কানাডার অটোয়ায় ২১ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বনশিকা সাইনির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের ডেরা বস্সির বাসিন্দা ও আম আদমি পার্টির (আপ) নেতা দাবিন্দর সাইনির মেয়ে।
সোমবার (২৮ এপ্রিল) অটোয়ার একটি বিচের কাছে বনশিকার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গত ২২ এপ্রিল থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। তার ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার।
স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বনশিকার মৃত্যু আত্মহত্যা না কি অন্য কোনো কারণে হয়েছে—তা স্পষ্ট নয়।
এ বিষয়ে কানাডায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং বনশিকার পরিবার ও ভারতীয় কমিউনিটিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। মরদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, তবে তদন্তের স্বার্থে কিছুটা সময় লাগতে পারে।
জানা গেছে, বনশিকা দ্বাদশ শ্রেণি শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় যান। তার হঠাৎ মৃত্যুকে ঘিরে পরিবার, বন্ধুবান্ধব ও ভারতীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।