Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা

ডেস্ক সংবাদ

শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে জাপান। দেশটির সরকারি ও ব্যবসায়িক প্রতিনিধিরা বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে আয়োজিত “বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস” শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি এদিনকে অত্যন্ত রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে বলেন, “এটি কেবল চাকরির সুযোগ নয়, বরং জাপানকে জানারও দরজা খুলে দেবে বাংলাদেশের মানুষের জন্য।”

অনুষ্ঠানে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বাংলাদেশ ১৮ কোটির বেশি জনসংখ্যার দেশ, যার অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে। সরকারের দায়িত্ব হলো এই তরুণদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দেওয়া।”

জাপানের শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায় সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, “বাংলাদেশি কর্মীদের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে এবং এটি অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “আমরা বাংলাদেশকে দক্ষ ও তরুণ কর্মীদের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছি। তারা উভয় দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।” তিনি জানান, আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন।

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের পরিচালিত একটি প্রশিক্ষণ স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং ভবিষ্যতে এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

জেইটিসিও’র চেয়ারম্যান হিরোআকি ইয়াগি বলেন, “বাংলাদেশি কর্মীদের জাপানে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে ভাষাশিক্ষক স্বল্পতা একটি বড় চ্যালেঞ্জ।”

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, “জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশি কর্মীদের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। এটি উভয় দেশের জন্যই ইতিবাচক দিক।”

সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক ঘাটতি এক কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, “এই বিশাল সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আরও দক্ষ কর্মী জাপানে পাঠাতে পারে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর