Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা

ডেস্ক সংবাদ

ব্রিটেনে গোপনে পরিচালিত একটি আফগান পুনর্বাসন প্রকল্পের তথ্য ফাঁস হওয়ার পর দেশজুড়ে জনমনে ক্ষোভ ও দাঙ্গার আশঙ্কায় উদ্বেগে পড়েছে ব্রিটিশ সরকার। ‘আফগানিস্তান রেসপন্স রুট’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় ৪,৫০০ আফগান সেনা ও তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৮৫০ মিলিয়ন পাউন্ড।

২০২২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর এক অনিচ্ছাকৃত ত্রুটিতে ২৫,০০০ আফগান নাগরিকের পরিচয় ফাঁস হয়, যাদের অনেকেই আগে যুক্তরাজ্যের সেনাদের সহযোগী ছিলেন। এরপর তৎকালীন কনজারভেটিভ সরকার একটি ‘সুপারইনজাংশন’ জারি করে, যাতে এই প্রকল্প নিয়ে সংবাদমাধ্যমে কোনও প্রতিবেদন প্রকাশ না হয়। দীর্ঘদিন পর সেই গোপনীয়তা তুলে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ৯০০ জন ‘আফগান রিলোকেশন অ্যান্ড অ্যাসিস্টেন্স পলিসি (ARAP)’-এর আবেদনকারী ও তাদের প্রায় ৩,৬০০ স্বজন যুক্তরাজ্যে প্রবেশ করেছে অথবা রওনা হয়েছে। আরও ৬০০ জনকে শিগগিরই পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বন্ধ হওয়ার আগেই মোট ৬,৯০০ জনকে ব্রিটেনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, এই তথ্য ফাঁসের ফলে দেশে গণ-অস্থিরতা বা ‘পাবলিক ডিসঅর্ডার’ সৃষ্টি হতে পারে। এক হোয়াইটহল ব্রিফিংয়ে বলা হয়েছে, জনগণের ভেতরে ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তারা এতদিন এই প্রকল্প সম্পর্কে কিছু জানত না।

প্রতিরক্ষা সচিব জন হিলি সংসদে বলেন, সুপারইনজাংশনের কারণে তিনি এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করতে না পারায় নিজেকে “অত্যন্ত অস্বস্তিকর” অবস্থায় পড়েছেন। তিনি আরও জানান, তালেবানদের হাতে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় প্রকল্পটি কিছুটা অতিরঞ্জিত হয়ে পড়েছে বলে পর্যালোচনায় উঠে এসেছে।

হিলি বলেন, এই ধরনের পুনর্বাসন প্রকল্প বন্ধ করলে সরকারের ব্যয় প্রায় ১.২ বিলিয়ন পাউন্ড কমানো যাবে এবং প্রায় ৯,৫০০ জন কম আফগান নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করবে।

বিশ্লেষকদের মতে, এখন দেখার বিষয় হলো—এই ঘটনা সামনে আসার পর জনসাধারণ কেমন প্রতিক্রিয়া দেখায় এবং সরকার তা কীভাবে সামাল দেয়। সরকারের অভ্যন্তর থেকেই উঠে আসা উদ্বেগ এই সংকটের গুরুত্ব স্পষ্ট করে তুলেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

dhakatoday1749165619youtube-x-68426462e2f72-689456a50e1d3
ইউটিউবে ১ মিলিয়ন ভিউ = কত টাকা আয়?
ইউটিউবে ১ মিলিয়ন ভিউ = কত টাকা আয়?
Fire homes
স্ত্রীকে পিটিয়ে হত্যা আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
স্ত্রীকে পিটিয়ে হত্যা আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
932e8fde473e0c22b775f8c02e6ccc02f5a29a944da8100c
ফুটপাত দখল নিয়ে বিরোধ, হকারের ঘুষিতে প্রাণ গেল হকারের
ফুটপাত দখল নিয়ে বিরোধ, হকারের ঘুষিতে প্রাণ গেল হকারের
51ebbc267a78161198ce9a78509e875b89602387c66f7a31
৫৮ বছর বয়সে আবার বাবা হচ্ছেন আরবাজ খান, প্রথমবার প্রকাশ্যে এলেন স্ত্রী নিয়ে
৫৮ বছর বয়সে আবার বাবা হচ্ছেন আরবাজ খান, প্রথমবার প্রকাশ্যে এলেন স্ত্রী নিয়ে
Screenshot_33
বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব কিক্রেট ম‍্যাচ অনুষ্টিত
বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব কিক্রেট ম‍্যাচ অনুষ্টিত
bb_1754231922
আর কত ধোকা: এখনো সমাধান পায়নি ফ্লাইট এক্সপার্টের গ্রাহকরা
আর কত ধোকা: এখনো সমাধান পায়নি ফ্লাইট এক্সপার্টের গ্রাহকরা

সম্পর্কিত খবর