সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের ৬ জন রাজমিস্ত্রি গত ১৫ এপ্রিল বিকেলে কাজের উদ্দেশ্যে কক্সবাজারে রওনা দেন। পরদিন (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম ও কক্সবাজার পৌঁছার পর পরিবারের সঙ্গে তাদের শেষবার যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ এবং তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
নিখোঁজ যুবকদের মধ্যে ৫ জন তরুণ এবং একজন প্রৌঢ়। তারা হলেন: রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯), ও আব্দুল জলিল (৫৫)। এদের সবাই একই গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, বারবার চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন স্বজনরা। খালেদ হাসানের বাবা ও স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন জানান, তারা আগে বিভিন্ন সময় চট্টগ্রামে কাজ করতেন, তবে এবার প্রথম কক্সবাজারে গিয়েছিলেন।
নিখোঁজদের একজন, রশিদ আহমদের ভাই বলেন, রশিদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করতেন এবং এবার এক ঠিকাদারের অধীনে কক্সবাজার গিয়েছিলেন। তবে ঠিকাদারের নাম-পরিচয় নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।
জানা গেছে, পরিবার থেকে অভিযোগ জানাতে জকিগঞ্জ থানায় গেলে তারা কক্সবাজারে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে নিখোঁজদের পরিবারের কিছু সদস্য কক্সবাজার রওনা দিয়েছেন।
খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সফর উদ্দিন জানান, ঠিকাদার রশিদ ও তার সহকারী বাবুলের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাকিংয়ে তাদের অবস্থান কক্সবাজারেই দেখা যাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা ১৮ এপ্রিল ঘটনাটি জানতে পারি। এরপর থেকেই অনুসন্ধান শুরু করেছি। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
নিখোঁজদের পরিবার ও স্থানীয়রা দ্রুত তাদের খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।