ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে।
নিহত সালাউদ্দিন শেখ (৩৫) ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের ছেলে। অভিযুক্ত আলা উদ্দিন তার ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে জরুরি কাজে ঢাকায় ছিলেন সালাউদ্দিন। এদিন রাতে মাদকাসক্ত আলা উদ্দিন সালাউদ্দিনের স্ত্রীর ঘরে প্রবেশ করলে স্ত্রীর চিৎকারে সে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মোবাইল ফোনে খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকাগামী সালাউদ্দিন বাড়ি আসেন। বিষয়টি জানতে চাইলে ছোট ভাইয়ের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আলা উদ্দিন বটি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত সালাউদ্দিনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন ও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।