যুক্তরাজ্যে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে চলেছে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বছরের চতুর্থ তাপপ্রবাহ, যা গড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
প্রাথমিক পূর্বাভাসে দেখা গেছে, ২০ জুলাই হতে পারে সবচেয়ে উত্তপ্ত দিন—লন্ডনে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৪°C, আর নরফোকে তা ৩৫°C পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে এমন গ্রীষ্মকালীন তাপপ্রবাহ এখন প্রায় নিয়মিত ঘটছে। যেখানে আগে এমন গরম এক দশকে একবার দেখা যেত, এখন তা প্রায় প্রতিবছরই ফিরে আসছে—২০১৮ সালের স্মরণীয় গরম এখন নতুন স্বাভাবিক হয়ে উঠছে।
যদিও আপাতত কিছুটা স্বস্তির আভাস রয়েছে, তবে কর্তৃপক্ষ সবাইকে আগেভাগেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। গরম যেন স্বাস্থ্যঝুঁকি না তৈরি করে, সে জন্য ঘরে পর্যাপ্ত পানি, ঠাণ্ডা পরিবেশ এবং গরমে বাইরে না থাকার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে।