সদস্য।

তবে সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্র-ছাত্রীরা কেমন পোশাক পরবে।

The post হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা first appeared on UK BANGLA.

The post হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/09/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87/feed/ 0